নবম-দশম শ্রেণির বিজ্ঞান mcq প্রশ্ন ৩য় অধ্যায়
১১২. হৃদপিণ্ডের করোনারি ধমনি কোন কারণে বন্ধ হয়ে যাওয়াকে কী বলে?
শ. হার্ট অ্যাটাক
খ. হার্ট স্ট্রোক
গ. ট্রমা
ঘ. প্যারালাইসিস
১১৩. পূর্ণ বয়ষ্ক মানুষের দেহে মোট ওজনের কতভাগ রক্ত?
শ. প্রায় ৮%
খ. প্রায় ৯%
গ. প্রায় ৬%
ঘ. প্রায় ৭%
১১৪. কোন যৌগ গঠনের মাধ্যমে রক্ত অক্সিজেন পরিবহন করে?
ক. অক্সিগ্লোবিন
শ. অক্সিহিমোগ্লোবিন
গ. হিমোক্সিজেন
ঘ. হিমোটক্সিন
১১৫. রক্ত কণিকাগুলো কিসে ভাসমান অবস্থায় থাকে?
ক. লসিকা
খ. পানি
গ. চর্বি
শ. রক্তরস
১১৬. রক্তে রক্তরসের পরিমাণ শতকরা-
ক. ৫৪%
শ. ৫৫%
গ. ৪৪%
ঘ. ৪৫%
১১৭. CO2 কে বাইকার্বোনেট হিসেবে ফুসফুসে পরিবহন করে-
ক. রক্তকণিকা
খ. লোহিত কণিকা
শ. রক্তরস
ঘ. প্রোথ্রম্বিন
১১৮. রক্ত জমাট বাঁধতে বাধা দেয় কোন রাসায়নিকটি?
ক. হিস্টাসিন
খ. ফাইব্রিনোজেন
শ. হেপারিন
ঘ. মায়োসিন
১১৯. রক্তের কণিকাগুলো প্রধানত কয় ধরনের?
ক. ২
শ. ৩
গ. ৪
ঘ. ৫
১২০. অ্যামিবার মতো আকার পরিবর্তনে সক্ষম কোনটি?
ক. রক্তরস
শ. শ্বেতরক্ত কণিকা
গ. লোহিত রক্ত কণিকা
ঘ. অণুচক্রিকা
১২১. লোহিত রক্ত কণিকাগুলো উৎপন্ন হয় কোথায়?
শ. অস্থিমজ্জায়
খ. হৃৎপিণ্ডে
গ. ফুসফুসে
ঘ. রক্তরসে
১২২. অ্যান্টিবডি গঠন করে কোনটি?
ক. নিউট্রোফিল
খ. বেসোফিল
শ. লিম্ফোসাইট
ঘ. মনোসাইট
১২৩. দুই ধরনের অ্যান্টিবডি পাওয়া যায় কোন গ্রুপের রক্তে?
ক. A
খ. B
গ. AB
শ. O
১২৪. অণুচক্রিকার প্রধান কাজ-
ক. ফ্যাগোসাইটোসিস
শ. রক্ত তঞ্চন
গ. এলার্জি প্রতিরোধ
ঘ. অ্যান্টিবডি তৈরি
১২৫. রক্ত নাইট্রোজেনজনিত বর্জ পদার্থগুলোকে কোন অঙ্গে পরিবহন করে?
ক. যকৃতে
খ. পাকস্থলীতে
শ. বৃক্কে
ঘ. হৃৎপিণ্ডে
১২৬. লোহিত রক্তকণিকার সংখ্যা বৃদ্ধি পেলে তাকে কী বলে?
শ. পলিসাইথিমিয়া
খ. অ্যানিমিয়া
গ. লিউকোমিয়া
ঘ. পারপুরা
১২৭. রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় কোন ক্ষেত্রে?
ক. পলিসাইথিমিয়া
শ. অ্যানিমিয়া
গ. লিউকোমিয়া
ঘ. পারপুরা
১২৮. পারপুরা অবস্থা সৃষ্টি হয় কোন রোগে আক্রান্ত হলে?
ক. নিউমোনিয়া
খ. হুপিং কাশি
শ. ডেঙ্গুজ্বর
ঘ. ব্লাড ক্যান্সার
১২৯. অণুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বেড়ে যাওয়াকে কী বলে?
ক. পারপুরা
শ. থ্রম্বোসাইটোসিস
গ. থ্যালাসিমিয়া
ঘ. লিউকোমিয়া
১৩০. কোন রোগে শ্বেত কণিকার সংখ্যা বেড়ে যায়?
শ. নিউমোনিয়া
খ. জন্ডিস
গ. টাইফয়েড
ঘ. চর্মরোগ
১৩১. বংশগত রোগ কোনটি?
ক. নিউমোনিয়া
খ. হুপিং কাশি
শ. থ্যালাসিমিয়া
ঘ. পারপুরা
১৩২. থ্যালাসিমিয়া রোগীকে প্রতি কত মাস অন্তর রক্ত সঞ্চালনের প্রয়োজন হয়?
ক. দুই মাস
শ. তিন মাস
গ. চারমাস
ঘ. ছয় মাস
১৩৩. রক্তের গ্রুপ আবিষ্কার করেন কে?
শ. ডা. কার্ল ল্যান্ডস্টেইনার
খ. গ্রেগর জোহান মেন্ডেল
গ. স্ট্রাচবুর্গার
ঘ. রবার্ট ব্রাউন
১৩৪. কোন রোগটি মানুষের অটোজোমে অবস্থিত প্রচ্ছন্ন জিনের দ্বারা ঘটে?
ক. পারপুরা
খ. লিউকোমিয়া
শ. থ্যালাসিমিয়া
ঘ. অ্যানিমিয়া
১৩৫. সার্বজনীন গ্রহীতা গ্রুপ কোনটি?
ক. A
খ. B
গ. O
শ. AB
১৩৬. রেসাস ফ্যাক্টরের সংকেত কী?
শ. Rh
খ. RH
গ. rh
ঘ. rH
১৩৭. মানুষের রক্তকোষে কয় ধরনের অ্যান্টিজেন আছে?
শ. দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ
১৩৮. হৃৎপিণ্ড বেষ্টনকারী পর্দার নাম কী?
শ. পেরিকার্ডিয়াম
খ. অলিন্দ
গ. নিলয়্
ঘ. ভেনক্যাভা
১৩৯. শিরা পরিবহন করে
ক. O2 সমৃদ্ধ রক্ত
শ. CO2 সমৃদ্ধ রক্ত
গ. বর্জ্য পদার্থ
ঘ. রক্ত রস
১৪০. ধমনি পরিবহন করে-
শ. বিশুদ্ধ রক্ত
খ. দূষিত রক্ত
গ. বর্জ্য পদার্থ
ঘ. রক্তরস
১৪১. হৃৎপিণ্ডের স্বতঃস্ফূর্ত সংকোচনকে কী বলে?
ক. ডায়াস্টোল
শ. সিস্টোল
গ. লাব
ঘ. ডাব
১৪২. হৃৎপিণ্ডের স্পন্দনকে কী বলে?
শ. হার্ট বিট
খ. হার্ট অ্যাটাক
গ. হার্ট ফেইলিউর
ঘ. ECG
১৪৩. হৃৎস্পন্দন পর পর সংঘটিত ঘটনার সমষ্টি-
ক. হার্ট অ্যাটাক
খ. কার্নিয়েক চক্র
শ. কার্ডিয়াক চক্র
ঘ. খাদ্য চক্র
১৪৪. কার্ডিয়াক চক্রের ধাপ কয়টি?
ক. ২
খ. ৩
শ. ৪
ঘ. ৫
১৪৫. একটি হৃদস্পন্দনে সময় লাগে-
ক. ০.৬ সেকেন্ড
খ. ০.৭ সেকেন্ড
শ. ০.৮ সেকেন্ড
ঘ. ০.৯ সেকেন্ড
১৪৬. রক্ত চাপ বলতে বুঝায়-
ক. শিরার রক্তচাপ
খ. কৈশিক জালিকার রক্তচাপ
শ. ধমনির রক্ত চাপ
ঘ. ভেনাক্যাভার রক্ত চাপ
১৪৭. রক্ত চাপ নির্ণয়ের যন্ত্র-
ক. স্টেথোস্কোপ
শ. স্ফিগমোম্যানোমিটার
গ. ব্যারোমিটার
ঘ. ল্যাকটোমিটার
১৪৮. শরীরের জন্য ক্ষতিকর-
শ. LDL
খ. HDL
গ. FDL
ঘ. CO2
১৪৯. রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা-
ক. ১০ – ৪০ mg / dl
খ. ৪০ – ৮০ mg / dl
শ. ৮০ – ১২০ mg / dl
ঘ. ১২০ – ১৪০ mg / dl
বিশেষ দ্রষ্টব্য: প্রতিটি প্রশ্নের “ড়” “শ” অপশনগুলো সঠিক উত্তর। উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে নবম-দশম শ্রেণির বিজ্ঞান mcq প্রশ্ন ৩য় অধ্যায় ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post