নবম দশম শ্রেণির বিজ্ঞান ৭ম অধ্যায় mcq
২৬৫. কোনটি শক্তিশালী এসিড?
ক. অ্যাসিটিক এসিড
খ. সাইট্রিক এসিড
শ. নাইট্রিক এসিড
ঘ. অক্সালিক এসিড
২৬৬. কার্বোনিক এসিডের সংকেত কোনটি?
ক. CH3COOH
খ. HNO3
গ. HCl
শ. H2CO3
২৬৭. বোলতা ও বিচ্ছুর হুলে কি থাকে?
শ. হিস্টামিন
খ. মেলিটিন
গ. অ্যাপামিন
ঘ. ক্যালামিন
২৬৮. হিস্টামিন কি ধরনের পদার্থ?
ক. এসিড
খ. লবণ
শ. ক্ষারক
ঘ. প্রোটিন
২৬৯. বিচ্ছু হুল ফুটালে প্রচণ্ড জ্বালা নিবারণের জন্য যে মলম ব্যবহার করা হয় তাতে কি থাকে?
শ. বেকিং সোডা
খ. এসিটিক এসিড
গ. সাইট্রিক এসিড
ঘ. সালফিউরিক এসিড
২৭০. কোমল পানীয়সমূহে কি দ্রবীভূত থাকে?
শ. বেকিং সোডা
খ. এসিটিক এসিড
গ. অক্সালিক এসিড
ঘ. সোডিয়াম ক্লোরাইড
২৭১. কোনো পদার্থ এসিড, ক্ষার না নিরপেক্ষ জানার জন্য কি ব্যবহার করা হয়?
শ. নির্দেশক
খ. pH
গ. লবণ
ঘ. এসিড
২৭২. কেক, বিস্কুট বা পাউরুটি ফোলানো হয় কোন
এসিড ব্যবহার করে?
ক. এসিটিক এসিড
শ. বেকিং সোডা
গ. ল্যাকটিক এসিড
ঘ. অক্সালিক এসিড
২৭৩. ক্ষারকের মধ্যে লিটমাস দ্রবণের রং
শ. নীল
খ. লাল
গ. হলুদ
ঘ. গোলাপি
২৭৪. এসিডের মধ্যে ফেনোফথ্যালিন এর রং
ক. লাল
খ. নীল
শ. বর্ণহীন
ঘ. গোলাপি
২৭৫. ক্ষারকের মধ্যে মিথাইল অরেঞ্জ যোগ করলে কী
বর্ণ দেয়?
শ. হলুদ
খ. লাল
গ. নীল
ঘ. গোলাপি
২৭৬. পাকস্থলীতে খাদ্য হজম করার জন্য কি প্রয়োজন?
ক. H2SO4
শ. HCl
গ. HNO3
ঘ. CH3COOH
২৭৭. মাখন, সয়া দুধ, বাদাম দুধ এগুলো কি ধরনের পদার্থ?
শ. ক্ষারীয় ধর্মী
খ. অম্লধর্মী
গ. নিরপেক্ষ
ঘ. লবণ
২৭৮. পাকস্থলিতে ঢ়ঐ এর মান কত হেরফের হলে বদহজম সৃষ্টি করে?
শ. ০.৫
খ. ০.৬
গ. ০.৭
ঘ. ০.৮
২৭৯. আমাদের ত্বকের pH কত?
ক. ৪ – ৭
খ. ৪ – ৫
শ. ৪ – ৬
ঘ. ৪ – ৮
২৮০. ফেনলফথ্যালিন ক্ষারকে ধারণকৃত রঙ কোনটি?
ক. সবুজ
খ. লাল
গ. আসমানী
শ. গোলাপি
২৮১. মাটি এসিডিক হলে এর থেকে কোন উপাদানটি চলে যায়?
ক. ক্লোরিন
খ. ব্রোমিন
গ. হাইড্রোজেন
শ. ক্যালসিয়াম
২৮২. মিথাইল রেড ক্ষারকে ধারণকৃত রঙ কোনটি?
ক. কলাল
শ. হলুদ
গ. গোলাপি
ঘ. বর্ণহীন
২৮৩. বিশুদ্ধ পানিতে এসিড যোগ করলে pH মান
ক. বাড়ে
শ. কমে
গ. স্বাভাবিক থাকে
ঘ. কোনটিই নয়
২৮৪. অম্লীয় মাধ্যমে pH এর মানের কোন সম্পর্কটি সঠিক?
ক. pH = 7
খ. pH < 7
শ. pH > 7
ঘ. pH – 7
২৮৫. জিহ্বার লালার pH কত থাকলে কার্যকর ভূমিকা পালন করে?
ক. ৬.৭
খ. ৭.৭
শ. ৬.৬
ঘ. ৮.৮
২৮৬. pH এর মান কত এর বেশি হলে মাটির উর্বরতা নষ্ট হয়?
ক. ১.৫
শ. ৯.৫
গ. ২.৫
ঘ. ৮.৫
২৮৭. মৌমাছি হুল ফুটালে আমরা কি লোশন ব্যবহার করি?
শ. ক্যালামিন
খ. পেনিসিলিন
গ. পেভিশন
ঘ. হিস্টামিন
২৮৮. ক্যালামাইনের রাসায়নিক সংকেত কোনটি?
ক. CaO
খ. ZnSO4
শ. ZnCO3
ঘ. CaCO3
২৮৯. চুনাপাথরের রাসায়নিক সংকেত কোনটি?
ক. CaO
খ. ZnSO4
শ. CaCO3
ঘ. [Ca(OH)2]
২৯০. টু পেস্টের pH কত?
ক. ৯ – ১০
শ. ৯ – ১১
গ. ৯ – ১২
ঘ. ৯ – ১৩
২৯১. সোডিয়াম কার্বোনেটের (Na2CO3) জলীয় দ্রবণ-
শ. ক্ষারীয়
খ. অম্লীয়
গ. নিরপেক্ষ
ঘ. সবগুলো
২৯২. নিচের কোন বিক্রিয়ায় লবণ উৎপন্ন হয়?
ক. প্রতিস্থাপন
শ. প্রশ্ন
গ. বিযোজন
ঘ. দ্বিবিযোজন
২৯৩. কাপড় কাচার সোডা হিসেবে আমরা কোনটি ব্যবহার করি?
ক. C17H35COONa
শ. Na2CO3 – 10H2O
গ. C17H35COOk
ঘ. C17H32COONa
২৯৪. জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয় কোনটি?
ক. টেবিল লবণ
খ. টেস্টিং সল্ট
শ. ফিটকিরি
ঘ. গ্লুবার লবণ
২৯৫. শৈবালের উৎপাদন বন্ধে কোনটি খুব কার্যকরী?
শ. তুঁতে
খ. পটাসিয়াম নাইট্রেট
গ. অ্যামোনিয়াম নাইট্রেট
ঘ. অ্যামোনিয়াম ফসফেট
২৯৬. চামড়া শিল্পে চামড়ার ট্যানিং করতে কোনটি ব্যবহার করা হয়?
ক. এসিড
খ. ক্ষারক
শ. লবণ
ঘ. সবকটি
২৯৭. সোডিয়াম হাইড্রোক্সাইডের তড়িৎ বিশ্লেষণে কোনটি ব্যবহৃত হয়?
শ. NaCl
খ. HCl
গ. NaOH
ঘ. H2SO4
বিশেষ দ্রষ্টব্য: প্রতিটি প্রশ্নের “ড়” “শ” অপশনগুলো সঠিক উত্তর। উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে নবম-দশম শ্রেণির বিজ্ঞান mcq প্রশ্ন ৭ম অধ্যায় ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post