জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের পরীক্ষার সাজেশন। সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ধ্রুপদী সমাজচিন্তা সাজেশন এবং প্রশ্নের উত্তর। বিষয়: ধ্রুপদী সমাজচিন্তা, বিষয় কোড: ২২২০০৩।
ধ্রুপদী সমাজচিন্তা সাজেশন
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
১. প্লেটোর মতে, প্রাথমিক শিক্ষার বয়স কত?
উত্তর : প্লেটোর মতে, প্রাথমিক শিক্ষার বয়স ০৬ – ২০ বছর পর্যন্ত।
২. এরিস্টটলের মতে, আইনগত দাস কে?
উত্তর : এরিস্টটলের মতে, আইনগত দাস হলো যুদ্ধবন্দি এবং যুদ্ধে পরাজিতরা।
৩. কৌটিল্যের অন্য দুইটি নাম লিখ।
উত্তর : কোটিল্যের অন্য দুটি নাম হলো চাণক্য ও বিষ্ণুগুপ্ত।
৪. আসাবিয়া কী?
উত্তর : আসাবিয়া হলো গোষ্ঠীর ঐক্যবদ্ধ কর্মপ্রচেষ্টা বা গোষ্ঠীর সংহতি।
৫. “Two Treatise on Civil Government” গ্রন্থটি কার লেখা?
উত্তর : “Two Treatise on Civil Government” গ্রন্থটি জন লকের লেখা।
৬. ‘লাইসিয়াম’ কী?
উত্তর : এরিস্টটলের প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানের নাম ‘লাইসিয়াম’ ।
৭. সংসদীয় গণতন্ত্রের পথিকৃৎ কে?
উত্তর : সংসদীয় গণতন্ত্রের পথিকৃৎ ‘জন লক’ ।
৮. আল-উমরান কী ?
উত্তর : আল-উমরান হলো ‘সংস্কৃতির বিজ্ঞান’ ।
৯. সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা কারা?
উত্তর : সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা হলেন টমাস হবস, জ্যা জ্যাক রুশো এবং জন লক।
১০. একুইনাসের মতে, ঐশ্বরিক আইন কী?
উত্তর : শাশ্বত ও প্রাকৃতিক আইনের সাথে সংগতি বিধানের নিমিত্তে সৃষ্টিকর্তা তার প্রতিনিধির মাধ্যমে যে আইন মানব জাতির কল্যাণে অবতীর্ণ করেন তাকে ঐশ্বরিক আইন বলে।
১১. টমাস হবসের দৃষ্টিতে, সকল জ্ঞানের উৎস কী?
উত্তর : টমাস হবসের দৃষ্টিতে সকল জ্ঞানের উৎস হলো ‘ইন্দ্রিয়গ্রাহ্য অভিজ্ঞতা’ ।
১২. রুশোর মতে, সার্বভৌমত্ব কী?
উত্তর : রুশোর মতে, সার্বভৌমত্ব হলো অসীম ও চূড়ান্ত ক্ষমতার অধিকারী এবং অবিভাজ্য ও হস্তান্তরযোগ্য।
১৩. পৃথিবীর সমাজ চিন্তার উদ্ভব ও বিকাশের পর্যায় কয়টি ও কী কী?
উত্তর : পৃথিবীর সমাজ চিন্তার উদ্ভব ও বিকাশের পর্যায় ৩টি । যথা : ক. প্রাচীন যুগ, খ. মধ্যযুগ ও গ. আধুনিক যুগ।
১৪. Plato মানব আত্মাকে কয়টি শ্রেণিতে ভাগ করেছেন?
উত্তর : Plato মানব আত্মাকে তিনটি শ্রেণিতে ভাগ করেছেন। যথা : ১. প্রজ্ঞা বা যুক্তিবোধ, ২. সাহস এবং ৩. ভোগস্পৃহা বা ক্ষুধা।
১৫. কাকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলে অভিহিত করা হয়?
উত্তর : ‘এরিস্টটলকে’ রাষ্ট্রবিজ্ঞানের জনক বলে অভিহিত করা হয়।
১৬. এরিস্টটল কয়টি নীতির ভিত্তিতে সরকারের শ্রেণিবিভাগ করেছেন?
উত্তর : এরিস্টটল ২টি নীতির ভিত্তিতে সরকারের শ্রেণিবিভাগ করেছেন। যথা : সংখ্যানীতি ও উদ্দেশ্যনীতি।
১৭. Polity কথার অর্থ কী?
উত্তর : Polity কথার অর্থ মধ্যমতন্ত্র।
১৮. ‘Man is by nature a social animal’ উক্তিটি কার?
উত্তর : ‘Man is by nature a social animal’ উক্তিটি গ্রিক দার্শনিক এরিস্টটল-এর।
১৯. সরকারের বিকৃত রূপগুলো কী?
উত্তর : সরকারের বিকৃত রূপগুলো স্বৈরতন্ত্র, ধনিকতন্ত্র ও গণতন্ত্র ।
২০. অগাস্টিন তাঁর “The City of God” গ্রন্থে কয় ধরনের রাষ্ট্রের অবতারণা করেন?
উত্তর : অগাস্টিন তাঁর “The City of God” গ্রন্থে দুই ধরনের রাষ্ট্রের অবতারণা করেন। যথা : ১. বিধাতার রাষ্ট্র ও ২. জাগতিক বা পার্থিব রাষ্ট্র।
২১. সেন্ট অগাস্টিন প্রথম জীবনে কোন ধর্মে বিশ্বাসী ছিলেন?
উত্তর : সেন্ট অগাস্টিন প্রথম জীবনে ‘প্যাগানবাদে’ বিশ্বাসী ছিলেন।
২২. ‘কৌটিল্য’ কী নামে পরিচিত ছিলেন?
উত্তর : ‘কৌটিল্য’ চাণক্য এবং বিষ্ণুগুপ্ত নামে পরিচিত ছিলেন।
২৩. অর্থশাস্ত্র কী?
উত্তর : কৌটিল্যের মতে, যে বিদ্যার দ্বারা পৃথিবী বা ভূমি লাভ এবং শাসন করার উপায় জানা যায় তাই অর্থশাস্ত্র।
২৪. প্লেটোর রাষ্ট্র ও সমাজচিন্তার পদ্ধতি কী?
উত্তর : প্লেটোর রাষ্ট্র ও সমাজচিন্তার পদ্ধতি হচ্ছে ‘অবরোহ পদ্ধতি’।
২৫. প্লেটোর মতে শিক্ষাব্যবস্থার স্তর কয়টি?
উত্তর : প্লেটোর মতে শিক্ষাব্যবস্থার স্তর ‘দুটি’।
২৬. রুশোর মতে সাধারণ ইচ্ছা কী?
উত্তর : যে ইচ্ছা সবসময় জনসাধারণের কল্যাণ আনয়ন করে রুশোর মতে তাই সাধারণ ইচ্ছা।
২৭. ‘Summa Theologica’ – গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : ‘Summa Theologica’ – গ্রন্থটির রচয়িতা সেন্ট টমাস একুইনাস।
২৮. কৌটিল্য কে ছিলেন?
উত্তর : কৌটিল্য ছিলেন প্রাচীন ভারতের প্রথম রাষ্ট্রচিন্তাবিদ এবং ভারতবর্ষের প্রথম সম্রাট মৌর্য বংশীয় চন্দ্রগুপ্তের প্রধানমন্ত্রী।
২৯. কিতাবুল ইবর কী?
উত্তর : কিতাবুল ইবর হলো ইবনে খালদুনের প্রধান গ্রন্থ।
৩০. নব্য এরিস্টটল কে?
উত্তর : নব্য এরিস্টটল হলেন ‘সেন্ট টমাস একুইনাস’ ।
৩১. “রাষ্ট্রের চূড়ান্ত ইচ্ছাই হচ্ছে সার্বভৌমত্ব”- উক্তিটি কার?
উত্তর : “রাষ্ট্রের চূড়ান্ত ইচ্ছাই হচ্ছে সার্বভৌমত্ব” উক্তিটি অধ্যাপক উইলোবি (Willoughby) এর।
৩২. একুইনাসের মতে আইন কয় প্রকার ও কী কী?
উত্তর : একুইনাসের মতে আইন চার প্রকার। যথা— i. প্রাকৃতিক আইন ii. মানবীয় আইন iii. শাশ্বত আইন iv. ঐশ্বরিক আইন।
৩৩. জন লক কোন দেশে জন্মগ্রহণ করেন?
উত্তর : জন লক ‘ইংল্যান্ডে’ জন্মগ্রহণ করেন।
৩৪. রুশোর মতে প্রকৃতির রাজ্যে মানুষের জীবন কেমন ছিল?
উত্তর : রুশোর মতে প্রকৃতির রাজ্যে মানুষের জীবন ছিল সহজ, সরল ও অনাড়ম্বরপূর্ণ।
৩৫. ম্যাকিয়াভেলিবাদ কী?
উত্তর : রাষ্ট্রীয় ক্ষমতা অর্জন, সংরক্ষণ ও সম্প্রসারণের জন্য ম্যাকিয়াভেলির বাস্তব অভিজ্ঞতাভিত্তিক চিন্তাধারা এবং সিদ্ধান্ত বা উপদেশগুলোর সমষ্টিই ম্যাকিয়াভেলিবাদ।
৩৬. ‘The Prince’ গ্রন্থের মূল প্রতিপাদ্য বিষয় কী?
উত্তর : ‘The Prince’ গ্রন্থের মূল প্রতিপাদ্য বিষয় হলো শাসনতন্ত্র সুপ্রতিষ্ঠিত করার কলা কৌশল।
৩৭. ধ্রুপদী সমাজচিন্তা কী?
উত্তর : সমাজচিন্তা হলো সমাজ ও সমাজজীবন সম্পর্কে তত্ত্ব বিনির্মাণের লক্ষ্যে প্রণালিবদ্ধ যে কোনো প্রচেষ্টা।
৩৮. “সিটি অব গড” প্রত্যয়টি কার?
উত্তর : ‘সিটি অব গড’ প্রত্যয়টি সেন্ট অগাস্টিন-এর।
৩৯. প্লেটোর মতে আদর্শ রাষ্ট্র কী?
উত্তর : প্লেটোর মতে, যে রাষ্ট্রে দার্শনিক শ্রেণি, যোদ্ধা শ্রেণি এবং উৎপাদক শ্রেণি তাদের কর্তব্য বিশ্বস্ততার সাথে পালন করে এবং একে অপরের অধিকারে হস্তক্ষেপ না করে রাষ্ট্রীয় কার্যসম্পাদন করে তাকে আদর্শ রাষ্ট্র বলে।
৪০. পলিটি কী?
উত্তর : পলিটি হলো ধনিকতন্ত্র এবং গণতন্ত্রের সমন্বয়ে এক মিশ্র শাসনব্যবস্থা।
৪১. এরিস্টটল বিপ্লব বলতে কী বুঝিয়েছেন?
উত্তর : এরিস্টটলের মতে, সরকার বা সংবিধানের যে কোনো পরিবর্তনই হলো বিপ্লব।
৪২. ন্যায়বিচার কী?
উত্তর : রাষ্ট্রের সকল নাগরিকের জীবন জীবিকার সামগ্রিক সদগুণের সমাহারই হলো ন্যায়বিচার।
৪৩. একুইনাসের মতে মানব আইন কী?
উত্তর : একুইনাসের মতে, মানুষকে নিয়ন্ত্রণের জন্য মানুষ তাদের নিজস্ব প্রজ্ঞার সাহায্যে প্রাকৃতিক আইনের নীতির ভিত্তিতে যেসব আইন তৈরি করে তাই মানবিক আইন।
৪৪. একুইনাস কাম্য সরকার বলতে কী বুঝিয়েছেন?
উত্তর : যে শাসক স্বেচ্ছাপ্রণোদিত হয়ে শাসিত জনগণের শান্তি প্রতিষ্ঠায় নিজেকে উৎসর্গ করেন সেই শাসক বা সরকারই কাম্য সরকার।
৪৫. আল মুকাদ্দিমা কী?
উত্তর : আল মুকাদ্দিমা হলো ইবনে খালদুনের ইতিহাস বিষয়ক গ্রন্থ।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. এরিস্টটলের মতে, বিপ্লবের কারণসমূহ কী?
২. সেন্ট অগাস্টিনের দৃষ্টিতে বিধাতার রাষ্ট্রের বর্ণনা দাও।
৩. একুইনাসের দৃষ্টিতে প্রাকৃতিক আইন কী?
৪. প্লেটোর শিক্ষা তত্ত্ব সংক্ষেপে লিখ।
৫. ম্যাকিয়াভেলিবাদ বলতে কী বুঝ?
৬. রাজনীতি সম্পর্কে ম্যাকিয়াভেলির ধারণা ব্যাখ্যা কর।
৭. হবসের সামাজিক চুক্তির প্রকৃতি ব্যাখ্যা কর।
৮. রুশোর সার্বভৌমত্ব তত্ত্বের সীমাবদ্ধতাসমূহ লিখ।
৯. প্লেটোর দার্শনিক রাজার বৈশিষ্ট্যগুলো কী?
১০. এরিস্টটলে সরকারের শ্রেণিবিভাগ আলোচনা কর।
১১. সেন্ট অগাস্টিনের মতে, বিধাতার রাষ্ট্র সংক্ষেপে ব্যাখ্যা কর।
১২. কৌটিল্যের অর্থ ও উপাদান নীতিমালা লিখ।
১৩. একুইনাসের সরকারের শ্রেণিবিভাগ কর।
১৪. ম্যাকিয়াভেলিবাদ কী?
১৫. মানব প্রকৃতি ও প্রকৃতির রাজ্য সম্পর্কে জন লকের ধারণা লিখ ।
১৬. রুশোর সার্বভৌমত্ব ধারণা কী?
১৭. এরিস্টটলের সরকারের শ্রেণিবিভাগ উল্লেখ কর।
১৮. রুশোর ‘সাধারণ ইচ্ছা কী?
১৯. কৌটিল্যের অর্থশাস্ত্র কী?
২০. সাধারণ ইচ্ছা ও সকলের ইচ্ছার মধ্যে পার্থক্য লিখ।
২১. ইবনে খালদুনের ইতিহাসের দর্শন সংক্ষেপে উল্লেখ কর।
২২. স্কলাস্টিসিজম বা খ্রিষ্টীয় পাণ্ডিত্যবাদ কী?
২৩. একুইনাসের মতে প্রাকৃতিক আইন কী?
২৪. অগাস্টিনের শান্তিতত্ত্বের বৈশিষ্ট্য উল্লেখ কর।
২৫. প্লেটোর মতানুযায়ী আদর্শ রাষ্ট্রের বৈশিষ্ট্যসমূহ লিখ।
২৬. এরিস্টটলের মতে বিপ্লব প্রতিহতকরণের উপায়সমূহ লিখ।
২৭. পার্থিব রাষ্ট্র ও বিধাতার রাষ্ট্রের মধ্যে পার্থক্য লিখ।
২৮. কৌটিল্যের মতে রাজস্ব আদায়ের নীতিমালাসমূহ কী?
২৯. আল উমরান কী?
৩০. মানব প্রকৃতি সম্পর্ক মাকিয়াভেলির ধারণা লিখ।
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. এরিস্টটলের সরকারের শ্রেণিবিভাগসমূহ লিখ।
২. সেন্ট অগাস্টিনের দুই রাষ্ট্রতত্ত্ব আলোচনা কর।
৩. সেন্ট একুইনাসের সমাজ ও রাষ্ট্রদর্শন আলোচনা কর।
৪. প্লেটোর সাম্যবাদ তত্ত্বটি আলোচনা কর ।
৫. কৌটিল্যের কূটনীতি সংক্ষেপে আলোচনা কর।
৬. শাসকের গুণাবলি সম্পর্কে ম্যাকিয়াভেলির ধারণা ব্যাখ্যা কর।
৭. রুশোর প্রকৃতির রাজ্যের সংক্ষিপ্ত বিবরণ দাও।
৮. মধ্যযুগের সমাজচিন্তায় ইবনে খালদুনের অবদান আলোচনা কর।
৯. প্লেটোর শিক্ষাব্যবস্থা তত্ত্বটি পর্যালোচনা কর।
১০. এরিস্টটলের দাসপ্রথা সম্পর্কিত ধারণা মূল্যায়ন কর।
১১. কৌটিল্যের প্রশাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা কর।
১২. ইবনে খালদুনের আসাবিয়া প্রত্যয়টি ব্যাখ্যা কর।
১৩. হবসের সামাজিক চুক্তি মতবাদাটি আলোচনা কর।
১৪. জন লককে সংসদীয় গণতন্ত্রের জনক বলা হয় কেন?- আলোচনা কর।
১৫. রুশোর মতে সাধারণ ইচ্ছা ও সকলের ইচ্ছার মধ্যে পার্থক্য চিহ্নিত কর।
১৬. “টমাস হবস একজন সর্বাত্মকবাদী ছিলেন”- তুমি কি এ মত সমর্থন কর?
১৭. প্লেটোর সাম্যবাদ ও আধুনিক সাম্যবাদ তুলনা কর।
১৮. শাসকের দায়িত্ব ও গুণাবলি সম্পর্কে ম্যাকিয়াভেলির ধারণা বর্ণনা কর।
১৯. সমাজ, সভ্যতা ও রাষ্ট্রের উত্থান সম্পর্কে ইবনে খালদুনের অভিমত আলোচনা কর।
২০. জন লকের ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি আলোচনা কর।
২১. পার্থিব রাষ্ট্র ও বিধাতার রাষ্ট্র সম্পর্কে আলোচনা কর।
২২. প্রশাসন সম্পর্কে কৌটিল্যের মতামত আলোচনা কর ।
২৩. সমাজচিন্তায় টমাস একুইনাসের অবদান মূল্যায়ন কর।
২৪. সার্বভৌমত্ব সম্পর্কে রুশোর মতবাদ তুলে ধর।
২৫. প্লেটো সাম্যবাদ ও আধুনিক সাম্যবাদের মধ্যে পার্থক্য আলোচনা কর।
২৬. এরিস্টটলের দাসপ্রথা সংক্রান্ত ধারণা মূল্যায়ন কর।
২৭. সমাজচিন্তায় কৌটিল্যের অবদান আলোচনা কর।
আরো দেখো: অনার্স সমাজবিজ্ঞান ২য় বর্ষের সকল বিষয়ের সাজেশন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের পরীক্ষার্থীরা, উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে ধ্রুপদী সমাজচিন্তা সাজেশন উত্তরসহ ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post