নবম দশম শ্রেণির ফিন্যান্স ও ব্যাংকিং ১ম অধ্যায় : সমাজ-সভ্যতার ক্রমবিকাশ, বিজ্ঞান ও প্রযুক্তিগত উন্নয়নে ব্যবসায়-বাণিজ্যের কার্যপরিধিও বৃদ্ধি পেয়েছে। ফলে পণ্য-বাজারে নানামুখী প্রতিযোগিতার সৃষ্টি হয়েছে। এই প্রতিযোগিতায় মুনাফা অর্জন করতে হলে একজন ব্যবসায়ীকে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে অর্থের সমব্যবহার করতে হয়।
এতে ব্যবসায় প্রতিষ্ঠানটি সর্বোচ্চ মুনাফা অর্জনে সফল হয়। সে উদ্দেশ্যে সকল প্রতিষ্ঠান তার বিনিয়োগের জন্য প্রয়োজনীয় তহবিল সবচেয়ে কাঙ্খিত উৎস থেকে সংগ্রহ করে এবং পণ্য-বাজারের বিভিন্ন তথ্য বিশ্লেষণের মাধ্যমে সর্বোত্তম প্রকল্পে তহবিল বিনিয়োগ করে। ফলে ব্যবসায় প্রতিষ্ঠানে অর্থের আগমন ও নির্গমনপ্রবাহ সৃষ্টি হয়। অর্থায়ন ব্যবস্থাপনা একজন ব্যবসায়ীকে স্বল্প পুঁজি বিনিয়োগ করেও অধিক মুনাফা অর্জনে সহায়তা করে। বর্তমানে অর্থায়নকে ব্যবসায়ের মূল চালিকাশক্তি হিসেবে ব্যবহার করা হয়।
নবম দশম শ্রেণির ফিন্যান্স ও ব্যাংকিং ১ম অধ্যায়
সৃজনশীল প্রশ্ন ১ : ইসতিয়াক একজন শিক্ষিত যুবক। সে তার বাড়ির কাছে থানা সদরে মুদির দোকান দেয়। কঠোর পরিশ্রম আর সততার দ্বারা সে তার প্রতিষ্ঠানকে লাভজনক পর্যায়ে নিয়ে এসেছে। বর্তমানে সে তার প্রতিষ্ঠানের সম্প্রসারণের কথা ভাবছে।
ক. সরকারি অর্থায়নের মূল উদ্দেশ্য কী?
খ. নগদ অর্থ ও মুনাফার মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।
গ. ইসতিয়াকের মতো ব্যবসায়ীরা কীভাবে তাদের ব্যবসায়ে অর্থায়ন করতে পারে? বর্ণনা করো।
ঘ. ইসতিয়াকের ব্যবসায় সম্প্রসারণে কোন ধরনের অর্থায়ন যুক্তিযুক্ত? – বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ২ : জনাব রহমত একজন হার্ডওয়্যার ব্যবসায়ী। ব্যবসায় শুরু করার আগেই তিনি নিজস্ব অর্থায়ন থেকে বিভিন্ন যন্ত্রপাতি কেনেন। কারণ ব্যবসায়ে নিজস্ব অর্থায়ন স্থায়ী বিনিয়োগ হিসেবে বিবেচিত হয়।
ক. ব্যবসায় অর্থায়ন ?
খ. অর্থায়ন সিদ্ধান্ত কীভাবে হয়ে থাকে?
গ. জনাব রহমত ব্যাংক থেকে কী ধরনের সুবিধা পেতে পারেন বলে তুমি মনে করো? ব্যাখ্যা দাও।
ঘ. “বাকিতে মাল ক্রয় করেও অর্থায়ন করা সম্ভব” – কথাটির যথার্থতা বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৩ : মি. কামরুল তার ৭ জন বন্ধু মিলে ‘বাংলার আকাশ লি.’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করছেন। প্রতিষ্ঠানটি চামড়ার ব্যাগ উৎপাদন করে। তারা ব্যবসায়ের মূলধন সংগ্রহের ক্ষেত্রে খুবই সচেতন, শেয়ার বিক্রি করে দীর্ঘমেয়াদি মূলধন এবং বাণিজ্যিক ব্যাংক থেকে স্বপ্ন মেয়াদি মূলধন সংগ্রহ করে। সম্প্রতি কোম্পানির পরিচালনা পরিষদ ব্যাগের পাশাপাশি বিভিন্ন ধরনের চামড়ার জুতা ও জ্যাকেট তৈরির | সিদ্ধান্ত নেয়। প্রতিষ্ঠানটি মনে করে এর ফলে ঝুঁকি কমবে।
ক. অর্থায়ন বিকাশের মূল চারণভূমি কোথায়?
খ. আয় সিদ্ধান্ত বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
গ. মি. কামরুলের মূলধন সংগ্রহের ক্ষেত্রে সচেতনতা অর্থায়নের কোন নীতির অন্তর্গত? বর্ণনা করো।
ঘ. “ব্যাগের পাশাপাশি বিভিন্ন ধরনের চামড়ার জুতা ও জ্যাকেট তৈরির ফলে ঝুঁকি হ্রাস পাবে”- উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্ন ৪ : ইমন সিঙ্গাপুরে একটি প্রতিষ্ঠানে কাজ করে। প্রতি মাসে তিনি তার পরিবারের সদস্যদের জন্য টাকা পাঠান। ইমনের মতো অনেক কর্মী নিয়মিত টাকা পাঠানোর মাধ্যমে বাণিজ্য ঘাটতি পূরণ করছে এবং বৈদেশিক মুদ্রার রির্জাভ বৃদ্ধি করে যাচ্ছে।
ক. সরকারি অর্থায়নের প্রধান উদ্দেশ্য কী?
খ. সরকারি অর্থায়ন প্রক্রিয়াটি ব্যাখ্যা করো।
গ. ইমনের মতো কর্মীরা কীভাবে বাণিজ্য ঘাটতি পূরণে সহায়তা করেন তা বর্ণনা দাও।
ঘ. দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি করতে করণীয় কী? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৫ : জনাব আকবর একজন বই বিক্রেতা। তিনি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাঠ্যবই বিক্রয়ের পাশাপাশি জনপ্রিয় লেখকের উপন্যাস, গল্পের বই ও বিভিন্ন ধর্মীয় বই বিক্রয় করেন। ফলে ক্রেতারা তার দোকানে ভিড় করে। তার দোকানে বই ক্রয় করার জন্য তিনি চলতি মূলধন ব্যবহার করেন।
ক. কখন উৎপাদন কৌশল জটিল হয়?
খ. ব্যয় সিদ্ধান্তের অপর নাম কী? ব্যাখ্যা করো।
গ. জনাব আকবরের পণ্য/বই ক্রয় করার জন্য চলতি মূলধন ব্যবহার কারবারি অর্থায়নের কোন নীতির অন্তর্গত? ব্যাখ্যা করো।
ঘ. জনাব আকবরের পাঠ্যবই বিক্রয়ের পাশাপাশি অন্যান্য বই বিক্রয়ের যৌপ্তিকতা বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৬ : জনাব শিমুল একজন বই বিক্রেতা। তিনি স্কুল কলেজের ছাত্রদের জন্য পাঠ্য বই বিক্রি করেন, পাশাপাশি জনপ্রিয় লেখকদের গল্প, উপন্যাসও বিক্রি করেন। এর সাথে তিনি মনিহারি সামগ্রীও বিক্রি করেন। শুধু পাঠ্যবই বিক্রি করা তিনি ঝুঁকিবহুল মনে করেন। তিনি বিভিন্ন ধরনের বই কেনার জন্য স্বল্পমেয়াদি ঋণ নেন।
ক. PPP কী?
খ. অর্থায়ন প্রক্রিয়া এখন ব্যবসায়ের মূল চালিকাশক্তি ব্যাখ্যা করো।
গ. জনাব শিমুল কোন নীতি অনুযায়ী পাঠ্য বইয়ের পাশাপাশি অন্য বই ও মনিহারি সামগ্রী বিক্রি করেন? ব্যাখ্যা করো।
ঘ. বই কেনার জন্য স্বল্পমেয়াদি ঋণ গ্রহণ করা কোন নীতি অনুযায়ী যৌক্তিক? ব্যাখ্যা করো।
সৃজনশীল প্রশ্ন ৭ : মিসেস রোদবী একটি পণ্য উৎপাদনকারী কোম্পানির একজন আর্থিক ব্যবস্থাপক। তিনি প্রথমে কোম্পানির তহবিল সংগ্রহের জন্য শেয়ার বিক্রয়ের ব্যবস্থা করেন। দ্বিতীয়ত কোম্পানির পণ্য উৎপাদনে সহায়তার জন্য একটি কম্পিউটার ক্রয়ের সিদ্ধান্ত নেন।
ক. সরকারি অর্থায়নের মূল লক্ষ কী?
খ. ব্যবসায়ের মূল চালিকাশক্তি কী? ব্যাখ্যা করো।
গ. মিসেস রোদবীর প্রথম সিদ্ধান্তটি কোন ধরনের বর্ণনা করো।
ঘ. মিসেস রোদবীর কোম্পানির জন্য দ্বিতীয় সিদ্ধান্তটির গুরুত্ব বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৮ : সৌদি আরবের রিয়াদে অবস্থিত দিনা অয়েল কোম্পানি প্রতিবছর বাংলাদেশে বিপুল পরিমাণ তেল রপ্তানি করে উত্ত কোম্পানিতে কর্মরত জনাব রাসেল তার স্ত্রীর নিকট নিয়মিত টাকা পাঠান। তার স্ত্রী উত্ত টাকায় গ্রামের বাড়িতে একটি মৎস্য খামার স্থাপন করেছেন, যা তার পরিবারের সচ্ছলতার পাশাপাশি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ক. আয় সিদ্ধান্তের অপর নাম কী?
খ. তারল্য ও মুনাফার মধ্যে ভারসাম্য রক্ষাকারী নীতিটি ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে কোন ধরনের অর্থায়নের কথা বলা হয়েছে বর্ণনা করো।
ঘ. দেশের অর্থায়নে জনাব রাসেলের ভূমিকা মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্ন ৯ : জনাব হারুন ধর্মীয় উৎসবকে সামনে রেখে সব ধরনের ক্রেতাদের কথা চিন্তা করে শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, সালোয়ার কামিজ, শাড়ি, বেড কভার প্রভৃতি পণ্যের সমাবেশ ঘটান এবং লাভবান হন। এ বছরই তিনি ব্যবসায় সম্প্রসারণের জন্য ধানমন্ডিতে আরেকটি দোকান ভয়ের সিদ্ধান্ত নেন। দোকান ভয় ও সাজসজ্জার জন্য তার বড় আকারের অর্থের প্রয়োজন, যা তার নিজস্ব তহবিল থেকে সরবরাহ করা সম্ভব হচ্ছে না।
ক. সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কী?
খ. ব্যয় সিদ্ধান্তের অপর নাম কী? ব্যাখ্যা করো।
গ. জনাব হারুনের ব্যবসায়ে কারবারি অর্থায়নের কোন নীতিটি পরিলক্ষিত হয়? ব্যাখ্যা করো।
ঘ. ব্যবসায় সম্প্রসারণে অর্থায়নের কোন উৎস জনাব হারুনের জন্য যুক্তিযুক্ত? বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ১০ : মি. শাহেদ একজন ক্ষুদ্র ব্যবসায়ী। নতুন বাড়ি নির্মাণের জন্য তিনি আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধব থেকে কিছু অর্থ ধার করেন। কিন্তু তা দিয়ে বাড়ি নির্মাণ করা সম্ভব হচ্ছে না। তাই তিনি অবশিষ্ট প্রয়োজনীয় অর্থ ৮.৫০% হারে একটি ব্যাংক থেকে ঋণ নেন।
ক. PPP এর পূর্ণরূপ লেখো।
খ. তারল্য বনাম মুনাফা নীতিটি ব্যাখ্যা করো।
গ. মি. শাহেদ কোন ধরনের অর্থায়ন করেছেন? ব্যাখ্যা করো।
ঘ. বাড়ি নির্মাণে মি. শাহেদের ব্যাংক থেকে ঋণ গ্রহণ কতটা, যৌক্তিক বলে তুমি মনে করো? মতামত দাও।
উপরে ডাউনলোড বাটনে ক্লিক করে এই অধ্যায়ের উত্তরপত্র ডাউনলোড করে নাও। SSC শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Facebook Page এ Like দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post