অনার্স ৩য় বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা কোর্সটিকায় তোমাদের স্বাগতম। অন্যান্য বছরের মতো কোর্সটিকায় এবারও অনার্স ৩য় বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের সাজেশন দেওয়া শুরু হয়েছে। কোর্সটিকায় আজকে আলোচনাকৃত বিষয় হচ্ছে ধর্মের সমাজবিজ্ঞান সাজেশন ২০২৪। এখানে, তোমরা পরীক্ষায় কমন উপযোগী সকল প্রকার প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে।
কোর্সটিকায় আজকে ধর্মের সমাজবিজ্ঞান বিষয়টির সাজেশন দেওয়া হবে। এই বিষয়ের বিষয় কোড হচ্ছে– ২৩২০০৫। এখানে, ক-বিভাগ, খ-বিভাগ ও গ-বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করেছি ক-বিভাগ এর সকল প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার। বই হতে খ-বিভাগ ও গ-বিভাগের প্রশ্নগুলোর উত্তর তোমরা পেয়ে যাবে।
ধর্মের সমাজবিজ্ঞান সাজেশন ২০২৪
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. ‘Religion’ শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে?
উত্তর: ‘Religion’ শব্দটির উৎপত্তি ল্যাটিন ভাষা থেকে।
২. ধর্মের মূল উপাদান দুটি কী কী?
উত্তর: ধর্মের মূল উপাদান দুটি হলো বিশ্বাস ও প্রথা।
৩. ‘The Elementary forms of Religious Life’ গ্রন্থটি কার লেখা?
অথবা, ‘Elementary Forms of Religious Life’ গ্রন্থের লেখক কে?
উত্তর: The Elementary forms of Religious Life’ গ্রন্থটি এমিল ডুর্খেইমের লেখা।
৪. ‘Religion and Globalization’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: ‘Religion and Globalization’ গ্রন্থটির রচয়িতা Peter Beyer.
৫. জাদুবিদ্যা কী?
উত্তর: জাদুবিদ্যা হচ্ছে এমন একটি কৌশল ও প্রচেষ্টা যার মাধ্যমে জাদুকর অতিপ্রাকৃত শক্তিকে বশে এনে নিজের উদ্দেশ্য চরিতার্থ করতে প্রয়াস পায়।
৬. ‘Sympathetic magic’ এর প্রবক্তা কে?
উত্তর: ‘Sympathetic magic’ এর প্রবক্তা পেরিক্লিয়াস।
৭. ডাকিনীবিদ্যা কী?
উত্তর: ডাকিনীবিদ্যা অতিপ্রাকৃত শক্তির সাহায্যে মানুষের ক্ষতি করার প্রচেষ্টাজনিত অভ্যাস, যা কোনো ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুর সাহায্য ছাড়া কেবলমাত্র আবেগ ও চিন্তার মাধ্যমে অনুষ্ঠিত হয়।
৮. Mana কী?
অথবা, মনা কী?
উত্তর: Mana এমন একটি অলৌকিক শক্তি, যা সম্পূর্ণভাবে প্রাকৃতিক শক্তি থেকে ভিন্ন এবং যা শুভ ও অশুভর জন্য বিভিন্নভাবে কাজ করে।
৯. ডিনোমিনেশন কী?
উত্তর: ডিনোমিনেশন হলো কোনো বৃহৎ ধর্মগোষ্ঠী থেকে নতুন ধর্মগোষ্ঠীর উদ্ভব।
১০. আচার অনুষ্ঠান কী?
উত্তর: সাধারণত আচার অনুষ্ঠান বলতে যেসব রীতিসিদ্ধ আচরণকে বুঝায় যার তেমন কোনো প্রত্যক্ষ বা কৌলশগত প্রভাব নেই।
১১. ‘The Golden Bough’ গ্রন্থটির লেখক কে?
অথবা, ‘The Golden Bough’ গ্রন্থটি কার?
উত্তর: The Golden Bough’ গ্রন্থটির লেখক জেমস ফ্রেজার।
১২. কে, কখন ‘Rites of Passage’ পদটি ব্যবহার করেন?
অথবা, ‘Rites of passage’ পদটি কে ব্যবহার করেন?
উত্তর: ১৯০৯ সালে নৃতাত্ত্বিক ভ্যান গেনেপ ‘Rites of Passage’ পদটি ব্যবহার করেন।
১৩. ট্যাবু কী?
অথবা, ট্যাবু কাকে বলে?
উত্তর: সাধারণভাবে বললে ট্যাবু বলতে ধর্মীয় বিধিনিষেধকে বুঝায়।
১৪. সর্বপ্রাণবাদের মূল কথা কী?
অথবা, সর্বপ্রাণবাদের মূল বক্তব্য কী?
উত্তর: আত্মার ধারণাই সর্বপ্রাণবাদের মূল কথা।
১৫. ‘সর্বপ্রাণবাদ’ প্রত্যয়টি কার?
উত্তর: ‘সর্বপ্রাণবাদ’ প্রত্যয়টি ই. বি. টেইলরের।
১৬. মহাপ্রাণবাদ কী?
উত্তর: মহাপ্রাণবাদ ধর্মের উৎপত্তিসংক্রান্ত একটি মতবাদ।
১৭. বহু ঈশ্বরবাদ কী?
উত্তর: বহু ঈশ্বরবাদ এক প্রকার বিশ্বাস যার মাধ্যমে মনে করা হয় এ বিশ্বব্রহ্মাণ্ড বহুবিধ দেবতা বা ঈশ্বর দ্বারা পরিচালিত।
১৮. একেশ্বরবাদ কী?
উত্তর: একেশ্বরবাদ হচ্ছে একপ্রকার ধর্মবিশ্বাস, যার মাধ্যমে এক এবং অদ্বিতীয় ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করা হয়।
১৯. নির্বাণ কী?
উত্তর: বৌদ্ধধর্ম অনুযায়ী নির্বাণ হচ্ছে সাধনার সর্বোচ্চ প্রাপ্তি বা পরম পাওয়া। নির্বাণ লাভের মাধ্যমে ব্যক্তি স্রস্টার নৈকট্য লাভ করে থাকে।
২০. ধর্মের মূল উপাদান দুটি কী কী?
উত্তর: ধর্মের মূল উপাদান দুটি হলো বিশ্বাস ও প্রথা।
২১. পোপতন্ত্র কী?
উত্তর: পোপ যে ধর্মীয় ও জাগতিক প্রশাসনিক প্রণালির ওপর সরাসরি কর্তৃত্বারোপ করেন তাকেই পোপতন্ত্র বলে।
২২. ডিনোমিনেশন কী?
উত্তর: ডিনোমিনেশন হলো কোনো বৃহৎ ধর্মগোষ্ঠী থেকে নতুন ধর্মগোষ্ঠীর উদ্ভব।
২৩. জাতিবর্ণের ভিত্তি কী?
উত্তর: জাতিবর্ণের ভিত্তি হলো ধর্ম বিশ্বাস।
২৪. কে ধর্মকে আফিম বলে উল্লেখ করেছেন?
উত্তর: কার্ল মার্কস ধর্মকে আফিম বলে উল্লেখ করেছেন।
২৫. নেশন অব ইসলাম কী?
উত্তর: ‘The Nation’ of Islam হচ্ছে Wallace Fard Muhammad কর্তৃক আমেরিকান একটি ধর্মীয় ও রাজনৈতিক সংগঠন, যা ১৯৩০ সালে প্রতিষ্ঠা করা হয়। এটি একটি কৃষ্ণাঙ্গ জাতীয়তাবাদী সংগঠন এর বর্তমান প্রধান Louis Farrakhan.
২৬. সেক্টস কাকে বলে?
উত্তর: সাধারণভাবে প্রচলিত মত বিশ্বাস থেকে স্বতন্ত্র মত পোষণকারী ব্যক্তিদের ধর্মীয় গোষ্ঠীকে সেক্টস বলে।
২৭. খিলাফত কী?
উত্তর: মুসলিম বিশ্বের শাসনকর্তা একজন এবং তার হাতে কেন্দ্রীয় শাসন ক্ষমতা থাকে ও সারা বিশ্বের মুসলমানরা তার অধীনে থাকাকে খিলাফত বলে।
২৮. ইরানে ইসলামি বিপ্লব হয় কত সালে?
উত্তর: ইরানে ইসলামি বিপ্লব হয় ১৯৭৯ সালে।
২৯. ধর্মীয় আন্দোলন কী?
উত্তর: ধর্মীয় আন্দোলন হলো ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে সমবেত কিছু লোকের কর্মকাণ্ড, যারা তাদের ধর্মীয় দৃষ্টিভঙ্গির প্রচার ও ব্যাখ্যায় সচেষ্ট থাকে।
৩০. ধর্মীয় পুনরুত্থানবাদ কী?
উত্তর: ধর্মীয় পুনরুত্থানবাদ হলো কোনো বিশৃঙ্খল অবস্থা থেকে ধর্মীয় বিধিবিধানের আলোকে পুনরায় মূল ব্যবস্থায় প্রত্যাবর্তন করা।
৩১. ‘The Protestant Ethics and the Spirit of Capitalism’ গ্রন্থের লেখক কে?
উত্তর: ‘The Protestant Ethics and the Spirit of Capitalism’ গ্রন্থের লেখক জার্মান সমাজতাত্ত্বিক ম্যাক্স ওয়েবার।
৩২. কোন দেশে খ্রিস্টীয় মৌলবাদের উদ্ভব ঘটে?
উত্তর: উনবিংশ শতাব্দীতে আমেরিকাতে Theological modernism দাবির পরিপ্রেক্ষিতে খ্রিস্টীয় মৌলবাদের উদ্ভব ঘটে।
৩৩. আলীগড় আন্দোলনের প্রবক্তা কে?
অথবা, আলীগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: আলীগড় আন্দোলনের প্রবক্তা হলেন স্যার সৈয়দ আহমদ খান।
৩৪. ফরায়েজি আন্দোলনের প্রবক্তা কে?
অথবা, ফরায়েজি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে?
অথবা, ফরায়েজি আন্দোলনের সূচনাকারী কে?
উত্তর: ফরায়েজি আন্দোলনের প্রবক্তা হলেন হাজী শরীয়তুল্লাহ।
৩৫. ব্রাহ্মসমাজ কী?
উত্তর: ব্রাহ্মসমাজ হচ্ছে রাজা রামমোহন রায় কর্তৃক পরিচালিত একটি ধর্মসংস্কার আন্দোলন।
৩৬. ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা কে?
অথবা, ব্রাহ্মসমাজ আন্দোলনের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা হলেন রাজা রামমোহন রায়।
৩৭. ত্রিপিটক কোন ধর্মের গ্রন্থ?
উত্তর: ত্রিপিটক বৌদ্ধ ধর্মের গ্রন্থ।
৩৮. সুফিবাদ কী?
উত্তর: আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে সর্বপ্রকার বাতিল ধ্যানধারণা থেকে মনকে মুক্ত করে নিষ্ঠার সাথে ইবাদতের মাধ্যমে আল্লাহর প্রেমার্জন করাকেই সুফিবাদ বলে।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. ধর্মের সংজ্ঞা দাও।
২. “ধর্ম একটি সামাজিক শক্তি।”-ব্যাখ্যা কর।
৩. ধর্মের উপাদানসমূহ আলোচনা কর।
৪. ধর্মের সমাজবিজ্ঞান কাকে বলে?
অথবা, ধর্মের সমাজবিজ্ঞানের সংজ্ঞা দাও।
৫. জাদুবিদ্যার স্বরূপ নির্ণয় কর।
অথবা, জাদুবিদ্যার বৈশিষ্ট্য লেখ।
৬. ধর্ম ও বিজ্ঞানের মধ্যে প্রধান পার্থক্যসমূহ উল্লেখ কর।
অথবা, ধর্ম ও বিজ্ঞানের মধ্যেকার তুলনামূলক সম্পর্ক উপস্থাপন কর।
৭. শামান ও ধর্মযাজকের মধ্যে পার্থক্য লেখ।
অথবা, শামান ও ধর্মযাজকের মধ্যে অমিলগুলো তুলে ধর।
৮. টোটেমবাদ কী?
অথবা, টোটেম কী?
৯. তাওবাদ কী?
১০. ধর্মীয় সংগঠন বলতে কী বুঝ?
১১. কাল্ট (Cult) এর বৈশিষ্ট্য কী?
১২. সেক্ট বা Sect কী?
অথবা, ধর্মীয় সম্প্রদায় বা ‘সেক্ট’ প্রত্যয়টি বুঝিয়ে লেখ।
১৩. সামাজিক স্তরবিন্যাস কাকে বলে?
১৪. জেন্ডার ও ধর্মের সম্পর্ক সংক্ষেপে পর্যালোচনা কর।
১৫. ইসলামি রাষ্ট্র ধারনাটি সংক্ষেপে আলোচনা কর।
১৬. ইসলামি রাষ্ট্রের মূলনীতিসমূহ লেখ।
১৭. ধর্মীয় উৎসবের গুরুত্ব ব্যাখ্যা কর।
১৮. খিলাফত বলতে কী বুঝ?
অথবা, খিলাফত বলতে কী বুঝায়।
১৯. ভারত রাষ্ট্রের ধর্মনিরপেক্ষতা এবং সংখ্যালঘু পরিস্থিতি বিশ্লেষণ কর।
২০. পুনরুজ্জীবিতকরণ বলতে কী বুঝ?
অথবা, পুনরুত্থানবাদ বলতে কী বুঝায়?
২১. ধর্মীয় পুনরুজ্জীবিতকরণ কী?
অথবা, ধর্মীয় পুনর্জাগরন কী?
২২. ব্রাহ্মসমাজ আন্দোলনের বৈশিষ্ট্যগুলো লেখ।
২৩. দেওবন্দ আন্দোলন কী?
২৪. ধর্মনিরপেক্ষতার বৈশিষ্ট্য লেখ।
২৫. ধর্মনিরপেক্ষ সমাজের বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
২৬. বৌদ্ধধর্মের মূলনীতি ব্যাখ্যা কর।
২৭. বাংলাদেশের সমাজের ওপর বৌদ্ধধর্মের প্রভাব আলোচনা কর।
২৮. সামাজিক নিয়ন্ত্রণে ধর্মের ভূমিকা সংক্ষেপে আলোচনা কর।
২৯. সুফিবাদের সংজ্ঞা দাও।
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে ধর্মের সমাজবিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ আলোচনা কর।
অথবা, ধর্মের সমাজবিজ্ঞানের উদ্ভব ও বিকাশ আলোচনা কর।
২. ধর্মের সমাজবিজ্ঞানের পরিধি বিশদভাবে আলোচনা কর।
অথবা, ধর্মের সমাজবিজ্ঞানের পরিধি আলোচনা কর।
৩. ধর্মের সমাজবিজ্ঞানের সাথে নৃবিজ্ঞানের আন্তঃসম্পর্ক আলোচনা কর।
৪. ধর্মের সাথে জাদুবিদ্যার সম্পর্ক আলোচনা কর।
৫. ধর্মের সাথে জাদুবিদ্যার বৈসাদৃশ্যসমূহ আলোচনা কর।
অথবা, ধর্ম ও জাদুবিদ্যার মধ্যে পার্থক্য নির্দেশ কর।
৬. সর্বপ্রাণবাদ ও মহাপ্রাণবাদের মধ্যে পার্থক্য লেখ।
অথবা, সর্বপ্রাণবাদ ও মহাপ্রাণবাদের মধ্যকার পার্থক্য নির্ণয় কর।
৭. ধর্মের উৎপত্তি বিষয়ক ডুর্খেইমের তত্ত্বটি পর্যালোচনা কর।
অথবা, ধর্মের উৎপত্তিবিষয়ক ডুর্খেইমের তত্ত্বটি পর্যালোচনা কর।
অথবা, ধর্মের উৎপত্তি সম্পর্কে এমিল ডুর্খইমের তত্ত্বটি আলোচনা কর।
৮. প্রটেস্ট্যান্ট ধর্ম কীভাবে ইউরোপের পুঁজিবাদ বিকাশে সহায়তা করেছিল? আলোচনা কর।
অথবা, পুঁজিবাদ ও ধর্ম সম্পর্কে ওয়েবারের ধারণা আলোচনা কর।
৯. “আদিম সমাজে ধর্ম যতটা নৃত্যের মাধ্যমে এসেছে ততটা চিন্তারবমাধ্যমে আসেনি।” – ব্যাখ্যা কর।
১০. সমাজ বিকাশের বিভিন্ন পর্যায়ে ধর্মীয় সংগঠনের ভূমিকা আলোচনা কর।
১১. ধর্মীয় বিশ্বাস এবং আচারের সাথে লিঙ্গের সংশ্লিষ্টতা আলোচনা কর।
১২. ধর্ম কীভাবে সামাজিক স্তরবিন্যাসের সাথে সম্পর্কিত ব্যাখ্যা কর।
অথবা, ধর্ম ও সামাজিক স্তরবিন্যাসের পারস্পরিক সম্পর্ক আলোচনা কর।
১৩. সমসাময়িক উন্নয়নশীল বিশ্বে রাষ্ট্র ও ধর্মের পারস্পরিক সম্পর্ক মূল্যায়ন কর।
অথবা, আধুনিক সমাজে ধর্ম ও রাষ্ট্রের সম্পর্ক আলোচনা কর।
১৪. তৃতীয় বিশ্বের রাজনীতিতে ধর্মের প্রভাব পর্যালোচনা কর।
১৫. ক্যালভিনবাদ সম্পর্কে বিস্তারিত বর্ণনা কর।
১৬. সংক্ষেপে ভারতীয় উপমহাদেশের প্রধান ধর্মীয় সংস্কার আন্দোলনসমূহের বর্ণনা দাও।
১৭. সামাজিক পরিবর্তনে ধর্মের ভূমিকা আলোচনা কর।
অথবা, সমাজ পরিবর্তনের কারণ হিসেবে ধর্মের ভূমিকা পর্যালোচনা কর।
১৮. সমসাময়িক উন্নয়নশীল বিশ্বে ধর্মনিরপেক্ষতার সমস্যাবলি আলোচনা কর।
অথবা, আধুনিক উন্নয়নশীল বিশ্বে সেকুলারিজমের বাধাসমূহ মূল্যায়ন কর।
১৯. আধুনিকীকরণ কাকে বলে? আধুনিকীকরণের সাথে ধর্মের সম্পর্ক দেখাও।
অথবা, ধর্ম ও আধুনিকায়নের আন্তঃসম্পর্ক আলোচনা কর।
২০. বৌদ্ধধর্মের পটভূমি আলোচনা কর।
অথবা, উপমহাদেশে বৌদ্ধধর্ম বিকাশের পটভূমি আলোচনা কর।
২১. বাংলাদেশের সমাজে ধর্ম বিকাশে সুফি সাধকদের ভূমিকা পর্যালোচনা কর।
২২. বাংলাদেশে ইসলাম বিকাশের ঐতিহাসিক প্রেক্ষাপট বিশ্লেষণ কর।
অথবা, বাংলাদেশে ইসলাম বিস্তারের ঐতিহাসিক পটভূমি বর্ণনা কর।
২৩. বাংলাদেশের প্রধান ধর্মানুসারীদের মধ্যে আন্তঃধর্ম সম্পর্ক আলোচনা কর।
উপরে, অনার্স ৩য় বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ধর্মের সমাজবিজ্ঞান সাজেশন ২০২৪ নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে অতিসংক্ষিপ্ত, সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে। অতিসংক্ষিপ্তে দেওয়া সকল প্রশ্নের উত্তরগুলো এখানে দেওয়া হয়েছে। সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্নগুলো দেওয়া হয়েছে। বই হতেই এগুলোর উত্তর পেয়ে যাবে।
কোর্সটিকার সাজেশন সংক্রান্ত কোনো প্রশ্ন, জিজ্ঞাসা বা মতামত থাকলে ফেসবুক পেজে যোগাযোগ করতে পারো। এছাড়াও আমাদের ইউটিউব চ্যনেলটি Subscribe করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post