নরবাচক ও নারীবাচক শব্দ mcq : বাংলা ভাষায় বহু বিশেষ্য শব্দ ও কিছু বিশেষণ শব্দ রয়েছে যা নরবাচক অথবা নারীবাচক বলে ধরা হয়। আবার এমন কিছু বিশেষ্য-বিশেষণ শব্দ রয়েছে যা দিয়ে নর বা নারী উভয়কে বোঝায় । বিশেষ্য ও বিশেষণের এই নর-নারীভেদের নাম লিঙ্গ । ব্যাকরণে শব্দের নর ও নারীবাচকতাকে সংক্ষেপে ‘পুং ও ‘স্ত্রী’ দিয়ে প্রকাশ করা হয়ে থাকে।
নরবাচক শব্দ পুংলিঙ্গ, যথা: পিতা, পুত্র ইত্যাদি। নারীবাচক শব স্ত্রীলিঙ্গ, যথা: মাতা, কন্যা ইত্যাদি। নরবাচক ও নারীবাচক উভয়কে বোঝায় এমন সজীব বিশেষ্য শব্দকে উভলিঙ্গ বলে, যথা: সন্তান, মন্ত্রী ইত্যাদি। আবার নরবাচক বা নারীবাচক কোনোটাকেই বোঝায় না এমন অজীব বিশেষ্য শব্দকে ক্লীবলিঙ্গ বলে, যথা: ঘর, গাড়ি, টেবিল ইত্যাদি ।
নরবাচক ও নারীবাচক শব্দ mcq
এনসিটিবি প্রণীত পাঠ্যবইয়ের বহুনির্বাচনি
১. বিশেষ্য ও বিশেষণের নারী ও নরভেদের নাম কী?
ক. নির্দেশক
● লিঙ্গ
গ. লক
ঘ. ঘর
২. নিচের কোন শব্দটি উভয়লিকা প্রকাশক?
● সন্তান
খ. সতীন
গ. ছাত্র
ঘ. ছাত্রী
৩. ‘ক্লীব লিঙ্গ’ শব্দ কোনটি?
ক. মন্ত্রী
খ. পাখি
● গাড়ি
ঘ. মানুষ
৪. কোন শব্দটি অপত্নীবাচক?
ক. মাতা
● শিক্ষিকা
গ. ভাই
ঘ. চাচি
৫. নিচের কোনটি নিত্য নরবাচক শব্দ?
● কৃতদার
খ. নেতা
গ. ছেলে
ঘ. বাবা
৬. নিচের কোনটি নিত্য নারীবাচক শব্দ?
ক. শিক্ষিকা
খ. জেলেনি
গ. মেয়ে
● সতীন
৭. ‘-অক’ প্রত্যয় দিয়ে গঠিত নরবাচক শব্দকে নারীবাচক করার সময়ে ‘-অক’ এর জায়গায় কী হয়?
ক. – একা
● – ইকা
গ. – ওকা
ঘ. আকা
৮. নিচের কোন নারীবাচক শব্দের সঙ্গে নরবাচক শব্দের গঠনগত মিল নেই?
● বেগম
খ. ভাইঝি
গ. ছেলে বউ
ঘ. গায়িকা
পরীক্ষায় কমন উপযোগী আরও বহুনির্বাচনি
৯. কোন ধরনের শব্দের নরবাচক অথবা নারীবাচক রূপ হয়?
● বিশেষ্য
খ. সর্বনাম
গ. আবেগ
ঘ. ক্রিয়া
১০. বিশেষ্য ও বিশেষণের নর-নারীভেদের নাম কী?
ক. বচন
খ. প্রত্যয়
● লিঙ্গ
ঘ. বিভক্তি
১১. অজীব বিশেষ্য শব্দকে কী বলে?
ক. পুংলিঙ্গ
খ. স্ত্রীলিঙ্গ
গ. উভলিঙ্গ
● ক্লীবলিঙ্গ
১২. সাধারণ নারীবাচক শব্দ কত প্রকার?
● দুই
খ. চার
গ. পাঁচ
ঘ. ছয়
১৩. নিচের কোনটি অপত্নীবাচক নারীবাচক শব্দ?
● শিক্ষিকা
খ. জেলেনি
গ. মেয়ে
ঘ. সতীন
১৪. নিচের কোনটি উভলিঙ্গ প্রকাশক?
ক. খোকা
খ. গাড়ি
● মন্ত্রী
ঘ. বিজয়ী
১৫. নরবাচক শব্দকে নারীবাচক শব্দে পরিবর্তন করতে সাধারণত কী যোগ করতে হয়?
ক. উপসর্গ
● প্রত্যয়
গ. বিভক্তি
ঘ. বচন
১৬. নারী-নির্দেশক শব্দ যোগ করে কোন নারীবাচক শব্দটি তৈরি হয়েছে?
● ছেলে বউ
খ. বেগম
গ. শ্রীমতী
ঘ. ভাইঝি
১৭. বাংলা ভাষায় কীসের নারীবাচক করা হয় না?
ক. বংশের
● প্রাতিষ্ঠানিক পদমর্যাদার
গ. পতিবাচকের
ঘ. নর-নির্দেশক শব্দের
১৮. নিচের কোনটি নিত্য নরবাচক শব্দ?
ক. শিক্ষক
খ. বাদশা
গ. ভাইপো
● অকৃতদার
১৯. ‘বাদশা’ শব্দের নারীবাচক শব্দ কোনটি?
ক. রাণী
● বেগম
গ. মেম
ঘ. শাহজাদী
২০. নর-নির্দেশকের বদলে নারী-নির্দেশক শব্দ যোগে তৈরি নারীবাচক শব্দ কোনটি?
● মাদি বিড়াল
খ. কনে
গ. বোন
ঘ. স্ত্রীলোক
২১. নিত্য নারীবাচক শব্দ কোনটি?
ক. হুজুরাইন
খ. চৌধুরানি
● সৎমা
ঘ. অভাগী
২২. নরবাচক শব্দের শেষে ‘ঈ’ থাকলে নারীবাচক শব্দে ‘নী’ হয়— এর উদাহরণ কোনটি?
ক. ঠাকুরাণী
● ভিখারিনী
গ. বাঘিনী
ঘ. গোয়ালিনী
২৩. কোনটি পত্নী অর্থে নারীবাচক শব্দ?
ক. ছাত্রী
● দাদি
গ. আয়া
ঘ. সামা
২৪. নিত্য নারীবাচক তৎসম শব্দ কোনটি?
● অসূর্যম্পশ্যা
খ. সমা
গ. দাই
ঘ. ঘোষজা
২৫. কোন শব্দটির দুটি নারীবাচক শব্দ রয়েছে?
ক. কবিরাজ
খ. চাকর
গ. মরদ
● দাদা
২৬. বিশেষ নিয়মে সাধিত নারীবাচক শব্দ কোনটি?
ক. যোগিনী
খ. গীতিকা
গ. বৈষ্ণবী
● নেত্রী
২৭. কোনটি নিত্য নারীবাচক বাংলা শব্দ?
অথবা, নিত্য নারীবাচক শব্দের উদাহরণ কোনটি?
ক. শিক্ষিকা
খ. জেলেনি
গ. মেয়ে
● সতীন
২৮. নরবাচক শব্দের শেষে ‘ঈ’ থাকলে নারীবাচক শব্দে ‘নী’ হয় এবং ‘ঈ’ ই হয়— এর উদাহরণ কোনটি?
ক. বাঘিনী
খ. নাপিতানী
গ. ধোপানী
● অভিসারিণী
২৯. শব্দে ব্যবহৃত ‘ইকা’ প্রত্যয়গুলোর মধ্যে কোনটি স্ত্রী প্রত্যয় নয়?
ক. সেবিকা
● গীতিকা
গ. বালিকা
ঘ. গায়িকা
৩০. ‘কুলি’ শব্দের নারীবাচক শব্দ কোনটি?
● কামিন
খ. কামিনী
গ. কুলিনা
ঘ. কুলিনী
৩১. কোনগুলো ‘পরী’ অর্থে নারীবাচক শব্দ?
● চাচি-মামি
খ. বোন-কন্যা
গ. যুবতী-নবীনা
ঘ. ছাত্রী-নদি
৩২. ‘ইনী’-স্ত্রী প্রত্যয় যোগে গঠিত নারীবাচক শব্দ কোনটি?
ক. চাকরানী
● কাঙালিনী
গ. ডাক্তারনী
ঘ. জেলেনি
৩৩. ‘আনী’-প্রত্যয়যোগে গঠিত নারী-বাচক শব্দ নয় কোনটি?
ক. চাকরানী
● মাতুলানী
গ. ডাক্তারনী
ঘ. জেলেনি
৩৪. সাধারণ অর্থে নারীবাচক শব্দ কোনটি?
ক. কুমারী
খ. কোকিলা
● কিশোরী
ঘ. মানবী
৩৫. কোন শব্দে পুরুষ ও নারীবাচক দুই-ই বোঝায়?
ক. শিক্ষক
● সন্তান
গ. কবিরাজ
ঘ. বন্ধু
৩৬. কোনটি ‘নী’ প্রত্যয়যুক্ত নারীবাচক শব্দ?
ক. বাঘিনি
● ধোপানি
গ. বামনি
ঘ. ভাগনি
৩৭. কোনটির দুটি নরবাচক শব্দ আছে।
ক. আয়া
খ. প্রিয়া
● ননদ
ঘ. শিষ্যা
৩৮. বিশেষ নিয়মে গঠিত নারীবাচক শব্দ কোনটি?
● নর-নারী
খ. বালক-বালিকা
গ. দুঃখী-দুঃখিনী
ঘ. খান-খানম
৩৯. কোনটি বৃহনার্থক নারীবাচক শব্দ?
● অরণ্যানী
খ. ভিখারিনী
গ. কাঙালিনী
ঘ. চৌধুরানি
৪০. ‘নাটিকা’ কোন অর্থে নারীবাচক শব্দ?
অথবা, ‘নাটিকা’ তে কী অর্থে ‘ইকা’ প্রত্যয় যুক্ত হয়েছে?
ক. সমার্থে
● ক্ষুদ্রার্থে
গ. বৃহদার্থে
ঘ. বিপরীতার্থে
৪১. ক্ষুদ্রার্থে নারীবাচক শব্দ কোনটি?
ক. নবীনা
● মালিকা
গ. কনিষ্ঠ
ঘ. বালিকা
৪২. ক্ষুদ্রার্থে নারীবাচক শব্দ কোনটি?
ক. কিশোরী
খ. নবীনা
গ. কুমারী
● পুস্তিকা
৪৩. কোনটির লিঙ্গান্তর হয় না?
ক. বেয়াই
খ. সাহেব
● কবিরাজ
ঘ. সঙ্গী
৪৪. নিত্য নারীবাচক শব্দ কোনটি?
● সৎমা
খ. হুজুরাইন
গ. অভাগী
ঘ. চৌধুরানি
৪৫. কোনটি নিত্য নারীবাচক বাংলা শব্দ?
অথবা, নিত্য নারীবাচক শব্দের উদাহরণ কোনটি?
ক. শিক্ষিকা
খ. জেলেনি
গ. মেয়ে
● সতীন
৪৬. নিত্য নরবাচক শব্দ কোনটি?
ক. বেয়াই
খ. সাহেব
● কবিরাজ
ঘ. সঙ্গী
৪৭. নিচের কোনটি নিত্য নরবাচক শব্দ?
● ঢাকী
খ. শুক
গ. শূদ্র
ঘ. তাজ
৪৮. নর বা নারী নির্দেশক সূত্রকে ব্যাকরণে কী বলা হয়?
ক. বচন
● লিঙ্গ
গ. বাচ্য
ঘ. পুরুষ
৪৯. নরবাচক ও নারীবাচক উভয়কে বোঝায় এমন সজীব বিশেষ্য শব্দকে বলে-
● উভয়লিঙ্গ
খ. পুংলিঙ্গ
গ. ক্লীবলিঙ্গ
ঘ. স্ত্রীলিঙ্গ
৫০. ‘সন্তান’ কোন লিঙ্গের উদাহরণ?
ক. নর
খ. নারী
গ. ক্লীব
● উভ
আরো দেখো: বাংলা ২য় পত্রের সকল পরিচ্ছেদের MCQ (উত্তরসহ)
শিক্ষার্থীরা, ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে নবম-দশম শ্রেণির পরিচ্ছেদ নরবাচক ও নারীবাচক শব্দ mcq পরিচ্ছেদের বহুনির্বাচনি প্রশ্নের উত্তরগুলো সংগ্রহ করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post