দুই বিঘা জমি কবিতার সৃজনশীল প্রশ্ন | দুই বিঘা জমি একটি কাহিনী-কবিতা। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের “কথা ও কাহিনী” কাব্যগ্রন্থ থেকে সংকলিত। দরিদ্র কৃষক উপেন অভাব-অনটনে বন্ধক দিয়ে তার প্রায় সব জমি হারিয়েছে। বাকি ছিল মাত্র দুই বিঘা জমি। কিন্তু জমিদার তার বাগান বাড়ানোর জন্য সে জমির দখল নিতে চায়।
কিন্তু সাত পুরুষের স্মৃতি বিজড়িত সে জমি উপেন দিতে না চাইলে জমিদারের ক্রোধের শিকার হয় সে । মিথ্যে মামলা দিয়ে জমিদার সে জমি দখল করে নেয়। ভিটেছাড়া হয়ে উপেন বাধ্য হয় পথে বেরুতে। সাধু হয়ে সে গ্রাম-গ্রামান্তরে ঘোরে । কিন্তু পৈতৃক ভিটের স্মৃতি সে ভুলতে পারে না।
এই কবিতার মাধ্যমে কবি দেখাতে চেয়েছেন, সমাজে এক শ্রেণির লুটেরা বিত্তবান প্রবল প্রতাপ নিয়ে বাস করে। তারা সাধারণ মানুষের সম্পদ লুট করে সম্পদশালী হয়। তারা অর্থ, শক্তি ও দাপটের জোরে অন্যায়কে ন্যায়, ন্যায়কে অন্যায় বলে প্রতিষ্ঠা করে। দুই বিঘা জমি কবিতাটিতে কবি এদের স্বরুপ তুলে ধরেছেন।
দুই বিঘা জমি কবিতার সৃজনশীল প্রশ্ন
সৃজনশীল প্রশ্ন ১ : গাজীপুর চৌরাস্তার কাছে মতিন মিয়ার ছোট্ট এক চায়ের দোকান। আর দোকানের পাশেই ‘ক’ সোসাইটির বিশালাকার অ্যাপার্টমেন্ট গড়ে উঠেছে। একদিন সকালে মতিন দেখে, তার দোকান অ্যাপার্টমেন্টের সীমানা প্রাচীরের মধ্যে আটকে গেছে। সে বুঝে গেল আর কিছুই করার নেই। উপায়ান্তর না দেখে সে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে ফ্লাক্সে করে চা বিক্রি করে সংসার চালায় আর উদাস দৃষ্টিতে গগনচুম্বি অট্টালিকাগুলোর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে।
ক. রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিষ্টাব্দে নোবেল পুরষ্কার পান?
খ. ‘রাস্তার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি’ বলতে কবি কী বুঝিয়েছেন?
গ. ‘ক’ হাউজিং সোসাইটির কার্যক্রমে ‘দুই বিঘা জমি’ কবিতার বাবু সাহেব চরিত্রের যে দিকটি ফুটে উঠেছে তার বর্ণনা দাও।
ঘ. উদ্দীপকের মতীন ‘দুই বিঘা জমি’ শোষিত উপেনের সার্থক প্রতিনিধি কি না- এ বিষয়ে তোমার মতামত যুক্তি সহকারে উপস্থাপন কর।
সৃজনশীল প্রশ্ন ২ : হোসেন এক বর্গাচাষি। অন্যের জসি চাষাবাদের মাধ্যমে তার সংসার চলে। একমাত্র মেয়ে রহিমাকে লেখাপড়া শেখানোর জন্য স্কুলে পাঠায়, কিন্তু বিত্তবান রহমত আলী বিষয়টা ভালোভাবে নেয় না। ষড়যন্ত্র করে রহমত তাকে ভিটেমাটি ছাড়া করে। হোসেন নিরুপায় হয়ে দূর গ্রামে চলে যায়। রহমত আলীর বিশ্ববিদ্যালয় পড়–য়া ছেলে অমিত পিতার কর্মকাণ্ডে বিব্রত ও লজ্জিত হয় এবং পিতাকে এ ধরনের অমানবিক আচরণ থেকে বিরত করে হোসেনকে তার ভিটায় ফেরার ব্যবস্থা করে।
ক. ‘দুই বিঘা জমি’ কবিতায় উপেন কতদিন পর ভিটেমাটি ছেড়ে পথে বের হলো?
খ. ‘তুমি মহারাজ হলে সাধু আজ’- এ কথা বলার কারণ কী?
গ. উদ্দীপকের রহমত আলীর সাথে ‘দুই বিঘা জমি’ কবিতার সাদৃশ্যপূর্ণ চরিত্রটি ব্যাখ্যা ক।
ঘ. ‘দুই বিঘা জমি’ কবিতার উপেন যদি উদ্দীপকের হোসেনের অবস্থায় পড়তেন তাহলে উপেনকে ভিটেমাটি হারাতে হতো না।- মন্তব্যটি বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৩ : ওসমান ওয়াজেদ চৌধুরীর বর্গাচাষী। সে জমির ফসলের তিন ভাগের দুই ভাগ পায়। একবার জমির বন্দোবস্তের কথা বলে তোলার সময় ওয়াজেদ চৌধুরী ওসমানের টিপসহি নিয়ে রাখে। ফসল তোলার সময় ওয়াজেদ চৌধুরীর লোক দুই ভাগ দাবি করলে ওসমান এর কারণ জানতে চায়। মালিকপক্ষ মিথ্যা ঋণের প্রসঙ্গ এনে ওসমানের টিপসহি দেখায়। এতে ওসমান ক্ষিপ্ত হয়ে তীব্র প্রতিবাদ জানায়। বলে, ‘রক্ত চুইষ্যা খাইছে। অজম করতে দিমু না, যা থাকে কপালে।’ ওসমানের সাথে বাকি নির্যাতিত চাষিরাও যোগ দেয়।
ক. ‘দুই বিঘা জমি’ কবিতাটি পাঠের উদ্দেশ্য কী?
খ. ‘‘চেয়ে দেখো মোর আছে বড়ো-জোর মরিবার মতো ঠাঁই।”- উক্তিটির কারণ বর্ণনা কর।
গ. উদ্দীপকে ওয়াজেদ চৌধুরীর ফসলের দুই ভাগ দাবি ‘দুই বিঘা জমি’ কবিতার কোন বিষয়টির সাথে সম্পৃক্ত? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের ওসমানের চারিত্রিক বৈশিষ্ট্যকে ধারণ করলে উপেনকে ভিটেছাড়া হতে হতো না।- উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্ন ৪ : রমিছা বিভিন্ন বাড়িতে গৃহকর্মীর কাজ করে অতি কষ্টে দুটো সন্তান ও পঙ্গু স্বামী নিয়ে সংসার চালায়। পাঁচ বছর আহে সে একটি স্থানীয় সমিতিতে ডিপিএস খুলেছিল। মেয়াদ পূর্ণ হওয়ার পর টাকা তুলতে গিয়ে দেখে ঐ সমিতির অফিসে তালা ঝুলছে। আশেপাশের মানুষের মুখে শুনল, তারা টাকা-পয়সা নিয়ে পালিয়েছে। রমিছা হাহাকার করে উঠল; কপাল চাপড়াতে চাপড়াতে মাটিতে লুটিয়ে পড়ল।
ক. ‘খত’ শব্দের অর্থ কী?
খ. ‘যত হাসো আজ যত করো সাজ, ছিলে দেবী, হলে দাসী।’ কেন বলেছিল?
গ. উদ্দীপকের রমিছা চরিত্রটি ‘দুই বিঘা জমি’ কবিতার যে চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ তা বর্ণনা কর।
ঘ. উদ্দীপকটি ‘দুই বিঘা জমি’ কবিতায় সমাজের এক বিশেষ শ্রেণির প্রতি ইঙ্গিত করে- তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্ন ৫ : দিনমজুর সিরাজ মিয়া একমাত্র পুত্র হাসিবের দুরারোগ্য ব্যাধির চিকিৎসা করতে গিয়ে প্রায় সর্বহারা। ছেলেকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করার জন্য শেষ সম্বল বসতভিটা বন্ধক রাখার সিদ্ধান্ত নিয়ে প্রতিবেশী আজিম মাস্টারের কাছে গেলে তিনি বলেন, ‘‘তোমার বসতভিটা হারানোর দরকার নেই, বরং টাকা আমি দিচ্ছি। তুমি ধীরে ধীরে শোধ করে দিও। তোমার ছেলে তো আমার ছেলের মতোই।” এ কথা শুনে কৃতজ্ঞতায় সিরাজের চোখে জল নামে।
ক. ‘খত’ কী?
খ. উপেন সন্যাসী বেশে ঘুরে বেড়াতে লাগল কেন?
গ. উদ্দীপকের সিরাজ মিয়ার সাথে ‘দুই বিঘা জমি’ কবিতার উপেনের বৈসাদৃশ্য বর্ণনা কর।
ঘ. ‘‘উদ্দীপকে আজিম মাস্টারের মানসিকতা ও ‘দুই বিঘা জমি’ কবিতার জমিদারের মানসিকতা যদি এক হতো তাহলে উপেনের এমন করুণ পরিণতি হতো না।”- মন্তব্যটি বিচার কর।
সৃজনশীল প্রশ্ন ৬ : দিনমজুর ভবেশ মেয়ের বিয়ের জন্য মহল্লার ধনী ব্যবসায়ী গোপাল সাহহার কাছ থেকে পাঁচ হাজার টাকা ঋণ নেয়। ধূর্ত গোপাল সাহা লিখিত প্রমাণ থাকার কথা বলে সাদা কাগজে ভবেশের টিপসই রেখে দেয়। দু’মাস না যেতেই সে দলবল নিয়ে ভবেশের ভিটেমাটি দখল করে। প্রচার করে, জমি নাকি সে কিনে নিয়েছে।
ক. আদালতের হুকুম বা নির্দেশনামাকে কী বলে?
খ. ‘তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে’- উপেন কেন এ কথা বলেছে?
গ. উদ্দীপকের গোপাল সাহা কোন দিক দিয়ে ‘দুই বিঘা জমি’ কবিতার জমিদার? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের ভবেশ কি পঠিত কবিতার উপেন? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্ন ৭ : পদ্মাা নদীর ভাঙনে শরীয়তপুর গ্রামের বাসিন্দা আমিন মিয়া এখন সর্বহারা। নেই আশ্রয়, নেই আহার। এমতাবস্থায় পাশের গ্রামের জমিদার আলম চৌধুরী তার পরিবারকে আশ্রয় দিল, জমি দিল।
ক. ‘ললাট’ শব্দের অর্থ কী?
খ. ‘সে মাটি সোনার বাড়া’ বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের জমিদার আলম চৌধুরী ও ‘দুই বিঘা জমি’ কবিতার বাবু চরিত্রের বৈসাদৃশ্য তুলে ধর।
ঘ. উদ্দীপকে আমিন মিয়া ‘দুই বিঘা জমি’ কবিতার উপেনের সার্থক প্রতিনিধি কি না? তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্ন ৮ : সুদূর প্রবাসে বসে আফনানের দেশের কথা মনে পড়ে। পাখি ডাকা, ছায়াঘেরা গাঁয়ের পাশ দিয়ে বয়ে যাওয়া ছোট নদীর কথা মনে হলে তার মনটা উদাস হয়ে যায়। শৈশবের কত কথা তার মনে পড়ে।
ক. ‘দুই বিঘা জমি’ কী ধরনের কবিতা?
খ. ‘তাই লিখি দিল বিশ্বনিখিল দুবিঘার পরিবর্তে।’ চরণটি বুঝিয়ে লেখ।
গ. উদ্দীপকে ‘দুই বিঘা জমি’ কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা র্ক
ঘ. উদ্দীপকটিতে ‘দুই বিঘা জমি’র বিষয়বস্তু সম্পূর্ণরূপে ফুটে উঠেনি।- বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৯ : নদীভাঙনের শিকার চাঁদপুরের মিলু মোল্লা। সে এখন বাস্তুচ্যুত এবং সর্বহারা। তার জমি-জমা এবং টাকা-পয়সা বলতে কিছুই নেই। এমতাবস্থায় পাশের গ্রামের ধনাঢ্য ব্যবসায়ী রিয়াজ চৌধুরী তার পরিবারকে আশ্রয় দিয়েছে এবং তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে মিলু মোল্লাকে কাজের ব্যবস্থা করে দিয়ে স্বাবলম্বী করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ক. ‘দুই বিঘা জমি’ কবিতাটি কোন কাব্যগ্রনাথ থেকে সংকলিত?
খ. ‘এ জগতে হায়, সেই বেশি চায় আছে ভূরি ভূরি’- চরণটি বুঝিয়ে লেখ।
গ. উদ্দীপকের রিয়াজ চৌধুরীর সাথে কবিতার বাবু চরিত্রের বৈসাদৃশ্য নির্ণয় কর।
ঘ. উদ্দপিকের মিলু মোল্লা ‘দুই বিঘা জমি’ কবিতার উপেনের সার্থক প্রতিনিধি। তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি প্রদর্শন কর।
সৃজনশীল প্রশ্ন ১০ : আজিজ সাহেব একজন মস্ত ধনী মানুষ। তার বাড়ির প্রবেশপথটি আরও সুন্দর ও প্রশস্ত করার জন্য পথের মাঝখানে থাকা দরিদ্র বাবুল মিয়ার বাড়িটুকু তার বড়ই প্রয়োজন। তাই সে বাবুল মিয়ার বাড়িটি কেনার প্রস্তাব দেয়। কিন্তু বাবুল মিয়া পূর্বপুরুষের স্মৃতিবিজড়ির বাড়িটি বেচতে রাজি নয়। বাবুল মিয়ার আকৃতি শুনে আজিজ সাহেবের মন গলে যায়। সে নিজ খরচে বাবুল মিয়ার বাড়িটি সুন্দর করে সাজিয়ে দেয়।
ক. রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার পান?
খ. উপেন তার মাতৃতুল্য ভূমিকে ‘রাক্ষসী’ বলেছে কেন?
গ. উদ্দীপকের বাবুল ও ‘দুই বিঘা জমি’ কবিতার উপেনের জীবনচিত্রের বৈসাদৃশ্য নিরূপণ কর।
ঘ. ‘দুই বিঘা জমি’ কবিতায় জমিদার ও উদ্দীপকের আজিজ সাহেব সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির মানুষ- মন্তব্যটির যৌক্তিকতা বিশ্লেষণ কর।
►► উত্তর ডাউনলোড : ভাব ও কাজ
►► উত্তর ডাউনলোড : অতিথির স্মৃতি
►► উত্তর ডাউনলোড : পড়ে পাওয়া
►► উত্তর ডাউনলোড : তৈলচিত্রের ভূত
►► উত্তর ডাউনলোড : এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
►► উত্তর ডাউনলোড : আমাদের লোকশিল্প
►► উত্তর ডাউনলোড : সুখী মানুষ
►► উত্তর ডাউনলোড : বাংলা নববর্ষ
►► উত্তর ডাউনলোড : মংডুর পথে
►► উত্তর ডাউনলোড : বাংলা ভাষার জন্মকথা
শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Facebook Page এ Like দিয়ে রাখো। । আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post