নবম দশম শ্রেণির ফিন্যান্স ও ব্যাংকিং ৬ষ্ঠ অধ্যায় : যেকোনো ব্যবসায় প্রতিষ্ঠানের সাফল্য ও টিকে থাকা নির্ভর করে দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্তের উপর। উদ্যোক্তাকে ব্যবসায় পরিচালনার বিভিন্ন সময় স্থায়ী সম্পত্তি যেমন জমি, দালানকোঠা, আসবাবপত্র, যন্ত্রপাতি ইত্যাদি ক্রয়, এসব স্থায়ী সম্পত্তি প্রতিস্থাপন, উৎপাদন পদ্ধতির আধুনিকায়ন, নতুন পণ্য বাজারে ছাড়া এরকম অনেক দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত নিতে হয়।
এসব বিনিয়োগ সিদ্ধান্ত কোম্পানির জন্য কতটুকু লাভজনক হবে বা আদৌ লাভজনক হবে কি না, সেজন্য এসব বিনিয়োগ সিদ্ধান্তের সঠিক মূল্যায়নের জন্য কিছু পদ্ধতি বা নীতিমালা দরকার। অর্থায়নের যে সব পদ্ধতি বা নীতিমালা এসব দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করতে পারে, সে সম্পর্কে আমরা এ অধ্যায়ে জানতে পারব।
নবম দশম শ্রেণির ফিন্যান্স ও ব্যাংকিং ৬ষ্ঠ অধ্যায়
সৃজনশীল প্রশ্ন ১ : তিস্তা লি. বর্তমান বছরের শেষে ১২ টাকা লভ্যাংশ দিবে বলে সিদ্ধান্ত নেয়। আগামী বছরগুলোতে এই লভ্যাংশ ৫% হারে বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা করা হয়। কোম্পানির শেয়ারের বর্তমান মূল্য ১২৫ টাকা।
ক. সংরক্ষিত আয় কী?
খ. শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি বলতে কী বুঝ?
প. তিস্তা লি.-এর সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয় করো।
ঘ. তিস্তা লি.-এর মূলধন ব্যয় নির্ণয়ের যথার্থতা মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্ন ২ : সিঙ্গার কোম্পানির প্রতিটি শেয়ারের বর্তমান বাজারমূল্য ১২৫ টাকা এবং লিখিত মূল্য ১০০ টাকা। কোম্পানিটি বর্তমান বছরে প্রতি শেয়ারে ১০ টাকা হারে লভ্যাংশ ঘোষণা করেছে এবং প্রত্যাশা করছে পরবর্তী বছরগুলোতে এই লভ্যাংশ ১০% হারে বৃদ্ধি পাবে।
ক. কোন আয়ের কোনো প্রত্যক্ষ বায় নেই?
খ. মূলধন মিশ্রণ বলতে কী বোঝায়?
গ. সিঙ্গার কোম্পানির সাধারণ শেয়ার মূলধন ব্যয় বের করো।
ঘ. যদি লভ্যাংশ বৃদ্ধির হার ৮% হয়, তাহলে সাধারণ শেয়ারের মূলধন বায় কত হবে?
সৃজনশীল প্রশ্ন ৩ : প্রিয়ন্তী টেক্সটাইল লি.-এর পরিপাধিত মূলধন ১০ কোটি টাকার যার মধ্যে প্রতিটি ১০ টাকা মূল্যের সাধারণ শেয়ার মূলধন ৫ কোটি ৬% অগ্রাধিকার শেয়ার মূলধন ও কোটি এবং অবশিষ্ট ৮% ঋণ মূলধন ২০১২ সালে কোম্পানি শেয়ার প্রতি ১ টাকা লভ্যাংশ প্রদানের এবং তা প্রতি বছর ১০% বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয় এবং মুনাফার বৃহৎ একটি অংশ দ্বারা ঋণ পরিশোধের উদ্যোগ গ্রহণ করে।
ক. ঋণ মূলধনের ক্ষেত্রে সুদের হারকে ব্যবসায়ে কী বলে?
খ. “বিনিয়োগ যত ঝুঁকিপূর্ণ প্রত্যাশিত আয় তত বেশি?” ব্যাখ্যা করো
গ. প্রিয়ন্তী টেক্সটাইলের গড় মূলধন ব্যয় নির্ণয় করো।
ঘ. মুনাফা দ্বারা ঋণ পরিশোধ করা কোম্পানির জন্য লাভজনক হবে কি না, তা মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্ন ৪ : তানিয়া কটনস মিলস লি.-এর পরিশোধিত মূলধন ৫০০ কোটি টাকা, যার মধ্যে সাধারণ শেয়ার মূলধন ২০০ কোটি, অগ্রাধিকার শেয়ার মূলধন ১০০ কোটি এবং অবশিষ্ট ঋণকৃত মূলধন ঋণের সুদের হার ১০% ও অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশের হার ৮%। সাধারণ শেয়ার ও অগ্রাধিকার শেয়ারের বাজারমূল্য যথাক্রমে ২৫৫ ও ১১০ টাকা কোম্পানি এ বছর সাধারণ শেয়ার মালিকদের প্রতি শেয়ারে ১৩ টাকা লভ্যাংশ প্রদান করে এবং তা প্রতিবছর ৪% বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয় এবং করহার 80%।
ক. ঋণ মূলধনের প্রধান উৎস কোনটি?
খ. কাম্য ঋণনীতি বলতে কী বোঝ?
গ. উক্ত কোম্পানির সাধারণ শেয়ারের মূলধন ব্যয় নির্ণয় করো।
ঘ. উক্ত কোম্পানির গড় মূলধন ব্যয় নির্ণয় করো।
সৃজনশীল প্রশ্ন ৫ : XYZ কোম্পানি সদস্যদের সমাপ্ত বছর প্রতি শেয়ার ১৫ টাকা হারে লভ্যাংশ দেয়। অতীত রেকর্ড পর্যালোচনা করে দেখা গেল কোম্পানির লভ্যাংশ ৫% হারে বৃদ্ধি পায়। সাধারণ শেয়ার বাজারমূল্য ১৫০ টাকা। আগামী বছর কোম্পানির নতুন একটি প্রকল্পে ৫ লক্ষ টাকা দরকার। কোম্পানি মূলধন সংগ্রহের বিভিন্ন উৎসের মধ্যে এমন একটি তহবিল বেছে নিল যার একটি সুযোগ বায় আছে।
ক. কোন পেয়ারকে প্রবর্তকের শেয়ার বলে অভিহিত করা হয়?
খ. শেয়ারহোল্ডারদের বন্টনকৃত মুনাফার অংশটি কী? ব্যাখ্যা করো।
গ. XYZ কোম্পানির সাধারণ শেয়ার মূলধন বায় নির্ণয় করো।
ঘ. মূলধন সংগ্রহের ক্ষেত্রে XYZ-এর উত্ত তহবিল বেছে নেওয়ার যৌক্তিকতা মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্ন ৬ : লিবরা কোম্পানি ২০০ টাকা বাজারমূল্যের ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ চিন্তা করছে। পূর্বে লভ্যাংশ বৃদ্ধির হার ছিল ৮ শতাংশ।
ক. পেয়ারের দাম বাড়লে সূচক কী হয়?
খ. সংরক্ষিত আয়ের সুযোগ ব্যয় ব্যাখ্যা করো।
গ. উদ্দীপক অনুসারে শূন্য লভ্যাংশে শেয়ার ব্যয় নির্ণয় করো।
ঘ. লিবরা কোম্পানির লভ্যাংশ শেয়ারের কোনটি নির্ণয়ে বাজারে প্রভাব পড়বে তোমার যুক্তিতে উপস্থাপন করো।
সৃজনশীল প্রশ্ন ৭ : আল আমিন কোম্পানির মোট মূলধন ৫০ লক্ষ টাকা যার ৩০ লক্ষ টাকা সাধারণ শেয়ার ১০ লক্ষ টাকা ১৫% অগ্রাধিকার শেয়ার এবং ১০ লক্ষ টাকা ঋণ মূলধন কোম্পানির উভয় প্রকার শেয়ারের অভিহিত মূল্য ১০০ টাকা। কোম্পানির সাধারণ শেয়ারের বাজার মূল্য ১৫০ টাকা। কোম্পানির ঝণের ব্যয় ১৬% এবং কর হার ৪০%। চলতি বহর কোম্পানি ১৪% লভ্যাংশ ঘোষণা করে যা ৭% হারে বৃদ্ধি পাবে।
ক. মূলধন ব্যয় কাকে বলে?
খ. বোনাস শেয়ার বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
গ. আল আমিন কোম্পানির সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয় করো।
ঘ. আল আমিন কোম্পানির সামগ্রিক মূলধন ব্যয় নির্ণয় করো।
সৃজনশীল প্রশ্ন ৮ : একটি কোম্পানির ঋণকৃত মূলধন ৪,০০,০০০ টাকা এবং সাধারণ শেয়ার মূলধন ৬,০০,০০০ টাকা ঋণকৃত মূলধনের সুদের হার ১৫% এবং করহার ৩০%। সাধারণ শেয়ারের বাজার দর ১৫০ টাকা। কোম্পানি এ বছর সাধারণ শেয়ার মালিকদের প্রতি শেয়ারে ১৫ টাকা লভ্যাংশ প্রদান করেছে এবং অতীতে কোম্পানি কর্তৃক পদ লভ্যাংশ ৭% হারে বৃদ্ধি পেয়েছে।
ক. কাম্য ঋণনীতি কী?
খ. সাধারণ শেয়ার মূলধনের ব্যয় নির্ধারণ অন্যান্য উৎসের বায় নির্ধারণ থেকে আলাদা কেন? ব্যাখা করো।
গ. কোম্পানিটির সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয় করো।
ঘ. কোম্পানিটির গড় মূলধন ব্যয় নিরূপণ করো।
সৃজনশীল প্রশ্ন ৯ : ক্রিয়েটিভ কোং লিমিটেড সাধারণ শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ করে। প্রতিষ্ঠানটি বছর শেষে মুনাফার সম্পূর্ণ অংশ শেয়ার হোন্ডারদের মধ্যে বন্টন না করে কিছু অংশ প্রতিষ্ঠানে রেখে দেয়। বর্তমান বছরে প্রতিষ্ঠানটি শেয়ার প্রতি ১৬ টাকা হারে লভ্যাংশ ঘোষণা করে এবং আগামী বছরগুলোতে এ লভ্যাংশ ৮% হারে বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা করে। কোম্পানির প্রতিটি শেয়ারের বর্তমান বাজার মূল্য ১৪০ টাকা।
ক. কোন শেয়ারকে প্রবর্তকের শেয়ার বলে অভিহিত করা হয়?
খ. কোন ধরনের লভ্যাংশ দ্বারা কোম্পানির শেয়ার সংখ্যা বৃদ্ধি পায়? ব্যাখ্যা করো।
গ. ‘ক্রিয়েটিভ লিমিটেড’-এর সাধারণ শেয়ারের মূলধন ব্যয় বর্ণনা করো।
ঘ. প্রতিষ্ঠানটির মুনাফার সম্পূর্ণ অংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বন্টন না করার যৌক্তিকতা মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্ন ১০ : আলাউল কোম্পানি লি. ১০ শতাংশ অগ্রাধিকার শেয়ার ইস্যু করে। প্রতিটি শেয়ারের লিখিত মূল্য ১,২০০ টাকা এবং প্রতিটি শেয়ার বিক্রি থেকে প্রাপ্ত অর্থ ১,০০০ টাকা।
ক. কর সমন্বয়কৃত ঋণ মূলধন ব্যয়ের সূত্রটি লিখ।
খ. মূলধন ব্যয় বলতে কী বোঝায়?
গ. আলাউল কোম্পানি লি.-এর অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ণয় করো।
ঘ. আলাউল কোম্পানি যদি প্রতিটি শেয়ার লিখিত মূল্যে বিক্রয় করতে পারে তাহলে উত্ত কোম্পানির শেয়ার ব্যয়ে কি কোনো পার্থক্য হবে? সিদ্ধান্ত দাও।
উপরে ডাউনলোড বাটনে ক্লিক করে এই অধ্যায়ের উত্তরপত্র ডাউনলোড করে নাও। SSC শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Facebook Page এ Like দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post