নব নব সৃষ্টি গল্পের প্রশ্ন উত্তর : বাংলায় সংস্কৃত অন্যান্য প্রাচীন ভাষার মতাে বা শব্দ সৃষ্টির ক্ষমতা ছিল না। তাই নতুন শব্দ বা বিষয়-ভাবনার অভিনব চিন্তা-ভাবনার প্রকাশ করতে বিদেশি ভাষার প্রয়ােজন। ইংরেজিকে শিক্ষার মাধ্যমরূপে বর্জন করার ফলে বাংলায় প্রচুর ইউরােপীয় শব্দ প্রবেশ করেছে। রচনার সঙ্গে পারম্পর্য রক্ষা করলে বিদেশি ভাষা ব্যবহারে অসুবিধা নেই। রবীন্দ্রনাথ, নজরুল, বিদ্যাসাগরের মত ব্যক্তিত্বরা অনায়াসেই আরবি-ফারসির ব্যবহার বাংলায়।
নব নব সৃষ্টি গল্পের প্রশ্ন উত্তর
অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
১. ‘নব নব সৃষ্টি’ রচনাংশে কোন্ কোন্ ভাষাকে লেখক সৈয়দ মুজতবাআলী বলেছেন ‘আত্মনির্ভরশীল?
উত্তর: ‘নব নব সৃষ্টি’ রচনাংশে লেখক প্রাচীন যুগের হিব্রু, খ্রিক, আবেস্তা,সংস্কৃত এবং আরবি ভাষাকে ‘আত্মনির্ভরশীল’ বলেছেন।
২. কোনাে নতুন চিন্তা বা অনুভূতি বােঝানাের জন্য নবীন শব্দের প্রয়ােজনহলে সংস্কৃত ভাষা কী করে?
উত্তর: নতুন চিন্তা বা অনুভূতি বােঝাতে সংস্কৃত তার নিজের ভাণ্ডারেই কোনাে ধাতু বা শব্দের সামান্য পরিবর্তন ঘটিয়ে নতুন শব্দ তৈরির চেষ্টা করে।
৩. সংস্কৃতকে আত্মনির্ভরশীল ভাষা বলতে লেখকের আপত্তি নেই কেন?
উত্তর:: সংস্কৃত ভাষা অন্য ভাষার ওপর নির্ভরশীল না হয়ে নিজের ভাণ্ডারেখোঁজ করার মাধ্যমে নতুন শব্দ তৈরির চেষ্টা করে।
৪. “প্রাচীন যুগের সব ভাষাই তাই |”— প্রাচীন যুগের কোন্ কোন্ ভাষার কথা লেখক উল্লেখ করেছেন?
উত্তর: লেখক প্রাচীন যুগের সংস্কৃত, হিব্রু, গ্রিক, আবেস্তা এবং কিছুটা পরবর্তীযুগের আরবি ভাষার কথা বলেছেন।
৫. লেখক সৈয়দ মুজতবা আলীর মতে বর্তমান যুগের কোন্ কোন্ ভাষা আত্মনির্ভরশীল নয়?
উত্তর: লেখক সৈয়দ মুজতবা আলীর মতে বর্তমান যুগের ইংরেজি এবংবাংলা ভাষা আত্মনির্ভরশীল নয়।
৬. পাঠান-মােগল যুগে আরবি ও ফারসি থেকে শব্দ গ্রহণ করতে হয়েছিল কেন?
উত্তর: পাঠান-মােগল যুগে আইন-আদালত, খাজনা খারিজ নতুন করে দেখা দেওয়ায় আরবি-ফারসি ভাষা থেকে শব্দ গ্রহণ করতে হয়।
৭. নব নব সৃষ্টি’ রচলাংশে লেখক সৈয়দ মুজতবা আলী কোন প্রশ্নকে অবান্তর বলেছেন?
উত্তর: ভাষায় বিদেশি শব্দগ্রহণ ভালাে না মন্দ—এই প্রশ্নকে লেখক সৈয়দ মুজতবা আলী অবান্তর বলেছেন।
৮. “সে সম্বন্ধেও কারও কোনাে সন্দেহ নেই।’—কোন বিষয়ে সন্দেহ নেই?
উত্তর: শিক্ষার মাধ্যমরূপে ইংরেজির বদলে বাংলা গ্রহণ করলে প্রচুর পরিমাণে ইউরােপীয় শব্দ বাংলায় প্রবেশ করবে। এ বিষয়ে কারও কোনাে সন্দেহ নেই।
১০. ‘নব নব সৃষ্টি’ রচনাংশে লেখক রান্নাঘর থেকে কী কী তাড়ানাে মুশকিল বলেছেন?
উত্তর: ‘নব নব সৃষ্টি’ রচনাংশে রান্নাঘর থেকে আলুকপি এ জাতীয় বিদেশি সবজি তাড়ানাে মুশকিল বলেছেন লেখক।
১১. “হিন্দি উপস্থিত সেই চেষ্টাটা করছে’—হিন্দি কোন চেষ্টা করছে?
উত্তর: হিন্দি থেকে আরবি, ফারসি এবং ইংরেজি শব্দ তাড়িয়ে দেওয়ার চেষ্টার কথা এখানে বলা হয়েছে |
১২. “নূতন আমদানিও বন্ধ করা যাবে না|”—কোন প্রসঙ্গে লেখক এরূপ বলেছেন?
উত্তর: বিদেশি দ্রব্যের ব্যবহারের মতাে বিদেশি ভাষাও মাতৃভাষায় থাকবে এবং তাদের মিশ্রণ বন্ধ করা যাবে না—এই প্রসঙ্গে এ কথা বলেছেন লেখক।
১৩. “বহু সাহিত্যিক উঠে পড়ে লেগেছেন”—লেখক কোন্ ভাষার সাহিত্যিকদের কথা বলেছেন?
উত্তর: লেখক হিন্দি ভাষার সাহিত্যিকদের কথা বলেছেন।
নব নব সৃষ্টি গল্পের প্রশ্ন উত্তর
১৪. “বহু সাহিত্যিক উঠে পড়ে লেগেছেন”ব সাহিত্যিক কোন কাজে তৎপর হয়েছেন?
উত্তর: হিন্দি ভাষার সাহিত্যিকরা হিন্দি ভাষা থেকে আরবি, ফারসি এবং ইংরেজি শব্দ দূর করার জন্য তৎপর হয়েছেন।
১৫. “চেষ্টা তার যা আমি হয়তো দেখে যেতে পারব না’—কোন চেষ্টার কথা বোঝানো হয়েছে?
উত্তর: হিন্দি ভাষা থেকে আরবি, ফারসি বা ইংরেজির মতাে ভাষা দূর করার চেষ্টার কথা বােঝানাে হয়েছে।
১৫. ‘নব নব সৃষ্টি’ রলাংশে কয়েকজন বাঙালি সাহিত্যিক ও পণ্ডিতব্যক্তির নাম এসেছে। তারা কারা?
উত্তর আলােচ্য রচলাংশে রবীন্দ্রনাথ, নজরুল, বিদ্যাসাগর, হরপ্রসাদ শাস্ত্রী, বঙ্কিমচন্দ্র, আলাল (প্যারীচাদ) ও জুতােম (কালীপ্রসন্ন)-এর নাম পাওয়া যায়।
১৬. রবীন্দ্রনাথ সংহলে লিখেছেন—রবীন্দ্রনাথের কী লেখার কথা বলেছেন সৈয়দ মুজতবা আলী?
উত্তর: বাংলা ভাষায় আরবি-ফারসি শব্দ খুব স্বচ্ছন্দে ব্যবহার করে রবীন্দ্রনাথ লিখেছেন, ‘আব্রু দিয়ে, ইজ্জৎ দিয়ে’ প্রভৃতি।
১৭. নজরুল ইসলাম বাংলা ভাষায় আরবি-ফারসি শব্দ ব্যবহার করেছেন। তার কী কী উদাহরণ দিয়েছেন সৈয়দ মুজতবা আলী?
উত্তরঃ নজরুল ইসলাম ইনকিলাব’ এবং ‘শহিদ’ প্রভৃতি আরবি-ফারসি শব্দ বাংলা ভাষায় ব্যবহার করেছেন।
১৮. হিন্দি ভাষাসাহিত্যের বঙ্কিম কাকে বলা হয়?
উত্তর: হিন্দি ভাষাসাহিত্যের বঙ্কিম বলা হয় বিখ্যাত সাহিত্যিক মুন্সী প্রেমচাঁদকে।
১৯. কোন পত্রিকার সম্পাদকীয় রচনার ভাষায় গাম্ভীর্য আছে?
অথবা, বসুমতীর সম্পাদকীয় রচনার ভাষা কেমন ছিল?
উত্তর: লেখক সৈয়দ মুজতবা আলীর মতে, বসুমতী পত্রিকার সম্পাদকীয় রচার ভাষায় গাম্ভীর্য আছে৷
২০. বাংলায় যেসব বিদেশি শব্দ ঢুকেছে তার মধ্যে কোন কোন ভাষা প্রধান বলেছেন লেখক?
উত্তর: বাংলায় যেসব বিদেশি শব্দ প্রবেশ করেছে তার মধ্যে আরবি, ফারসি এবং ইংরেজি অন্যতম।
সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
১. ‘তখনই সেটা গ্রহণ করতে চেয়েছে । এখানে ‘সেটা’ বলতে কী কথা বলা হয়েছে? যখনই সেটা গ্রহণ করতে চাওয়া হয়েছে তাৱ ফলই বা কী হয়েছে ?
উত্তর : ‘সেটা বলতে এ কথা বলতে চাওয়া হয়েছে যে, ধর্ম, সাহিত্য, রাজনীতি যখনই যার মধ্যে বাঙালি সত্য শিব ও সুন্দরের খোঁজ পেয়েছে তখনই সে তা গ্রহণ করেছে।
গ্রহণ করতে চাওয়ার ফলে এই হয়েছে যে, গতানুগতিক পথা’, ‘প্রাচীন ঐতিহ্য’-এর দোহাই দিয়ে সে প্রচেষ্টায় বাধা দিতে গেলে তার বিরুদ্ধে বিদ্রোহ হয়েছে। সে বিদ্রোহ উদ্ধৃঙ্খলতায় পরিণত হওয়ার উপক্রম হলে তার বিরুদ্ধে আবার বিদ্রোহ হয়েছে।
২. ‘ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না।’-কাৱ লেখা কোন রচনার অংশবিশেষ? উদ্ধৃতির প্রসঙ্গ নির্দেশ কৱে।
উত্তর : আলােচ্য উদ্ধৃতিটি প্রবন্ধকার সৈয়দ মুজতবা আলীর লেখা প্রবন্ধ ‘নব নব সৃষ্টির অংশবিশেষ। বাঙালি হিন্দুর ভিতরেই বিদ্রোহ কেবল সীমাবদ্ধ নয়। বাঙালির মধ্যে মুসলমান ধর্মের লােকও আছে। তারা হিন্দু থেকে মুসলমান ধর্মে ধর্মান্তরিত হয়েছে। কিন্তু বাঙালি হিন্দুর মতাে বাঙালি মুসলমানদের মধ্যেও একই বিদ্রোহের প্রবণতা বিদ্যমান। ধর্ম পরিবর্তনের ফলে চরিত্রের পরিবর্তন হয়নি। এই প্রসঙ্গে আলােচ্য উভৃতি।
৩. ‘ভাটিয়ালিৱ নায়িকা, বাউলের ভক্ত, মুরশিদিয়ার আশিক ও পদাবলির শ্রীরাধা একই চরিত্ৰ’-ভাটিয়ালি, বাউল, মুরশিদিয়া ও শ্রীরাধার সংক্ষিপ্ত পরিচয় দাও।
উত্তর: ভাটিয়ালি : বাংলাদেশের মধ্য ও দক্ষিণ অঞ্চলে নৌকার মাঝি-মাল্লাদের গান। উল্লেখযােগ্য লােকসংগীত।
বাউল : বাউল সম্প্রদায়ের রচিত গান।
মুরশিদিয়া : মুরশিদ হলাে গুরুবাদী মুসলমান সম্প্রদায়। গুরুসাধনার সিদ্ধিদাতা। মুরশিদিয়া হলাে মুরশিদ সম্প্রদায়ের ভাব ও গান।
শ্রীরাধা : রাধা হলেন কৃষপ্রেমিকা ও গােপবালা। পিতা বৃষভানু, মাতা কলাবতী। স্বামী আয়ন ঘােষ। তিনি ঈশ্বর জ্ঞানে কৃষকে মনপ্রাণ সমর্পণ করেন।
৪. বাঙালির ইংরেজি চর্চা বন্ধ করার সময় এখনও আসেনি’—এ কথা লেখক সৈয়দ মুজতবা বলেছেন কেন?
উত্তর : লেখক সৈয়দ মুজতবা আলী মনে করেন সংস্কৃতের মতাে ইংরেজি ভাষা চর্চার প্রয়ােজনীয়তা এখনও আছে। দর্শন, নন্দনশাস্ত্র, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা ইত্যাদি জ্ঞানার্জনের জন্য তাে বটেই, তার চেয়ে বেশি দরকার বিজ্ঞান শব্দগ্রহণের জন্য। রেলইঞ্জিন চালানাের জন্য আমাদের বাংলায় কোনাে বই নেই। টেকনিক্যাল শব্দের প্রয়ােজনীয়তা অনেক বেশি। এইজন্য লেখক প্রশ্নোস্তৃত। উক্তিটি করেছেন।
৫. এই দুই ভাষা থেকে ব্যাপকভাবে আৱ নূতন শব্দ বাংলাতে ঢুকবে না।’—এই দুই ভাষা’ বলতে কোন্ দুই ভাষার কথা বলা হয়েছে? ব্যাপকভাবে আর নূতন শব্দ বাংলাতে ঢুকবে না’-লেখকের এরকম মনে হওয়ার কারণ কী?
উত্তর: এই দুই ভাষা বলতে আরবি ও ফারসি ভাষার কথা বলা হয়েছে।
বাংলা ভাষাতে আরবি ও ফারসি ভাষার নতুন শব্দ ব্যাপকভাবে ঢুকছে না। পশ্চিমবাংলা থেকে আরবি ও ফারসি ভাষার চর্চা বিদায় হওয়ার পথে। পূর্ববাংলাতেও ওই দুই ভাষার প্রতি তরুণ সমাজের কৌতূহল অতি ক্ষীণ। তা ছাড়া অদূর ভবিষ্যতে আরব-ইরানে জ্ঞান-বিজ্ঞানের হঠাৎ অভূতপূর্ব চর্চা শুরু হয়ে বাংলা ভাষাকে প্রভাবিত করবে তেমন সম্ভাবনা নেই। কাজেই লেখকের প্রশ্নোধৃত কথা মনে হয়েছে।
রচনাধর্মী প্রশ্নের উত্তর
১. ফল যদি ভালাে হয় তখন তারা না হয় চেষ্টা করে দেখবেন।কী চেষ্টা করে দেখার কথা এখানে বলা হয়েছে? এবিষয়ে বাঙালি সাহিত্যিকদের ভূমিকা কী ছিল?
২. বিদেশি শব্দ ব্যবহার বিষয়ে লেখক মুজতবা আলীর ভাবনার পরিচয় দাও।
অথবা, বিদেশি শব্দ নেওয়া ভালাে না মন্দ সে প্রশ্ন অবান্তর।’—কে এমন মনে করেন? তার এমন মনে হওয়ার কারণ কী লেখাে।
৩. ভারতীয় ভাষায় কোন ভাষার প্রভাব সবচেয়ে বেশি এবং কেন? এই প্রসঙ্গে নব সৃষ্ট সিন্ধি, উর্দু ও কাশ্মীরি সাহিত্য সম্পর্কে প্রাবন্ধিকের মতামত কী ছিল লেখাে।
৪. বাংলায় যেসব বিদেশি ভাষার শব্দ ঢুকেছে তার মধ্যে কোন্ কোন্ ভাষাকে লেখক প্রধান বলেছেন? এই প্রসঙ্গে সংস্কৃত ও ইংরেজি নিয়ে লেখক কী বলেছেন?
অথবা, বাংলা ভাষায় আগন্তুক শব্দ কোনগুলি? প্রসঙ্গক্রমে সংস্কৃত ও ইংরেজি ভাষা নিয়ে লেখকের বক্তব্য স্পষ্ট করাে।
৫. “বিদেশি শব্দ নেওয়া ভালাে না মন্দ সে প্রশ্ন অবান্তর।” —মন্তব্যটির তাৎপর্য বুঝিয়ে দাও।
৬. ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায়।’-উৎস ও প্রসঙ্গ নির্দেশ করাে। উদ্ধৃতির তাৎপর্য বুঝিয়ে দাও।
আরো দেখো: নবম শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর ও সাজেশন
মাধ্যমিকের শিক্ষার্থীরা, উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে নব নব সৃষ্টি গল্পের প্রশ্ন উত্তর pdf ডাউনলোড করে নাও। এছাড়াও মাধ্যমিক অন্যান্য বিষয়ের পূর্ণাঙ্গ সাজেশন রয়েছে কোর্সটিকায়। যা তোমরা বিনামূল্যে পিডিএফ ফাইলে ডাউনলোড করতে পারবে। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post