নদীর স্বপ্ন কবিতার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর : বুদ্ধদেব বসুর ‘নদীর স্বপ্ন’ কবিতায় নদী এবং নৌভ্রমণ নিয়ে এক কিশোরের কল্পনা রূপায়িত হয়েছে। দুরন্ত এক কিশোর তার ছোট বোনকে নিয়ে নৌকাতে উঠে নদীর পর নদী পার হয়ে তাদের মনের আকাঙ্ক্ষা পূরণ করতে চায়।
নৌকার নানা রঙের পাল, নীল রঙের আকাশ, ঝাঁকে ঝাঁকে পাখির উড়ে চলা, রূপালি ইলিশ মাছ, নৌকায় রান্না করা, সন্ধ্যায় গান গাওয়া, গল্প করা-এত কিছু কিশোর মনে গভীর স্বপ্ন নিয়ে আসে। পাশাপাশি এ কবিতায় বোনের প্রতি ভাইয়ের দায়িত্ব ও আদর প্রকাশের চমৎকার নিদর্শন আছে।
নদীর স্বপ্ন কবিতার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর
১. তোমার সঙ্গে বেড়াব আমরা—কোথায় বেড়াব?
ক. পদ্মা, মেঘনা, যমুনা
খ. সুরমা, গোমতি, কর্ণফুলী
গ. পদ্মা, মেঘনা, শোণ
ঘ. নাফ, তিস্তা, সাঙ্গু
২. ছোকানু রে, তুই আকাশের রানি, আমি—
ক. নদীর রাজা
খ. মেঘের রাজা
গ. পদ্মার রাজা
ঘ. বনের রাজা
৩. কানাই মাঝিকে কী দিতে চেয়েছে?
ক. রুপোর সিকি ও দুটো আনি
খ. একটি সিকি ও একটি আনি
গ. দুটো সিকি ও দুটো আনি
ঘ. রুপোর সিকি ও আনি
৪. কানাই মাঝিকে ভালো বলেছিল কেন?
ক. মাঝির নৌকা ছিল বলে
খ. মাঝি ছোকানুকে নৌকায় নিয়েছিল বলে
গ. মাঝি আকাশ দেখিয়েছিল বলে
ঘ. মাঝি ইলিশ মাছ কিনেছিল বলে
৫. ‘সিকি’ বলতে বোঝানো হয়েছে—
ক. এক আনি মূল্যের মুদ্রা
খ. দুই আনি মূল্যের মুদ্রা
গ. তিন আনি মূল্যের মুদ্রা
ঘ. চার আনি মূল্যের মুদ্রা
৬. ‘পায়ে পড়ি মাঝি সাথে নিয়ে চল’ কানাই এ কথা বলেছিল—
ক. মাঝির রাগ ভাঙানোর জন্য
খ. ছোকানুর ইচ্ছা পূরণের জন্য
গ. নদী দেখার ইচ্ছে পূরণের জন্য
ঘ. নদী দেখার স্বপ্ন পূরণের জন্য
৭. ‘নদীর স্বপ্ন’ কবিতাটির রচয়িতা কে?
ক. কালিদাস রায়
খ. কামিনী রায়
গ. বুদ্ধদেব বসু
ঘ. সুকান্ত ভট্টাচায
৮. কানাইয়ের দিদি কোথায় গেছে?
ক. হাটে
খ. মাঠে
গ. ঘাটে
ঘ. স্কুল
৯. এক টাকার ষোল ভাগের এক ভাগ মূল্যের মুদ্রাকে কী বলা হয়?
ক. সিকি
খ. আনি
গ. পাই
ঘ. আধুলি
১০. ‘নদীর স্বপ্ন’ কবিতায় ফুটে উঠেছে—
i. নদীমাতৃক বাংলাদেশের চিত্র
ii. বোনের প্রতি ভাইয়ের মমতা
iii. নারীপ্রেম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ১১ ও ১২নং প্রশ্নের উত্তর দাও:
নুবহা আর নাবিল দুই ভাইবোন। গ্রীষ্মের ছুটিতে মাধবকুন্ডে যাওয়ার জন্য বাবাকে অনুরোধ করে কিন্তু বাবার অফিসে ছুটি না হওয়ায় যাওয়া হলো না। এতে তারা কান্নায় ভেঙে পড়ে।
১১. উদ্দীপকের নুবহা ও নাবিলের চরিত্রের সাথে ‘নদীর স্বপ্ন’ কবিতার কোন চরিত্রের মিল পাওয়া যায়?
ক. কানাই
খ. কাকলি
গ. কানু
ঘ. মাঝি
১২. উদ্দীপকের মাঝে যে বিষয়টি প্রধান হয়ে উঠেছে—
i. দেশপ্রেম
ii. প্রকৃতিপ্রেম
iii. ভ্রমণপিপাসা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৩. দুরন্ত কিশোরের নাম কী?
ক. রমেশ
খ. যতীন
গ. রুপাই
ঘ. কানাই
১৪. কানাই কার বকুনির ভয় পায়?
ক. মায়ের
খ. বাবার
গ. দিদির
ঘ. শিক্ষকের
১৫. ‘নদীর স্বপ্ন’ কবিতায় যেসব নদীর নাম রয়েছে—
i. মেঘনা
ii. পদ্মা
iii. শোণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নদীর স্বপ্ন কবিতার mcq প্রশ্নের উত্তর
১৬. কোথায় চলেছো? এই প্রশ্ন কাকে করা হয়েছে?
ক. ছোকানুকে
খ. কানাইকে
গ. মাঝিকে
ঘ. জেলেকে
১৭. কানাই মাঝিকে কী দিতে চেয়েছিল?
ক. রুপোর সিকি
খ. স্বর্ণের সিকি
গ. পিতলের সিকি
ঘ. দুই টাকা
১৮. কানাই ও ছোকানু মাঝিকে সিকি দিতে চেয়েছিল কেন?
ক. মেলা দেখানোর জন্য
খ. নৌকা ভ্রমণে নিয়ে যাওয়ার জন্য
গ. মাঠে নেওয়ার জন্য
ঘ. খাল দেখানোর জন্য
১৯. কানাই আর ছোকানু সম্পর্কে কী হয়?
ক. ভাই
খ. আপন ভাই-বোন
গ. চাচাতো ভাই-বোন
ঘ. মামাতো ভাই-বোন
২০. কানাই ঘুমাবে কখন?
ক. গান শুনতে শুনতে
খ. গল্প শুনতে শুনতে
গ. নদী দেখতে দেখতে
ঘ. মাঝির কথা শুনতে শুনতে
২১. ধোঁয়া-ওঠা ভাতের সাথে কেমন ইলিশ-ভাতা মজা?
ক. গরম গরম
খ. হালকা গরম
গ. টাটকা
ঘ. ঠান্ডা
২২. কানাই ঘুমাবে কীভাবে?
ক. বিছানা ছাড়া
খ. বালিশ ছাড়া
গ. কাথা ছাড়া
ঘ. বিছানা ও বালিশ ছাড়া
২৩. কানাই মাঝির কাছে কোন রঙের পাল চায়?
ক. লাল
খ. কালো
গ. বেগুনি
ঘ. হলদে
২৪. ‘নদীর স্বপ্ন’ কবিতায় রান্নার কারসাজি কে দেখাবে?
ক. কানাই
খ. ছোকানু
গ. মাঝি
ঘ. কবি
২৫. কানাই উনুন ধরানোর কথা বলেছিল কেন?
ক. ইলিশ ভাজার জন্য
খ. ভাত রান্নার জন্য
গ. সবজি রান্নার জন্য
ঘ. মাংস রান্নার জন্য
২৬. ধোঁয়া ওঠা ভাতের সাথে কী খুব ভালো লাগে?
ক. ভাপা ইলিশ
খ. ভাজা ইলিশ
গ. সরষে ইলিশ
ঘ. ইলিশের ঝোল
২৭. ‘নদীর স্বপ্ন’ কবিতায় কাকে পদ্মার রাজা বলা হয়েছে?
ক. কানাই
খ. ছোকানু
গ. মাঝি
ঘ. কবি
২৮. কানাই কার কাছে গল্প শোনার বায়না করে?
ক. মায়ের কাছে
খ. বাবার কাছে
গ. ছোকানুর কাছে
ঘ. মাঝির কাছে
২৯. কানাই মাঝিকে ছোকানুর দেখাশোনা করতে বলে কেন?
ক. ছোকানু ভীতু তাই
খ. ছোকানু একা ছিল তাই
গ. ছোকানু অনেক ছোটো তাই
ঘ. ছোকানু কোথাও চলে যাকে তাই
৩০. ‘নদীর স্বপ্ন’ কবিতায় যেসব নদীর নাম রয়েছে—
i. মেঘনা
ii. পদ্মা
iii. শোণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
আরও দেখো—অষ্টম শ্রেণির বাংলা গল্প-কবিতার সৃজনশীল প্রশ্ন উত্তর
শিক্ষার্থীরা, উপরে তোমাদের বাংলা বই থেকে নদীর স্বপ্ন কবিতার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য ৩০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। এ প্রশ্নগুলো খুব ভালোভাবে অনুশীলন করার পরামর্শ থাকবে। পিডিএফ ফরমেটে উত্তরমালা সংগ্রহের জন্য ‘Answer Sheet’ অপশনে ক্লিক করো। এছাড়াও বাংলা বইয়ের গল্প-কবিতার সৃজনশীল, জ্ঞানমূলক এবং বর্ণনামূলক সমাধানের জন্য উপরের লিংকটি অনুসরণ করো।
Discussion about this post