নবম শ্রেণি বিজ্ঞান ৩য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর : হৃদযন্ত্রের যত কথা নিয়ে লেখা। মানুষ ও অন্যান্য উচ্চশ্রেণির প্রাণীদের দেহে যেসব তন্ত্র আছে, তার মধ্যে রক্ত সংবহনতন্ত্র উল্লেখযোগ্য। কারণ, এই তন্ত্রের মাধ্যমে দেহের যাবতীয় বিপাকীয় কাজের রসদ সারা শরীরে পরিবাহিত হয়। রক্ত সংবহনতন্ত্র গঠিত হয়েছে রক্ত, হৃৎপিণ্ড ও রক্তবাহিকা নিয়ে।
হৃৎপিণ্ড হচ্ছে হৎপেশি দিয়ে তৈরি ত্রিকোণাকার ফাঁপা প্রকোষ্ঠযুক্ত পাম্পের মতো একটি অঙ্গ। এর সংকোচন এবং প্রসারণের ফলে সারা দেহে রক্ত সরবারহ হয়। আকার, আকৃতি ও কাজের ভিত্তিতে রক্তবাহিকা তিন রকম: ধমনি, শিরা ও কৈশিক জালিকা। রক্তকে রক্তবাহিকার ভেতর দিয়ে সঞ্চালনের জন্য হৃৎপিণ্ড মানব ও অন্য সকল প্রাণীদেহে পাম্পের মতো কাজ করে।
ধমনি দিয়ে অক্সিজেন-সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ড থেকে সারা দেহে বাহিত হয়। সাধারণত কার্বন ডাই-অক্সাইড সমৃদ্ধ রক্ত দেহের বিভিন্ন অঙ্গ থেকে শিরার মাধ্যমে হৃৎপিন্ডে ফিরে আসে ধমনি ও শিরার সংযোগস্থল জালিকাকারে বিন্যস্ত হয়ে কৈশিক জালিকা গঠন করে।
আমরা এ অধ্যায়ে আমরা রক্ত এবং রক্ত সঞ্চালনের যাবতীয় বিষয় সম্বন্ধে জানতে পারব। পাশাপাশি কোর্সটিকায় আমরা এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ ১০ টি সৃজনশীল প্রশ্ন ও উত্তর আলোচনা করবো। নবম শ্রেণির বিজ্ঞান অন্যান্য অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন ও উত্তর পেতে নিচে দেয়া লিংকে ক্লিক করো।
►► বিজ্ঞান : ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর
►► বিজ্ঞান : ২য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর
►► বিজ্ঞান : ৩য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর
►► বিজ্ঞান : ৪র্থ অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর
►► বিজ্ঞান : ৫ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর
►► বিজ্ঞান : ৬ষ্ঠ অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর
►► বিজ্ঞান : ৭ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর
►► বিজ্ঞান : ৮ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর
নবম শ্রেণি বিজ্ঞান ৩য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর
সৃজনশীল প্রশ্ন ১ : A- রক্তের গ্রুপযুক্ত প্রজ্ঞার সাথে A+ রক্তের গ্রুপযুক্ত ফাহাদের বিয়ে হয়। এদিকে প্রজ্ঞার বাবা রাস্তায় পড়ে গেলে পা কেটে যায়। কিছুদিন অতিবাহিত হলেও তার ক্ষতস্থান শুকায় না। তিনি আরও লক্ষ্য করেন যথেষ্ট খাওয়া সত্বেও তার ওজন কমে যাচ্ছে।
ক. রক্ত কাকে বলে?
খ. থ্যালাসিমিয়া একটি বংশগত রক্তের রোগ – ব্যাখ্যা করো।
গ. প্রজ্ঞার বাবা কোন রোগে আক্রান্ত? ব্যাখ্যা করো।
ঘ. সন্তান জন্মদানের ক্ষেত্রে ক্ষেত্রে প্রজ্ঞা ও ফাহাদ দম্পত্তির ভবিষ্যতে কী সমস্যা হতে পারে বলে তুমি মনে করো?
সৃজনশীল প্রশ্ন ২ : নাটোরের গৃহিণী জোবাইদা বেগম এমন আগের মত কাজকর্ম করতে পারছে না। সামান্য পরিশ্রমে সে ক্লান্তি ও দুর্বলতা অনুভব করছে। সাধ্যমত খাবার খাওয়ার পরও ওজন কমে যাচ্ছে, রাতে এখন বেশ কয়েকবার প্রস্রাব হয়। সেইদিন ছাদের সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে পা পিছলে পড়ে পায়ে ক্ষত সৃষ্টি হলে তা সহজে শুঁকাচ্ছে না। একদিন হঠাৎ মাথা ঘোরে পড়ে গেলে এক আত্মীয় তাকে ডাক্তারের কাছে নিলে ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে এক ধরনের দীর্ঘস্থায়ী রোগের কথা এবং খাবার নিয়ন্ত্রণ বেশ কিছু উপদেশ দিল।
ক. ধমনি কাকে বলে?
খ. ফ্যাক্টর বলতে কী বোঝায়?
গ. জোবাইদা বেগমের রোগটি আরো অনেক জটিল রোগের কারণ হতে পারে __ তা বর্ণনা করো।
ঘ. ডাক্তার জোবাইদা বেগমকে উক্ত রোগ নিয়ন্ত্রণের জন্য কী কী উপদেশ দিতে পারে বলে মনে কর, তা যুক্তিসহকারে উপস্থান করো।
সৃজনশীল প্রশ্ন ৩ : হামিদ সাহেবের বয়স ৬০ বছর। তিনি একদিন হঠাৎ বুকের বামপার্শে প্রচণ্ড ব্যথা অনুভব করলেন। তাকে ডাক্তারের নিকট নিয়ে যাওয়া হলো। ডাক্তার তার কিছু পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে সুস্থ থাকার জন্য কিছু প্রয়োজনীয় ব্যবস্থার কথা বললেন।
ক. কৈশিক জালিকা কী?
খ. থ্যালাসিমিয়া বলতে কী বোঝ?
গ. হামিদ সাহেবের এরূপ সমস্যার কারণ ব্যাখ্যা করো।
ঘ. ডাক্তার হামিদ সাহেবকে কোন ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন? উক্ত ব্যবস্থাটির কার্যপ্রণালী ব্যাখ্যা করো।
সৃজনশীল প্রশ্ন ৪ : ব্যাংক কর্মকর্তা সাগর বেশ মোটা ও স্থূল দেহের অধিকারী । কিছুদিন আগে থেকে সে লক্ষ করল, তার খুব বেশি ক্ষুধা ও পিপাসা পাচ্ছে। যথেষ্ট খাওয়া সত্ত্বেও অতিমাত্রায় শারীরিক দুর্বলতা, এমনকি রাতে ঘন ঘন প্রসাব হচ্ছে। অফিসে একদিন হঠাৎ অসুস্থ বোধ করলে সহকমীরা তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁর রক্তচাপ 180/100 (mmHg) এবং রন্তে শর্করার পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি পেলেন। ডাক্তার বললেন, সাগরের রক্তচাপ অধিক এবং ওর একটি বিশেষ রোগ হয়েছে।
ক. ধমনি কী?
খ. থ্যালাসিমিয়া বলতে কী বোঝায়? ২
গ. সাগরের রক্তচাপ অধিক হওয়ার কারণ ও এর জটিলতা ব্যাখ্যা করো।
ঘ. সাগরের বিশেষ রোগটি “নিরাময়যোগ্য না হলেও নিয়ন্ত্রযোগ্য”_ বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৫ : রহমান সাহেব বুকে ব্যথা নিয়ে ডাক্তারের শরণাপন্ন হলেন। ডাক্তার তার রক্তচাপ পরীক্ষা করে ১৭০/১০০ মিলিমিটার (mm Hg) পেলেন। সেই সাথে ডাক্তার তার রক্ত পরীক্ষা করতে বললেন। রক্তে অতিরিক্ত গ্লুকোজ পাওয়া যাওয়ায় ডাক্তার তাকে ব্যবস্থাপত্র ও কিছু পরামর্শ দিলেন।
ক. শিরা কাকে বলে?
খ. হার্ট-বিট বলতে কী বোঝায়?
গ. রহমান সাহেবের উল্লেখিত প্রথম রোগটির কারণ ব্যাখ্যা করো।
ঘ. রহমান সাহেবের উল্লিখিত রোগ দুটির একটি প্রতিরোধযোগ্য হলেও অপরটি নিয়ন্ত্রণযোগ্য- বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৬ : আদনান সাহেব সুঠাম দেহের অধিকারী । ইদানিং তিনি লক্ষ করলেন তার দেহে ক্ষত সৃষ্টি হলে শুকাতে দেরী হচ্ছে। চামড়া শুকিয়ে যাচ্ছে। সামান্য পরিশ্রমে ক্লান্ত ও দুর্বল হয়ে পড়ছে। এসব কারণে আদনান সাহেব ডাক্তারের শরণাপন্ন হন। ডাক্তার সাহেব বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে সুস্থ থাকার জন্য কিছু নিয়ম-কানুন মেনে চলার উপদেশ
দেন।
ক. হিমোগ্লোবিন কী?
খ. লোহিত রক্ত কণিকার দুটি কাজ লেখো।
গ. আদনান সাহেব কী রোগে আক্রান্ত হয়েছেন ব্যাখ্যা করো।
ঘ. ডাক্তারর সাহেব আদনান সাহেবকে সুস্থ থাকার জন্য কী উপদেশ দেন- বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৭ : আফজাল সাহেবের বয়স ৪৮ বছর। অফিসে কাজ করার সময় একদিন হঠাৎ মাথাঘুরে পড়ে গেলেন। ডাক্তার এসে তার হাতের কবজি পরীক্ষা করলেন এবং ব্লাড প্রেসার দেখলেন। তিনি বললেন, আফজাল সাহেবের রক্তচাপজনিত কারণে এরূপ হয়েছে।
ক. LDL এর পূর্ণর্প কী?
খ. Rh ফ্যাক্টর বলতে কী বুঝায়?
গ. আফজাল সাহেবের রোগের কারণ ব্যাখ্যা কর।
ঘ. আফজাল সাহেবের রোগটির প্রতিরোধে করণীয়গুলো কী কী হতে পারে?-বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৮ : হঠাৎ সড়ক দুর্ঘটনায় পড়ে তমালের অনেক রক্তক্ষরণ হয়। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক রন্ত পরীক্ষা করে দেখলেন তমালের রক্তে কোন অ্যান্টিজেন নেই। তার বোন তাকে রক্ত দিতে চাইলে দেখা গেল তার রক্তে কোনো অ্যান্টিবডি নেই ।
ক. LDL এর পূর্ণ নাম কী?
খ. রক্ত জমাট বাধানো অনুচক্রিকার প্রধান কাজ ব্যাখ্যা কর।
গ. তমালের দেহ থেকে ক্ষরিত উপাদান দেহের বিপাকীয় কাজের চালিকা শক্তি ব্যাখ্যা কর।
ঘ. তমাল কী তার বোনের রক্ত গ্রহণ করতে পারবে? যুক্তিসহ তোমার মতামত দাও ।
সৃজনশীল প্রশ্ন ৯ : মানব দেহে ত্রিকোণাকৃতি পাম্প বিশেষ একটি অঙ্গ আছে যার কার্যকারিতা মৃত্যু পূর্ব পর্যন্ত চলতে থাকে। এর গঠন ঐচ্ছিক পেশির মতো কিন্তু কাজ অনৈচ্ছিক পেশির অনুরূপ।
ক. কোলেস্টেরল কী?
খ. উচ্চ রক্তচাপের লক্ষণগুলো লেখ।
গ. উদ্দীপকে বর্ণিত বিশেষ অঙ্গটির গঠন চিত্রসহ ব্যাখ্যা কর।
ঘ. উক্ত অঙ্গটিতে রক্ত সঞ্চালনের গতিপথ প্রক্রিয়া মানব দেহকে সচল রাখে । তোমার মতামত বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ১০ : ঈদের ছুটিতে আবির তার গ্রামের বাড়িতে বেড়াতে এসে কুরবানীর পশু জবাই করে এক ধরনের লাল বর্ণের তরল পদার্থ গড়িয়ে বের হতে দেখে তার বাবাকে জিজ্ঞেস করল এগুলো কী? উত্তরে তার বাবা বলল এগুলো এক ধরনের তরল যোজক কলা ।
ক. Rh ফ্যাক্টর কী?
খ. সিরাম বলতে কী বুঝায়?
গ. আবিরের দেখা তরল পদার্থটি কী কী উপাদানে গঠিত? ব্যাখ্যা কর।
ঘ. আবিরের বাবার বলা উক্তিটি কতটুকু যুক্তিসঙ্গত তা ব্যাখ্যা কর।
►► বিজ্ঞান : ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর
►► বিজ্ঞান : ২য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর
►► বিজ্ঞান : ৩য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর
►► বিজ্ঞান : ৪র্থ অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর
►► বিজ্ঞান : ৫ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর
►► বিজ্ঞান : ৬ষ্ঠ অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর
►► বিজ্ঞান : ৭ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর
►► বিজ্ঞান : ৮ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর
উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে নবম শ্রেণি বিজ্ঞান ৩য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তরডাউনলোড করে নাও। নবম দশম শ্রেণীর অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে এখানে ক্লিক করো। নতুন সাজেশন পেতে জয়েন করো SSC and HSC Candidates, Bangladesh ফেসবুক গ্রুপে। আমরা আছি ইউটিউবেও। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post