নারী কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর | নারী কবিতাটি কাজী নজরুল ইসলামের ‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থ থেকে সংকলিত। সাম্যবাদী কবি “নর-নারী” উভয়কেই মানুষ হিসেবে দেখেন। তিনি জগতে নর ও নারীর সাম্য বা সমান অধিকারে আস্থাবান তার মতে, পৃথিবীতে মানবসভ্যতা নির্মাণে নারী ও পুরুষের অবদান সমান।
কিন্তু ইতিহাসে পুরুষের অবদান যতটা লেখা হয়েছে নারীর অবদান ততটা লেখা হয় নি। কিন্তু এখন দিন এসেছে সম অধিকারের । তাই নারীর ওপর নির্যাতন চলবে না, তার অধিকারকে ক্ষুণ্ন করা চলবে না। নারী-পুরুষ সবাইকে সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ রচনা করতে হবে সম্মিলিতভাবে ।
নারী কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর
সৃজনশীল প্রশ্ন ১ : নারীদের প্রেরণাদায়ক একটি নাম আনোয়ারা। একজন নারী হয়ে জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচন- সংক্রান্ত কাজ করেছেন। সম্প্রতি সিটি কর্পোরেশন নির্বাচনের মতো বিশাল কর্মযজ্ঞ তিনি কৃতিত্বে সাথে সমাপ্ত করেছেন। রিটার্নিং অফিসার হিসেবে তিনি অন্য পুুরুষ সহকর্মীদের কাছ তেখ যথাযথ সাহায্য- সহযোগিতা পেয়েছেন। নারী বলে কোথাও তাকে সমস্যায় পড়তে হয় নি।
ক. ‘নারী’ কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত?
খ. কবি বর্তমান সময়কে ‘বেদনার যুগ’ বলতে কী বুঝিয়েছেন?
গ. আনোয়ারার কায্রক্রমে ‘নারী’ কবিতার যে দিকটি উদ্ভাসিত হয়েছে তার বর্ণনা কর।
ঘ. উদ্দীপকে কবি কাজী নজরুল ইসলামের অনুভূতির প্রতিফলন ঘটলেও ‘নারী’ কবিতায় কবি আরও বেশি বাঙ্ময়- বক্তব্যটি বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ২ : সুমন সাহেবের ছেলে-মেয়ে একই বিদ্যালয়ে পড়ালেখা করে। ছেলের জন্য গৃহশিক্ষক রেখে দিলেও মেয়ের ব্যাপারে তিনি উদাসীন। মেয়ে পরীক্ষায় খারাপ করলে প্রধান শিক্ষক অভিভাবককে ডকে বলেন, ‘‘ছেলে- মেয়ের প্রতি বৈষম্য করা আপনার ঠিক হচ্ছে না। ছেলে- মেয়ে দু’জনই সমান গুরুত্বপূর্ণ।”
ক. কাজী নজরুল ইসলাম নর-নারী উভয়কে কী হিসেবে দেখেন?
খ. ‘‘পীড়ন করিলে সে-পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই”- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের সুমন সাহেবের মধ্যে ‘নারী’ কবিতার যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা কর।
ঘ. ‘‘উদ্দীপকের প্রধান শিক্ষকের বক্তব্যই যেন ‘নারী’ কবিতার প্রতিধ্বনি”- যুক্তিসহ বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৩ : মুক্তার ও মৌসুমী দুজনই শ্রমিকের কাজ করে। সারা দিন কাজ করার পর মালিক তাদের বেতন দেন, সেই টাকা দিয়ে তাদের সংসার চলে। মুক্তার বেতন পান ৫০০ টাকা আর মৌসুমী বেতন পান ৩০০ টাকা। একই পরিমাণ কাজ করে কম বেতনের কথা বলতে গেলে মালেক তাকে জানিয়ে দেন, নারী বলেই তার বেতন কম। আমাদের সমাজে নারীদের ক্ষেত্রে এটাই বিদ্যমান। পুরুষশাসিত সমাজে নারীরা অধিকারবঞ্চিত।
ক. ‘নারী’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত?
খ. কবির চোখে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নেই কেন?
গ. উদ্দীপকের সাথে ‘নারী’ কবিতার কোন দিকটির সাদৃশ্য রয়েছে- ব্যাখ্যা কর।
ঘ. ‘‘উদ্দীপকের ভাবনা ‘নারী’ কবিতার মূল চেতনাকে ধারণ করতে পারেনি”- মন্তব্যটির সত্যতা নির্ণয় কর।
সৃজনশীল প্রশ্ন ৪ : রাহেলা বানু ১৯৭১ সালে আহত মুক্তিযোদ্ধাদের সেবা-শুশ্রুষা করেছিলেন। তাদের খাবারের ব্যবস্থাও করেছিলেন। এভাবে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করে তিনি স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
ক. পুরুষদের বিজয়ের পেছনে কাদের প্রেরণা ছিল?
খ. কবি ‘সাম্যের গান’ বলতে কী বুঝিয়েছেন?
গ. উদ্দীপকটি ‘নারী’ কবিতার সমগ্রভাব ফুটে উঠেছে কি? উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্ন ৫ : সরকারি অফিসের চতুর্থ শ্রেণির কর্মচারী আব্দুল আজিজ। তার স্ত্রী আয়েশা একটি স্বাস্থ্যকেন্দ্রে আয়ার কাজ করে। অফিস থেকে ফিরে আব্দুল আজিজ তার স্ত্রীর জন্য এটা-সেটা কেনে। সাধ্যমতো দুধ, ডিম, ফলমূল কিনেও স্ত্রীকে খাওয়ায়। তাদের রোজগারের একটা অংশ জমিয়ে শহরে কেনা একখণ্ড জমিতে বাড়ি বানিয়ে সে বাড়ির নাম দেয় ‘আয়েশা ভিলা’। আয়েশাও স্বামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশে ভুল করে না।
ক. ডঙ্কা’ শব্দের অর্থ কী?
খ. নারীকে বিজয়-লক্ষ্মী বলার কারণ ব্যাখ্যা কর।
গ. ‘নারী’ কবিতার সাথে উদ্দীপকের সাদৃশ্য কোথায়? বর্ণনা কর।
ঘ. উদ্দীপকে ‘নারী’ বিতার একটি বিশেষ দিকের উঙ্গিত রয়েছে, সম্পূর্ণটা নয়- বক্তব্যটির যথার্থতা বিচার কর।
সৃজনশীল প্রশ্ন ৬ : জমিলা খাতুর তার ৮ জনের সংসারে সকাল থেকে সন্ধ্যা অবধি কাজ করে। তার স্বমী করিম বখশ মনে করেন, মহিলারা বাড়িতে থেকে কী এমন কাজ করে, আমরা বাইরে অনেক বেশি কাজ করি। অপরদিকে জামান সাহেব চাকরি করার পাশাপাশি ঘরোয়া কাজে স্ত্রীকে সাহায্য করে এবং বলে, তোমরা অনেক কাজ করো, আমরা তোমাদের কাজের মূল্যায়ন করি না।
ক. মহীয়ান শব্দটি ‘নারী’ কবিতার কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
খ. কবির দৃষ্টিতে ‘পুরুষ-রমণী’তে কোনো ভেদাভেদ নেই কেন? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের জমিলা খাতুনের সাথে ‘‘নারী” কবিতার কাদের মিল রয়েছে ব্যাখ্যা কর।
ঘ. ‘‘উদ্দীপকের জামান সাহেবের মনোভাবে ‘‘নারী” কবিতার কবির প্রত্যাশাই ফুটে উঠেছে।”- বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৭ : হাসান আলীর মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে। বিভিন্ন স্থান থেকে বিয়ের প্রস্তাব এলে হাসান আলী বলেন, এ ব্যাপারে আমার স্ত্রীর মতামত নিয়েই পরে জানাব। কারণ, তিনি মনে করেন যে সংসারে নারী-পুরুষের সমান অধিকার রয়েছে।
ক. ‘ডঙ্কা’ শব্দের অর্থ কী?
খ. ‘কত নারী দিল সিঁথির সিদুঁর’ দ্বারা কবি কী বোঝাকে চেয়েছেন?
গ. উদ্দীপকে ‘নারী’ কবিতার যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে ‘নারী’ কবিতার সব দিক ফুটে উঠেনি- মন্তব্যটির যথার্থতা নিরূপণ কর।
সৃজনশীল প্রশ্ন ৮ : বিধবা ফুলমনি পেশায় একজন নির্মাণশ্রমিক। পুরুষ শ্রমিকের সাথে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমানে কাজ করলেও মালিকের কাছ থেকে সে ন্যায্য মজুরি পায় না। কারণ সে নারী শ্রমিক বলে মালিক তার প্রাপ্য মজুরির তুলনায় কম দিচ্ছে। তাই সে দীর্ঘশস ছেড়ে বলে, ‘আমরা মাইয়া মানুষ বইলা কী সমাজে আমাগোর কোনো দাম নাই? আর মাইয়া অইয়া জন্ম নেওয়াডা কী আমাগোর পাপ আছিল? হায়! হায়! খোদা, তুমি এর বিচার কইরো।
ক. কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে কঠিন রোগে আক্রান্ত হন?
খ. কবি ‘সাম্যের’ যুগ বলতে কী বুঝিয়েছেন?
গ. উদ্দীপকটি ‘নারী’ কবিতার সাথে কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
ঘ. বিধাব ফুলমনির বক্তব্য যেন কাজী নজরুল ইসলামের ‘নারী’ কবিতারই প্রতিধ্বনি- উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।
নারী কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর
সৃজনশীল প্রশ্ন ৯ : ২৩ মে ২০১২ প্রথম আলো’ পত্রিকায় বাংলাদেশের প্রথম এভারেস্ট বাঙালি নারী নিশাত মজুমদারকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এ প্রতিবেদনে নিশাত মজুমদার বলেন, ‘সত্যিই জয় করলাম’। এভারেস্টের চূড়ায় এটাই তার প্রথম অনুভূতি। সব বাধা-বিপত্তি জয় করে নিশাত মজুমদার পৌঁছে গেছেন এভারেস্টের চূড়ায়। পৃথিবীর কাচে বাংলাদেশকে উপস্থাপন করেছেন নতুন মাত্রায়।
ক. কত সালে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়?
খ. কবির চোখে পুরুষ-রমণীর কোন ভেদাভেদ নেই কেন?
গ. উদ্দীপকের নিশাত মজুমদারের মধ্যে ‘নারী’ কবিতার যে দিকটি ফুটে উঠেছে তার বর্ণনা কর।
ঘ. উদ্দীপকে ‘নারী’ কবিতার মূল অনুভূতি প্রতিফলিত হয়েছে কি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্ন ১০ : রূপকথা অফিস থেকে ফিরেই গৃহস্থালি কাজকর্ম সম্পাদন করেন। পরিবারের সবার যত্ন-আত্তি, খোঁজখবর নেন। অনেক সময় রাত জেগে অফিসের জমে থাকা কাজ সম্পাদন করেন। সকালে ঘুম থেকে উঠে নাস্তার ব্যবস্থা করেন। বাচ্চাদের স্কুলে পাঠান। স্বামীকেও টুকটাক সাহায্য করেন। তারপর আবার তার অফিস যাওয়ার প্রস্তুতি শুরু হয়ে যায়?
ক. ‘নারী’ কবিতায় ‘মহীয়ান’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
খ. ‘পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই’- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের রূপকথার কর্মকা- ‘নারী’ কবিতার ভাবনার সাথে কতটুকু সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্য কর।
ঘ. ‘‘উদ্দীপকের রূপকথা অফিস ও সংসারের সব কাজ করলেও তিনি দাসী নন।”- ‘নারী’ কবিতার আলোকে বিশ্লেষণ কর
গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নের উত্তর
প্রশ্ন ॥ ১ ॥ কবির দৃষ্টিতে কাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই?
উত্তর : কবির দৃষ্টিতে নারী-পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই।
প্রশ্ন ॥ ২ ॥ কীভাবে বিশ্বের কল্যাণকর বস্তু সৃষ্টি করেছে?
উত্তর : নারী আর পুরুষের সম্মিলিত প্রয়াসে বিশ্বের কল্যাণকর বস্তু সৃষ্টি করেছে।
প্রশ্ন ॥ ৩ ॥ পাপ-তাপ-বেদনা সৃষ্টিতে নারীর ভূমিকা কতটুকু?
উত্তর : পাপ-তাপ-বেদনা সৃষ্টিতে নারীর ভূমিকা অর্ধেক।
প্রশ্ন ॥ ৪ ॥ জগতের বড় বড় অভিযান কাদের ত্যাগে মহীয়ান?
উত্তর : জগতের বড় বড় অভিযান মাতা, ভগ্নি ও বধূদের ত্যাগে মহীয়ান।
প্রশ্ন ॥ ৫ ॥ নরের বীরত্বের কথা কোথায় লেখা আছে?
উত্তর : নরের বীরত্বের কথা ইতিহাসে লেখা আছে।
প্রশ্ন ॥ ৬ ॥ নারীর সিঁথির সিঁদুর বিসর্জন কোথায় উল্লেখ নেই?
উত্তর : নারীর সিঁথির সিঁদুর বিসর্জন ইতিহাসে উল্লেখ নেই।
প্রশ্ন ॥ ৭ ॥ বড় বড় অভিযানে কারা সেবা দান করেছে?
উত্তর : বড় বড় অভিযানে বোনেরা সেবা দান করেছে।
প্রশ্ন ॥ ৮ ॥ বীরের স্মৃতিস্তম্ভের গায়ে কার কথা লেখা নেই?
উত্তর : বীরের স্মৃতিস্তম্ভের গায়ে নারীর কথা লেখা নেই।
প্রশ্ন ॥ ৯ ॥ জয়ী পুরুষদের কারা প্রেরণা দিয়েছে?
উত্তর : জয়ী পুরুষদের নারীরা প্রেরণা দিয়েছে।
প্রশ্ন ॥ ১০ ॥ যে যুগে পুরুষরা দাস ছিল না, সে যুগে নারীরা কী ছিল?
উত্তর : যে যুগে পুরুষরা দাস ছিল না, সে যুগে নারীরা দাসী ছিল।
প্রশ্ন ॥ ১১ ॥ আজ কীসের যুগ?
উত্তর : আজ সাম্যের যুগ।
গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্নের উত্তর
প্রশ্ন ॥ ১ ॥ কবি নারী-পুরুষের মধ্যে প্রভেদ করতে চান না কেন?
উত্তর : সভ্যতায় নারী-পুরুষ উভয়ের অবদান সমান হওয়ায় সাম্যবাদী দৃষ্টিকোণ থেকে কবি নারী-পুরুষের মধ্যে প্রভেদ করতে চান না। কবি কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্যবাদে বিশ্বাসী। তিনি মনে করতেন বিশ্ব সভ্যতায় নারী-পুরুষ উভয়ের অবদান সমান। পুরুষের বড় বড় অভিযানে সফলতার পেছনে রয়েছে নারীর অনুপ্রেরণা ও মহান ত্যাগের ইতিহাস। কবি মনে করেন, পৃথিবীতে মহান ও কল্যাণকর সকল সৃষ্টিতে পুরুষের পাশাপাশি নারীরও সমান অবদান রয়েছে। তাই তিনি নারী-পুরুষের মধ্যে প্রভেদ করতে চান না।
প্রশ্ন ॥ ২ ॥ ‘কত নারী দিল সিঁথির সিঁদুর।’- ব্যাখ্যা কর।
উত্তর : ‘কত নারী দিল সিঁথির সিঁদুর’-এ চরণটি দ্বারা বোঝানো হয়েছে জগতের কল্যাণে নারীর সর্বোচ্চ ত্যাগ স্বীকার করাকে।
কোনো যুদ্ধই শান্তিপূর্ণ নয়। যুদ্ধ মানেই অসংখ্য প্রাণের ক্ষয়। অগণিত লোক যুদ্ধে বুকের রক্ত ঢেলে দেয়। এসব বীরদের অবদান যে শুধু তাদের মধ্যে সীমাবদ্ধ, তা নয়। এ বীরত্বের ভাগীদার নারীরাও। নারীরা যদি তাদের স্বামীদের যুদ্ধে না পাঠাত, তবে কখনই জয় আসত না। আলোচ্য চরণে সিঁথির সিঁদুর বিসর্জন দ্বারা মূলত নারীদের স্বামী হারানোর অকৃত্রিম ত্যাগকে বোঝানো হয়েছে।
প্রশ্ন ॥ ৩ ॥ ‘সে-যুগ হয়েছে বাসি’-এ কথার মধ্য দিয়ে কী বোঝানো হয়েছে?
উত্তর : ‘সে যুগ হয়েছে বাসি’ এ কথার মধ্য দিয়ে বোঝানো হয়েছে নারীদের দাসত্বের অবসান ঘটেছে। একসময় যখন নারী পরাধীন ছিল তখন পুরুষদের কথামতো নারীকে সবকিছু করতে হতো। নারীদের ওপর তখন সীমাহীন নির্যাতন চালানো হতো। কিন্তু নারীরা আজ অধিকার সচেতন। তারা আজ আর কারো বন্দি নয়। আজ নারীদের দাসত্বের বেদনাময় যুগের অবসান হয়েছে। সে যুগ হয়েছে বাসি, কথাটি দ্বারা এ বিষয়টিই বোঝানো হয়েছে।
প্রশ্ন ॥ ৪ ॥ “বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।” -ব্যাখ্যা কর।
উত্তর : আলোচ্যাংশে বিশ্বের মহান ও কল্যাণকর সৃষ্টিতে পুরুষের পাশাপাশি নারীর সমান অবদানের কথা তুলে ধরা হয়েছে।
মানবসভ্যতার ইতিহাসে দেখা যায় যে, বিশ্বের যেকোনো মহান কাজে পুরুষের পাশাপাশি নারীও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বড় বড় সফল অভিযানে নারীই পুরুষকে অনুপ্রেরণা দিয়েছে। বিশ্বসভ্যতার কল্যাণকর সব কাজেই নারীর অবদান রয়েছে। পৃথিবীর যেকোনো কল্যাণকর কাজের পেছনে রয়েছে নারীর মহিমাময় ত্যাগের ইতিহাস। এ কথা বোঝানোর জন্য আলোচ্য চরণদ্বয়ের অবতারণা করা হয়েছে।
►► উত্তর ডাউনলোড : ভাব ও কাজ
►► উত্তর ডাউনলোড : অতিথির স্মৃতি
►► উত্তর ডাউনলোড : পড়ে পাওয়া
►► উত্তর ডাউনলোড : তৈলচিত্রের ভূত
►► উত্তর ডাউনলোড : এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
►► উত্তর ডাউনলোড : আমাদের লোকশিল্প
►► উত্তর ডাউনলোড : সুখী মানুষ
►► উত্তর ডাউনলোড : বাংলা নববর্ষ
►► উত্তর ডাউনলোড : মংডুর পথে
►► উত্তর ডাউনলোড : বাংলা ভাষার জন্মকথা
শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Facebook Page এ Like দিয়ে রাখো। । আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post