নতুন দেশ কবিতার সৃজনশীল প্রশ্ন | নতুন দেশ কবিতাটিতে প্রকাশিত হয়েছে অজানাকে জানার সীমাহীন কৌতহল এবং প্রকৃতির রহস্য উন্মােচনের অপার আকাঙ্ক্ষার পরিচয়। একটি কিশাের নদীর ঢেউয়ে নৌকার দুলতে থাকার দৃশ্য দেখে মুগ্ধ হয়। সে কল্পনা করে ভাটার টানে ভেসে নৌকা অজানা কোনাে এক দেশে পৌছে গেছে।
সেখানকার পরিবেশ ও প্রকৃতি মনােমুগ্ধকর। কিশাের ভাবে এমনিভাবে সেও যদি চলে যেতে পারত অজানা কোনাে দেশে। কোনাে অসীম সৌন্দর্য বা অজানা আনন্দ কিংবা অপার বিস্ময় যেখানে তার জন্য অপেক্ষা করে আছে। অজানার প্রতি তার এই ব্যাকুলতা সে আশপাশের সবার মধ্যেও দেখতে চায়।
৭ম শ্রেণির বাংলা বইয়ের কবিতাগুলোর সৃজনশীল প্রশ্ন ডাউনলোড করতে নিচে দেয়া লিংকগুলোতে ক্লিক করো:
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : কুলি মজুর
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : নতুন দেশ
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : আমার বাড়ি
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : শোন একটি মুজিবরের থেকে
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : সবার আমি ছাত্র
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : শ্রাবণে
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : সাম্য
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : মেলা
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : এই অক্ষরে
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : গরবিনী মা জননী
নতুন দেশ কবিতার সৃজনশীল প্রশ্ন
সৃজনশীল প্রশ্ন ১ : শীতের ছুটিতে বাবা-মায়ের সঙ্গে হৃদিতা বেড়াতে যায় সেন্টমার্টিন দ্বীপে। সেখানকার সামুদ্রিক প্রবাল, সারি সারি নারিকেল গাছ, মাছ ধরার বড় বড় নৌকা ওর মনে কৌতূহল জাগায়। দিগন্ত বিস্তৃত নীলাভ জলরাশি, পরিষ্কার আকাশ ওকে নিয়ে যায় অন্য এক জগতে। ওর ইচ্ছে হয় সমুদ্রের নানা রঙের মাছের সঙ্গে খেলা করতে আবার কখনাে বা আকাশে পাখি হয়ে উড়ে বেড়াতে।
ক. নীল আকাশের মাঝে কী সাজে?
খ. ‘থাকি ঘরের কোণে’ বলতে কী বােঝানাে হয়েছে?
গ. “হৃদিতার সেন্টমার্টিনে দেখা দৃশ্যে ‘নতুন দেশ’ কবিতায় চিত্রিত কোন দিকটি প্রতিফলিত হয়েছে?” ব্যাখ্যা করাে।
ঘ. “উদ্দীপকটি যেন ‘নতুন দেশ’ কবিতার মূলভাবকে ধারণ করে আছে।” -উক্তিটির যথার্থতা মূল্যায়ন করাে।
সৃজনশীল প্রশ্ন ২ :
“আমার যেতে ইচ্ছে করে
নদীটির ওই পারে।
যেথায় ধারে ধারে বাঁশের খোঁটায়
ডিঙি নৌকা বাঁধা সারে সারে।”
ক. নৌকা জলের ঢেউয়ে কী করে?
খ. “বাবা কেন আপিসে যায়
যায় না নতুন দেশে?” -ব্যাখ্যা করাে।
গ. উদ্দীপকে কবির ইচ্ছার সাথে ‘নতুন দেশ’ কবিতার শিশুটির অনুভূতির সাদৃশ্য বর্ণনা করাে।
ঘ. ‘প্রবল ইচ্ছা শক্তিই অজানাকে জানতে সাহায্য করে’ -বিশ্লেষণ করাে।
সৃজনশীল প্রশ্ন ৩ : বাংলা মায়ের কোলের প্রাকৃতিক দৃশ্য। এক কিশাের নৌকা করে নদীতে এসেছে। চারপাশের প্রকৃতি ও কাশবনের দোলা তার মনে এক স্বপ্নালু পরিবেশের সৃষ্টি করে। মনে হয় অতি দূর যেন তাকে হাতছানি দিয়ে ডাকছে।
ক. পাহাড়চূড়া কোথায় সাজে?
খ. ‘সেখানেতে কেমন মানুষ থাকে কেমন বেশে বুঝিয়ে লেখাে।
গ. উদ্দীপকের চিত্রে নতুন দেশ’ -কবিতার প্রতিফলিত দিকটি ব্যাখ্যা করাে।
ঘ. উদ্দীপকের চিত্রটির মধ্যে ‘নতুন দেশ’ কবিতার সমগ্র ভাব ফুটে ওঠে কি? তােমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্ন ৪ :
বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি।
দেশে দেশে কত-না নগর রাজধানী-
মানুষের কত কীর্তি, কত নদী-গিরি-সিন্ধু-মরু,
কত-না অজানা জীব, কত-না অপরিচিত তরু
রয়ে গেল অগােচরে। বিশাল বিশ্বের আয়ােজন;
মন মাের জুড়ে থাকে অতিক্ষুদ্র তারি এক কোণ।
ক. ‘নতুন দেশ’ কবিতায় পাহাড়-চূড়া কোথায় সাজে?
খ. নতুন দেশ’ কবিতার ছেলেটি কোথায় থাকে?
গ. উদ্দীপকের কোন বিষয়টি ‘নতুন দেশ’ কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ?
ঘ. “উদ্দীপকটি ‘নতুন দেশ’ কবিতার সমগ্র ভাব প্রকাশ করে না।” উক্তিটি বিশ্লেষণ করাে।
সৃজনশীল প্রশ্ন ৫ : নাহিদের বন্ধু পলাশ ঈদের ছুটিতে থাইল্যান্ড বেড়াতে যাবে। এ কথা শােনার পর থেকেই নাহিদ অস্থির হয়ে আছে। থাইল্যান্ড কেমন দেশ, সেখানকার খাওয়া কী রকম, না-জানি ওদের সমুদ্র কত সুন্দর এরকম নানা প্রশ্ন ওর মনে। নাহিদের বাবার সরকারি চাকরির কারণে ছুটি মেলাই ভার। তাই ওর তেমন কোথাও যাওয়া হয় না।
ক. ‘নতুন দেশ’ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
খ. ভাটার টানে নৌকা মাঝ নদীতে চলে কেন?
গ. উদ্দীপকের নাহিদের অস্থিরতার মধ্যে ‘নতুন দেশ’ কবিতার কোন বিষয়টি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের নাহিদ আর ‘নতুন দেশ’ কবিতার কিশাের চরিত্র দুটো যেন একই সূত্রে গাঁথা -যৌক্তিক বিশ্লেষণ করাে ।
সৃজনশীল প্রশ্ন ৬ : রাজিবুল পঞ্চম শ্রেণিতে পড়ে। কিছুদিন পরেই তার সমাপনী পরীক্ষা। সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ হলে সে ভর্তি হবে উচ্চ বিদ্যালয়ে। সেখানকার শিক্ষক-শিক্ষার্থী, নিয়ম-কানুন, পরিবেশই বা কেমন প্রভৃতি প্রশ্ন তার মনের কোণে উঁকি দেয়। অবশ্য ওপরের শ্রেণিতে ওঠা ও নতুনের প্রতি এক ধরনের আকর্ষণ তার সকল সংশয় দূর করে দেয়।
ক. ‘নতুন দেশ’ কবিতার কথক কোথায় থাকে?
খ. ‘নতুন দেশ’ কবিতার কথকের মনে কী সাধ জাগে? বুঝিয়ে লেখাে।
গ. উদ্দীপকের সঙ্গে ‘নতুন দেশ’ কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করাে।
ঘ. উদ্দীপকটি কি ‘নতুন দেশ’ কবিতার সামগ্রিক দিক ধারণ করে? মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ৭ : রূপা জন্ম থেকেই অন্ধ। সুন্দর এই পৃথিবীর রূপ সে দেখেনি কখনো। লাল ফুল, রঙিন প্রজাপতি, নীল আকাশ বা সাগরের ঢেউ— সবই তার অদেখা। যখন সে কারো কাছে এসবের সৌন্দর্যের কথা শোনে তখন তারও সাধ জাগে এসব নিজ চোখে দেখার। কিন্তু তা আর সম্ভব হয় না। অদেখাকে দেখার এই কৌতূহল তাকে সর্বদাই তাড়িয়ে বেড়ায়।
ক. ভাটা কী?
খ. ‘নতুন দেশ’ কবিতায় উল্লিখিত নদীর ঘাটের দৃশ্য বর্ণনা করো।
গ. উদ্দীপকের রূপার সাথে ‘নতুন দেশ’ কবিতার ছেলেটির সাদৃশ্যের দিকটি আলোচনা করো।
ঘ. উদ্দীপকের রূপা ও ‘নতুন দেশ’ কবিতার ছেলেটির কৌতূহলের প্রেক্ষাপটের যে ভিন্নতা, তার স্বরূপ বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৮ :
মেঘনা নদী দেবো পাড়ি
কল-অলা এক নায়ে
আবার আমি যাবো আমার
পাহাড়তলী গাঁয়ে।
গাছঘেরা ঐ পুকুর পাড়ে
বসব বিকেল বেলা
দুচোখ ভরে দেখবো কতো
আলোছায়ার খেলা ।
ক. এশীয়দের মধ্যে প্রথম নোবেল পুরস্কার পান কে?
খ. কিশোরের মনে কী সাধ জাগে? বুঝিয়ে লেখো। গ. উদ্দীপকের সঙ্গে ‘নতুন দেশ’ কবিতার সাদৃশ্য দেখাও।
ঘ. “উদ্দীপকের সঙ্গে ‘নতুন দেশ’ কবিতার বিষয়বস্তুগত মিল সামান্যই।” —মিলের সূত্র উল্লেখ করে মন্তব্যটির যৌক্তিকত দেখাও ৷
সৃজনশীল প্রশ্ন ৯ :
এই নদী বন মাঠ
সবুজ উদ্যান
সুশোভিত ফলমূল পত্র পল্লবে।
পাখির কলগান, রাখালিয়া সুর।
দিগন্ত জোড়া ফসলের মাঠ হাতছানি দিয়ে ডাকে
সে আমার জন্মভূমি, প্রিয় বাংলাদেশ ।
ক. জলের ঢেউয়ে কি নাচে?
খ. এমনি করে যাই ভেসে ভাই, নতুন নগর বনে— চরণটিতে কী প্রকাশ পেয়েছে?
গ. উদ্দীপকের সাথে ‘নতুন দেশ’ কবিতার সাদৃশ্য দেখাও।
ঘ. উদ্দীপক এবং ‘নতুন দেশ’ কবিতার মূলভাব কি একইসূত্রে গাঁথা? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্ন ১০ : শুভদের বাড়ি হতে কিছু দূরে একটা বিরাট বট গাছ ছিল। শুভ মাঝে মাঝে সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকত। বট গাছের পাশ দিয়ে দূরের দৃশ্য দেখত আর নতুন কোনো জায়গার কথা মনে হতো। মনে হতো দূরের জায়গাগুলো হয়তো অনেক সুন্দর। না জানি কতো কী আছে সেখানে। সেখানে যাওয়ার ইচ্ছায় সে উদগ্রীব থাকে।
ক. সারে সারে কী দাঁড়িয়ে আছে?
খ. ‘নতুন দেশ’ কবিতায় শিশুদের কোন বিষয়ের প্রতি সীমাহীন কৌতুহল প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লেখিত কবিতার কোন বিষয়টি ফুটে উঠেছে! ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপক ‘নতুন দেশ’ কবিতার সমগ্র ভাব প্রকাশ করে মতামত দাও।
৭ম শ্রেণির বাংলা বইয়ের কবিতাগুলোর সৃজনশীল প্রশ্ন ডাউনলোড করতে নিচে দেয়া লিংকগুলোতে ক্লিক করো:
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : কুলি মজুর
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : নতুন দেশ
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : আমার বাড়ি
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : শোন একটি মুজিবরের থেকে
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : সবার আমি ছাত্র
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : শ্রাবণে
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : সাম্য
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : মেলা
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : এই অক্ষরে
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : গরবিনী মা জননী
উপরে ডাউনলোড বাটনে ক্লিক করে ৭ম শ্রেণির বাংলা নতুন দেশ কবিতার সৃজনশীল প্রশ্ন ডাউনলোড করে নাও। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে জয়েন করো SSC and HSC Candidates, Bangladesh ফেসবুক গ্রুপে। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post