নবম দশম শ্রেণির ফিন্যান্স ও ব্যাংকিং ১০ম অধ্যায় : বাণিজ্যিক ব্যাংক হলো এমন একটি প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থ আমানত হিসেবে জনা রাখে ও অপর ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অদের চাহিদা অনুযায়ী ঋণ হিসেৰে প্ৰদান করে থাকে। বিশ্ব অর্থনীতিতে প্রধান ভূমিকা পালনকারী বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ধারণা ও পরিচিতি, এর আর ও নায়ের খাতসমূহ চিহ্নিত করে উদ্দেশ্য মূল্যায়ন পূর্বক কার্যবলি সম্পর্কে আমরা এ অধ্যায়ে জানতে পারবো।
নবম দশম শ্রেণির ফিন্যান্স ও ব্যাংকিং ১০ম অধ্যায়
সৃজনশীল প্রশ্ন ১ : উত্তরা ব্যাংক বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত একটি ব্যাংক। ব্যাংকটি গ্রাহক বান্ধবের কারণে খুব অল্পদিনেই সুপরিচিত লাভ করেছে। পুঁজি সংগ্রহ ও ব্যাংকিং সেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য উত্তরা ব্যাংক আরও শাখা সম্প্রসারণের মাধ্যমে আমানতের নিরাপত্তা ও সার্বিক সেবা নিয়ে আসছে।
ক. নিকাশ ঘর কী?
খ. ‘চেক হচ্ছে একটি হস্তান্তরযোগ্য বিনিময় বিল’ -বর্ণনা করো।
গ. উত্তরা ব্যাংক কোন কোন উদ্দেশ্য নিয়ে শাখা সম্প্রসারণ করেছে? ব্যাখ্যা করো।
ঘ. গ্রাহকের আমানতের নিরাপত্তা বিধানে উক্ত ব্যাংকের ভূমিকা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ২ : মেসার্স আয়েশা একটি বাণিজ্যিক ব্যাংকে LC সংগ্রহ করতে যান। উত্ত ব্যাংকের কর্মকর্তা তাকে বললেন যে, উত্তম সেবাই আমাদের ব্যাংকের লক্ষ্য। তিনি তাকে আরো বলেন আমরা যেকোনো ব্যাংকিং কাজে সহযোগিতা করতে আগ্রহী। ফলে উক্ত ব্যাংক সুনাম বাড়ানোর সাথে সাথে সাফল্যও লাভ করছে।
ক. বাণিজ্যিক ব্যাংকের মৌলিক উদ্দেশ্য কী?
খ. বাণিজ্যিক ব্যাংকের ২টি আয়ের উৎস বর্ণনা করো।
গ. মের্সাস আয়েশা কেন LC সংগ্রহ করতে চান? ব্যাখ্যা করো।
ঘ. মের্সাস আয়েশার মতো প্রতিষ্ঠানকে উক্ত সেবা দেওয়া বাণিজ্যিক ব্যাংকের কাজ- তুমি কী উত্তিটির সাথে একমত? বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৩ : মি. ফারহান আমদানি ও রপ্তানি বাণিজ্যের সাথে জড়িত। তার এ কাজে ট্রাস্ট ব্যাংক তাঁকে সাহায্য ও সহযোগিতা করে। সম্প্রতি ব্যাংকটি কয়েকটি বড় অংকের ঋণ দিয়ে ঋণের টাকা আদায় করতে ব্যর্থ হওয়ায় অর্থ সংকটে ভুগছে।
ক. ব্যাংকিং কী?
খ. মুদ্রাকে ব্যাংক ব্যবসায়ের জননী বলা হয় কেন?
গ. উল্লিখিত ব্যাংক মি, ফারহানকে কীভাবে সেবা দিয়ে থাকে? বর্ণনা করো।
ঘ. ব্যাংকের কোন নীতি ভঙ্গ করায় ট্রাস্ট ব্যাংকের ঋণের টাকা আটকে গেছে? বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৪ : জনাব আশরাফুল একজন ব্যাংক কর্মকর্তা তার ব্যাংক জনগণের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় আমানত হিসেবে গ্রহণ করে এবং ঋণ দেয়। আমদানি-রপ্তানি বাণিজ্যে এ ব্যাংকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
ক. বাণিজ্যিক ব্যাংক বিনিময়ের মাধ্যম হিসেবে কিসের প্রচলন করে?
খ. বাণিজ্যিক ব্যাংক কীভাবে নোট ইস্যু করে? ব্যাখ্যা করো।
গ. জনাব আশরাফুল কোন ব্যাংকের কর্মকর্তা? উত্ত ব্যাংকের প্রধান কার্যাবলি ব্যাখ্যা করো।
ঘ. আন্তর্জাতিক বাণিজ্যে জনাব আশরাফুল এর ব্যাংকের ভূমিকা বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৫ : ‘ক’ ব্যাংক একটি বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকটি অন্যান্য ব্যাংকের মতোই নিত্যনৈমিত্তিক কাজ সম্পন্ন করে জনগণের ক্ষুদ্র ক্ষুদ্র সশ্যয় আমানত হিসেবে গ্রহণ করে আমানত ঋণ হিসেবে বিভিন্নখাতে বিনিয়োগ করে। ব্যাংকটি ঋণ দেওয়ার সময় অভিনব কৌশলের মাধ্যমে ঋণকে আমানতে সৃষ্টি করে।
ক. বাণিজ্যিক ব্যাংকের মৌলিক উদ্দেশ্য কী?
খ. আমানত কী? ব্যাখ্যা করো।
গ. ‘ক’ ব্যাংক বাণিজ্যিক ব্যাংক হিসেবে যেসব প্রধান কাজ সম্পন্ন করে তা বর্ণনা করো।
ঘ. ‘ক’ ব্যাংকের ঋণ আমানত সৃষ্টির কৌশলটি বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৬ : ঝর্ণা বেগম তার পরিবারের মূল্যবান দ্রব্যাদি ও গহনা ব্যাংকে সংরক্ষণ করছেন এবং বর্তমানে তিনি তার বাড়িভাড়া সপ্তাহের দায়িত্বও ব্যাংকের কাছে অর্পণ করেন। নির্দিষ্ট ফি-এর বিনিময়ে ব্যাংক তার এসব কাজ করে।
ক. বাণিজ্যিক ব্যাংক কাকে বলে?
খ. ব্যাংকের তারল্যনীতি বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
গ. ব্যাংক ঝর্না বেগমের জন্য কোন ধরনের কাজ করছে? বর্ণনা করো।
ঘ. জীবনযাত্রার মানোন্নয়নে ঝর্না বেগমের ক্ষেত্রে ব্যাংকের ভূমিকা মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্ন ৭ : তৈরি পোশাক ব্যবসায়ী জনাব জাহিদ বিদেশ থেকে সেলাই মেশিন আমদানি করে থাকে। এ জন্য তার প্রত্যয়ন পত্র খুলতে হয়। সেই সঙ্গে তার বিনিময়ে বিল ভাঙ্গাতে হয়। এসব ক্ষেত্রে তাকে সাহায্য করে নিকটবর্তী সোনালী ব্যাংক।
ক. চেক কী?
খ. কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে? ব্যাখ্যা করো।
গ. জনাব জাহিদকে নিকটবর্তী সোনালী ব্যাংক কী কী সাহায্য করে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলি আলোচনা করো।
সৃজনশীল প্রশ্ন ৮ : সুরাইয়া কোং-এর ব্যবসায় এখন বিশ্বজুড়ে। প্রতিষ্ঠানটি পৃথিবীর বিভিন্ন দেশে পণ্য রপ্তানি করে। এ সমস্ত কাজ করতে গিয়ে তাদের ব্যাংকের সাহায্য নিতে হয়। ব্যাংক তাদের স্বার্থরক্ষার পাশাপাশি সুরাইয়া কোং-এর পক্ষে কাজ করে।
ক. বিনিময় মাধ্যম সৃষ্টি করে কে?
খ. নোট ইস্যুতে বাণিজ্যিক ব্যাংক কীভাবে সাহায্য করে।
গ. সুরাইয়া কোং-এর কাজটি কোন ব্যাংক করে এবং কেন করে?
ঘ. উদ্দীপকের শেষোক্ত উদ্বৃত্তটি বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৯ : বাংলাদেশ ব্যাংক থেকে অনুমোদন নিয়ে এম.সি.সি. ব্যাংক কাজ শুরু করেছিল। সারাদেশে ৫২টি শাখা আছে উক্ত ব্যাংকের। এন.সি.সি. ব্যাংক আমানত সংগ্রহ ও ঋণ দেওয়ার মাধ্যমে মুনাফা অর্জন করে।
ক. তারল্যের ইংরেজি নাম কী?
খ. শাখা ব্যাংক কী কী কাজ করে?
গ. ঋণ আদায়ের ক্ষেত্রে এম.সি.সি. ব্যাংক কী কী পদক্ষেপ নিতে পারে? ব্যাখ্যা করো।
ঘ. আমানত সংগ্রহ ও ঋণদানের মাধ্যমে এন.সি.সি ব্যাংক মুনাফা অর্জন করে? বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ১০ : মিসেস শীলা একটি প্রতিষ্ঠিত ব্যাংকের উচ্চপদে আসীন। তিনি তার দুই প্রতিবেশি মো. আরাফ ও মৃদুল শেখকে তাদের ব্যবসা ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। মৃদুল শেখ একজন আন্তর্জাতিক পাট ব্যবসায়ী। অন্যদিকে মো. আরাফ আবাসন ব্যবসায়ী তাদের | দুজনেরই বেশ বড় অংকের ঋণের প্রয়োজন হয়। এজন্য তারা মিসেস শীলার শরণাপন্ন হয়ে ঋণ সহায়তা পান। তিনি বলেন যে, এভাবেই আমরা চেষ্টা করি দেশের মানুষকে সেবা দিতে জনগণের সেবাই তো আমাদের কাজ।
ক. কোনটি বাণিজ্যিক ব্যাংকের মৌলিক উদ্দেশ্য?
খ. বাণিজ্যিক ব্যাংক কীভাবে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে? ব্যাখ্যা করো।
গ. মিসেস শীলার কাজের ধরন বিবেচনায় তিনি কোন ব্যাংকের কর্মকর্তা? উদ্দীপকের আলোকে বর্ণনা করো।
ঘ. “জনগণকে সেবা দানই আমাদের কাজ” মিসেস শীলার এই উক্তিটির মাধ্যমে ব্যাংকের কোন নীতির প্রতিফলন হয়েছে? উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো।
উপরে ডাউনলোড বাটনে ক্লিক করে এই অধ্যায়ের উত্তরপত্র ডাউনলোড করে নাও। SSC শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Facebook Page এ Like দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post