নবান্ন উৎসব বাঙালির গ্রামীণ জীবনের এক ঐতিহ্যবাহী ও প্রাণবন্ত উৎসব, যা ফসল কাটার আনন্দকে কেন্দ্র করে উদযাপিত হয়। এই উৎসবের আনন্দ, সামাজিকতা এবং সংস্কৃতিচর্চার রঙিন চিত্র দিনলিপিতে ফুটিয়ে তুললে তা হয়ে ওঠে জীবন্ত সাহিত্যচর্চা। বাংলা দ্বিতীয় পত্রের দিনলিপি লিখন অংশে নবান্ন উৎসব উদযাপনের দিনলিপি লিখন একটি গুরুত্বপূর্ণ ও পরীক্ষায় সম্ভাব্য বিষয়।
তাই শিক্ষার্থীদের অনুশীলনের জন্য কোর্সটিকায় আমরা এই বিষয়ক প্রশ্ন ও উত্তর সুন্দরভাবে উপস্থাপন করেছি। লেখালেখির আনন্দ ও প্রস্তুতির ধারাবাহিকতায় এখনই শুরু করো দিনলিপি চর্চা—কোর্সটিকার সাথে।
নবান্ন উৎসব উদযাপনের দিনলিপি লিখন
২৫ জুলাই, ২০২৫
নবান্ন শব্দটি অনেক শুনেছি। শুনেছি এটি একটি শস্যভিত্তিক লোকউৎসব। কিন্তু এ উৎসব কখনো দেখিনি। তাও বগুড়ার একটি গ্রামে আমার বন্ধুর বাড়িতে এসেছি। দেখছি ঢেঁকিতে নতুন চাল ‘গুড়ি’ করা হচ্ছে। রোদে শুকানো হলো সেই চালের গুঁড়ো। ৮-১০টা বড় নারকেল কোরানো হলো। ওদিকে একটি বড় পাতিলে দুধ জ্বাল দেওয়া হলো, আর একটি পাতিলে সুজি। ঘন দুধ, সুজি, কোরানো নারকেল আর খেজুরের গুড় একত্রে মিশিয়ে তৈরি করা হলো পাটিসাপটা পিঠা। একে একে তৈরি হলো ভাপা পিঠা, চিতই, পুলি, রসের পিঠা, ক্ষীর, পায়েস ইত্যাদি। পৌষের সকালে সেগুলো পাড়ার প্রতিটি বাড়িতে বিতরণ করা হলো এ বাড়িতেও এলো নবান্নের নানা রান্নার সামগ্রী।
মাদুর বিছিয়ে আমাদের বসতে দেওয়া হলো। থালায় সাজিয়ে দেওয়া হলো নানা রকম পিঠা, ক্ষীর, পায়েস। গ্রামের সহজ-সরল মানুষ কী আনন্দে মেতে আছে! নানা গল্প-গুজবে, গানে গানে মুখর গ্রামের মানুষ। তাদের মুখে মুখে সব বাড়ির রান্নার প্রশংসা। বিকেলে শুরুর হলো জারিগান, তারপর পালাগানের আসর। আনন্দ আর ঐতিহ্যের গর্বে আমার মন ভরে গেল। সত্যিই নবান্ন উৎসবের তুলনা হয় না। প্রাণের ভেতর থেকে বেরয়ে এলো- যুগ যুগ বেঁচে থাকো বাংলার নবান্ন উৎসব।
আরও দেখো—এইচএসসি বাংলা ২য় পত্রের উত্তরসহ সাজেশন
নবান্ন উৎসব শুধুমাত্র একটি খাদ্য উৎসব নয়, এটি আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও গ্রামীণ জীবনের অন্তরঙ্গ অনুভবের প্রকাশ। “নবান্ন উৎসব উদযাপনের দিনলিপি” লেখার মাধ্যমে শিক্ষার্থীরা যেমন মাটির ঘ্রাণ, মানুষের মিলনমেলা ও আনন্দঘন মুহূর্তগুলো তুলে ধরতে পারে, তেমনি লেখার দক্ষতাও বাড়াতে পারে।
কোর্সটিকার এই প্রয়াস শিক্ষার্থীদের পরীক্ষায় প্রস্তুত করার পাশাপাশি সাংস্কৃতিক চেতনার বিকাশেও সহায়ক ভূমিকা রাখবে। তাই লেখার মাধ্যমে নিজেকে প্রকাশ করো, প্রস্তুতি নাও সাহস ও আত্মবিশ্বাসে—কোর্সটিকাতে।
এইচএসসি পরীক্ষার্থীরা, উপরে তোমাদের জন্য চূড়ান্ত সাজেশন হিসেবে নবান্ন উৎসব উদযাপনের দিনলিপি লিখন আলোচনা করা হয়েছে। শতভাগ কমন পাওয়ার জন্য এ প্রশ্নগুলো খুব ভালোভাবে অনুশীলন করার পরামর্শ থাকবে। পিডিএফ ফরমেটে উত্তরমালা সংগ্রহের জন্য ‘Answer Sheet’ অপশনে ক্লিক করো।
Discussion about this post