বিতর নামাজ পড়ার সময় রাসুল (সাঃ) নামাজের ছোট সূরা সমূহ পড়ার পাশাপাশি দোয়া কুনুত পাঠ করতেন। বিতর নামাজ পড়ার সময় তৃতীয় রাকআত নামাজের শুরুতে সূরা ফাতিহার সাথে এই দোয়া পাঠ করতে হয়।
বিতর নামাজে এই দোয়া পাঠ করা ওয়াজিব। তাই কোন কারণে এই দোয়া পাঠ করতে ভুলে গেলে শেষ রাকআতে সাহু সিজদা দিতে হবে।
আল্লাহর কাছে প্রার্থনার সময় এই দোয়া পাঠ করা উচিত। এই দোয়া পাঠ করায় আল্লাহ খুশি হন। মুসলিমদের উপর কোন ধরনের বিপদ আসলে মুহাম্মদ (সাঃ) এই দোয়া পাঠ করতেন। মুহাম্মদ (সাঃ) এর দেখানো নিয়ম অনুযায়ী, কেউ যখন কোন ধরনের বিপদে আপদে নিপতিত হয় তখন সে যেন এই দোয়া পাঠ করে।
দোয়া কুনুত
আমাদের দেশে দোয়া কুনুত হিসেবে প্রচলিত দোয়াটি হচ্ছে “আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা”। কুনুত দোয়া হিসেবে উক্ত দোয়াটি আমাদের দেশে সর্বাধিক ব্যবহৃত হয়ে থাকে। চলুন সেই দোয়াটির আরবি, বাংলা উচ্চারণ ও বাংলা অর্থ জেনে আসি।
اَللَّهُمَّ اِنَّا نَسْتَعِيْنُكَ وَنَسْتَغْفِرُكَ وَنُؤْمِنُ بِكَ وَنَتَوَكَّلُ عَلَيْكَ وَنُثْنِىْ عَلَيْكَ الْخَيْرَ وَنَشْكُرُكَ وَلاَ نَكْفُرُكَ وَنَخْلَعُ وَنَتْرُكُ مَنْ يَّفْجُرُكَ-اَللَّهُمَّ اِيَّاكَ نَعْبُدُ وَلَكَ نُصَلِّىْ وَنَسْجُدُ وَاِلَيْكَ نَسْعَى وَنَحْفِدُ وَنَرْجُوْ رَحْمَتَكَ وَنَخْشَى عَذَابَكَ اِنَّ عَذَابَكَ بِالْكُفَّارِ مُلْحِقٌ
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা,ওয়া নুমিনুবিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইক’ ওয়া নুছনি আলাইকাল খাইর, ওয়া নাশকুরুকা, ওয়ালা নাকফুরুকা; ওয়া নাখলাউ, ওয়া নাতরুকু মাই ইয়াফজুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না’বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু, ওয়া ইলাইকা নাস’আ ওয়া নাহফিদু, ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আজাবাকা, ইন্না আজাবাকা বিল কুফফারি মুলহিক্ব।
অর্থ: হে আল্লাহ, আমরা তোমার কাছেই সাহায্য চাই এবং একমাত্র তোমার কাছেই ক্ষমা চাই। আমরা তোমার উপর ঈমান এনেছি, শুধু তোমার উপরই ভরসা করি এবং তোমারই প্রশংসা করি। আমরা সবসময় তোমার প্রতি কৃতজ্ঞ থাকি, অকৃতজ্ঞ হই না, যারা তোমার অবাধ্য হয় তাদের কাছ থেকে সম্পর্ক ছিন্ন কর এবং তাদেরকে পরিত্যাগ করি। হে আল্লাহ, আমরা শুধু তোমারই ইবাদত করি, তোমার জন্যই নামাজ পড়ি এবং তোমাকেই সিজদাহ করি, আমরা তোমার দিকে ধাবিত হয়, তোমার আদেশ পালনের জন্য সর্বদা প্রস্তত থাকি, আমরা তোমার শাস্তিকে ভয় পাই এবং তোমার কাছ থেকে দয়ার আশা করি। কাফির সম্প্রদায় তোমার শাস্তি নিঃসন্দেহে ভোগ করবে।
যারা দোয়া কুনুতের আরবি, বাংলা উচ্চারণ ও বাংলা অর্থের PDF পেতে চান তারা এখানে ক্লিক করে পিডিএফটি ডাউনলোড করুন।
শেষ কথা
বিতর নামাজে নামাজ পড়ার দোয়া সমূহ পড়ার পাশাপাশি দোয়া কুনুত পড়তে হয়। তবে এই দোয়ার ব্যবহার শুধু বিতর নামাজেই এমনটি না। যে কোন ধরনের দোয়ার সময় ও বিপদের সময় আল্লাহর কাছে সাহায্য প্রার্থনার জন্য অর্থ বুঝে এই দোয়াটি বাংলা উচ্চারণ তথা আরবিতে পড়তে হবে।
Discussion about this post