অনার্স ৩য় বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা কোর্সটিকায় তোমাদের স্বাগতম। অন্যান্য বছরের মতো কোর্সটিকায় এবারও অনার্স ৩য় বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের সাজেশন দেওয়া শুরু হয়েছে। কোর্সটিকায় আজকে আলোচনাকৃত বিষয় হচ্ছে নগর সমাজবিজ্ঞান সাজেশন ২০২৪। এখানে, তোমরা পরীক্ষায় কমন উপযোগী সকল প্রকার প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে।
কোর্সটিকায় আজকে নগর সমাজবিজ্ঞান বিষয়টির সাজেশন দেওয়া হবে। এই বিষয়ের বিষয় কোড হচ্ছে– ২৩২০১৩। এখানে, ক-বিভাগ, খ-বিভাগ ও গ-বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করেছি ক-বিভাগ এর সকল প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার। বই হতে খ-বিভাগ ও গ-বিভাগের প্রশ্নগুলোর উত্তর তোমরা পেয়ে যাবে।
নগর সমাজবিজ্ঞান সাজেশন ২০২৪
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. ‘The City’ গ্রন্থটির লেখক কে?
উত্তর: ‘The City’ গ্রন্থটির লেখক ম্যাক্স ওয়েবার।
২. “Urban Sociology as the specialized study of city life and problems.”- উক্তিটি কার?
উত্তর: “Urban Sociology as the specialized study of city life and problems.”-উক্তিটি সমাজবিজ্ঞানী এল. টি. হবহাউজের।
৩. “Urban Sociology is the study of social relationship and structures in the city.”- উক্তিটি কার?
উত্তর: “Urban sociology concerns societies living in towns and cities. “- উক্তিটি নগর সমাজতাত্ত্বিক নেলস অ্যান্ডারসনের।
৪. ‘Contemporary Urban Sociology’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: ‘Contemporary Urban Sociology’ গ্রন্থটির রচয়িতা উইলিয়াম ফ্লানাগান।
৫. নগর সমাজবিজ্ঞানের উৎপত্তির উৎসগুলো কী?
উত্তর: নগর সমাজবিজ্ঞানের উৎপত্তির উৎসগুলো হচ্ছে জার্মান মতবাদ গোষ্ঠী ও শিকাগো মতবাদ গোষ্ঠী।
৬. শিকাগো স্কুলের উদ্যোক্তা কে ছিলেন?
উত্তর: শিকাগো স্কুলের উদ্যোক্তা ছিলেন রবার্ট পার্ক।
৭. নগর কী?
উত্তর: নগর বলতে বুঝায় সামাজিক দিক হতে অসদৃশ ব্যক্তির তুলনামূলকভাবে বড়, ঘন এবং স্থায়ী বাসস্থানের অঞ্চল বা এলাকা।
৮. মেগাসিটি কী?
উত্তর: কোনো মেট্রোপলিটন শহরে এক কোটির ওপরে লোক বসবাস করলে তাকে মেগাসিটি বলে।
৯. Concentric Zone Theory এর প্রবক্তা কে?
উত্তর: Concentric Zone Theory এর প্রবক্তা হলেন আর্নেস্ট ডব্লিউ. বার্জেস।
১০. “নগর হলো বণিকদের সম্প্রদায়।”- উক্তিটি কার?
উত্তর: “নগর হলো বণিকদের সম্প্রদায়।”- উক্তিটি হেনরি পিরেনের।
১১. ‘Gesellschaft’ কী?
উত্তর: ‘Gesellschaft’ হলো সংঘভিত্তিক সমাজ।
১২. হেনরি পিরেনের মতে কোন দুইটি উপাদান নগর বিকাশের জন্য দায়ী?
উত্তর: হেনরি পিরেনের মতে মধ্যবিত্ত সম্প্রদায় ও সাম্প্রদায়িক সংগঠন নগর বিকাশের জন্য দায়ী।
১৩. পুঁজি পুঞ্জিভবন তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: পুঁজি পুঞ্জিভবন তত্ত্বের প্রবক্তা হলেন হ্যানসেন ও সিঙ্গেলটোন।
১৪. শিল্পভিত্তিক নগর সমাজের দুটি বৈশিষ্ট্য উল্লেখ কর।
উত্তর: শিল্পভিত্তিক নগর সমাজের দু’টি বৈশিষ্ট্য- ১. শিল্পভিত্তিক অর্থনীতি ও ২. শিল্পভিত্তিক শ্রম বিভাজন।
১৫. ‘যন্ত্রের প্রবৃদ্ধি বা প্রবৃদ্ধির যন্ত্র’ তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: যন্ত্রের প্রবৃদ্ধি বা প্রবৃদ্ধির যন্ত্র’ তত্ত্বের প্রবক্তা হচ্ছেন লোগান ও মোলক।
১৬. রিয়েল এস্টেট কী?
উত্তর: রিয়েল এস্টেট হলো এক ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান যারা বহুতলবিশিষ্ট ভবন, বাণিজ্যিক ভবন নির্মাণ করে থাকে।
১৭. ‘The New Urban Sociology’ গ্রন্থটির লেখক কে?
উত্তর: ‘The New Urban Sociology’ গ্রন্থটির লেখক মার্ক গটডিনার।
১৮. প্রতিবেশিত্ব কী?
উত্তর: প্রতিবেশিত্ব হলো সামাজিক মিথস্ক্রিয়াসম্পন্ন এমন এক জনগোষ্ঠী যারা পারস্পরিক হাসিকান্না, সুখ-দুঃখ নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয় এবং পারস্পরিক সহমর্মিতা ও সহানুভূতি প্রদর্শনের মাধ্যমে নিজেদের অখণ্ডতা প্রকাশ করার অভিপ্রায় পোষণ করে।
১৯. প্রতিবেশিত্ব কত প্রকার?
অথবা, প্রতিবেশিত্ব কয় ধরনের?
উত্তর: প্রতিবেশিত্ব ছয় প্রকার।
২০. সিটাস কী?
উত্তর: Situs একটি ল্যাটিন শব্দ। যার অর্থ Position বা অবস্থান। তাই Situs হচ্ছে আইনগতভাবে বৈধ একটি অবস্থান যা কোনো ব্যক্তির মালিকানায় রয়েছে।
২১. সবুজ বলয় কী?
উত্তর: সবুজ বলয় বলতে পরিকল্পিত এবং ব্যাপক ও বিস্তৃত বনায়নকে বুঝায়।
২২. ‘Das Kapital’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: ‘Das Kapital’ গ্রন্থটির রচয়িতা কাল মার্কস।
২৩. ‘Underclass’ কী?
উত্তর: কম সুবিধাপ্রাপ্ত সংখ্যালঘু শ্রেণিকে ‘Underclass’ বলে অভিহিত করা হয়।
২৪. এথনিসিটি কী?
উত্তর: এথনিসিটি বলতে এমন একটি জনগোষ্ঠী বা সামাজিক গোষ্ঠীকে বুঝায়, যাদের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রয়েছে এবং যারা অন্য জাতি থেকে ভিন্ন।
২৫. নগর দারিদ্র্য কী?
উত্তর: নগর দারিদ্র্য হলো এমন একটি আর্থসামাজিক অবস্থা যেখানে মানুষ তাদের জীবনধারণের মৌল প্রয়োজনগুলো পূরণের ন্যূনতম মান অর্জনে অক্ষম।
২৬. বর্ণবাদ কী?
উত্তর: বর্ণবৈষম্যবাদ একটি চরমপন্থি ধারণা, যেখানে মনে করা হয় মানুষের দৈহিক, গঠনশৈলীর পার্থক্যের কারণে মানুষের সাথে মানুষের অসম সম্পর্ক গড়ে ওঠে।
২৭. ভদ্রবেশী অপরাধ কী?
উত্তর: ভদ্রবেশী অপরাধ এমন এক ধরনের অপরাধ যা সামাজিক মর্যাদাসম্পন্ন ব্যক্তিবর্গ তাদের পেশাগত জীবনে সম্পাদন করে থাকে।
২৮. উপশহর কী?
অথবা, শহরতলি কী?
উত্তর: কোনো বৃহৎ নগরীর উপকণ্ঠে অবস্থিত ক্ষুদ্রতম এবং প্রশাসনিকভাবে পৃথক জনবসতিকে উপশহর বা শহরতলি বলে।
২৯. বস্তি কী?
উত্তর: সাধারণত নগর এলাকার সহায়সম্বলহীন দরিদ্র ও দুস্থ লোকদের সমন্বয়ে গঠিত ঘিঞ্জি, নোংরা ও ঘনবসতি এলাকাকে বস্তি বলে।
৩০. স্থানীয় সরকার কী?
উত্তর: স্থানীয় পর্যায়ে স্থানীয় প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত ও পরিচালিত সরকারই স্থানীয় সরকার।
৩১. বাংলাদেশের স্থানীয় সরকার কাঠামোর স্তর কয়টি ও কী কী?
উত্তর: বাংলাদেশের স্থানীয় সরকার কাঠামোর স্তর তিনটি। যথা: ১. ইউনিয়ন পরিষদ; ২. উপজেলা পরিষদ, ৩. জেলা পরিষদ।
৩২. অভিবাসন কী?
উত্তর: অভিবাসন হচ্ছে কোনো বিশেষ ভৌগোলিক এলাকা বা দেশ ছেড়ে অন্য ভৌগোলিক দেশ বা এলাকায় বসবাসের উদ্দেশ্যে গমন করা।
৩৩. প্রাইমেট সিটি কী?
উত্তর: একটি দেশের অনেকগুলো শহরের মধ্য একটি শহর বৃহৎ নগর হিসেবে বিকাশ লাভ করাই হলো প্রাইমেট সিটি।
৩৪. বাংলাদেশের কোন শহরকে ‘প্রাইমেট সিটি’ বলা হয়?
উত্তর: বাংলাদেশের ঢাকা শহরকে ‘প্রাইমেট সিটি’ বলা হয়।
৩৫. অতি নগরায়ণ কী?
উত্তর: অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামাজিক সক্ষমতার সংগতিবিহীন নগরায়ণকে অতি নগরায়ণ বলে। অর্থাৎ শহরে স্বাভাবিকভাবে যে পরিমাণ জনসংখ্যার সংকুলান সম্ভব তার চেয়ে বেশি জনসংখ্যার অবস্থান বা আগমন হলে তাকে অতি নগরায়ণ বলা যায়।
৩৬. স্কোয়াটার কী?
উত্তর: সরকারি খোলা জায়গায় অবৈধভাবে যে বসতি গড়ে ওঠে তাকে স্কোয়াটার বলে।
৩৭. “Urbanism is a way of life.” উক্তিটির প্রবক্তা কে?
উত্তর: “Urbanism is a way of life.” উক্তিটির প্রবক্তা শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লুইস ওয়ার্থ।
৩৮. নগর সংস্কৃতি কী?
উত্তর: নগর সংস্কৃতি হলো নগরস্থ মানুষের যাবতীয় ভাবগত ও বস্তুগত বিষয় যা শহরের মানুষের দৈনন্দিন জীবনযাপন ও সৃষ্টিশীলতার জন্য অপরিহার্য।
৩৯. ‘REHAB’ এর পূর্ণরূপ লেখ।
উত্তর: ‘REHAB’ এর পূর্ণরূপ হলো Real Estate and Housing Association of Bangladesh.
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. নগর সমাজবিজ্ঞান কী?
অথবা, নগর সমাজবিজ্ঞানের সংজ্ঞা দাও।
২. সংক্ষেপে নগর সমাজবিজ্ঞানের প্রকৃতি আলোচনা কর।
৩. “নগরত্ব একটি জীবন প্রণালি।” উক্তিটি ব্যাখ্যা কর।
৪. শিকাগো স্কুল কী?
৫. উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্যসমূহ লেখ।
৬. ভি. গর্ডন চাইল্ডের মতে নগর উন্নয়নের পূর্বশর্তগুলো কী?
৭. “নগর হলো বণিকদের সম্প্রদায়।” (পিরেন)- ব্যাখ্যা কর।
৮. সংক্ষেপে পুঁজিবাদী সমাজে আবাসন সমস্যা আলোচনা কর।
৯. রিয়েল এস্টেট কী?
১০. প্রতিবেশিত্বের বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে আলোচনা কর।
১১. প্রতিবেশিত্বের প্রধান দৃষ্টিভঙ্গিগুলো উল্লেখ কর।
১২ প্রতিবেশিত্বের ধরনসমূহ উল্লেখ কর।
১৩. প্রতিবেশিত্বের কার্যাবলি আলোচনা কর।
১৪, নগরের ‘Working Class’ এর বর্ণনা দাও।
অথবা, ‘Urban working class’ কী?
১৫. নগরসমাজে জেন্ডার বৈষম্যের ধরন উল্লেখ কর। ।
১৬. নগরে ভদ্রবেশী অপরাধের স্বরূপ আলোচনা কর।
অথবা, নগরে অদ্রবেশী অপরাধের স্বরূপ আলোচনা কর।
১৭. নগরজীবনে মাদকাসক্তির উল্লেখযোগ্য কারণগুলো আলোচনা কর।
১৮. উপশহর কী?
১৯. রাজস্ব সংকট কী?
২০. পৌরসভার দায়িত্ব ও কার্যাবলি আলোচনা কর।
২১. নগরায়ণ কী?
অথবা, নগরায়ণের সংজ্ঞা দাও।
২২. তৃতীয় বিশ্বে অতি নগরায়ণের প্রভাব সংক্ষেপে আলোচনা কর।
২৩. নগর সংস্কৃতি কাকে বলে?
২৪. সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ কী?
২৫. নগর পরিকল্পনার সংজ্ঞা দাও।
২৬. নগর পরিকল্পনার মৌলিক নীতিগুলো উল্লেখ কর।
অথবা, নগর পরিকল্পনার মৌল নীতিমালাসমূহ সংক্ষেপে উল্লেখ কর।
২৭. নগর পরিকল্পনার সাম্প্রতিক ধারা সংক্ষেপে আলোচনা কর।
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. নগর সমাজবিজ্ঞানের উদ্ভব ও ক্রমবিকাশ আলোচনা কর।
অথবা, একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে নগর সমাজবিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ আলোচনা কর।
২. নগর সমাজবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা কর।
৩. বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে নগর সমাজবিজ্ঞান পাঠের গুরুত্ব আলোচনা কর।
৪. নগর সভ্যতার ক্রমাগত বৃদ্ধিতে ভি. গর্ডন চাইল্ডের তত্ত্ব ব্যাখ্যা কর।
অথবা, নগরের উন্নয়ন সম্পর্কে গর্ডন চাইল্ডের তত্ত্বটি পর্যালোচনা কর।
৫. নগরের উৎপত্তি সম্পর্কে হেনরি পিরেনের তত্ত্বটি পর্যালোচনা কর।
৬. নগর উন্নয়ন সম্পর্কে জোবার্গের তত্ত্বটি পর্যালোচনা কর।
৭. নগর বিকাশে বুর্জোয়া শ্রেণির ভূমিকা সম্পর্কিত কার্ল মার্কসের তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি আলোচনা কর।
অথবা, নগর বিকাশে বুর্জোয়া শ্রেণির ভূমিকা সম্পর্কিত কার্ল মার্কসের ধারণা মূল্যায়ন কর।
৮. নগর রাজনৈতিক অর্থনীতিতে নারীর ভূমিকা আলোচনা কর।
৯. নগরের পুঁজি-পুঞ্জিভবন সম্পর্কে ডেভিড হার্ভের তত্ত্বটি পর্যালোচনা কর।
১০. রিয়েল এস্টেট ও সরকারি হস্তক্ষেপ সম্পর্কে গটডিনারের তত্ত্বটি আলোচনা কর।
অথবা, রিয়েল এস্টেট সম্পর্কে গটডিনারের তত্ত্বটি আলোচনা কর।
১১. প্রতিবেশিত্বের শ্রেণিবিভাগ তুলে ধর।
অথবা, প্রতিবেশিত্বের ধরনসমূহ আলোচনা কর।
১২. মধ্যবিত্ত শ্রেণির উদ্ভব ও বিকাশ আলোচনা কর।
১৩. বাংলাদেশের নগর সমাজে মধ্যবিত্ত শ্রেণির সমস্যাসমূহ আলোচনা কর।
১৪. তৃতীয় বিশ্বের নগরের অর্থনৈতিক খাতসমূহ আলোচনা কর।
১৫. নগর অপরাধের কারণসমূহ আলোচনা কর।
অথবা, নগর সমাজে সংঘটিত অপরাধের কারণসমূহ ব্যাখ্যা কর।
১৬. কিশোর অপরাধ নিয়ন্ত্রণে গৃহীত ব্যবস্থাদি পর্যালোচনা কর।
১৭. বাংলাদেশের নগরজীবনে মাদকাসক্তির কারণ ও প্রভাব আলোচনা কর।
১৮. বাংলাদেশে গৃহায়ন সমস্যার কারণসমূহ আলোচনা কর।
১৯. বাংলাদেশের নগর প্রশাসনের কার্যক্রম আলোচনা কর।
২০. সিটি কর্পোরেশনের দায়িত্ব ও কার্যাবলি আলোচনা কর।
২১. অতি নগরায়ণের বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।
২২. জীবনধারা হিসেবে নগরত্ববাদ আলোচনা কর।
অথবা, ‘Urbanism as a way of life’-উক্তিটি ব্যাখ্যা কর।
২৩. বাংলাদেশের নগর সংস্কৃতির পরিবর্তনে বিশ্বায়নের প্রভাবসমূহ আলোচনা কর।
২৪. নগর সংস্কৃতি পরিবর্তনে সাংস্কৃতিক পুনর্জাগরণবাদের ভূমিকা ব্যাখ্যা কর।
২৫. বাংলাদেশে পরিকল্পিত নগরায়ণের ক্ষেত্রে অন্তরায়সমূহ আলোচনা কর।
উপরে, অনার্স ৩য় বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য নগর সমাজবিজ্ঞান সাজেশন ২০২৪ নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে অতিসংক্ষিপ্ত, সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে। অতিসংক্ষিপ্তে দেওয়া সকল প্রশ্নের উত্তরগুলো এখানে দেওয়া হয়েছে। সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্নগুলো দেওয়া হয়েছে। বই হতেই এগুলোর উত্তর পেয়ে যাবে।
কোর্সটিকার সাজেশন সংক্রান্ত কোনো প্রশ্ন, জিজ্ঞাসা বা মতামত থাকলে ফেসবুক পেজে যোগাযোগ করতে পারো। এছাড়াও আমাদের ইউটিউব চ্যনেলটি Subscribe করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post