নবম দশম শ্রেণির বিজ্ঞান ৫ম অধ্যায় mcq
১৯৪. গাড়ির ড্রাইভারের সিটের দরজার সামনের দিকে দুই পাশের দর্পণগুলো কি নামে পরিচিত?
শ. সাইড ভিউ মিরর
খ. রিয়ার ভিউ মিরর
গ. অবতল দর্পণ
ঘ. উত্তল দর্পণ
১৯৫. গাড়ির লেন পরিবর্তন করার সময় ড্রাইভারকে কয়টি দর্পণের দিকে খেয়াল রাখতে হবে?
ক. দুটি
শ. তিনটি
গ. একটি
ঘ. চারটি
১৯৬. প্রতিসরণাঙ্ক মাপার জন্য কোন মাধ্যমকে শূন্য ধরতে হয়?
শ. ১ম মাধ্যম
খ. ২য় মাধ্যম
গ. উভয় মাধ্যম
ঘ. কোনোটিই নয়
১৯৭. লেন্সের বক্রতার ব্যাসার্ধ কয়টি?
ক. একটি
খ. তিনটি
শ. দুটি
ঘ. চারটি
১৯৮. স্বচ্ছ ও সমসত্ব মাধ্যমে আলো গমন করে
ক. আঁকাবাঁকা পথে
শ. সরল পথে
গ. উঁচু নিচু পথে
ঘ. বন্ধুর পথে
১৯৯. চোখের কোথায় কোন বস্তুর উল্টো প্রতিবিম্ব গঠিত হয়?
ক. অ্যাকুয়াস হিউমারে
শ. রেটিনায়
গ. চোখের লেন্সে
ঘ. চোখের মনিতে
২০০. ক্ষীণ আলোতে সংবেদনশীল হয় কোনটি?
ক. অ্যাকুয়ার হিউমার
খ. ভিট্রিয়াস হিউমার
শ. রড কোষ
ঘ. কোন কোষ
২০১. দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে বলা হয়-
ক. সমতল দর্পণ
খ. গোলীয় দর্পণ
শ. লেন্স
ঘ. প্রিজম
২০২. লেন্সের ক্ষমতার এসআই একক হলো
ক. মিটার
শ. রেডিয়ান/মিটার
গ. লুমেন/মিটার
ঘ. মিটার/রেডিয়ান
২০৩. লেন্সের প্রধান ফোকাস কয়টি?
ক. ১টি
শ. ২টি
গ. ৩টি
ঘ. ৪টি
২০৪. উত্তল লেন্সের ক্ষমতা হবে
শ. ধনাত্মক
খ. ঋণাত্মক
গ. দুটোই
ঘ. কোনটিই না
২০৫. উত্তল বা অবতল লেন্সের ক্ষমতা তার ফোকাস দূরত্বের কিরূপ?
ক. সমান
খ. সমানুপাতিক
শ. ব্যস্তানুপাতিক
ঘ. দ্বিগুণ
২০৬. একটি অবতল লেন্সের ফোকাস দূরত্ব 1 m হলে এর ক্ষমতা কত?
ক. – 2d
শ. – 1d
গ. + N
ঘ. + 2d
২০৭. ২০ পস ফোকাস দূরত্ব সম্পনড়ব একটি উত্তল লেন্সের ক্ষমতা কত?
শ. 5 d
খ. – 0.5 d
গ. 0.5 d
ঘ. – 5 d
২০৮. দৃষ্টির প্রধান ত্রুটি কয়টি?
ক. ১
শ. ২
গ. ৩
ঘ. ৪
২০৯. ক্ষীণ দৃষ্টি সম্পন্ন ব্যক্তির চশমায় কোন লেন্স ব্যবহৃত হয়?
ক. সমতল
খ. উত্তল
শ. অবতল
ঘ. সমতলাবতল
২১০. ঝুমা শ্রেণীকক্ষের পেছনে বসলে ব্ল্যাক বোর্ডের লেখা স্পষ্টভাবে দেখতে পায় না। ঝুমার চোখের ত্রুটিটি কোন ধরনের?
ক. দীর্ঘদৃষ্টি
খ. দূরদৃষ্টি
গ. চালশে
শ. মাইওপিয়া
২১১. উত্তল লেন্সের বৈশিষ্ট্য
র. মধ্যভাগ মোটা ও প্রান্ত সরু
রর. মধ্যভাগ সরু ও প্রান্ত মোটা
ররর. আলোক রশ্মি উত্তল পৃষ্ঠে আপতিত হয়
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
শ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
২১২. অভিসারী লেন্সের মতো কাজ করে
র. রেটিনা
রর. চোখের লেন্স
ররর. অ্যাকুয়াস হিউমার ও ভিট্রিয়াস হিউমার
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. রর ও ররর
গ. র ও ররর
শ. র, রর ও ররর
২১৩. লেন্স তৈরি হয়-
র. কাঁচ
রর. কোয়ার্টজ
ররর. প্লাস্টিক
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. রর ও ররর
গ. র ও ররর
শ. র, রর ও ররর
২১৪. চোখের উপাদানগুলো হলো
র. রেটিনা
রর. অ্যাকুয়াস হিউমার
ররর. কর্ণিয়া
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
শ. র, রর ও ররর
২১৫. দৃষ্টির অপ্রধান ত্রুটি হলো
র. চালশে
রর. দূরদৃষ্টি
ররর. নকুলান্ধতা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
শ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
২১৬. ক্ষীণদৃষ্টি দেখা দেয়-
র. চোখের ফোকাস দূরত্ব কমে গেলে
রর. অভিসারী ক্ষমতা বৃদ্ধি পেলে
ররর. অক্ষি গোলকের ব্যাসার্ধ বৃদ্ধি পেলে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. রর ও ররর
গ. র ও ররর
শ. র, রর ও ররর
২১৭. ক্ষীণ দৃষ্টি দূর করা যায়-
র. অবতল লেন্সের চশমা ব্যবহার করে
রর. উত্তল লেন্সের চশমা ব্যবহার করে
ররর. ফোকাস দূরত্ব ক্ষীণদৃষ্টির দীর্ঘতম দূরত্বের সমান করে।
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
শ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
২১৮. চোখ ভালো রাখার উপায় হচ্ছে
র. সঠিক পুষ্টি গ্রহণ
রর. সঠিক জীবনধারা অনুসরণ
ররর. পর্যাপ্ত আলো ব্যবহার করে দৈনন্দিন কার্যক্রম সম্পাদন করা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. রর ও ররর
গ. র ও ররর
শ. র, রর ও ররর
২১৯. স্থূলমধ্য লেন্সের
র. মধ্যভাগ মোটা
রর. প্রাপ্তভাগ মোটা
ররর. প্রান্তভাগ সরু
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. রর ও ররর
শ. র ও ররর
ঘ. র, রর ও ররর
২২০. দৃষ্টির অপ্রধান ত্রুটি হলো
র. চালশে
রর. দূরদৃষ্টি
ররর. নকুলান্ধতা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
শ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
বিশেষ দ্রষ্টব্য: প্রতিটি প্রশ্নের “ড়” “শ” অপশনগুলো সঠিক উত্তর। উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে নবম-দশম শ্রেণির বিজ্ঞান mcq প্রশ্ন ৫ম অধ্যায় ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post