প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো কোর্সটিকায় আমরা বিভিন্ন বিষয়ের ওপর নোট, সাজেশন ও গাইড বই প্রকাশ করে থাকি। আজ আমরা তোমাদের জন্য নবম শ্রেণির গণিত সমাধান নিয়ে উপস্থিত হয়েছি। আজকের এই পোস্টে আমরা তোমাদের জন্য নবম শ্রেণির গণিত সমাধান ২০২৪ PDF ফাইলে শেয়ার করবো।
আমরা দীর্ঘদিনের প্রচেষ্টায় তোমাদের জন্য এই সমাধান বইটি তৈরি করেছি। এই বইটি নবম ও দশম শ্রেণি এবং এসএসসি ২০২৪ পরীক্ষার্থীরা সবাই ব্যবহার করতে পারবে। যেহেতু এই বইটি আমরা অনেক সময়, মেধা ও পরিশ্রম ব্যয় করে তৈরি করেছি, তাই বইটির জন্য আমরা মাত্র ১০০ টাকা মূল্য রাখছি।
নবম শ্রেণির গণিত সমাধান pdf
তবে বইটি কেনার আগে এটি তোমরা কেন কিনবে, সে সম্পর্কে কিছু তথ্য জেনে নাও।
১. বইটি নবম-দশম ও এসএসসি ২০২৪ শিক্ষার্থীদের জন্য তৈরি করা হয়েছে। এটি একটি ডিজিটাল মোবাইল ই-বুক। ফলে এই পিডিএফ বইটি ডাউনলোড করে তোমরা মোবাইলে সংরক্ষণ করতে পারবে।
২. তোমরা যারা এসএসসি ২০২৪ পরীক্ষার্থী আছো, তারা খুব সহজে পরীক্ষা প্রস্তুতি নিতে পারবে।
৩. ১৭টি অধ্যায়ের ৪৩টি অনুশীলনীর সম্পূর্ণ গণিত বইয়ের সমাধান।
৪. গণিত সহজে বুঝতে রঙিন ছবি ও বিভিন্ন ব্যাখ্যা সংযোজন করা হয়েছে।
৫. বিভিন্ন গুরুত্বপূর্ণ অংকের পাশে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করা হয়েছে।
৬. বইটি একটি পিডিএফ বই। যার রেজুলেশন অত্যন্ত ভালো। তোমরা এটি ডাউনলোড করে মোবাইলে সংরক্ষণ করতে পারবে এবং যখন খুশি, যেখানে খুশি অনুশীলন করতে পারবে।
বইটি কিভাবে কিনবে?
বইটিতে রয়েছে মোট ৬৮৬ পৃষ্ঠা। পূর্ণাঙ্গ বইটি তোমরা মাত্র ১০০ টাকায় কিনতে পারবে। আমাদের বিকাশ 01718011740 নম্বর ১০০ টাকা Send Money করো। তারপর স্ক্রিনশটটি আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। সাথে সাথেই তোমরা বইয়ের ডাউনলোড লিংক পেয়ে যাবে।
আরো দ্রুত সাহায্য পেতে যোগাযোগ করো:
বিকাশ নম্বর: 01718011740
ইনবক্স: ফেসবুক পেজ
ইমেইল: courstika@gmail.com
Discussion about this post