ssc অর্থনীতি mcq ৫ম অধ্যায়
৩৬৩. সাধারণত দ্রব্য ক্রয়-বিক্রয়ের স্থান কোনটি?
ক. বাজার
খ. ভূমি
গ. উৎপাদনের স্থান
ঘ. সবকয়টি
৩৬৪. যে প্রক্রিয়ায় বিভিন্নভাবে দ্রব্য কেনাবেচা হয় তাকে কী বলে?
ক. বাজার
খ. বিনিয়োগ
গ. সঞ্চয়
ঘ. আয়
৩৬৫. অর্থনীতিতে বাজার বলতে কোনটিকে বোঝায়?
ক. প্রক্রিয়া
খ. স্থান
গ. পরিবেশ
ঘ. পরিস্থিতি
৩৬৬. বাজারে দ্রব্যের মূল্য নির্ধারিত হয় কীভাবে?
ক একচেটিয়াভাবে
খ. দরকষাকষির মাধ্যমে
গ. ক্রেতা ঠিক করে
ঘ. বিক্রেতা ঠিক করে
৩৬৭. “অর্থনীতিবিদগণ বাজার শব্দটি দ্বারা কোনো বিশেষ স্থানকে বোঝায় নি; বরং কোনো সামগ্রী বোঝায় যেখানে ক্রেতা ও বিক্রেতার অবাধ সংযোগের মাধ্যমে দ্রব্যের মূল্য সহজ ও দ্রুততার সাথে সমান হওয়ার প্রবণতা দেখা যায়।” উক্তিটি কার?
ক. অর্থনীতিবিদ কুর্নট
খ. চ্যাপম্যান
গ. জে. এল মেসি
ঘ. অমর্ত্য সেন
৩৬৮. “বাজার বলতে কোনো স্থানকে বোঝায় না, বরং এক বা একাধিক দ্রব্যকে বোঝায় যা ক্রেতা ও বিক্রেতার মাধ্যমে প্রত্যক্ষ প্রতিযোগিতার ভিত্তিতে কেনা বেচা হয়।” উক্তিটি কার?
ক. অধ্যাপক হ্যান
খ. অধ্যাপক চ্যাপম্যান
গ. অধ্যাপক স্যামুয়েলসন
ঘ. কুর্নট
৩৬৯. চাহিদা ও যোগান শক্তি কী নির্ধারণ করে?
ক. দাম
খ. স্থান
গ. সময়
ঘ. সবক’টি
৩৭০. যে বাজারে চাহিদার পরিবর্তন হলেও যোগান খানিকটা সারা দিতে সক্ষম হয় তাকে কী বাজার বলে?
ক. দীর্ঘকালীন বাজার
খ. স্বল্পকালীন বাজার
গ. অতি দীর্ঘকালীন বাজার
ঘ. অতি স্বল্পকালীন বাজার
৩৭১. যেখানে নির্দিষ্ট সময়ে বাজারে দ্রব্যের যোগান স্থির থাকে তাকে কী বাজার বলে?
ক. অতি স্বল্পকালীন বাজার
খ. স্বল্পকালীন বাজার
গ. দীর্ঘকালীন বাজার
৩৭২. যে বাজারে চাহিদার যেকোনো পরিবর্তনের সাথে যোগানের যেকোনো পরিবর্তন করা সম্ভব হয় তাকে কী বাজার বলে?
ক. দীর্ঘকালীন বাজার
খ. স্বল্পকালীন বাজার
গ. অতি দীর্ঘকালীন বাজার
ঘ. অতি স্বল্পকালীন বাজার
৩৭৩. প্রতিযোগিতার ভিত্তিতে বাজার কত প্রকার?
ক. ৫ প্রকার
খ. ৬ প্রকার
গ. ২ প্রকার
ঘ. ১০ প্রকার
৩৭৪. অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কত প্রকার?
ক. ৮ প্রকার
খ. ৯ প্রকার
গ. ১০ প্রকার
ঘ. ৭ প্রকার
৩৭৫. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কীভাবে মূল্য নির্ধারিত হয়?
ক বিক্রেতা ঠিক করে
খ ক্রেতা ঠিক করে
গ. চাহিদা ও যোগানের মাধ্যমে
ঘ উৎপাদক ঠিক করে
৩৭৬. কোন বাজারে বিক্রেতা দামকে প্রভাবিত করতে পারে না?
ক একচেটিয়া বাজারে
খ. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে
গ ডুয়োপলি বাজারে
ঘ অলিগোপলি বাজারে
৩৭৭. ‘পণ্যের গুণাগুণ এবং দাম সম্পর্কে ক্রেতা ও বিক্রেতা পুরোপুরি জানে’ বৈশিষ্ট্যটি কোন বাজারের? [অনু. ১]
ক. একচেটিয়া
খ. পূর্ণ প্রতিযোগিতামূলক
গ. অলিগপলি
ঘ. একচেটিয়া প্রতিযোগিতা
৩৭৮. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দ্রব্যের মান কীরূপ?
ক. কমবেশি
খ. সমজাতীয়
গ. ভালো
ঘ. নিম্নমানের
৩৭৯. কোন বাজারে বিক্রেতাদের বাজার সম্পর্কে পূর্ণ জ্ঞান থাকবে?
ক. অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে
খ. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে
গ. একচেটিয়া বাজারে
ঘ. ডুয়োপলি বাজারে
৩৮০. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে উপকরণের অবাধ বিচরণ কীরূপ?
ক. অল্প থাকে
খ. কম থাকে
গ. বেশি থাকে
ঘ কোনোটিই নয়
৩৮১. পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্মের মূল লক্ষ কী থাকে?
ক. সর্বোচ্চ ব্যয়ে সর্বনিম্ন মুনাফা অর্জন
খ. সর্বনিম্ন ব্যয়ে সর্বোচ্চ মুনাফা অর্জন
গ. সেবা প্রদান
ঘ. অস্বাভাবিক মুনাফা অর্জন
৩৮২. উৎপাদন কাজ চালিয়ে যাওয়ার জন্য পণ্যের একক প্রতি সরকার যে আর্থিক সুবিধা প্রদান করে তাকে কী বলে?
ক. শুল্ক
খ. কর
গ. ভর্তুকি
ঘ. রেশনিং
৩৮৩. মোট আয় ও মোট ব্যয় সমান হলে তাকে কী বলে?
ক. স্বাভাবিক মুনাফা
খ. অস্বাভাবিক মুনাফা
গ. নিয়মিত মুনাফা
ঘ. অতিরিক্ত মুনাফা
৩৮৪. দ্রব্য উৎপাদন ও আমদানি, রপ্তানির ক্ষেত্রে যখন সরকার আনুপাতিক হার নির্ধারণ করে দেয় তখন তাকে কী বলে?
ক. কর
খ. শুল্ক
গ. রেশনিং
ঘ. ভর্তুকি
৩৮৫. স্বল্পকালীন সময়ে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে MR ও P কেমন হয়?
ক. সমান হয়
খ. কমবেশি হয়
গ. তারতম্য হয়
ঘ. কোনোটিই নয়
৩৮৬. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একজন বিক্রেতা ও ক্রেতা বাজারের কী?
ক. মূল অংশ
খ. নগণ্য অংশ মাত্র
গ. বৃহৎ অংশ
ঘ. প্রভাব বিস্তারকারী অংশ
৩৮৭. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কী প্রতিষ্ঠিত হয়?
ক. একটি নির্দিষ্ট দাম
খ. একটি নির্দিষ্ট স্থান
গ. একটি নির্দিষ্ট ক্রেতা
ঘ. একটি নির্দিষ্ট বিক্রেতা
৩৮৮. Mono অর্থ কী?
ক. এক
খ. দুই
গ. তিন
ঘ. চার
৩৮৯. মনোপলি কথাটির অর্থ কী?
ক. একজন মাত্র বিক্রেতা
খ. একজন ক্রেতা
গ. দুজন বিক্রেতা
ঘ. দুজন ক্রেতা
৩৯০. একচেটিয়া কারবারির লক্ষ্য কী?
ক. কম মুনাফা অর্জন
খ. সর্বাধিক মুনাফা অর্জন
গ. সেবা প্রদান
ঘ. মাঝামাঝি মুনাফা অর্জন
৩৯১. কোন বাজারে ফার্মই শিল্প হিসেবে পরিচিত?
ক. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার
খ. শেয়ার বাজার
গ. একচেটিয়া বাজার
ঘ. মুদ্রা বাজার
৩৯২. একচেটিয়া বাজারে অজ ও গজ রেখা কী হয়?
ক সমান্তরাল হয়
খ. নিম্নগামী হয়
গ. ঊর্ধ্বগামী হয়
ঘ. কোনোটিই নয়
৩৯৩. একচেটিয়া ফার্ম কম উৎপাদন করেও কী করে?
ক. কম দামে বিক্রিকরে
খ. বেশি দামে বিক্রিকরে
গ. অনেক কম দামে বিক্রিকরে
ঘ. কোনোটিই নয়
৩৯৪. সমজাতীয় অথচ পৃথকীকরণ করা যায় এমন দ্রব্য নিচে প্রতিযোগিতা ও একচেটিয়া উৎপাদন সমন্বয়ে যে বাজার ব্যবস্থা গড়ে ওঠে তাকে কী বলে?
ক. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার
খ. অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার
গ. প্রতিযোগিতামূলক বাজার
ঘ. একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার
৩৯৫. গায়ে মাখা সাবান কোন বাজারের উদাহরণ?
ক. একচেটিয়া বাজার
খ. একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার
গ. মনোপলি বাজার
ঘ. ডুয়োপলি বাজার
৩৯৬. কোন বাজারে দ্রব্য একটি থেকে অপরটি সামান্য পৃথক করা যায়?
ক. একচেটিয়া বাজারে
খ. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার
গ. একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার
ঘ. সবকয়টিতে
৩৯৭. একচেটিয়া বাজারের ফার্মের লক্ষ্য কী?
ক. মুনাফা সর্বোচ্চকরণ
খ. বেশি পণ্য বিক্রয়
গ. বেশি উৎপাদন
ঘ. কম মুনাফা অর্জন
৩৯৮. একচেটিয়া বাজারে কোনটি করা যায় না?
ক. দ্রব্য অনুকরণ
খ. অবাধ প্রবেশ
গ. মুনাফা অর্জন
ঘ. দ্রব্য উৎপাদন
৩৯৯. বাংলাদেশে কোন ধরনের বাজার খুঁজে পাওয়া যায় না?
ক. একচেটিয়া বাজার
খ. পুঁজি বাজার
গ. মুদ্রা বাজার
ঘ. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার
৪০০. কোনটি স্বল্প সময়ের পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার?
ক. গরু-ছাগলের হাট
খ. শেয়ার বাজার
গ. নিউমার্কেট
ঘ. তিতাস গ্যাস
৪০১. কোনটি বাংলাদেশে একচেটিয়া বাজারের উদাহরণ?
ক. তিতাস গ্যাস
খ. মাছের বাজার
গ. তরিতরকারির বাজার
ঘ. কোনোটিই নয়
৪০২. বাংলাদেশে সবচেয়ে বেশি লক্ষ করা যায় কোন ধরনের বাজার?
ক. একচেটিয়া বাজার
খ. একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার
গ. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার
ঘ. অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার
৪০৩. কোনটি একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের উদাহরণ?
ক. প্রসাধনী পণ্য
খ. ওষুধ
গ. তিতাস গ্যাস
ঘ. বিদ্যুৎ
৪০৪. বাংলাদেশের চা কী ধরনের বাজার?
ক. একচেটিয়া বাজার
খ. পূর্ণ প্রতিযোগিতামূলক
গ. একচেটিয়া প্রতিযোগিতামূলক
ঘ. কোনোটিই নয়
উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে অর্থনীতি MCQ ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post