নগদ বর্তমানে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় একটি মোবাইল ব্যাংকিং সেবা। একটি নগদ একাউন্টের মাধ্যমে আপনি খুব সহজেই বাংলাদেশের যেকোন প্রান্তে টাকা পাঠাতে ও গ্রহণ করতে পারেন। তাই ঘরে বসে নগদ একাউন্ট খোলার পদ্ধতি আপনার জেনে রাখা উচিত।
নগদ-এর মূল উদ্দেশ্য হচ্ছে নতুন নতুন সম্ভাবনা তৈরি করা। এটি দেশের ক্রমবর্ধমান ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস বিপ্লবকে নেতৃত্ব দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ ডাক বিভাগের গড়ে ওঠা একটি সফল উদ্যোগ। যা মানুষের প্রতিদিনের আর্থিক লেনদেনকে আরো সহজ করে তুলেছে।
একটা সময় ছিল যখন নগদ একাউন্ট খোলার জন্য এজেন্টের দোকানে গিয়ে সময় নষ্ট করতে হতো। কিন্তু নগদের সেবা অনেক আপডেট হওয়ায় সেই ঝামেলা এখন আর নেই। এখন আপনি চাইলে ঘরে বসেই আপনার নগদ একাউন্ট খুলতে পারেন। আর তাও কারো কোন সাহায্য ছাড়াই।
►► আরো দেখুন: ২০২৩ সালে বিকাশ অফারগুলো
আজকের এই আলোচনায় আমরা জানবো খুব সহজে নগদ একাউন্ট খোলার পদ্ধতি এবং এর ব্যবহার বিধি। আলোচনার শুরুতে জানিয়ে রাখছি নগদ একাউন্ট খোলার জন্য আপনার কোন প্রকার কাগজপত্র প্রয়োজন হবে না। এমনকি আগে থেকে তুলে রাখা কোনো পাসপোর্ট সাইজের ছবি দরকার নেই। আপনি কেবল আপনার জাতীয় পরিচয় পত্র থাকা ইউনিক নম্বরটি এবং তাৎক্ষণিক তুলে দেয়া একটি সেলফির মাধ্যমেই নগদ একাউন্ট খুলতে পারেন।
নগদ একাউন্ট খোলার পদ্ধতি ২০২৩
একাউন্ট করার পূর্বে Google Play Store অথবা App Store নগদ অ্যাপ থেকে ডাউনলোড করুন। আগে থেকেই আপনার জাতীয় পরিচয়পত্র বা National ID Card টি সাথে রাখুন। এরপরে নিচের ধাপগুলো অনুসরণ ও সম্পন্ন করুন।
- আপনার জাতীয় পরিচয়পত্রের উভয় পিঠের ছবি আপলোড করুন।
- তাৎক্ষণিক একটি সেলফি তুলে একাউন্টের যুক্ত করুন।
- নগদ অ্যাপের শর্ত ও নীতিমালাগুলো পড়ুন এবং পরবর্তী ধাপে যাওয়ার জনার নীতিমালা গ্রহণ করুন।
- ৪ ডিজিটের পিন সেট করুন। এটিই হবে আপনার একাউন্টের গোপন নম্বর।
- আপনি যদি মুনাফা পেতে চান তাহলে ১ চাপুন আর না চাইলে ২ চাপুন।
- একাউন্ট তৈরি সম্পন্ন হলে নগদ কর্তৃপক্ষ আপনাকে একটি নিশ্চিতকরণ মেসেজ পাঠাবে।
নগদ একাউন্ট দেখার নিয়ম
Google Play Store থেকে আপনি নগদের যে অ্যাপটি ডাউনলোড করেছেন, এটি দিয়েই আপনি আপনার সম্পূর্ণ একাউন্ট নিয়ন্ত্রণ করতে পারবেন। যেকোন সময় আপনার ৪ ডিজিটের গোপন পিন দিয়ে লগিন করে নগদ একাউন্ট দেখতে পাবেন। তবে শুধু অ্যাপ দিয়েই না, আপনি চাইলে স্মার্টফোন নয়, এমন যেকোন সাধারণ মোবাইল থেকেও নগদ একাউন্ট দেখতে পারবেন। এজন্য যা করবেন:
- আপনার ফোন থেকে থেকে *167# ডায়াল করুন।
- এরপর 7. My Nagad অপশনে প্রবেশ করুন।
- এরপরে 1. Balance Inquiry অপশনে প্রবেশ করুন।
- আপনার নগদ একাউন্টের ৪ ডিজিটের পিন দিন।
সাথে সাথেই আপনার ফোনের স্ক্রিনে নগদ একাউন্টের ব্যালেন্স দেখতে পাবেন। শুধু ব্যালেন্সই না, আপনার নগদ একাউন্টের যাবতীয় সকল কাজই *167# ডায়ালের মাধ্যমে সম্পন্ন করা যাবে।
Discussion about this post