নবম দশম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ৫ম অধ্যায় প্রশ্ন উত্তর : আদিকাল থেকেই মানুষ নিজেকে প্রকাশ করার জন্য বিভিন্ন মাধ্যম বা মিডিয়া ব্যবহার করেছে। লেখা একটি প্রকাশ মাধ্যম, শব্দ একটি প্রকাশ মাধ্যম আবার চিত্রও একটি প্রকাশ মাধ্যম। আমরা যখন অনেকগুলো প্রকাশ মাধ্যমকে নিয়ে কথা বলি তখনই মাল্টিমিডিয়া বলে তাকে চিহ্নিত করে থাকি। সভ্যতার বিবর্তন ও প্রযুক্তির কারণে এই মাধ্যমগুলোর বহুবিধ ব্যবহার হয়ে আসছে। বিশেষ করে আমরা যখন ডিজিটাল যুগে বাস করছি তখন আমাদের প্রকাশ মাধ্যমের ধরন বদলে গেছে।
নবম দশম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ৫ম অধ্যায় প্রশ্ন উত্তর
১. মাল্টিমিডিয়া কয়টি প্রকাশ মাধ্যমের সমন্বয়ে গঠিত?
ক. ১
খ. ২
● ৩
ঘ. ৪
২. মাল্টিমিডিয়ার ব্যবহার করা হয় কোনটিতে?
ক. বিদ্যালয়ের ফলাফল প্রস্তুতিতে
খ. বাজারের হিসাব করতে
গ. ক্রিকেট খেলার রান হিসাব করতে
● অ্যানিমেশন চলচ্চিত্র তৈরিতে
৩. কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার?
ক. মাইক্রোসফট ওয়ার্ড
● মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট
গ. মাইক্রোসফট এক্সেল
ঘ. মাইক্রোসফট অ্যাকসেস
৪. মাল্টিমিডিয়ার প্রয়োগ-
i. বর্ণ বা টেক্সট এর প্রকাশকে আকর্ষণীয় করে তুলেছে
ii. মুদ্রণ ও প্রকাশনার কাজকে সহজ করেছে
iii. হিসাবের কাজকে সহজ করেছে
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।
রকিব একটি কোম্পানির প্রধান কর্মকর্তা। আগামীকাল বিদেশ থেকে একদল পরিদর্শক তার কোম্পানি পরিদর্শনে আসবে। তিনি তাঁর ল্যাপটপে বসে ঠিক করছেন অতিথিদের তাঁর কোম্পানি সম্পর্কে কী কী দেখাবেন। একাজে তিনি একটি সফটওয়্যারের সাহায্য নিলেন।
৫. বিদেশি অতিথিদের সামনে উপস্থাপনের জন্য রকিব সাহেবের জন্য কোন সফটওয়্যারটি ব্যবহার সুবিধাজনক?
ক. মাইক্রোসফট ওয়ার্ড
● মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট
গ. মাইক্রোসফট এক্সেল
ঘ. মাইক্রোসফট অ্যাকসেস
৬. রকিব সাহেব যে সফটওয়্যার ব্যবহার করবেন তাতে-
i. অ্যানিমেশন ব্যবহার করে উপস্থাপনকে আকর্ষণীয় করা যাবে
ii. শব্দ ও ভিডিয়ো ব্যবহার করে কোম্পানির কার্যক্রম দেখানো যাবে
iii. কোম্পানির আয় ব্যয়ের হিসাব করা যাবে
নিচের কোনটি সঠিক?
● i ও ii
গ. ii ও iii
খ. i ও iii
ঘ. i, iiও iii
মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স
৭. কোনো কিছু উপস্থাপনের ক্ষেত্রে প্রেজেন্টেশন সফটওয়্যারের গুরুত্ব ব্যাখ্যা কর।
উত্তর: বর্তমান যুগে তথ্য উপস্থাপনার ক্ষেত্রে প্রেজেন্টেশন সফটওয়্যার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি তথ্যকে আকর্ষণীয়, সহজবোধ্য ও প্রভাবশালী করে উপস্থাপন করতে সাহায্য করে। শিক্ষাক্ষেত্র, ব্যবসায়িক মিটিং, গবেষণা উপস্থাপনা এবং বিভিন্ন কর্মশালায় এটি বহুল ব্যবহৃত হয়।
প্রেজেন্টেশন সফটওয়্যার ব্যবহার করলে চিত্র, গ্রাফ, এনিমেশন ও মাল্টিমিডিয়া উপাদান সংযুক্ত করা যায়, যা তথ্যকে আরও কার্যকর ও স্মরণীয় করে তোলে। এতে স্লাইড শো এর মাধ্যমে তথ্য পর্যায়ক্রমে দেখানো সম্ভব, ফলে দর্শক সহজেই বিষয়বস্তু বুঝতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে এটি প্রজেক্ট পরিকল্পনা, মার্কেট বিশ্লেষণ ও রিপোর্ট উপস্থাপনায় সাহায্য করে, যেখানে তথ্যকে আকর্ষণীয়ভাবে প্রদর্শন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শিক্ষাক্ষেত্রে শিক্ষকরাও প্রেজেন্টেশন সফটওয়্যার ব্যবহার করে পাঠ্যবিষয়কে আরও আকর্ষণীয় করে উপস্থাপন করতে পারেন। বিশেষ করে PowerPoint, Google Slides, Keynote ইত্যাদি সফটওয়্যার ব্যবহার করে সহজে পাঠদান করা যায়, যা শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করে এবং শেখার আগ্রহ বাড়ায়।
প্রেজেন্টেশন সফটওয়্যার সময় ও শ্রম সাশ্রয় করে, কারণ এটি তথ্য উপস্থাপনকে সহজ এবং দ্রুততর করে তোলে। এছাড়া, এটি ডিজিটাল মাধ্যমে সংরক্ষণ ও শেয়ার করা যায়, ফলে দূরবর্তী শিক্ষার্থী বা কর্মীদের কাছেও সহজে তথ্য পৌঁছানো সম্ভব হয়।
সুতরাং, কোনো কিছু উপস্থাপনের ক্ষেত্রে প্রেজেন্টেশন সফটওয়্যার একটি প্রয়োজনীয় ও কার্যকর টুল, যা তথ্য উপস্থাপনকে আরও দক্ষ, আকর্ষণীয় এবং প্রভাবশালী করে তোলে।
৮. ‘বর্তমানে প্রকাশনা শিল্প সম্পূর্ণভাবে গ্রাফিক্স সফটওয়্যার ব্যবহারের উপর নির্ভরশীল’—উক্তিটির যৌক্তিকতা ব্যাখ্যা কর।
উত্তর: বর্তমান সময়ে প্রকাশনা শিল্প (Publishing Industry) ডিজিটাল প্রযুক্তির ব্যাপক উন্নতির ফলে সম্পূর্ণভাবে গ্রাফিক্স সফটওয়্যার এর উপর নির্ভরশীল হয়ে পড়েছে। বই, ম্যাগাজিন, পত্রিকা, বিজ্ঞাপন, পোস্টার, ব্রোশিওর এবং ডিজিটাল কনটেন্ট ডিজাইনের ক্ষেত্রে গ্রাফিক্স সফটওয়্যার ব্যবহার করা হয়। ফলে বলা যায়, প্রকাশনা শিল্পে গ্রাফিক্স সফটওয়্যার একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে।
প্রকাশনা শিল্পে Adobe InDesign, Adobe Photoshop, Adobe Illustrator, CorelDRAW, QuarkXPress ইত্যাদি সফটওয়্যার ব্যবহার করা হয়, যা লেখা, ছবি, ডিজাইন ও বিন্যাস (Layout) সুন্দরভাবে সাজানোর সুযোগ করে দেয়। ডিজিটাল টাইপসেটিং, রঙের সামঞ্জস্যতা ও আকর্ষণীয় ডিজাইন তৈরির জন্য এই সফটওয়্যারগুলো অত্যন্ত কার্যকর।
বর্তমানে সংবাদপত্র ও ম্যাগাজিন প্রকাশনায় গ্রাফিক্স সফটওয়্যার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সংবাদপত্রের পৃষ্ঠাসজ্জা (Page Layout), ছবি সম্পাদনা এবং ডিজিটাল কন্টেন্ট তৈরিতে এই সফটওয়্যার অপরিহার্য। ডিজিটাল বই (E-book) এবং অনলাইন সংবাদপত্রও সম্পূর্ণরূপে গ্রাফিক্স সফটওয়্যারের মাধ্যমে প্রস্তুত করা হয়।
এছাড়া বিজ্ঞাপন ও মার্কেটিং ক্ষেত্রে গ্রাফিক্স সফটওয়্যার ব্যানার, ফ্লায়ার, ব্রোশিওর ও সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ডিজাইনের জন্য ব্যবহৃত হয়। ফলে, প্রচার ও বিপণনের ক্ষেত্রেও এর ব্যবহার অপরিহার্য হয়ে উঠেছে।
সুতরাং, প্রকাশনা শিল্পের প্রায় সব ক্ষেত্রেই গ্রাফিক্স সফটওয়্যার ব্যবহার ছাড়া আধুনিক ডিজাইন ও মুদ্রণ কাজ সম্পন্ন করা সম্ভব নয়। এটি সময়, শ্রম ও খরচ সাশ্রয়ী করে প্রকাশনা শিল্পকে আরও গুণগত ও আকর্ষণীয় করে তুলেছে। তাই বলা যায়, গ্রাফিক্স সফটওয়্যার ছাড়া আধুনিক প্রকাশনা শিল্প প্রায় অসম্ভব।
আরও দেখো— নবম দশম শ্রেণির ICT সকল অধ্যায়ের প্রশ্ন ও উত্তর
শিক্ষার্থীরা, উপরে তোমাদের আইসিটি মূল বই থেকে নবম দশম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ৫ম অধ্যায় প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এ প্রশ্নগুলো খুব ভালোভাবে অনুশীলন করার পরামর্শ থাকবে। পিডিএফ ফরমেটে উত্তরমালা সংগ্রহের জন্য ‘Answer Sheet’ অপশনে ক্লিক করো।
Discussion about this post