প্রত্যেক মুসলমানের জন্য নামাজ পড়া ফরজ। এই ফরজ নামাজেও আবার রয়েছে ফরজ, সুন্নত ও ওয়াজিব। আজকে আমরা নামাজের ফরজ কয়টি ও কি কি সেগুলো নিয়েই আলোচনা করবো।
নামাজের মধ্যে এমনকিছু অংশ বা কার্যাবলী রয়েছে যে অংশটুকু বাদ পড়লে পুরো নামাজটাই বাতিল হয়ে যায়। নামাজের মধ্যে তেমনই কিছু অংশ হচ্ছে ফরজ অংশ। নামাজের মধ্যে ফরজ অংশ বাদ পড়লে পুরো নামাজটাই বাতিল হয়ে যায়। তাই কোরআন ও হাদিস মতে নামাজ পড়ার নিয়ম অনুযায়ী নামাজ পড়তে হবে।
নামাজের ফরজ দুই ধরনের। একটি নামাজের বাইরের অংশের ফরজ অন্যটি নামাজের ভিতরের অংশের ফরজ। নামাজের বাইরের ফরজ কাজগুলোকে আহকাম বলে এবং ভিতরের ফরজ কাজগুলোকে আরকান বলে।
নামাজের ফরজ কয়টি
নামাজের মোট ফরজ ১৩ টি। এর মধ্যে আহকাম তথা নামাজের বাইরের ফরজ ৭ টি। আরকান তথা নামাজের ভিতরের ফরজ ৬ টি। নামাজ পড়ার সময় দু’ধরনের ফরজের প্রতিই খেয়াল রাখতে হবে। কোন কারণে ফরজ ছুটে গেলে আবার ফরজ পালন করে আবার নামাজ পড়তে হবে।
আহকাম তথা নামাজের বাইরের ফরজ
নামাজের বাইরের ফরজ বা আহকাম হচ্ছে ৭ টি। উক্ত ফরজগুলো হচ্ছে:
১. শরীর পবিত্র হতে হবে। (সুরা মায়িদা, আয়াত: ৬)
২. কাপড় পবিত্র হতে হবে। (সুরা মুদ্দাসসির, আয়াত: ৪)
৩. যে স্থানে নামাজ পড়বেন সে স্থানটি পবিত্র হতে হবে। (সুরা বাকারা, আয়াত: ১২৫)
৪. সতর ঢাকতে হবে। (সুরা নূর, আয়াত: ৩১)
৫. কিবলা মুখী হতে হবে। (সুরা বাকারা, আয়াত: ১৪৪)
৬. ওয়াক্ত অনুযায়ী নামাজ আদায় করতে হবে। (সুরা নিসা, আয়াত: ১০৩)
৭. নামাজের নিয়ত করা। (বুখারি ১/২, হাদিস: ১)
সতরের পরিমান: নামাজের সময় পুরুষদের সতর হচ্ছে নাভি হতে হাঁটু পর্যন্ত। অন্যদিকে নারীদের সতর হচ্ছে উভয় হাতের কব্জি, উভয় পায়ের পাতা ও মুখমণ্ডল ব্যতীত পুরো দেহ।
উল্লেখ্য: পর্দার ক্ষেত্রে নারীদের পুরো দেহ সতরের অন্তর্ভুক্ত।
আরকান তথা নামাজের ভিতরের ফরজ
নামাজের ভিতরের ফরজ বা আরকান হচ্ছে ৬ টি। উক্ত ৬ টি ফরজ হচ্ছে:
১. তাকবিরে তাহরিমা (আল্লাহু আকবার) বলে নামাজ শুরু করা। (সুরা মুদ্দাসসির, আয়াত: ৩)
২. ফরজ ও ওয়াজিব নামাজ দাড়িয়ে শুরু করতে হবে। (সুরা বাকারা, আয়াত: ২৩৮)
৩. কিরাত পড়া অর্থাৎ সূরা ফাতিহা এর পরে নামাজের ছোট সূরা সমূহ পড়তে হবে। (সুরা মুজ্জাম্মিল, আয়াত: ২০)
৪. রুকু করতে হবে। (সুরা হজ, আয়াত: ৭৭)
৫. দুই সিজদাহ করতে হবে। (সুরা হজ, আয়াত: ৭৭)
৬. শেষ বৈঠকে বসা। (আবু দাউদ: ১/১৩৯, হাদিস: ৯৭০, সহিহ)
শেষ কথা
নামাজের ফরজ কয়টি ও কি কি তার সবটাই আপনাদের জানানো হলো। নামাজ পড়া শুরুর আগে নামাজের আহকামগুলো ঠিক করে নিতে হবে। নামাজ পড়ার সময় নামাজের আরকানগুলোর ভালোভাবে খেয়াল রাখতে হবে।
Discussion about this post