নবম-দশম শ্রেণির বিজ্ঞান mcq প্রশ্ন ৪র্থ অধ্যায়
১৬৫. মানুষের জীবন মাতৃকোষের কয়টি কোষ থেকে শুরু হয়?
ক. ২টি
খ. ৩টি
শ. ১টি
ঘ. ৪টি
১৬৬. কোনটি শরীরের ভিতরে স্বাভাবিক শারীরিক প্রক্রিয়ায় তৈরি হয়?
ক. ইস্টোজেন
খ. ইনসুলিন
গ. টেস্টোস্টেরল
শ. হরমোন
১৬৭. ছেলেমেয়েরা আকস্মিকভাবে বেড়ে ওঠে কোন কালে?
ক. শিশুকাল
খ. শৈশবকাল
শ. বয়ঃসন্ধিকাল
ঘ. বাল্যকাল
১৬৮. টেস্টটিউব বেবির ক্ষেত্রে প্রথম সফলতা আসে কত সালে?
ক. ১৯৫৯
খ. ১৯৭০
শ. ১৯৭৮
ঘ. ১৯৮০
১৬৯. জীবের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোমকে কী বলে?
ক. অটোজোম
শ. সেক্সক্রোমোজোম
গ. X ক্রোমোজোম
ঘ. Y ক্রোমোজোম
১৭০. মানুষের সেক্স ক্রোমোজোম কয়টি?
ক. ১
শ. ২
গ. ৩
ঘ. ৪
১৭১. মানুষের অটোজোম সংখ্যা কত?
ক. ১১
খ. ২২
গ. ৩৩
শ. ৪৪
১৭২. ‘Evolution’ শব্দটি ব্যবহার করেন কে?
ক. জেনাফেন
শ. স্পেনসার
গ. ডারউইন
ঘ. অ্যারিস্টটল
১৭৩. কখন পৃথিবী একটি জলন্ত গ্যাসপিণ্ড ছিল?
ক. ৩০০ কোটি বছর পূর্বে
শ. ৪০০ কোটি বছর পূর্বে
গ. ১০০ কোটি বছর পূর্বে
ঘ. ২০০ কোটি বছর পূর্বে
১৭৪. সুগঠিত নিউক্লিয়াস নেই কোনটির?
শ. ব্যাকটেরিয়া
খ. প্রোটোজোয়া
গ. আর্থ্রোপোডা
ঘ. মানুষ
১৭৫. ‘অনটোজেনি রিপিটস্ ফাইলোজেনি’ কার ভাষ্য?
ক. জেনোফেন
খ. অ্যারিস্টটল
শ. হেকেল
ঘ. ল্যামার্ক
১৭৬. জলজ পাখির লিপ্ত পদ কোন মতবাদকে সমর্থন করে?
শ. ল্যামার্কবাদ
খ. ডারউইনবাদ
গ. মেন্ডেলবাদ
ঘ. সংকরায়ন
১৭৭. খোঁজ না পাওয়া জীবদের কী বলা হয়?
শ. মিসিং লিংক
খ. কানেকটিং লিংক
গ. জীবন্ত জীবাশ্ম
ঘ. জীবাশ্ম
১৭৮. স্ফোনোডন কোন ধরনের প্রাণী?
ক. সন্ধিপদী
শ. সরীসৃপ
গ. পাখি
ঘ. স্তন্যপায়ী
১৭৯. তিন প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড কোনটির?
ক. তিমি
শ. ব্যাঙ
গ. মানুষ
ঘ. ঘড়িয়াল
১৮০. মেরুদণ্ডী প্রাণীর ভ্রুণে থাকে না কোনটি?
ক. লেজ
খ. ফুলকা
গ. নটোকর্ড
শ. ফুসফুস
১৮১. বায়োলজি শব্দের প্রতিষ্ঠাতা কে?
ক. হেকেল
খ. মেন্ডেল
শ. ল্যামার্ক
ঘ. ডারউইন
১৮২. ফিলোসোফিক ‘জুওলজিক’ বইটির রচয়িতা কে?
ক. হেকেল
খ. মেন্ডেল
শ. ল্যামার্ক
ঘ. ডারউইন
১৮৩. ল্যামার্কবাদের প্রতিপাদ্য বিষয় কয়টি?
ক. ১
খ. ২
শ. ৩
ঘ. ৪
১৮৪. বয়ঃসন্ধিকালের শারীরিক পরিবর্তন হলো-
i. দুঃসাহসিক কাজে
ii. দ্রুত লম্বা হয়ে ওঠা
iii. শরীরে দৃঢ়তা আসা
নিচের কোনটি সঠিক?
ক. iও ii
খ. i ও iii
শ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৮৫. নতুন প্রজাতি সৃষ্টি হয়
i. অর্জিত বৈশিষ্ট্যের ভিত্তিতে
ii. সংকরায়নের ফলে
iii. ক্রোমোজোম সংখ্যা বৃদ্ধির ফলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
শ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
১৮৬. ২৬০ কোটি বছর পূর্বে বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে কী ছিল?
i. CO2
ii. O2
iii. N2
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
শ. i ও iii
ঘ. i, ii ও iii
১৮৭. বিবর্তন সম্পর্কিত মতবাদ-
i. ল্যামার্কবাদ
ii. ডারউইনবাদ
iii. সাম্রাজ্যবাদ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
শ. i ও iii
ঘ. i, ii ও iii
১৮৮. জীবন্ত জীবাশ্ম-
i. লিমুলাস
ii. ইকুইজিটাম
iii. আর্কিওপাটেরিক্স
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
শ. i ও iii
ঘ. i, ii ও iii
১৮৯. কানেকটিং লিংক-এর উদাহরণ-
i. প্লাটিপাস
ii. টেরিডোস্পার্ম
iii. আর্কিওপ্টেরিক্স
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
শ. i ও iii
ঘ. i, ii ও iii
বিশেষ দ্রষ্টব্য: প্রতিটি প্রশ্নের “ড়” “শ” অপশনগুলো সঠিক উত্তর। উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে নবম-দশম শ্রেণির বিজ্ঞান mcq প্রশ্ন ৪র্থ অধ্যায় ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post