নবম দশম শ্রেণির ভূগোল সৃজনশীল প্রশ্ন ও উত্তর | নবম ও দশম শ্রেণির ভূগোল একটি গুরুত্বপূর্ণ বিষয়। পূর্বের শ্রেণিতে অভিজ্ঞতা না থাকায় অনেকের কাছেই বিষয়টি খুব কঠিন মনে হয়। ভূগোল কঠিন হলেও মানবিকের শিক্ষার্থীদের কাছে এর কোন বিকল্প নেই। এই শ্রেণিতে ভূগোলে ভালো চর্চা থাকলে এসএসসি পরীক্ষায় বিষয়টিতে ভালো ফলাফল করা সম্ভব।
আজ আমরা কোর্সটিকায় নবম ও দশম শ্রেণির ভূগোল বইয়ের ১০ টি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন আলোচনা করবো। পাশাপাশি প্রতি অধ্যায় থেকে থাকবে উত্তরসহ সৃজনশীল প্রশ্ন ও সাজেশান্স। নিচে দেয়া লিংক থেকে সেই প্রশ্নগুলো ডাউনলোড করতে পারবে।
নবম দশম শ্রেণির ভূগোল সৃজনশীল প্রশ্ন ও উত্তর
সৃজনশীল প্রশ্ন ১ : তৌহিদুল ভূগোল সংক্রান্ত এক সেমিনারে তার বক্তৃতায় বলেন, বর্তমানে ভূগোল শুধু প্রাকৃতিক ও মানবিক ভূগোলের মধ্যে সীমাবদ্ধ নেই । এর বহুবিধ শাখা রয়েছে যা ভূগোলের পরিধিকে সম্প্রসারিত করেছে। প্রযুক্তির যত উন্নয়ন ঘটেছে ভূগোলের আওতা ও পরিধি তত সম্প্রসারিত হচ্ছে।
ক. কোন ভূগোলবিদ সর্বপ্রথম Geography কথাটি ব্যবহার করেন?
খ. মানুষের জীবনযাত্রা পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ দ্বারা প্রভাবিত হয় – বুঝিয়ে লিখ।
গ. তৌহিদুলের বক্তৃতা থেকে মানবীয় ভূগোল পাঠের মাধ্যমে আমরা কোন কোন বিষয় সম্বন্ধে অবগত হতে পারি? ব্যাখ্যা কর।
ঘ. প্রাকৃতিক ভূগোল, অর্থনৈতিক ভূগোল ও মানবিক ভূগোল; ভূগোলের পরিধিকে সম্প্রসারিত করেছে __কথাটির তাৎপর্য ব্যাখ্যা কর।
সৃজনশীল প্রশ্ন ২ : হিমেল দশ বছর দেশের বাইরে ছিল। সম্প্রতি দেশে ফিরে দেখতে পেল শীতের দেশের মত দেশেরও অনেক পরিবর্তন সাধিত হয়েছে। এ পরিবর্তনের কারণ জানতে শফিক স্যারের শরণাপন্ন হলে তিনি বলেন, এ পরিবর্তন অনেক দিনের ফল। এর মধ্যে একটি হলো হিমবাহ, অন্যটি হলো নদী।
ক. নদী সংগম কী?
খ. প্লাবন সমভূমি কিভাবে গঠিত হয়?
গ. বাংলাদেশের মানচিত্র এঁকে পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদীর গতিপথ চিহিত কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত পরিবর্তনের ক্ষেত্রে কোন বিষয়টির গুরুত্ব অধিক বলে
তুমি মনে কর? বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৩ : প্রাচীনকালে বাণিজ্য জাহাজগুলো এক বিশেষ বায়ুপ্রবাহের দিক অনুসরণ করে যাতায়াত করত। কিন্তু মহাসাগরের উপর দিয়ে ইউরোপ হতে আমেরিকা যাওয়ার সময় বায়ুপ্রবাহের প্রভাবে জাহাজ নিশ্চল হয়ে পড়ত।
ক. বায়ুর আদ্রতা পরিমাপক যন্ত্রের নাম কী?
খ. নিরক্ষীয় শান্ত বলয় বলতে কী বুঝায়?
গ. বাণিজ্য জাহাজগুলো যে বায়ু অনুসরণ করে যাতায়াত করত __তার বর্ণনা দাও।
ঘ. উক্ত মহাসাগরের কোন বায়ু প্রবাহের প্রভাবে জাহাজ নিশ্চল হয়ে যেত বলে তোমার মনে হয় – তা বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৪ : যুথির নানার বয়স ৯০ বছর। নানা মিথিলাকে বললেন, আমি যখন তোমার মতো ছোট ছিলাম তখন এদেশে প্রচুর শীত অনুভূত হতো । কিন্তু এখন আমাদের দেশে তেমন শীত পড়ে না। তার নানা বললেন, বর্তমান জলবায়ু পরিবর্তনের ফলে দিনদিন তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে যা গ্রিনহাউস ইফেক্টের ফলেই হচ্ছে।
ক. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ শতকরা কত?
খ. ওজোন স্তর কিভাবে জীবজগৎকে রক্ষা করে- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের আলোকে বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মধ্যে সম্পর্ক তুলে ধর।
ঘ. বিশ্ব উষ্ণায়নের ক্ষেত্রে কোন প্রভাবক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৫ : তনু ও রিপা সড়ক পথে ঢাকা থেকে খুলনায় দাদুর বাড়ি যাওয়ার পথে একটি বড় নদী পার হলো। যার উপরে একটি ব্রিজ নির্মাণের কাজ চলছে। তাছাড়া নদীর মাঝামাঝিতে এবং দুই পাড়ে হাজার হাজার লোক নির্মাণের কাজে ব্যস্ত আছে।
ক. বাংলাদেশের বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত?
খ. স্রোতজ বনভূমি একটি বিশেষ ধরনের বন _ব্যাখ্যা কর।
গ. তনু ও রিপার দেখা নদীটির গতিপথ সংক্ষেপে আলোচনা কর!
ঘ. উদ্দীপকের আলোকে বাংলাদেশের অর্থনীতিতে উক্ত নদী ও সেতুটির গুরুত্ব বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৬ : মোহাম্মাদপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষাসফরে দিনাজপুর যাচ্ছিল। যাওয়ার সময় বাসে রাকীব শোভনের নিকট জানতে পারল দিনাজপুরে এক ধরনের খনিজ উত্তোলিত হচ্ছে। বিদ্যুৎশক্তির উৎপাদনে এটি ব্যবহৃত হচ্ছে যা এক প্রকার শিলা ।
ক. কাগজ শিল্প কত সালে স্থাপিত হয়?
খ. শিলা ও খনিজের মধ্যে দুটি করে পার্থক্য দেখাও।
গ. বাংলাদেশের মানচিত্রে উদ্দীপকে বর্ণিত খনিজ অঞ্চলটি চিহিত কর।
ঘ. উদ্দীপকে বর্ণিত খনিজ সম্পদের গুরুত্ব বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৭ : মীনাদের পরিবার পদ্মা নদীর পাড়ে থাকে। প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগের কারণে তাদের গ্রামের অনেক মানুষ গৃহহীন হয়ে পড়েছে। কারণ তাদের জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। .
ক. বাংলাদেশে নদীর সংখ্যা কত?
খ. দুর্যোগ ব্যবস্থাপনার ছকটি উপস্থাপন কর।
গ. মীনাদের পরিবার যে নদীর পাড়ে থাকে সে নদী গ্রামবাসীদের কী করেছে?
ঘ. মীনাদের পরিবারের মতো লোকদের রক্ষার উপায়ে তোমার মতামত দাও ।
সৃজনশীল প্রশ্ন ৮ : সম্প্রতি প্রতিবেশী দেশ মায়ানমারে বৌদ্ধ সম্প্রদায় ও সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের মধ্যে জাতিগত দাঙ্গা দেখা দেয়। ফলে নিজেদের জীবন রক্ষার্থে রোহিঙ্গা মুসলমানগণ কক্সবাজারের উখিয়াতে আশ্রয় নেয়।
ক. অভিবাসন কী?
খ. শরণার্থী বলতে কী বোঝায়?
গ. কক্সবাজারের উখিয়াতে আশ্রয় গ্রহণ রোহিঙ্গাদের কোন ধরনের অভিগমন? ব্যাখ্যা কর।
ঘ. রোহিঙ্গাদের অভিগমন ঐ অঞ্চলের সার্বিক পরিস্থীতির ওপর বিরূপ প্রভাব ফেলবে বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৯ : বাদল ও শুভ দুজনেই শহরে বাস করে তবে শুভর শহরটি একটি প্রশাসনিক শহর । অন্যদিকে বাদল যে শহরে বাস করে সেটি আগে গ্রাম হিসাবে পরিচিত ছিল। কিন্তু কয়েক বছর আগে সেখানে একটি ইপিজেড প্রতিষ্ঠিত হওয়ায় তা এখন শহর হিসেবে পরিচিতি লাভ করেছে।
ক. কোন সভ্যতায় নগরায়নের প্রসার ঘটে?
খ. মাটি কীভাবে বসতি স্থাপনে সহায়তা করে?
গ. বাদলের শহরটি গড়ে উঠার পিছনে ইপিজেড এর ভূমিকা ব্যাখ্যাকর।
ঘ. শুভর শহরটি বাদলের শহর থেকে ভিন্ন প্রকৃতির যুক্তিসহ ব্যাখ্যা কর।
সৃজনশীল প্রশ্ন ১০ : সিমার বাড়ির দেশের উত্তর পশ্চিমাঞ্চলে । সেখানে এমন একটি শিল্প গড়ে উঠেছে যার কাঁচামাল বাইরের দেশ থেকে আমদানি করতে হয়। অপরদিকে পলির বাড়ি দেশের উত্তর পূর্বাঞ্চলে । সেখানে একটি শিল্প গড়ে উঠেছে যা দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে।
ক. শিল্প কী?
খ. বাংলাদেশে পাট শিল্প গড়ে উঠার কারণ ব্যাখ্যা কর।
গ. সিমার অঞ্চলে গড়ে উঠা শিল্পটি ব্যাখ্যা কর।
ঘ. পলির অঞ্চলের শিল্পটির ভবিষ্যৎ কতটুকু সে সম্পর্কে মতামত দাও।
নবম দশম শ্রেণীর অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে এখানে ক্লিক করো। নতুন সাজেশন পেতে জয়েন করো SSC and HSC Candidates, Bangladesh ফেসবুক গ্রুপে। আমরা আছি ইউটিউবেও। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post