নবম দশম শ্রেণির ফিন্যান্স ও ব্যাংকিং ৯ম অধ্যায় : ব্যবসায়ের মধ্যে ব্যাংকিং ব্যবসায় অন্যতম। বিভিন্ন ব্যাংক বিভিন্ন উদ্দেশ্য নিয়ে গড়ে উঠেছে। ব্যাংকের গঠন, কর্মপদ্ধতি, উদ্দেশ্য, মূলনীতি, ব্যবস্থাপনাসহ নানাদিকে ভিন্নতা রয়েছে। সরকারি বা বেসরকারি উদ্যোগে ব্যাংক গঠিত হতে পারে। ব্যাংকিং ব্যবসায়ের বিভিন্ন দিক সম্পর্কে এ অধ্যায়ে আলোচনা করা হয়েছে।
নবম দশম শ্রেণির ফিন্যান্স ও ব্যাংকিং ৯ম অধ্যায়
সৃজনশীল প্রশ্ন ১ : ফরিদপুরে চাকরি করার সময় মি. জলিল একটি ব্যবসায়ের সাথে জড়িত হলো। তিনি পরিবারসহ ঢাকায় চলে আসায় তার বাড়িভাড়া আদায়ের কাজ রূপা ব্যাংকের কাছে অপর্ণ করেন।
ক. ব্যাংক শব্দের আভিধানিক অর্থ কী?
খ. বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ কাদের নিয়ে গঠিত?
গ. রূপা ব্যাংক মি. জলিলের জন্য কোন ধরনের কাজ করেছে? ব্যাখ্যা করো।
ঘ. জীবনযাত্রার মান উন্নয়নে ব্যাংকের ভূমিকা বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ২ : জনাব রবি চাকরির পাওয়া অর্থ সম্পূর্ণ খরচ না করে কিছু টাকা ব্যাংকের হিসাবে জমা রাখেন। বেশ কিছুদিন পর তিনি ঐ টাকাকে জামানত রেখে ব্যাংক থেকে মোটা অঙ্কের ঋণ নেন এবং ব্যবসায় শুরু করেন। ধীরে ধীরে তার আর্থিক সচ্ছলতা আসে এবং এতে তার জীবনযাত্রার মান দ্রুত বদলাতে শুরু করে।
ক. বাণিজ্যিক ব্যাংক মুদ্রাবাজারে কী?
খ. ব্যাংককে ঋণের ব্যবসায়ী বলা হয় কেন?
গ. জনাব রবিকে ব্যবসায়ের শুরুতে ব্যাংক কীভাবে সহায়তা করেছে? তা উদ্দীপকের আলোকে বর্ণনা করো।
ঘ. জনাব রবিকে ঋণ দেওয়া ছাড়া আর কোন কোন কাজে ব্যাংকটি সহায়তা করতে পারে তা বর্ণনা করো।
সৃজনশীল প্রশ্ন ৩ : জনাব আতিক ঢাকার একজন ব্যবসায়ী। ‘সানলাইট ব্যাংক’ এ তার একটি হিসাব রয়েছে। তিনি একবার বেড়াতে রাজশাহী যান। সেখানে তিনি বেশ সস্তায় ব্যবসায়িক পণ্য পান। ঐ ব্যাংকের কল্যাণে তিনি তা সময়মতো কিনতে সমর্থ হন। বাংলাদেশের প্রতিটি জেলায় তাদের একই নামে অফিস রয়েছে। অন্যদিকে আশালয় ব্যাংক কতগুলো ছোট ছোট ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়ে বৃহৎ আকারে ব্যাংকিং ব্যবস্থা গড়ে তুলেছে। আশালয় ব্যাংক মনে করে এ ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে অধিক গ্রাহকসেবা দিয়ে বেশি মুনাফা অর্জন করা সম্ভব।
ক. ব্যাংকের সংরক্ষিত তহবিল কী?
খ. ব্যাংক মূলধন গঠনের কারখানা- ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লিখিত ‘সানলাইট ব্যাংক’-এর ধরন ব্যাখ্যা করো।
ঘ. আশালয় ব্যাংক কী অধিক গ্রাহকসেবা দিয়ে বেশি মুনাফা অর্জন করতে পারবে? উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্ন ৪ : ইফতেখার সাজে ‘ডি’ ব্যাংকের একজন উচ্চপদস্থ কর্মকর্তা। ব্যাংকটি গ্রাহকসেবায় বিশ্বস্ততা ও সুনাম অর্জন করেছে। মুনাফা হিসাবের সংখ্যা শাখার সংখ্যা থেকে শুরু করে ব্যাংকিং সিস্টেমে ক্রমাগত উন্নতি হচ্ছে। মূলধন গঠন, সামাজিক কার্যক্রম পরিচালনায় কার্যকর ভূমিকা রাখায় ব্যাংকটি রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছে।
ক. বাণিজ্যিক ব্যাংকের আয়ের প্রধান উৎস কী?
খ. দাগকাটা চেক বর্ণনা করো।
গ. উদ্দীপকে উল্লিখিত ব্যাংকটি ভালো করার পেছনে কোন নীতি ভূমিকা রেখেছে? ব্যাখ্যা করো।
ঘ. ইফতেখার সাহেবের ব্যাংক মূলধন গঠন ও সামাজিক কার্যক্রম পরিচালনায় কার্যকর ভূমিকা রাখছে উদ্দীপকের আলোকে যুক্তিমূলক বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৫ : কাশিমগঞ্জ এলাকায় নতুন ব্যাংকের শাখা খোলা হলো। সজিব তার বড় ভাইকে দেশের বর্তমান পরিস্থিতিতে এই গ্রামীণ এলাকায় ব্যাংকের শাখা খোলার প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে চাইল তার ভাই জালাল, আমাদের গ্রামে যেসব আর্থ-সামাজিক পরিবর্তন হচ্ছে তার পেছনে সরকারের পাশাপাশি ব্যাংকেরও ভূমিকা অনেক আরও কারখানা স্থাপন, লেনদেনের নিরাপত্তা দাম বেশি কর্মসংস্থান এবং আরও ব্যবসায় উদ্যোগ নেওয়া সম্ভব হচ্ছে ক্রমশ উন্নত ব্যাংকিং কর্মকাণ্ডের সাহায্যে।
ক. কোন ব্যাংকের মুখ্য উদ্দেশ্য পারস্পরিক উন্নতি সাধন?
খ. ব্যাংক ব্যবসায়ের তারল্য নীতি বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে উল্লেখিত শাখা ব্যাংক খোলার ক্ষেত্রে ব্যাংকিং ব্যবসায় ও সরকারের উদ্দেশ্যগুলো ব্যাখ্যা করো।
ঘ. দেশের আর্থ-সামাজিক পরিবর্তনের পেছনে ব্যাংকের ভূমিকা কী? বিশ্লেষণমূলক মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ৬ : বাংলাদেশের ব্যাংকিং আইন অনুযায়ী সকল নিয়ম ও শর্ত পালনের পর মেঘনা ব্যাংক নামে নতুন একটি ব্যাংক স্থাপনের অনুমোদন দেয় কেন্দ্রীয় ব্যাংক। নতুন এই ব্যাংকটি ব্যাংকিং ব্যবসায়ের সব নীতি অনুসরণ করে বলে অল্প দিনের মধ্যে এর সুনাম ছড়িয়ে পড়ে।
ক. একক ব্যাংক কী?
খ. ব্যাংকিং ব্যবসায়ের মৌলিক উদ্দেশ্য কোনটি?
গ. নতুন ব্যাংক স্থাপনের অনুমোদন দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য কী? ব্যাখ্যা করো।
ঘ. কোন কোন মূলনীতি অনুসরণের ফলে মেঘনা ব্যাংক সফল হয়েছে? ব্যাখ্যা করো।
সৃজনশীল প্রশ্ন ৭ : সুরমা ব্যাংক জনগণের কাছ থেকে সঞ্চয় সংগ্রহ ও ঋণদানে নিয়োজিত। দেশের বিভিন্ন স্থানে এর শাখা থাকায় গ্রাহকের সুরমা ব্যাংকের সাথে লেনদেন করতে সুবিধা হয়। সম্প্রতি জনাব আসিফ সুরমা ব্যাংকের বনানী শাখায় ঝণের জন্য আবেদন করেন। ব্যাংকটি জনাৰ আসিফের ব্যবসায়ের উৎপাদনশীলতা ও লাভজনকতা বিচর করে সন্তুষ্ট হয়ে ঋণ মঞ্জুর করে।
ক. কোনটিকে ব্যাংক ব্যবস্থার জননী বলা হয়?
খ. নবগঠিত শেয়ারের অবলেখক হিসেবে কাজ করে কোন ব্যাংক? ব্যাখ্যা করো।
গ. সূরমা ব্যাংক কাঠামোতিরিক শ্রেণি অনুযায়ী কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে জনাব আসিফকে ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংক কোন নীতি অনুসরণ করেছে? ব্যাখ্যা করো।
সৃজনশীল প্রশ্ন ৮ : ‘আরশি ব্যাংক’ এ বছর এস.এস.সি পরীক্ষায় পাস করা দরিদ্র ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করেছে। এছাড়াও বিভিন্ন ধরনের নতুন নতুন সেবা প্রদানের মাধ্যমে তারা ব্যাংকিং কালকে সহজ করেছে।
ক. সর্বনিম্ন কত সময়ের জন্য মেয়াদি আমানত করা যায়?
খ. স্কুল ব্যাংকিং কী? ব্যাখ্যা করো।
গ. বৃত্তি প্রদানের মাধ্যমে ‘আরপি ব্যাংক’ এর মালিক ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কোন উদ্দেশ্যটি সাধিত হয়েছে? বর্ণনা করো।
ঘ. গ্রাহকদের জন্য ‘আরশি ব্যাংক কীভাবে ব্যাংকিং সেবাকে সহজ করে দিয়েছে বলে তুমি মনে করো।
সৃজনশীল প্রশ্ন ৯ : ‘অনন্যা টেলিভিশন’ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জনাব মাহমুদ ‘দোয়েল ব্যাংক’-এর মাধ্যমে বিভিন্ন জেলার ক্রেতাদের সাথে লেনদেন করেন। দেশের প্রতিটি জেলায় ‘দোয়েল ব্যাংক’ এর শাঘা থাকায় ক্রেতাদের পক্ষেও তার সাথে লেনদেন করতে সুবিধা হয়। লেনদেন যথাযথ হওয়ায় তার ব্যাংক হিসাবে পর্যাপ্ত অর্থ রয়েছে। চীনের একটি কোম্পানির নিকট তিনি টেলিভিশন যন্ত্রাংশ ব্রুয়ের প্রস্তাব দিলে উক্ত কোম্পানি অগ্রিম অর্থ দাবি করে। এ ব্যাপারে সাহায্যের জন্য তিনি দোয়েল ব্যাংকের নিকট যান।
ক. আর্থিক সচ্ছলতার অভাবে ব্যাংক কী হতে পারে?
খ. ইজারা কী? বর্ণনা করো।
গ. কাঠামোভিত্তিক শ্রেণি অনুযায়ী দোয়েল ব্যাংক কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো।
ঘ. যন্ত্রাংশ ক্রয়ে দোয়েল ব্যাংক জনাব মাহমুদকে কীভাবে সাহায্যে করবে? বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ১০ : ‘ক’ ব্যাংক জনগণের কাছ থেকে অর্থ আমানত হিসেবে গ্রহণ করে এবং সে আমানত অন্যান্য ব্যক্তি বা ব্যবসায় প্রতিষ্ঠানকে ঋণ হিসেবে প্রদান করে। বর্তমানে একজন ব্যক্তি ৫ লক্ষ টাকা ঋণের জন্য এই প্রতিষ্ঠানের কাছে আবেদন করেন। তিনি ঋণ পরিশোধ করতে সক্ষম হলেও তার সরবরাহকৃত তথ্যাদি ব্যাংক কর্মকর্তার কাছে সন্দেহজনক মনে হয়।
ক. নোট ও মুদ্রা প্রচলন করে কোন ব্যাংক?
খ. ব্যাংকের তারল্য নীতিটি ব্যাখ্যা করো।
গ. ‘ক’ ব্যাংক কোন ধরনের ব্যাংক? বর্ণনা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত ব্যক্তিকে ঋণ প্রদান করার সময় ‘ক’ ব্যাংকের কর্মকর্তাকে ব্যাংক ব্যবসায়ের কোন নীতিটি বিবেচন করা উচিত বলে তুমি মনে করো? মতামত দাও।
উপরে ডাউনলোড বাটনে ক্লিক করে এই অধ্যায়ের উত্তরপত্র ডাউনলোড করে নাও। SSC শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Facebook Page এ Like দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post