নদীর স্বপ্ন কবিতার mcq : কানাই স্বপ্ন দেখছে সে নৌকায় করে নদীতে ভেসে বেড়াচ্ছে। নৌকায় বসে বসে সে প্রকৃতি দেখছে। সে দেখছে আকাশের বিশালতা। সেখানে ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে বেড়াচ্ছে। আর এই পাখির মেলাই সে নৌকার মাঝিকে দেখাচ্ছে।
নদীর স্বপ্ন কবিতার mcq
১. প্রথম দিন নৌকায় কোন রঙের পাল খাটানোর কথা বলা হয়েছিল?
ক বেগুনি
খ বাদামি
গ লাল
● হলুদ
২. কোথায় চলেছো? এদিকে এসো না!
দুটো কথা শোনো দিকি,
চরণটিতে প্রকাশ পেয়েছে-
ক আদেশ
খ নির্দেশ
গ অনুরোধ
● অনুনয়
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
কিশোর মোরা উষার আলো, আমরা হাওয়া দুরন্ত,
মনটি চির বাঁধন হারা, পাখির মতো উড়ন্ত।
৩. উদ্দীপকের দ্বিতীয় চরণের অর্থের সঙ্গে মিল পাওয়া যায় নিচের কোন চরণের অর্থের?
ক পায়ে পড়ি, মাঝি সাথে নিয়ে চলো, মোরে আর ছোকানুরে
● ছোকানুরে, তুই আকাশের রানি, আমি পদ্মার রাজা
গ লক্ষ্মী তো, মোরে- আর ছোকানুরে, নৌকায় তুলে নাও
ঘ এই ফাঁকে মোরে-আর ছোকানুরে, নৌকায় তুলে নাও
৪. উক্ত পঙ্ক্তি দুটিতে যে আবেগ ফুটে উঠেছে তা হচ্ছে-
র. কিশোর মনের উচ্ছ্বাস
রর. ভাই ও বোনের সত্যিকার মর্যাদা
ররর. কল্পনার অবাধ প্রবাহ
নিচের কোনটি সঠিক?
ক র খ রর
গ র ও রর
● র ও ররর
উদ্দীপকটি পড়ে ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দাও :
পাগলা হাওয়ার বাদল দিনে
পাগল আমার মন জেগে ওঠে।
চেনা শোনার কোন বাইরে
যেখানে পথ নাই, নাইরে
সেখানে অকারণে যায় ছুটে।
৫. কবিতাংশটিতে ‘নদীর স্বপ্ন’ কবিতার কোন দিকটি ফুটে উঠেছে?
ক নৌ ভ্রমণের আনন্দ
● কল্পনার অবাধ প্রবাহ
গ নদী ভ্রমণের ভাবনা
ঘ অকারণে ছুটোছুটি
৬. উক্ত ফুটে ওঠা দিকটি নিচের যেসব চরণের সাথে সংগতিপূর্ণ-
র. সবগুলো নদী দেখাবে কিন্তু আগে পদ্মায় চলো
রর. খাওয়া হলো শেষ, আবার চলেছি, দুলছে ছোট্ট নাও
ররর. ছোকানুর কাছে দুটো আনি আছে, তোমায় দিচ্ছি তাও
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
৭. ‘কবিতা’ পত্রিকাটির সম্পাদক-
ক রবীন্দ্রনাথ ঠাকুর
● বুদ্ধদেব বসু
গ কাজী নজরুল ইসলাম
ঘ জীবনানন্দ দাশ
৮. “পায়ে পড়ি মাঝি, সাথে নিয়ে চলো মোরে আর ছোকানুরে।” -উদ্ধৃতাংশে প্রকাশ পেয়েছে-
ক উদারতা
● স্নেহপরায়ণতা
গ কর্তব্যনিষ্ঠা
ঘ সহমর্মিতা
৯. ‘প্রগতি’ পত্রিকার প্রকাশকাল কত?
ক ১৯২৫-১৯২৭ খ্রি.
খ ১৯২৬-১৯২৮ খ্রি.
● ১৯২৭-১৯২৯ খ্রি.
ঘ ১৯২৮-১৯৩০ খ্রি.
১০. কানাই যে কথাটি বলে বোনের প্রতি দরদ প্রকাশ করেছে তা হলো-
● মাঝি, তুমি দেখো ছোকানুরে, ভাই
খ ছোকানুরে তুই আকাশের রানি
গ ছোকানুর কাছে দুটি আনি আছে
ঘ ছোকানু আমার বোন
১১. কানাই মাঝিকে সবশেষে কোন রঙের পাল তোলার কথা বলেছিল?
● লাল
খ সাদা
গ নীল
ঘ হলুদ
১২. বুদ্ধদেব বসুর পৈতৃক নিবাস কোথায়?
ক পাবনা
● মুন্সিগঞ্জ
গ বরিশাল
ঘ ফরিদপুর
১৩. মাঝির গানে তাল দেবে কে?
ক কানাই
● জলের শব্দ
গ ছোকানু
ঘ নদীর ঢেউ
১৪. ‘নদীর স্বপ্ন’ কবিতা পাঠে কিসের প্রসার ঘটবে?
ক সৃজনশীল শক্তির
খ বাকশক্তির
● কল্পনাশক্তির
ঘ মেধাশক্তির
১৫. কোন কাজের জন্য কানাই মাঝির প্রশংসা করে?
ক নৌকায় তোলায়
খ গল্প বলায়
গ গান শোনার
● ইলিশ কেনায়
১৬. ‘শোণ’ কিসের নাম?
● নদীর
খ সাগরের
গ পাহাড়ের
ঘ গ্রামের
১৭. মাঝিকে সিকিটি দেওয়ার প্রস্তাব করেছিল-
● কানাই
খ ছোকানু
গ জেলে
ঘ অচেনা লোক
১৮. ‘প্রগতি’ কী ধরনের পত্রিকা? (জ্ঞান)
ক দৈনিক
খ সাপ্তাহিক
গ মাসিক
ঘ ত্রৈমাসিক
১৯. বুদ্ধদেব বসু কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন? (জ্ঞান)
ক ১৯০৬
● ১৯০৮
গ ১৯০৯
ঘ ১৯১০
২০. বুদ্ধদেব বসু কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন? (জ্ঞান)
ক ১৯৬০
খ ১৯৬৫
গ ১৯৭২
● ১৯৭৪
২১. বুদ্ধদেব বসু কয়টি পেশা গ্রহণ করেছিলেন? (জ্ঞান)
● ২
খ ৩
গ ৪
ঘ ৫
২২. বুদ্ধদেব বসু কোথায় জন্মগ্রহণ করেন? (জ্ঞান)
ক কুমিল্লায়
খ ঢাকায়
গ খুলনায়
ঘ পাবনায়
২৩. সচিত্র মাসিক পত্রিকা ‘প্রগতি’ কোথা থেকে প্রকাশিত হয়? (জ্ঞান)
ক পুরানা পল্টন
খ নয়াপল্টন
গ শান্তিনগর
ঘ বাংলাবাজার
২৪. দুরন্ত বালক কানাই কাকে দুটো কথা শোনার জন্য অনুনয় করছে? (জ্ঞান)
ক ছোকানুকে
● মাঝিকে
গ দিদিকে
ঘ স্কুলের দারোয়ানকে
২৫. মাঝির নৌকা কোথায় বাঁধা ছিল? (জ্ঞান)
● ঘাটে
খ নদীর ওপারে
গ সাঁকোর সঙ্গে
ঘ গাছের সাথে
২৬. মাঝির সঙ্গে কানাই ও ছোকানু কোন কোন নদীতে বেড়াতে চেয়েছিল? (জ্ঞান)
● মেঘনা, পদ্মা, শোণ
খ পদ্মা, যমুনা, শোণ
গ যমুনা, সুরমা, পদ্মা
ঘ বুড়িগঙ্গা, সুরমা, শোণ
২৭. কানাইয়ের বোনের নাম কী? (জ্ঞান)
● ছোকানু
খ গোলাপি
গ রথি
ঘ মিনি
২৮. কানাইয়ের মা কী করছেন? (জ্ঞান)
ক খাবার খাচ্ছেন
খ ঘুমিয়ে আছেন
গ বেড়াতে যাচ্ছেন
ঘ কানাইকে পাহারা দিচ্ছেন
২৯. কানাই মাঝিকে কোন নদীতে প্রথমে যেতে বলেছিল? (জ্ঞান)
ক মেঘনা
খ যমুনা
● পদ্মা
ঘ সুরমা
৩০. ‘নদীর স্বপ্ন’ কবিতায় ঝাঁকে ঝাঁকে বেঁকে কী উড়ে চলে যায়? (জ্ঞান)
ক প্রজাপতি
খ শঙ্খচিল
● পাখি
ঘ কবুতর
৩১. কে রুপোলি নদীর রুপোলি ইলিশ কিনেছিল? (জ্ঞান)
● মাঝি
খ কানাই
গ ছোকানু
ঘ দিদি
৩২. বিছানা বালিশ ছাড়া কে ঘুমাতে চাইল? (জ্ঞান)
ক কানাই
খ মাঝি
গ ছোকানু
ঘ জেলে
৩৩. কে বড়ই ভিতু? (জ্ঞান)
ক কানাই
খ ছোকানু
গ দিদি
ঘ মাঝি
৩৪. ছোকানুর কাছে কয় আনি মুদ্রা ছিল? (জ্ঞান)
ক এক
খ দুই
গ তিন
ঘ চার
নদীর স্বপ্ন কবিতার বহুনির্বাচনি প্রশ্ন
৩৫. কানাই মাঝিকে কখন পাল নামাতে বলেছিল? (জ্ঞান)
● সন্ধ্যার বুকে তারা ফুটলে
খ আকাশের বুকে চাঁদ উঠলে
গ জলের তলে সূর্য লুকালে
ঘ বিকেলের হালকা রোদে
৩৬. ‘নদীর স্বপ্ন’ কবিতায় পইঠায় বসে ‘ধোঁয়া-ওঠা ভাতের সাথে কী খাওয়ার কথা বলা হয়েছে? (জ্ঞান)
ক রুই মাছ
খ ভাজা ইলিশ
গ সবজি ভাজি
ঘ শোল মাছ
৩৭. ‘নদীর স্বপ্ন’ কবিতায় কাকে ‘আকাশের মুখে তিল’ হিসেবে কল্পনা করা হয়েছে? (জ্ঞান)
● ছোট পাখিকে খ তারাকে
গ খ- মেঘকে
ঘ চাঁদকে
৩৮. কানাই কার কাছে গল্প শোনার বায়না করে? (জ্ঞান)
ক মা
খ বাবা
গ ছোকানু
ঘ মাঝি
৩৯. কানাই মাঝিকে ছোকানুর দেখাশোনা করতে বলে কেন? (অনুধাবন)
ক ছোকানু ভীতু বলে
খ ছোকানু একা ছিল বলে
গ ছোকানু অনেক ছোট বলে
ঘ ছোকানু কোথাও চলে যাবে বলে
৪০. কানাই তার বোনের মনের আকাক্সক্ষা পূরণ করতে চায় কীভাবে? (অনুধাবন)
ক পড়াশোনা করে
খ নৌকায়ভ্রমণ করে
গ স্কুলে গিয়ে
ঘ ধনী হয়ে
৪১. কানাই মাঝিকে খুব ভালো বলল কেন? (অনুধাবন)
ক মাঝি তাদেরকে পদ্মা নদীতে নিয়ে গেল বলে
● মাঝি পদ্মার রুপালি ইলিশ কিনল বলে
গ মাঝি তাদের গান শোনাল বলে
ঘ মাঝি তাদের গল্প শোনাল বলে
৪২. বাবার বকুনি কে একা মাথা পেতে নেবে? (অনুধাবন)
ক ছোকানু
খ দিদি
খ কানাই
ঘ মাঝি
৪৩. ‘নদীর স্বপ্ন’ কবিতায় কিশোরটি কেন জেগে ছিল? (অনুধাবন)
ক রুপালি ইলিশ দেখার জন্য
খ গল্প, গান শোনার জন্য
গ নদীর ঢেউ দেখার জন্য
ঘ ঝড় ওঠার ভয়ে
৪৪. নিচের কোনটি কিশোরের চোখকে ঝলসে দেয়? (অনুধাবন)
ক রুপালি ইলিশ
খ রঙিন পাল
গ নীল আকাশ
ঘ সন্ধ্যা তারা
৪৫. কানাই ছোকানুকে আকাশের রানি ও নিজেকে পদ্মার রাজা বলেছে। এর মাধ্যমে তার মনের কোন দিকটির বহিঃপ্রকাশ ঘটে? (উচ্চতর দক্ষতা)
ক কাল্পনিক আকাক্সক্ষা
খ হতাশা
গ বোনের প্রতি ভালোবাসা
● কাল্পনিক তৃপ্তি
৪৬. ‘নদীর স্বপ্ন’ কবিতায় কয়টি নদীর নাম উল্লেখ রয়েছে? (জ্ঞান)
● তিনটি
খ চারটি
গ পাঁচটি
ঘ ছয়টি
৪৭. ‘নদীর স্বপ্ন’ কবিতায় পদ্মার রাজা কে? (জ্ঞান)
● কানাই
খ ছোকানু
গ মাঝি
ঘ কবি
৪৮. কানাই কল্পনায় ছোকানুকে কী ভেবেছিল? (জ্ঞান)
ক পদ্মার রানি
● আকাশের রানি
গ নৌকার রানি
ঘ দেশের রানি
৪৯. ‘ছোকানুর কাছে দুটো আনি আছে, তোমায় দিচ্ছি তাও’-পঙ্ক্তিতে কী প্রকাশ পেয়েছে? (অনুধাবন)
ক মাঝিকে ন্যায্য ভাড়া প্রদান
খ মাঝিকে অতিরিক্ত ভাড়া প্রদান
● নৌকাভ্রমণের তীব্র আকাক্সক্ষা
ঘ ছোকানুর ভাড়া প্রদান
৫০. কানাই আর ছোকানু সম্পর্কে কী হয়? (জ্ঞান)
ক প্রতিবেশী
● ভাই-বোন
গ সহপাঠী
ঘ মামা-ভাগ্নে
৫১. কানাই বর্ণিত আকাশের রং কেমন? (জ্ঞান)
● আশ্চর্য নীল
খ আসমানি
গ গোলাপি
ঘ বেগুনি
৫২. দ্বিতীয় দিন নৌকায় কোন রঙের পাল খাটানোর কথা বলা হয়েছিল? (জ্ঞান)
ক বাদামি
● বেগুনি
গ লাল
ঘ হলুদ
৫৩. কানাইয়ের দিদি কোথায় গেছে? (জ্ঞান)
ক ঘাটে
● স্কুলে
গ কলেজে
ঘ বাজারে
৫৪. গান গাওয়া শেষ হলে কানাই মাঝিকে কী বলতে বলেছে? (জ্ঞান)
ক ছড়া
খ কবিতা
গ লোককাহিনী
● গল্প
৫৫. শিলা স্বপ্নে তার ছোট ভাইকে নিয়ে পরির রাজ্যে পৌঁছে গেছে। একসময় তারা ভাবে পরির রাজ্যে তারাই রাজা-রানি। উদ্দীপকের ভাবনার সঙ্গে ‘নদীর স্বপ্ন’ কবিতায় কার ভাবনার মিল আছে? (প্রয়োগ)
ক মাঝির
খ দিদির
গ ছোকানুর
ঘ কানাইয়ের
৫৬. কানাই নিজে ঘুমিয়ে পড়লে তার ছোট বোন ছোকানুর দিকে মাঝিকে লক্ষ রাখতে বলল যেন সে ভয় না পায়। এর মাধ্যমে বোনের প্রতি কানাইয়ের কোন ধরনের অনুভূতির প্রকাশ ঘটে? (উচ্চতর দক্ষতা)
ক দয়া
খ আশঙ্কা
● দায়িত্ববোধ
ঘ মমত্ববোধ
৫৭. জীবন দাস ‘নদীর স্বপ্ন’ কবিতাটি পড়ল। এটি তার জীবনে কী ধরনের প্রভাব ফেলবে? (উচ্চতর দক্ষতা)
ক পিতামাতার প্রতি শ্রদ্ধা তৈরি করবে
খ মাঝির প্রতি শ্রদ্ধা তৈরি করবে
গ নৌকা তৈরি করতে উদ্বুদ্ধ করবে
● বোনের প্রতি ভালোবাসা তৈরি করবে
৫৮. মেঘনা, পদ্মা, শোণ নদীগুলো বাংলাদেশের কোন দিক প্রকাশ করে। (উচ্চতর দক্ষতা)
ক. ভৌগোলিক অবস্থা
খ ঐতিহ্য
গ ইতিহাস
ঘ পরিচয়
৫৯. ‘নদীর স্বপ্ন’ কবিতায় ‘রুপালি নদী’ বলতে কোন নদীকে বোঝানো হয়েছে? (অনুধাবন)
ক পদ্মা
খ মেঘনা
গ যমুনা
ঘ শোণ
৬০. ‘আমারে চেনো না?’ চরণ দ্বারা কানাই কী প্রকাশ করতে চেয়েছে? (উচ্চতর দক্ষতা)
ক গর্ব
খ আত্মমর্যাদা
খ পরিচয়
ঘ অহংকার
►► আরো দেখো: ৮ম শ্রেণির অন্যান্য সাবজেক্টের প্রশ্নোত্তর
উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে ৮ম শ্রেণির নদীর স্বপ্ন কবিতার mcq উত্তরমালা ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post