নারী কবিতার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর : সাম্যবাদী কবি নর-নারী উভয়কেই মানুষ হিসেবে দেখেন। তিনি জগতে নর ও নারীর সাম্য বা সমান অধিকারে আস্থাবান। তাঁর মতে, পৃথিবীতে মানবসভ্যতা নির্মাণে নারী ও পুরুষের অবদান সমান। কিন্তু ইতিহাসে পুরুষের অবদান যতটা লেখা হয়েছে নারীর অবদান ততটা লেখা হয় নি। কিন্তু এখন দিন এসেছে সম অধিকারের। তাই নারীর ওপর নির্যাতন চলবে না, তাঁর অধিকারকে ক্ষুণ্ণ করা চলবে না। নারী-পুরুষ সবাইকে সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ রচনা করতে হবে সম্মিলিতভাবে।
নারী কবিতার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর
১. ‘নারী’ কবিতার আলোকে সভ্যতা নির্মাণে পুরুষের অবদান—
ক. পুরোপুরি
খ. সিকি ভাগ
গ. অর্ধেক
ঘ. এক-তৃতীয়াংশ
২. আমাদের পৃথিবীতে মানুষ হিসেবে যারা স্বীকৃত—
i. নারী
ii. পুরুষ
iii. শিশু
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iiii
৩. নিজের তৈরি কারাগারে কে ভুগে মরবে?
ক. নারী
খ. পুরুষ
গ. রাজা
ঘ. সম্রাট
৪. ‘নারী’ কবিতায় কবির কোন দিক প্রবল হয়ে ফুটে উঠেছে?
ক. মানবিকতা
খ. অসাম্প্রদায়িকতা
গ. সাম্যবাদিতা
ঘ. বিচক্ষণতা
৫. বীরের স্মৃতিস্তম্ভের গায়ে কোনটি লেখা নেই?
ক. মায়ের সেবা
খ. বধূদের আত্মত্যাগ
গ. নারীর সিঁথির সিঁদুর
ঘ. বোনের সেবা
৬. নারীর আত্মত্যাগ কোথায় লেখা নাই?
ক. ইতিহাসে
খ. স্মৃতিস্তম্ভে
গ. অভিযানে
ঘ. আবিষ্কারে
৭. ‘নারী ও পুরুষ সমান’—এ উক্তিটির প্রতিফলন ঘটেছে কোন কবিতায়?
ক. মানবধর্ম
খ. প্রার্থনা
গ. প্রার্থী
ঘ. নারী
৮. নারীর আত্মত্যাগ কোথায় লেখা নাই?
ক. ইতিহাসে
খ. স্মৃতিস্তম্ভে
গ. অভিযানে
ঘ. আবিষ্কারে
৯. ‘নারী ও পুরুষ সমান’—এ উক্তিটির প্রতিফলন ঘটেছে কোন কবিতায়?
ক. মানবধর্ম
খ. প্রার্থনা
গ. প্রার্থী
ঘ. নারী
১০. ‘বিজলী’ কী ধরনের পত্রিকা?
ক. দৈনিক
খ. সাপ্তাহিক
গ. পাক্ষিক
ঘ. মাসিক
১১. কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতাটি ছাপা হয় কোন পত্রিকায়?
ক. বিজলী
খ. নবযুগ
গ. ধূমকেতু
ঘ. লাঙল
১২. ‘বিদ্রোহী’ কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
ক. আজাদ
খ. ইত্তেফাক
গ. সংবাদ
ঘ. বিজলী
১৩. ‘নারী’ কবিতায় কবির কোন দিক প্রবল হয়ে ফুটে উঠেছে?
ক. মানবিকতা
খ. অসাম্প্রদায়িকতা
গ. সাম্যবাদিতা
ঘ. বিচক্ষণতা
১৪. বেদনার যুগ, মানুষের যুগ আর কীসের যুগ আজ?
ক. পরাধীনতার
খ. কল্যাণের
গ. সাম্যের
ঘ. দাসত্বের
১৫. পৃথিবীর বিরাজমান পাপ-পুণ্যের জন্য দায়ী কে?
ক. শুধু নারী
খ. শুধু পুরুষ
গ. মানুষ
ঘ. নারী-পুরুষ উভয়েই
নারী কবিতার mcq প্রশ্ন উত্তর
১৬. ‘পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই’—এটি কার ধর্ম?
ক. ধর্মের
খ. সাম্যের
গ. ন্যায়ের
ঘ. যুগের
১৭. ‘কেহ রহিবে না বন্দি কাহারও উঠিছে ডঙ্কা বাজি।’—এখানে ‘ডঙ্কা’ দ্বারা কী বোঝানো হয়েছে?
ক. ঢোল
খ. জয়ঢাক
গ. তবলা
ঘ. শঙ্খ
১৮. কাজী নজরুল ইসলামের রচনায় ফুটে উঠেছে—
i. অসাম্প্রদায়িক চেতনার প্রকাশ
iii. অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ
iii. ধর্মীয় চেতনার বহিঃপ্রকাশ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৯. নারীর কথা ইতিহাসে লেখা হয়নি—
i. নারীকে অবহেলা করে
ii. নারীকে অবমূল্যায়ন করে
iii. নারীকে দাবিয়ে রাখার অভিপ্রায়ে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২০. ‘নারী’ কবিতা অবলম্বনে সমাজে নারীকে মুক্তি দিতে পারে যে বিষয়টি তা হলো—
i. সচেতনতা
i. শিক্ষা
iii. অধিকার বোধ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২১. কবি কীসের গান গেয়েছেন?
ক. জ্ঞানের
খ. নারীর
গ. সাম্যের
ঘ. আনন্দের
২২. ‘আমার চক্ষে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নাই’—কার চক্ষে?
ক. কবিতার কথকের
খ. নারীর
গ. পুরুষের
ঘ. কবির
২৩. সৃষ্টির যা কিছু মহান তার অর্ধেক কে করেছে?
ক. রমণী
খ. কবি
গ. যোদ্ধা
ঘ. বীর
২৪. ‘কোন রণে কত খুন দিল নর, লেখা আছে —।’ শূন্যস্থানে হবে—
ক. তাম্রশাসনে
খ. দস্তবেজে
গ. ইতিহাসে
ঘ. খোদাই পাথরে
২৫. মাতার হৃদয় উপড়ে দিলো বলতে কী বোঝানো হয়ছে?
ক. অনেক মা স্বামী হারিয়েছেন
খ. অনেক মা পুত্র হারিয়েছেন
গ. অনেক মা মারা গেছেন
ঘ. অনেক মা পিতা হারিয়েছেন
২৬. কাজী নজরুল ইসলামের মতে, বর্তমান যুগ হলো—
ক. বঞ্চনার যুগ
খ. যুদ্ধের যুগ
গ. সাম্যের যুগ
ঘ. অসাম্যের যুগ
২৭. পুরুষ কর্তৃক নারীদের বন্দি করে রাখাকে কাজী নজরুল ইসলাম নিজেদেরই কী হিসেবে আখ্যায়িত করেছেন?
ক. শিক্ষালয়
খ. কারাগার
গ. হেরেমখানা
ঘ. সরাইখানা
২৮. পৃথিবীর বিরাজমান পাপ-পুণ্যের জন্য দায়ী কে?
ক. শুধু নারী
খ. শুধু পুরুষ
গ. মানুষ
ঘ. নারী-পুরুষ উভয়েই
২৯. কীসের ডঙ্কা বেজে ওঠার কথা বলা হয়েছে?
ক. যুদ্ধের
খ. জয়ের
গ. ধ্বংসের
ঘ. সৃষ্টির
৩০. ‘নারী’ কবিতাটি পাঠ করে শিক্ষার্থীরা কী সম্পর্কে অবগত হবে?
ক. পুরুষের জীবনে নারীর প্রয়োজনীয়তা
খ. নারীর জীবনে পুরুষের প্রয়োজনীয়তা
গ. পাপ-তাপে নারীর অংশগ্রহণ
ঘ. মানবসভ্যতায় নারীর অবদান
আরও দেখো—অষ্টম শ্রেণির বাংলা গল্প-কবিতার সৃজনশীল প্রশ্ন উত্তর
শিক্ষার্থীরা, উপরে তোমাদের বাংলা বই থেকে নারী কবিতার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য ৩০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। এ প্রশ্নগুলো খুব ভালোভাবে অনুশীলন করার পরামর্শ থাকবে। পিডিএফ ফরমেটে উত্তরমালা সংগ্রহের জন্য ‘Answer Sheet’ অপশনে ক্লিক করো। এছাড়াও বাংলা বইয়ের গল্প-কবিতার সৃজনশীল, জ্ঞানমূলক এবং বর্ণনামূলক সমাধানের জন্য উপরের লিংকটি অনুসরণ করো।
Discussion about this post