অনার্স ৩য় বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা কোর্সটিকায় তোমাদের স্বাগতম। অন্যান্য বছরের মতো কোর্সটিকায় এবারও অনার্স ৩য় বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের সাজেশন দেওয়া শুরু হয়েছে। কোর্সটিকায় আজকে আলোচনাকৃত বিষয় হচ্ছে ধ্রুপদী সমাজতাত্ত্বিক তত্ত্ব সাজেশন ২০২৪। এখানে, তোমরা পরীক্ষায় কমন উপযোগী সকল প্রকার প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে।
কোর্সটিকায় আজকে ধ্রুপদী সমাজতাত্ত্বিক তত্ত্ব বিষয়টির সাজেশন দেওয়া হবে। এই বিষয়ের বিষয় কোড হচ্ছে– ২৩২০০১। এখানে, ক-বিভাগ, খ-বিভাগ ও গ-বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করেছি ক-বিভাগ এর সকল প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার। বই হতে খ-বিভাগ ও গ-বিভাগের প্রশ্নগুলোর উত্তর তোমরা পেয়ে যাবে।
ধ্রুপদী সমাজতাত্ত্বিক তত্ত্ব সাজেশন ২০২৪
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. সমাজতাত্ত্বিক মতবাদ কী?
উত্তর: সমাজতাত্ত্বিক মতবাদ হলো সমাজ বিষয়ক তাত্ত্বিকগণের সুচিন্তিত, পরীক্ষিত মতামত বা মতবাদ।
২. সমাজবিজ্ঞানের উদ্ভব ও বিকাশে কোন দুটি বিপ্লব ভূমিকা রেখেছে?
অথবা, সমাজবিজ্ঞান বিকাশে কোন দুটি বিপ্লব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে?
উত্তর: সমাজবিজ্ঞানের উদ্ভব ও বিকাশে শিল্পবিপ্লব ও ফরাসি বিপ্লব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
৩. ‘প্রগতি হচ্ছে নিয়ম ও শৃঙ্খলার উন্নয়ন’ উক্তিটি কে করেছেন?
উত্তর: ‘প্রগতি হচ্ছে নিয়ম ও শৃঙ্খলার উন্নয়ন’ উক্তিটি করেছেন বিখ্যাত সমাজবিজ্ঞানী অগাস্ট কোঁৎ।
৪. “সমাজ হচ্ছে একটি জৈবিক সত্তা” উক্তিটি কার?
উত্তর: “সমাজ হচ্ছে একটি জৈবিক সত্তা” উক্তিটি হার্বার্ট স্পেনসারের।
৫. অজৈব বিবর্তন কী?
উত্তর: জড় জগতের বিবর্তন প্রক্রিয়া বা প্রণালিই হচ্ছে অজৈব বিবর্তন।
৬. জৈবিক সাদৃশ্যমূলক মতবাদের প্রবক্তা কে?
উত্তর: জৈবিক সাদৃশ্যমূলক মতবাদের প্রবক্তা সমাজতাত্ত্বিক হার্বার্ট স্পেন্সার।
৭. সামাজিক বিবর্তনের প্রবক্তা কে?
অথবা, সামাজিক বিবর্তনবাদের প্রধান প্রবক্তা কে?
উত্তর: সামাজিক বিবর্তনবাদের প্রধান প্রবক্তা হলেন হার্বার্ট স্পেনসার।
৮. ‘বিচ্ছিন্নতাবোধ’ তত্ত্বটির প্রবক্তা কে?
উত্তর: ‘বিচ্ছিন্নতাবোধ’ তত্ত্বটির প্রবক্তা কার্ল মার্কস।
৯. মার্কসের মতে পুঁজিবাদী সমাজের দুটি প্রধান শ্রেণি কী কী?
উত্তর: মার্কসের মতে পুঁজিবাদী সমাজের দুটি প্রধান শ্রেণি হলো- ১. মালিক শ্রেণি ও ২. শ্রমিক শ্রেণি।
১০. উপরিকাঠামো কী?
উত্তর: উপরিকাঠামো হলো রাষ্ট্র, আইন, ধর্ম, শিল্পকলা ও দর্শনসংক্রান্ত মতাদর্শ এবং রাষ্ট্রীয় আইন ও অন্যান্য সামাজিক প্রতিষ্ঠান যারা ঐ মতাদর্শকে পরিপোষণ করে।
১১. সামাজিক ঘটনা কী?
উত্তর: ডুর্খেইমের মতানুসারে আইনকানুন, নিয়মনীতি, সামাজিক বাধ্যবাধকতা প্রভৃতি যা প্রত্যেক ব্যক্তিকে নৈতিকভাবে সামাজিক চাপের মধ্যে থাকতে বাধ্য করে তাকে বা সে অবস্থাকে সামাজিক ঘটনা বলে।
১২. ‘The Division of Labour in Society’ গ্রন্থটি কার রচিত?
অথবা, ‘The Division of Labour in Society’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: “The Division of Labour in Society’ গ্রন্থটি সমাজবিজ্ঞানী এমিল ডুর্খেইম রচিত।
১৩. সামাজিক সংহতি কত প্রকার ও কী কী?
উত্তর: সামাজিক সংহতি দুই প্রকার। যথা: ১. যান্ত্রিক সংহতি ও ২. জৈবিক সংহতি।
১৪. যান্ত্রিক সংহতি কোন সমাজের বৈশিষ্ট্য?
অথবা, যান্ত্রিক সংহতি কোন সমাজের প্রতিনিধিত্ব করে?
উত্তর: যান্ত্রিক সংহতি আদিম সমাজের বৈশিষ্ট্য।
১৫. জৈবিক সংহতি কোন সমাজের বৈশিষ্ট্য?
অথবা, জৈবিক সংহতি কোন সমাজের প্রতিনিধিত্ব করে?
উত্তর: জৈবিক সংহতি শিল্পভিত্তিক সমাজের বৈশিষ্ট্য।
১৬. পরার্থমূলক আত্মহত্যার একটি উদাহরণ দাও।
উত্তর: পরার্থমূলক আত্মহত্যার একটি উদাহরণ হলো দেশের জন্য জীবন উৎসর্গ করা।
১৭. ম্যাক্স ওয়েবারের মতে সামাজিক ক্রিয়া কত প্রকার?
উত্তর: ম্যাক্স ওয়েবারের মতে সামাজিক ক্রিয়া চার প্রকার।
১৮. ‘Verstehen’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘Verstehen’ প্রত্যয়টির অর্থ অন্তর্দৃষ্টি।
১৯. মার্কসের মতে, পৃথিবীর প্রথম শ্রেণিবিভক্ত সমাজের নাম কী?
উত্তর: মার্কসের মতে, পৃথিবীর প্রথম শ্রেণিবিভক্ত সমাজের নাম দাস সমাজ।
২০. সম্মোহনী কর্তৃত্বের একটি উদাহরণ দাও।
উত্তর: সম্মোহনী কর্তৃত্বের জ্বলন্ত দৃষ্টান্ত হলেন হযরত মুহাম্মদ মোস্তফা (সা.)।
২১. ‘Power and Society’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: ‘Power and Society’ গ্রন্থটির রচয়িতা হ্যারন্ড ল্যাসওয়েল ও আব্রাহাম কাপলান।
২২. লালফিতার দৌরাত্ম্য কী?
উত্তর: লালফিতার দৌরাত্ম্য হলো ফাইল আটকে রেখে টাকা আদায় করা।
২৩. রেসিডিউস কী?
উত্তর: রেসিডিউস হলো ভাবাবেগের অভিব্যক্তি বা বহিঃপ্রকাশ।
২৪. ডেরিভেশন কী?
উত্তর: অযৌক্তিক ক্রিয়াগুলোকে মানুষ ন্যায়সংগত, যৌক্তিক এবং যথার্থ বলে প্রমাণ করলে তাকে ডেরিভেশন বলে।
২৫. ডেরিভেশন কত প্রকার? অথবা, প্যারেটো ডেরিভেশনকে কয় ভাগে ভাগ করেন?
উত্তর: ডেরিভেশন চার প্রকার। যেমন- ১. কাল্পনিক ঘটনার জোরালো দাবি, ২. মৌলিক প্রমাণাদি, ৩. আবেগের সাথে সম্পৃক্ততা ও ৪. কর্তৃত্ব।
২৬. শাসনকারী এলিট কী?
উত্তর: বিশিষ্ট সমাজতাত্ত্বিক প্যারেটো বর্ণিত এলিট চক্রাকার তত্ত্বানুযায়ী এলিটদের যে অংশটি শাসন ক্ষমতায় অধিষ্ঠিত তারাই শাসনকারী এলিট।
২৭. “ইতিহাস হচ্ছে অভিজাততন্ত্রের সমাধিক্ষেত্র।” – উক্তিটি কার?
উত্তর: “ইতিহাস হচ্ছে অভিজাততন্ত্রের সমাধিক্ষেত্র।” – উক্তিটি সমাজতাত্ত্বিক প্যারেটোর।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. ফরাসি বিপ্লব কী?
২. শিল্পবিপ্লব কী?
অথবা, শিল্পবিপ্লব বলতে কী বুঝায়?
৩. দৃষ্টবাদ কী?
অথবা, দৃষ্টবাদ বলতে কী বুঝায়?
৪. কোঁতের মতে সামাজিক স্থিতিশীলতা এবং সামাজিক গতিশীলতা কী?
অথবা, সামাজিক স্থিতিশীলতা ও সামাজিক গতিশীলতা বলতে কী বুঝ?
৫. সামাজিক বিবর্তন বলতে কী বোঝ?
অথবা, সামাজিক ডারউইনবাদ বলতে কী বুঝায়?
৬. হাবার্ট স্পেনসারের মতানুসারে যুদ্ধভিত্তিক সমাজ ব্যাখ্যা কর।
৭. যুদ্ধভিত্তিক ও শিল্পভিত্তিক সমাজের পার্থক্য লেখ।
অথবা, সমরভিত্তিক সমাজ ও শিল্পভিত্তিক সমাজের মধ্যে পার্থক্য আলোচনা কর।
৮. সরল সমাজের রূপান্তর প্রক্রিয়া কী?
৯. উদ্বৃত্ত মূল্য কী?
অথবা, উদ্বৃত্ত মূল্যতত্ত্ব কী?
১০. এশীয় উৎপাদন ব্যবস্থার বৈশিষ্ট্য উল্লেখ কর।
১১. শ্রমবিভাজন বলতে কী বুঝ?
১২. আত্মহত্যা কী?
১৩. কর্তৃত্বের বৈশিষ্ট্যাবলি উল্লেখ কর।
১৪. ক্যালভিনিজম কী?
১৫. প্রটেস্ট্যান্ট নীতিবোধ কী?
১৬. যৌক্তিক ক্রিয়া ও যুক্তিহীন ক্রিয়া কী?
১৭. রেসিডিউসের বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর।
১৮. এলিট চক্র বলতে কী বুঝ?
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞানের উদ্ভব ও বিকাশ আলোচনা কর।
২. সমাজবিজ্ঞান বিকাশে শিল্পবিপ্লবের ভূমিকা আলোচনা কর।
৩. দৃষ্টবাদ সম্পর্কে অগাস্ট কোঁতের ধারণা পর্যালোচনা কর।
অথবা, দৃষ্টবাদ সম্পর্কে অগাস্ট কোঁতের ধারণা ব্যাখ্যা কর।
৪. সামাজিক বিবর্তন সম্পর্কে হার্বার্ট স্পেনসারের তত্ত্বটি ব্যাখ্যা কর।
অথবা, হার্বার্ট স্পেনসারের বিবর্তনবাদ তত্ত্বটি পর্যালোচনা কর।
অথবা, হার্বার্ট স্পেনসারের সামাজিক বিবর্তন তত্ত্ব পর্যালোচনা কর।
৫. হার্বার্ট স্পেনসারের সমাজকাঠামোর ধারণা দাও। স্পেনসার বর্ণিত সমাজের শ্রেণিবিন্যাস বর্ণনা কর।
অথবা, সামাজিক কাঠামো সংক্রান্ত হার্বার্ট স্পেনসারের ধারণাটি ব্যাখ্যা কর।
৬. কার্ল মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি বিশ্লেষণ কর।
অথবা, কার্ল মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি ব্যাখ্যা কর।
৭. কার্ল মার্কসের ‘উদ্বৃত্ত মূল্য’ তত্ত্বটি বিশ্লেষণ কর।
অথবা, মার্কসের উদ্বৃত্ত মূল্য তত্ত্বটি আলোচনা কর।
৮. কার্ল মার্কসের শ্রেণিসংগ্রাম তত্ত্বটি পর্যালোচনা কর।
অথবা, “সমগ্র মানব সমাজের এ যাবৎকালের ইতিহাস হচ্ছে শ্রেণিসংগ্রামের ইতিহাস।” -(কার্ল মার্কস) উক্তিটি ব্যাখ্যা কর।
৯. ডুর্খেইমের মতে যান্ত্রিক ও জৈবিক সংহতির মধ্যে পার্থক্য নির্ণয় কর। উদাহরণ দাও।
১০. এমিল ডুর্খেইমের আত্মহত্যা তত্ত্বটি আলোচনা কর।
অথবা, এমিল ডুর্খেইমের আত্মহত্যা সম্পর্কিত তত্ত্ব আলোচনা কর।
১১. কর্তৃত্ব সম্পর্কে ওয়েবারের ধারণা ব্যাখ্যা কর।
অথবা, ম্যাক্স ওয়েবারের কর্তৃত্বের ধরনসমূহ আলোচনা কর।
অথবা, ম্যাক্স ওয়েবারের কর্তৃত্বের ধারণা ব্যাখ্যা কর।
১২. ম্যাক্স ওয়েবারের মতানুসারে আমলাতন্ত্রের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
১৩. প্যারেটোর এলিট চক্রাকার আবর্তন তত্ত্বটি আলোচনা কর।
অথবা, প্যারেটোর ‘এলিট চক্রাকার’ তত্ত্বটি আলোচনা কর।
১৪. প্যারেটোর যুক্তি-পরীক্ষণ পদ্ধতি ব্যাখ্যা কর।
অথবা, বাংলাদেশে প্যারেটোর যুক্তি-পরীক্ষণ পদ্ধতি আলোচনা কর।
উপরে, অনার্স ৩য় বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ধ্রুপদী সমাজতাত্ত্বিক তত্ত্ব সাজেশন ২০২৪ নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে অতিসংক্ষিপ্ত, সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে। অতিসংক্ষিপ্তে দেওয়া সকল প্রশ্নের উত্তরগুলো এখানে দেওয়া হয়েছে। সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্নগুলো দেওয়া হয়েছে। বই হতেই এগুলোর উত্তর পেয়ে যাবে।
কোর্সটিকার সাজেশন সংক্রান্ত কোনো প্রশ্ন, জিজ্ঞাসা বা মতামত থাকলে ফেসবুক পেজে যোগাযোগ করতে পারো। এছাড়াও আমাদের ইউটিউব চ্যনেলটি Subscribe করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post