নবম দশম শ্রেণির বিজ্ঞান ১০ম অধ্যায় mcq
৩৮৫. বস্তুর জড়তা ও বল সম্পর্কে ধারণা পাওয়া যায় নিউটনের কোন সূত্র থেকে?
শ. ১ম
খ. ২য়
গ. ৩য়
ঘ. ৪র্থ
৩৮৬. কোন বিজ্ঞানী গতিবিষয়ক সূত্র প্রদান করেন?
শ. নিউটন
খ. গ্যাললিও
গ. আইনস্টাইন
ঘ. আর্কিমিডিস
৩৮৭. সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তনকে বলা হয়-
ক. বল
খ. ঘর্ষণ
শ. গতি
ঘ. জড়তা
৩৮৮. গতিবিষয়ক সূত্র কয়টি?
ক. একটি
খ. দুইটি
শ. তিনটি
ঘ. চারটি
৩৮৯. স্থির বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পিছনের দিকে হেলে পড়েন। এর কারণ কোনটি?
ক. গতি জড়তা
শ. স্থিতি জড়তা
গ. প্রতিক্রিয়া বল
ঘ. যাত্রী ভারসাম্যহীনতা
৩৯০. গাড়ি চালানোর সময় চালক সিটবেল্ট পরিধান করে কোনটির কারণে?
ক. ঘর্ষণ বল
শ. জড়তা
গ. ওজনের কারণে
ঘ. আরাম অনুভবের জন্য
৩৯১. আমরা হোঁচট খেলে পড়ে যাই যে কারণে –
ক. বলের
শ. জড়তা
গ. গতি
ঘ. শক্তি
৩৯২. ট্রাফিক সিগন্যালে কয়টি বাতি জ্বলে?
ক. এক
খ. দুই
শ. তিন
ঘ. চার
৩৯৩. ঘর্ষণ বল মূলত কোন বলের উদাহরণ?
শ স্পর্শ বল
খ ঘাত বল
গ পেশিজ বল
ঘ বলের ঘাত
৩৯৪. আমাদের হাঁটার জন্য অত্যন্ত প্রয়োজন কোনটি?
ক. পেশিজ বল
শ. ঘর্ষণ বল
গ. ঘাত বল
ঘ. প্লবতা
৩৯৫. ঘর্ষণ কমানোর জন্য কোনটি ব্যবহার করা হয়?
ক পেট্রোলিয়াম
খ জেলি
শ লুব্রিকেন্ট
ঘ ডিজেল
৩৯৬. আমাদের জুতার সোল ক্ষয়ে যাওয়ার কারণ কী?
ক গতিশক্তি
খ স্থিতিশক্তি
গ ওজন
শ ঘর্ষণ
৩৯৭. পৃথিবী ও একটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে কী বলে?
শ. অভিকর্ষ
খ. মহাকর্ষ
গ. অভিকর্ষজ ত্বরণ
ঘ. মহাকর্ষীয় ধ্রুবক
৩৯৮. বস্তুর ভর বৃদ্ধির সাথে কোন বলের মান বৃদ্ধি পায়?
ক. চৌম্বক বল
খ. দুর্বল নিউক্লিয় বল
শ. মাধ্যাকর্ষণ বল
ঘ. শক্তিশালী নিউক্লিয় বল
৩৯৯. দুর্বল নিউক্লিয় বল তড়িৎ চৌম্বক বলের চেয়ে কতগুণ দুর্বল?
ক ১০৯
খ ১০৮
শ ১০১০
ঘ ১০১১
৪০০. লেপটন ও হার্ডন হচ্ছে-
ক. পরমাণু
খ .অণু
গ. নিউক্লিয়াস
শ. মৌল কণিকা
৪০১. বস্তুর ভর বেশি হলে কোনটি বেশি হবে?
ক. গতি
খ. ত্বরণ
গ. সময়
শ. প্রযুক্ত বল
৪০২. ভরের একক কোনটি?
ক. মিটার
খ. সেকেন্ড
শ. কিলোগ্রাম
ঘ. নিউটন
৪০৩. বলের আছে-
ক. মান ও ভর
খ. দিক ও ওজন
শ. মান ও দিক
ঘ. ভর ও ওজন
৪০৪. কোনো বস্তুর ভর ৫০ কেজি এবং বেগ ৫ মিটার/সেকেন্ড হলে, ভরবেগ কত?
ক. ২৪০ কেজি, মিটার/সেকেন্ড
শ. ২৫০ কেজি, মিটার/সেকেন্ড
গ. ২৬০ কেজি, মিটার/সেকেন্ড
ঘ. ২৭০ কেজি, মিটার/সেকেন্ড
৪০৫. একটি বস্তুর ভর ১৫ কেজি এবং ত্বরণ ২মি./সে.২ হলে ভরবেগের পরিবর্তনের হার কত?
শ. ৩০ নিউটন
খ. ১৫ নিউটন
গ. ১০ নিউটন
ঘ. ৬০ নিউটন
৪০৬. একটি বস্তুর ভরবেগ ২০ কেজি মি./সে. বেগ যদি ২ মি./সে. হয় তবে বস্তুটির ভর কত?
শ. ১০০০০ গ্রাম
খ. ১০ গ্রাম
গ. ১০০ গ্রাম
ঘ. ১০০০ গ্রাম
৪০৭. ক্রিকেট বল ক্রিকেট ব্যাটের উপর যে বল প্রয়োগ করে তা হল
ক. ঐচ্ছিক বল
খ. ক্রিয়াবল
গ. ঘর্ষণবল
শ. প্রতিক্রিয়া বল
৪০৮. ফোলানো বেলুনের মুখ খুলে দিলে নির্গত বাতাস বেলুনের উপর যে বল ক্রিয়া করে-
ক. ক্রিয়া
শ. প্রতিক্রিয়া
গ. ঘর্ষণ
ঘ. অস্পর্শ
৪০৯. নিউটনের গতিবিষয়ক কোন সূত্রের ভিত্তিতে রকেট চালানো হয়।
ক. ১ম
খ. ২য় সূত্র
শ. ৩য় সূত্র
ঘ. ক ও খ উভয়ই
বিশেষ দ্রষ্টব্য: প্রতিটি প্রশ্নের “ড়” “শ” অপশনগুলো সঠিক উত্তর। উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে নবম-দশম শ্রেণির বিজ্ঞান mcq প্রশ্ন ১০ম অধ্যায় ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post