নবম দশম শ্রেণির বিজ্ঞান ৮ম অধ্যায় mcq
৩১০. গাছপালা জন্মানোর প্রধান উপাদান কোনটি?
ক. জৈব সার
শ. মাটি
গ. বায়ু
ঘ. বৃষ্টি
৩১১. কোনটি মাটির নিচ থেকে পাওয়া যায়?
ক. বায়োগ্যাস
খ. কাঠ
গ. বায়ু
শ. সোনা
৩১২. মাটিতে বিদ্যমান পদার্থসমূহকে সাধারণত কয় ভাগে ভাগ করা হয়?
ক. ২ ভাগে
শ. ৪ ভাগে
গ. ৮ ভাগে
ঘ. ১০ ভাগে
৩১৩. মাটিতে অজৈব বা খনিজ পদার্থের পরিমাণ শতকরা কত?
শ. ৪৫%
খ. ৫০%
গ. ৫৫%
ঘ. ৬০%
৩১৪. উদ্ভিদ কোষের প্রোটোপ্লাজমের কতভাগ পানি মাটি থেকে আসে?
ক. ৬০ – ৬৫
খ. ৭০ – ৮০
শ. ৮৫ – ৯৫
ঘ. ৮০ – ৮৫
৩১৫. নিচের কোন স্তরটি সাধারণত বালুময় হয়?
শ. টপ সয়েল
খ. সাব সয়েল
গ. প্যারেন্টমেটেরিয়াল
ঘ. বেড রক
৩১৬. কোন মাটি পানি ধারণ ক্ষমতা খুবই কম?
ক. পলি মাটি
শ. বালু মাটি
গ. কাদা মাটি
ঘ. দোআঁশ মাটি
৩১৭. উদ্ভিদের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান কোন মাটিতে বেশি থাকে?
ক. বালু মাটি
খ. দোআঁশ মাটি
শ. পলি মাটি
ঘ. কাদা মাটি
৩১৮. ফসল চাষের জন্য কোন ধরনের মাটি অধিক উপযোগী?
ক. পলি মাটি
শ. দোআঁশ মাটি
গ. কাদা মাটি
ঘ. বেলে মাটি
৩১৯. কোন ধরনের মাটি বালু, পলি ও কাদার সমন্বয়ে গঠিত?
ক. পলি মাটি
খ. কাদা মাটি
গ. বেলে মাটি
শ. দোআঁশ মাটি
৩২০. নিচের কোনটি মাটির উর্বরতা নষ্ট করে?
শ. সিজিয়াম
খ. ম্যাগনেসিয়াম
গ. অ্যালুমিনিয়াম
ঘ. ফসফরাস
৩২১. ঢালু জায়গায় মাটি ক্ষয় রোধের জন্য কোন ধরনের উদ্ভিদ লাগানো যায়?
শ. ঘাস
খ. ধান চাষ
গ. কলা গাছ
ঘ. গম চাষ
৩২২. জমিতে রাসায়নিক সারের বদলে কোন ধরনের সার ব্যবহার করা উত্তম?
ক. ইউরিয়া সার
শ. জৈব সার
গ. পটাশ সার
ঘ. ফসফেট সার
৩২৩. কোনটি পানি শোষণ করতে পারে?
শ. হিউমাস
খ. রাসায়নিক সার
গ. খনিজ পদার্থ
ঘ. গোচারণ
৩২৪. ট্যালকম পাউডার, চীনামাটির থালা বাসন ইত্যাদি কী ধরনের পদার্থ?
শ. খনিজ পদার্থ
খ. বায়বীয় পদার্থ
গ. জৈব পদার্থ
ঘ. রাসায়নিক পদার্থ
৩২৫. সিমেন্ট তৈরিতে নিচের কোন খনিজ পদার্থটি ব্যবহৃত হয়?
শ. চুনাপাথর
খ. ম্যাগনেটাইট
গ. কোয়ার্টজ
ঘ. মাইকা
৩২৬. নিচের কোন খনিজটি পেন্সিলে ব্যবহার করা হয়?
ক. ম্যাগনেটাইট
শ. গ্রাফাইট
গ. কোয়ার্টজ
ঘ. মাইকা
৩২৭. নিচের কোন খনিজ প্রকৃতিতে সবচেয়ে শক্ত খনিজ?
ক. লোহা
খ. চুনাপাথর
শ. ডায়মন্ড
ঘ. কোয়ার্টজ
৩২৮. নিচের কোন খনিজ পদার্থটির মধ্য দিয়ে আলো প্রবেশ করতে পারে?
শ. সিলিকা
খ. ক্যালসাইট
গ. চুনাপাথর
ঘ. ম্যাগনেটাইট
৩২৯. নিচের কোন গ্যাসটি উচ্চ চাপে পেট্রোলিয়ামে পরিণত হয়?
ক. কার্বন ডাইঅক্সাইড
শ. বিউটেন
গ. মিথেন
ঘ. নাইট্রোজেন
৩৩০. খনি থেকে প্রাপ্ত তেলে হাইড্রোকার্বনের সাথে মূলত কোন উপাদানটি মিশ্রিত থাকে?
ক. অক্সিজেন
খ. পারদ
শ. সালফার
ঘ. নাইট্রোজেন
৩৩১. পেট্রোলিয়ামকে পরিশোধনের জন্য আংশিক পাতন প্রক্রিয়ায় কত ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা ব্যবহার করা হয়?
ক. ২০০°C
খ. ৩০০°C
শ. ৪০০°C
ঘ. ৫০০°C
৩৩২. অ্যানথ্রাসাইট কয়লাতে শতকরা কত ভাগ কার্বন থাকে?
শ. ৯৫ ভাগ
খ. ৯৬ ভাগ
গ. ৯৯ ভাগ
ঘ. ৫০ ভাগ
৩৩৩. লিগনাইট কয়লার শতকরা কতভাগ কার্বন থাকে?
ক. ৪০ ভাগ
শ. ৫০ ভাগ
গ. ৬০ ভাগ
ঘ. ৭০ ভাগ
৩৩৪. পিটকে নিচের কোনটির মতো দেখায়?
ক. খনিজ তেল
খ. খনিজ লবণ
গ. লুব্রিকেন্ট
শ. হিউমাস
৩৩৫. কয়টি পদ্ধতিতে কয়লা উত্তোলন করা হয়?
শ. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
বিশেষ দ্রষ্টব্য: প্রতিটি প্রশ্নের “ড়” “শ” অপশনগুলো সঠিক উত্তর। উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে নবম-দশম শ্রেণির বিজ্ঞান mcq প্রশ্ন ৮ম অধ্যায় ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post