নবম দশম শ্রেণির বিজ্ঞান ৯ম অধ্যায় mcq
৩৪৬. ২০৫০ সাল নাগাদ বাংলাদেশের কি পরিমাণ জমি লবণাক্ততার শিকার হবে?
ক. ১৩%
ড়. ১৬%
গ. ১৮%
ঘ. ৩০%
৩৪৭. বিশেষজ্ঞগণের মতে জলবায়ু পরিবর্তনজনিত কারণে ২১০০ সালের মধ্যে শতকরা কত ভাগ খাদ্যোৎপাদন হ্রাস পাবে?
ক. ২০%
শ. ৩০%
গ. ৪০%
ঘ. ৫০%
৩৪৮. বাংলাদেশের একমাত্র ম্যানগ্রোভ বন কোনটি?
ক. শালবন
শ. সুন্দরবন
গ. গজারি বন
ঘ. উপকূলীয় কেওড়া বন
৩৪৯. নিচের কোন সাইক্লোনটি বাংলাদেশে আঘাত হেনেছিল?
শ. সিডর
খ. স্যান্ডি
গ. নার্গিস
ঘ. আইলা
৩৫০. ১৯৫০ সালের পর থেকে শুধু জনসংখ্যা বৃদ্ধির কারণে শতকরা কত ভাগ বনভূমি উজাড় হয়ে গেছে?
ক. ৩০%
খ. ৫০%
শ. ৮০%
ঘ. ৯০%
৩৫১. উপকূলীয় অঞ্চলে বন্যার কারণ কোনটি?
ক. ভারি বৃষ্টিপাত
খ. নদী ভরাট হওয়া
শ. জলোচ্ছ্বাস
ঘ. জোয়ার-ভাটা
৩৫২. ১৯৬০ সালের পর বাংলাদেশে এ পর্যন্ত কত কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয়েছে?
ক. ১০০০ কিলোমিটার
খ. ৩০০০ কিলোমিটার
গ. ৫০০০ কিলোমিটার
শ. ৮০০০ কিলোমিটার
৩৫৩. বাংলাদেশের কোন অঞ্চলটি খরার জন্য ঝুঁকিপূর্ণ?
ক. উত্তরাঞ্চল
শ. উত্তর-পশ্চিমাঞ্চল
গ. উত্তর-পূর্বাঞ্চল
ঘ. দক্ষিণ-পশ্চিমাঞ্চল
৩৫৪. কোন ফসল চাষে অনেক বেশি পানি লাগে?
ক. পিয়াজ
খ. গম
শ. ইরিধান
ঘ. কাউন
৩৫৫. নদীর পাড়ে পাথর, সিমেন্টের ব্লক, বালির বস্তা দেওয়াকে কী বলে?
ক. নদী নিয়ন্ত্রণ
শ. নদী প্রশিক্ষণ
গ. নদী প্রতিরোধ
ঘ. নদী মেরামত
৩৫৬. খরাপ্রবণ জেলা কোনটি?
ক. সিলেট
খ. চট্টগ্রাম
শ. রাজশাহী
ঘ. ময়মনসিংহ
৩৫৭. Kyklos শব্দের অর্থ কী?
শ. সাপের কুণ্ডলী
খ. সাপের ফণা
গ. সাপের ছোবল
ঘ. সাপের গর্ত
৩৫৮. সাইক্লোন সৃষ্টির কারণ কোনটি?
ক. উচ্চচাপ
শ. নিম্নচাপ
গ. শীতলতা
ঘ. বায়ুপ্রবাহ
৩৫৯. ‘টর্নেডো’ কোন দেশি শব্দ?
ক. গ্রিক
খ. জাপানি
শ. স্প্যানিশ
ঘ. পর্তুগিজ
৩৬০. বাংলাদেশে সবচেয়ে প্রলয়ঙ্করী সাইক্লোন আঘাত হানে কোন সালে?
শ. ১৯৭০
খ. ১৯৭৪
গ. ১৯৯৫
ঘ. ২০০৫
৩৬১. বাতাসের গতিবেগ ঘণ্টায় কত হলে তাকে ঘূর্ণিঝড় বলে?
ক ৪০ কি. মি.
খ ৫০ কি. মি.
গ ৫৫ কি. মি.
শ ৬৩ কি. মি.
৩৬২. খোলা সমুদ্রে সুনামির ঢেউয়ের উচ্চতা কত হয়?
ক. ১ – ২ ফুট
ড়. ২ – ৩ ফুট
গ. ৩ – ৪ ফুট
ঘ. ৪ – ৫ ফুট
৩৬৩. স্মরণকালের ভয়াবহতম সুনামি সংঘটিত হয় কোন সময়ে?
ক. ২৪ ডিসেম্বর, ২০০৩
খ. ২১ ডিসেম্বর, ২০০৪
শ. ২৬ ডিসেম্বর, ২০০৪
ঘ. ২৮ ডিসেম্বর, ২০০৫
৩৬৪. ‘সুনামি’ অর্থ কী?
ক. সমুদ্রের ঢেউ
খ. সমুদ্রের জলোচ্ছ্বাস
শ. বন্দরের ঢেউ
ঘ. সমুদ্রের গর্জন
৩৬৫. সুনামিতে সৃষ্ট সমুদ্রের ঢেউয়ের গতিবেগ কোনটি?
ক. ৫০০ – ৬০০ মাইল/ঘণ্টা
খ. ৪০০ – ৬০০ মাইল/ঘণ্টা
শ. ৫০০ – ৮০০ মাইল/ঘণ্টা
ঘ. ২০০ – ৩০০ মাইল/ঘণ্টা
৩৬৬. স্মরণকালের ভয়াবহতম সুনামি সংঘটিত হয় কোন সময়ে?
ক. ২৪ ডিসেম্বর, ২০০৩
খ. ২১ ডিসেম্বর, ২০০৪
শ. ২৬ ডিসেম্বর, ২০০৪
ঘ. ২৮ ডিসেম্বর, ২০০৫
৩৬৭. এসিড বৃষ্টির কারণে মাটির pH–
ক. বেড়ে যায়
শ. কমে যায়
গ. একই থাকে
ঘ. নিরপেক্ষ হয়
৩৬৮. এসিড বৃষ্টিসৃষ্ট মাটির এসিডিটি নষ্ট করতে নিচের কোনটি ব্যবহার করতে হবে?
ক. ক্যালসিয়াম কার্বনেট
খ. ক্যালসিয়াম সালফেট
শ. লাইমস্টোন
ঘ. আর্সেনাইট
৩৬৯. ঘন ঘন এসিড বৃষ্টি হয় কোন দেশে?
ক. বাংলাদেশে
শ. কানাডায়
গ. ব্রাজিলে
ঘ. ঘানায়
৩৭০. ১৯৭৫ সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশে কতটি টর্নেডো আঘাত হেনেছে?
ক. ৪০টি
খ. ৭৫টি
গ. ৯৫টি
শ. ১০৪টি
৩৭১. ভূমিকম্পপ্রবণ দেশ কোনটি?
ক. রাশিয়া
শ. জাপান
গ. চীন
ঘ. মালদ্বীপ
৩৭২. বাংলাদেশে সবচেয়ে বেশি মাত্রার ভূমিকম্প হয়েছিল কোন সালে?
ক. ১৭৯৫
শ. ১৮৯৭
গ. ১৯০৭
ঘ. ২০০৭
৩৭৩. প্রকৃতি সংরক্ষণশীলতার কৌশল কয়টি?
ক. ২টি
খ. ৪টি
শ. ৫টি
ঘ. ৭টি
বিশেষ দ্রষ্টব্য: প্রতিটি প্রশ্নের “ড়” “শ” অপশনগুলো সঠিক উত্তর। উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে নবম-দশম শ্রেণির বিজ্ঞান mcq প্রশ্ন ৯ম অধ্যায় ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post