দেনাপাওনা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর : নিরুপমার জন্য পণের বাকি টাকা জোগাড় করতে গিয়ে তার দরিদ্র পিতা ঘোর সংকটের আবর্তে পতিত হলেন। কোনো উপায় না পেয়ে অল্প অল্প সুদে নানা স্থান থেকে টাকা ধার করে জমাতে লাগলেন। ফলে সংসারের খরচ বন্ধ হওয়ার উপক্রম হলো। এতসব দুঃখ-কষ্টের কথা নিরুপমার বাবা মেয়ের কাছে কিছুই বলেননি। কিন্তু বাবার মুখে মলিনতা ও দুশ্চিন্তার ছাপ দেখে মেয়ে ঠিকই বুঝে নিয়েছিল যে বাবা ভালো নেই।
দেনাপাওনা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. নিরুপমা তার কয়টি ভাইয়ের পর জন্মেছিল?
উত্তর : নিরুপমা তার পাঁচটি ভাইয়ের পর জন্মেছিল।
২. রায়বাহাদুর কী হাতে না পেলে বর সভাস্থ করা যাবে না বলে জানালেন?
উত্তর : রায়বাহাদুর টাকা হাতে না পেলে বর সভাস্থ করা যাবে না বলে জানালেন।
৩. রায়বাহাদুর নিজের সন্তানের মাঝে কিসের বিষময় ফল প্রত্যক্ষ করলেন?
উত্তর : রায়বাহাদুর নিজের সন্তানের মাঝে বর্তমান শিক্ষার বিষময় ফল প্রত্যক্ষ করলেন।
৪. রামসুন্দর পণের টাকা জোগাড়ের জন্য কী বিক্রি করার চেষ্টা করতে লাগলেন?
উত্তর : রামসুন্দর পণের টাকা জোগাড়ের জন্য বসতবাড়ি বিক্রি করার চেষ্টা করতে লাগলেন।
৫. কার বাড়িতে মস্ত চুরি হয়ে গিয়েছে বলে রামসুন্দর বেহাইকে খবর দিলেন?
উত্তর : হরেকৃষ্ণর বাড়িতে মস্ত চুরি হয়ে গিয়েছে বলে রামসুন্দর বেহাইকে খবর দিলেন।
৬. নবীনমাধব ও রাধামাধবের মাঝে তুলনা করার সময় রামসুন্দর কার নিন্দা করলেন?
উত্তর : নবীনমাধব ও রাধামাধবের মাঝে তুলনা করার সময় রামসুন্দর নবীনমাধবের নিন্দা করলেন।
৭. রামসুন্দরের নাতির বহুদিন হতে কিসে চড়ে হাওয়া খাওয়ার শখ হয়েছে?
উত্তর : রামসুন্দরের নাতির বহুদিন হতে ঠেলাগাড়িতে হাওয়া খাওয়ার শখ হয়েছে।
৮. নিরুপমার স্বামী বিয়ের পর কী হয়ে দেশান্তরি হন?
উত্তর : নিরুপমার স্বামী বিয়ের পর ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে দেশান্তরি হন।
৯. সংসর্গদোষে হীনতা শিক্ষা হওয়ার ওজরে কাদের সাথে নিরুপমার সাক্ষাৎকার নিষিদ্ধ করা হয়েছে?
উত্তর : সংসর্গদোষে হীনতা শিক্ষা হওয়ার ওজরে বাপের বাড়ির আত্মীয়দের সাথে নিরুপমার সাক্ষাৎকার নিষিদ্ধ করা হয়েছে।
১০. রায়বাহাদুরবাবু ছেলের দ্বিতীয় বিয়েতে কত টাকা আদায় করেন?
উত্তর : রায়বাহাদুরবাবু ছেলের দ্বিতীয় বিয়েতে বিশ হাজার টাকা আদায় করেন।
১১. ‘রায়বাহাদুর’ কোন আমলের সরকারি খেতাব?
উত্তর : ‘রায়বাহাদুর’ ব্রিটিশ আমলের সরকারি খেতাব।
১২. ‘শরশয্যা’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘শরশয্যা’ শব্দের অর্থ মৃত্যুশয্যা।
১৩. ‘দেনাপাওনা’ গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
উত্তর : ‘দেনাপাওনা’ গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গল্পগুচ্ছ’ গ্রন্থ থেকে সংকলিত হয়েছে।
১৪. কার আত্মবিসর্জনের মধ্য দিয়ে ‘দেনাপাওনা’ গল্পের কাহিনি শেষ হয়?
উত্তর : নিরুপমার আত্মবিসর্জনের মধ্য দিয়ে ‘দেনাপাওনা’ গল্পের কাহিনি শেষ হয়।
১৫. ‘দেনাপাওনা’ গল্পে কোন ঘৃণ্য সামাজিক ব্যাধির কথা বলা হয়েছে?
উত্তর : ‘দেনাপাওনা’ গল্পে সামাজিক ব্যাধি-যৌতুকের কথা বলা হয়েছে।
১৬. রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন।
১৭. কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বনফুল’ কাব্য প্রকাশিত হয়?
উত্তর : পনেরো বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বনফুল’ কাব্য প্রকাশিত হয়।
১৮. রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান।
১৯. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে নোবেল পুরস্কার পান।
২০. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর ১৯৪১ সালে মৃত্যুবরণ করেন।
২১. নিরুপমার বিয়েতে বরপক্ষ কত টাকা পণ চেয়েছিল?
উত্তর : নিরুপমার বিয়েতে বরপক্ষ ১০ হাজার টাকা পণ চেয়েছিল।
২২. ‘দেনাপাওনা’ গল্পটি লেখকের কোন গ্রন্থ থেকে সংকলিত?
উত্তর : ‘দেনাপাওনা’ গল্পটি লেখকের ‘গল্পগুচ্ছ’ গ্রন্থ থেকে সংকলিত।
২৩. নিরুপমার বিয়েতে বরপক্ষ কত টাকা পণ চেয়ে বসল?
উত্তর : নিরুপমার বিয়েতে বরপক্ষ দশ হাজার টাকা পণ চেয়ে বসল।
২৪. নিরুপমার বিয়েতে বরপক্ষ কত টাকা পণ চেয়েছিল?
উত্তর : নিরুপমার বিয়েতে বরপক্ষ দশ হাজার টাকা পণ চেয়েছিল।
২৫. রামসুন্দর মেয়েকে বাড়িতে আনার প্রস্তাব করার আগে কত টাকা সংগ্রহ করেছিলেন?
উত্তর : রামসুন্দর মেয়েকে বাড়িতে আনার প্রস্তাব করার আগে তিন হাজার টাকা সংগ্রহ করেছিলেন।
►► আরো দেখো: এসএসসি বাংলা সৃজনশীল প্রশ্নের উত্তর
শিক্ষার্থীরা, উপরের এই প্রশ্নগুলো আমরা তোমাদের একটি পিডিএফ ফাইলে প্রস্তুত করেছি। তোমরা চাইলে কোর্সটিকা থেকে দেনাপাওনা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর পিডিএফ সংগ্রহ করতে পারবে। উপরে দেওয়া Answer Sheet বাটনে ক্লিক করে এ প্রশ্নের উত্তরগুলো ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post