নবম দশম শ্রেণির ফিন্যান্স ও ব্যাংকিং ৫ম অধ্যায় : ঝুঁকি ও অনিশ্চয়তা ব্যবসায় প্রতিষ্ঠান থেকে শুরু করে বিনিয়োগকারী পর্যন্ত সবাইকে লক্ষ্য অর্জনে বাধা দেয়। ব্যবসায় প্রতিষ্ঠান এবং বিনিয়োগকারীদের প্রত্যাশিত এবং প্রাপ্ত ফলাফলের মধ্যে সাধারণত গরমিল বা বিচ্যুতি থাকে।
আর এ বিচ্যুতি থেকেই ঝুঁকি সৃষ্টি হয়। ব্যবসায় প্রতিষ্ঠান বা বিনিয়োগকারীদের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে এই ঝুঁকি ভূমিকা রাখে। ফলে ঝুঁকিসমূহ চিহ্নিত করা এবং ঝুঁকির পরিমাপ করার প্রয়োজন হয়। এ অধ্যায়ে আমরা ঝুঁকি এবং অনিশ্চয়তার বিভিন্ন দিক জানতে পারব।
নবম দশম শ্রেণির ফিন্যান্স ও ব্যাংকিং ৫ম অধ্যায়
সৃজনশীল প্রশ্ন ১ : জনাব তৌহিদ বিনিয়োগকৃত টাকা ৩ বছরের মধ্যে তুলে আনার আশায় একটি প্রকল্পে ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে চান। এক্ষেত্রে প্রাক্কলিত বিক্রয় ধরা হয় যথাক্রমে ৫ লক্ষ, ৭ লক্ষ ও ৬ লক্ষ টাকা। স্থায়ী ব্যয় ১ লক্ষ টাকা এবং চলতি ব্যয় বিক্রয়ের ৩০%। কর হার ৩০%।
ক. মূলধন বাজেটিং প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ কোনটি? খ. পে-ব্যাক পদ্ধতির দুটি সীমাবদ্ধতা লেখ।
গ. জনাব তৌহিদ-এর প্রকল্প থেকে গড় মুনাফা নির্ণয় করো।
ঘ. পে-ব্যাক সময়ের ভিত্তিতে জনাব তৌহিদের কী বিনিয়োগ প্রকল্পটি গ্রহণ করা উচিত? বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ২ : মি. মেহেদী একটি প্রকল্প গ্রহণ করেছে। প্রকল্পের প্রাথমিক খরচ ৬০,০০০ টাকা এবং অবশিষ্ট মূল্য ১০,০০০ টাকা। প্রথম থেকে পাঁচ বছর পর্যন্ত যথাক্রমে ৫,০০০ টাকা, ৭,০০০ টাকা, ১২,০০০ টাকা, ১৫,০০০ টাকা, ১৮,০০০ টাকা নিট আয় পাওয়া যায়। কর হার ৫৯%।
ক. মূলধন বাজেটিং-এর সরল ও জনপ্রিয় পদ্ধতি কোনটি?
খ. পে-ব্যাক পদ্ধতির সীমাবদ্ধতা ব্যাখ্যা করো।
প. প্রকল্পের গড় মুনাফার হার কত?
ঘ. প্রকল্পের পে-ব্যাক সময় নির্ণয় করো।
সৃজনশীল প্রশ্ন ৩ : মি. জামাল একটি প্রকল্প গ্রহণ করেছে। প্রকল্পটির প্রাথমিক খরচ ৫০,০০০ টাকা এবং অবশিষ্ট মূল্য ১০,০০০ টাকা। অবচয় এবং কর প্রদানের পূর্বে উক্ত প্রকল্প হতে প্রথম থেকে পঞ্চম বছর পর্যন্ত যথাক্রমে ১০,০০০ টাকা, ১২,০০০ টাকা, ১৪,০০০ টাকা, ১৬,০০০ টাকা এবং ২০,০০০ টাকা পাওয়া যাবে। করের হার ৫০ শতাংশ। সরলরৈখিক পদ্ধতিতে মি. জামান অবচয় ধার্য করে থাকে।
ক. মূলধন বাজেটিং কাকে বলে?
খ. পে-ব্যাক পদ্ধতির সীমাবদ্ধতা ব্যাখ্যা করো।
গ. মি. জামানের প্রকল্পের গড় মুনাফার হার কত?
ঘ. মি. জামানের প্রকল্পের পে-ব্যাক সময় নির্ণয় করো।
সৃজনশীল প্রশ্ন ৪ : মি. তুহিন একটি প্রকল্প গ্রহণ করেছেন। প্রকল্পটির প্রাথমিক খরচ ৫০,০০০ টাকা। অবচয় এবং কর প্রদানের পূর্বে উক্ত প্রকল্প হতে প্রথম থেকে পঞ্চম বছর পর্যন্ত যথাক্রমে ১৫,০০০ টাকা, ১৮,০00 টাকা, ১৬,০০০ টাকা, ১৭,০০০ টাকা এবং ২০,০০০ টাকা পাওয়া যাবে। কর হার ৪০%। সরলরৈখিক পদ্ধতিতে মি. তুহিন অবচয় ধার্য করে থাকেন।
ক. মূলধন বাজেটিং কোন সিদ্ধান্তের সাথে জড়িত?
খ. পণ্য বৈচিত্রায়ন বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
গ. মি. তুহিনের প্রকল্পের গড় মুনাফার হার কত?
ঘ. মি. তুহিনের প্রকল্পের পে-ব্যাক সময় নির্ণয় করো।
সৃজনশীল প্রশ্ন ৫ : শতদল কোম্পানি সর্বদাই মূলধন বাজেটিং-এর অত্যন্ত গ্রহণযোগ্য পদ্ধতিতে প্রকল্পের বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করে। সম্প্রতি উস্ত কোম্পানি-এর সম বিনিয়োগের দুটি প্রকল্প ‘দিবা’ ও ‘নিশি’-এর পে-ব্যাক সময় নির্ণয় করতে গিয়ে ৩য় বছরে ক্রমযোজিত নগদ প্রবাহ যথাক্রমেও-১০ পেল ৪র্থ বছরে উভয় প্রকল্পের নগদ প্রবাহ |
ক. মূলধন বাজেটিং-এর ব্যর্থতার দায়ভার নিতে হয় কাকে?
খ. নগদ আন্তঃপ্রবাহ ও নিট মুনাফার পার্থক্য নির্ণয়কারী উপাদানটি ব্যাখ্যা করো।
গ. উদ্দীপক হতে প্রকল্প ‘নিশি’-এর পে-ব্যাক সময় নির্ণয় করো।
ঘ. দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য শতদল কোম্পানির কোন প্রকল্পটি বেছে নেয়া উচিত?
সৃজনশীল প্রশ্ন ৬ : মি. আনিস একটি প্রজেক্ট নিতে চান প্রকল্পটির মেয়াদকাল ৩ বছর এবং প্রাথমিক বিনিয়োগ ১ কোটি টাকা প্রাক্কলিত বিক্রয় যথাক্রমে ২০ লক্ষ, ৩০ লক্ষ এবং ৭০ লক্ষ টাকা। অন্যান্য চলতি খরচ বিক্রয়ের ২০% এবং কর ৩০%।
ক. প্রবাহ নগদ আন্তঃপ্রবাহ কাকে বলে?
খ. মূলধন বাজেটিং এর ক্ষেত্রে পণ্য বৈচিত্র্য্যায়ণ বলতে বোঝায়? ব্যাখ্যা করো।
গ. মি. আনিসের কর পূর্ব মুনাফা নির্ণয় করো।
ঘ. উক্ত প্রকল্পের গড় আয়ের হার কত?
সৃজনশীল প্রশ্ন ৭ : জনাব কামরুল একটি প্রকল্পে ২০,০০,০০০ টাকা ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছে। প্রথমে তিন বছরে প্রাক্কলিত বিক্রয় যথাক্রমে ৭,00,000 টাকা; ৯,০০,০০০ টাকা; ১০,০০,০০০ টাকা। প্রতি বছর অবচয় ২,০০,০০০ টাকা; অন্যান্য খরচ (চলতি) প্রতি বছরে বিক্রয়ের ৩০% এবং কর হার ২৫% অনুমান করা হয়েছে।
ক. দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্তের সাথে যে প্রতিষ্ঠানটি জড়িত থাকে, তাকে কী বলে?
খ পণ্যের বৈচিত্র্যায়ন বলতে কী বোঝায়?
গ. জনাব কামরুলের প্রতিষ্ঠানের নিট মুনাফার পরিমাণ নির্ণয় করো।
ঘ. জনাব কামরুলের প্রতিষ্ঠানের গড় মুনাফা হার কত?
সৃজনশীল প্রশ্ন ৮ : আমাজান লি. একটি প্রকল্পের মাধ্যমে বাংলাদেশে অনলাইন ব্যবসার সিদ্ধান্ত নিল। আয়-ব্যয় প্রাক্কলন থেকে জানা যায় কোম্পানির প্রাথমিক বিনিয়োগ ৮০ লক্ষ টাকা। প্রকল্পটির মেয়াদকাল ৪ বছর ৪ বছরের কর পূর্ব আয় যথাক্রমে ১০ লক্ষ ১৫ লক্ষ ১০ লক্ষ ও ১৮ লক্ষ টাকা। প্রকল্পের কর হার ৫০%।
ক. বাট্টা হার হিসেবে মূলত কী ব্যবহার করা হয়?
খ. পণ্য বৈচিত্র্য্যায়ন বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
প. আমাজান লি. এর প্রস্তাবিত প্রকল্পের গড় মুনাফা হার নির্ণয় করো।
ঘ. পে-ব্যাক সময় নির্ণয় করে প্রকল্পটিতে বিনিয়োগের যৌক্তিকতা বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৯ : জনাব ফরহাদ একটি প্রকল্পে ১৪,০০,০০০ টাকা বিনিয়োগ করলেন। আগামী ৩ বছরের প্রাক্কলিত বিক্রয় যথাক্রমে ৮ লক্ষ ৯ লক্ষ এবং ১০ লক্ষ টাকা। আরো অনুমান করা হয় সে প্রতি বছর ৪০% চলতি খরচ হবে। প্রাক্কলিত বার্ষিক অবচয় ১,০০,০০০ টাকা। সর্বশেষ ৩০% হারে কর অনুমান করা হয়।
ক. মূলধন বাজেটিং এর সহজ পদ্ধতি কোনটি?
খ. পণ্যের বৈচিত্রায়ণে মূলধন বাজেটিং প্রয়োগ সম্ভব ব্যাখ্যা করো।
গ. জনাব ফরহাদ এর প্রকল্পের নিট মুনাফা নির্ণয় করো।
ঘ. জনাব ফরহাদের জন্য উত্ত বিনিয়োগ করা কতটুকু যুক্তি যুক্ত হবে তা মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্ন ১০ : একটি কনফেকশনারির মালিক নতুন ফ্রিজ কেনার চিন্তা করছেন। এর জন্য তিনি নগদ প্রবাহ প্রাক্কলন করছেন। ফ্রিজ কেনার জন্য দোকানির ব্যয় হবে ১,০০,০০০ টাকা ফ্রিজের আয়ুষ্কাল ১০ বছর। দোকানে ফ্রিজ কেনার ফলে আর যথাক্রমে ৫,০০০ টাকা, ১০,০০০ টাকা, ১২,০০০ টাকা, ১৫,০০০ টাকা, ২০,০০০ টাকা, ৮,০০০ টাকা, ১৩,০০০ টাকা, ৯,০০০ টাকা, ১১,০০০ টাকা, ৯,০০০ টাকা।
ক. যেকোনো ব্যবসায় প্রতিষ্ঠানের সাফল্য ও টিকে থাকা নির্ভর করে কিসের উপর?
খ. মূলধন বাজেটিং কিসের উপর নির্ভর করে?
গ. উদ্দীপকের ব্যবসাটিতে বিনিয়োগের পে-ব্যাক সময় নির্ণয় করো।
ঘ. পে-ব্যাক সময় নির্ণয়ের সীমাবদ্ধতা মূল্যায়ন করো।
উপরে ডাউনলোড বাটনে ক্লিক করে এই অধ্যায়ের উত্তরপত্র ডাউনলোড করে নাও। SSC শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Facebook Page এ Like দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post