নিমগাছ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর : নিমগাছের কাছ থেকে সবাই নানাভাবে উপকার পায়। কিন্তু সবার অবজ্ঞা ছাড়া নিমগাছ আর কিছুই পায় না। অন্যদিকে সৌন্দর্যের পূজারি কবি নিমগাছের রূপ দেখে মুগ্ধ হন। নিমগাছ থেকে কোনো উপকার নেওয়ার পরিবর্তে তিনি নিঃস্বার্থভাবে তার প্রশংসা করেন। নিমগাছের তাই ইচ্ছে হতে থাকে কবির সাথে চলে যেতে। মমতাশূন্য জীবন থেকে সে মুক্তি পেতে চায়। ‘নিমগাছ’ গল্পে বনফুল নিমগাছ প্রতীকের আড়ালে মানবমনেরই একটি বেদনাময় অনুভূতির চিত্রায়ণ করেছেন।
নিমগাছ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. ‘নিমগাছ’ গল্পটির রচয়িতা কে?
উত্তর : নিমগাছ গল্পটির রচয়িতা বনফুল।
২. বনফুলের প্রকৃত নাম কী?
উত্তর : বনফুলের প্রকৃত নাম বলাইচাঁদ মুখোপাধ্যায়।
৩. বনফুল কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর : বনফুল ১৮৯৯ সালে জন্মগ্রহণ করেন।
৪. নিমগাছের কী ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করা হচ্ছে?
উত্তর : নিমগাছের ছাল ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করা হচ্ছে।
৫. ‘নিমগাছ’ গল্পে গরম তেলে কী ভাজা হচ্ছে?
উত্তর : নিমগাছ গল্পে গরম তেলে নিমের পাতা ভাজা হচ্ছে।
৬. নিমের কচিপাতা কী সহযোগে খাওয়া হয়?
উত্তর : নিমের কচিপাতা বেগুন সহযোগে খাওয়া হয়।
৭. নিমের কচি ডাল চিবোলে কী ভালো থাকে?
উত্তর : নিমের কচি ডাল চিবোলে দাঁত ভালো থাকে।
৮. বাড়ির পাশে নিমগাছ গজালে কারা খুশি হন?
উত্তর : বাড়ির পাশে নিমগাছ গজালে বিজ্ঞরা খুশি হন।
৯. নিমগাছের প্রশংসায় পঞ্চমুখ কারা?
উত্তর : নিমগাছের প্রশংসায় পঞ্চমুখ কবিরাজরা।
১০. নতুন ধরনের লোকটা কিসের দিকে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল?
উত্তর : নতুন ধরনের লোকটা নিমগাছের দিকে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল।
১১. নিমগাছের মতোই ঠিক এক দশা কার?
উত্তর : নিমগাছের মতোই ঠিক এক দশা বাড়ির গৃহকর্ম-নিপুণা লক্ষ্মীবউটার।
১২. কবিরাজ কী করেন?
উত্তর : কবিরাজ গাছগাছালি পরিশোধন করে মনুষ্যরোগের চিকিৎসা করেন।
১৩. কবি কিসের পূজারি?
উত্তর : কবি সৌন্দর্যের পূজারি।
১৪. ‘নিমগাছ’ গল্পটি বনফুলের কোন গ্রন্থের অন্তর্গত?
উত্তর : ‘নিমগাছ’ গল্পটি বনফুলের ‘অদৃশ্যলোক’ গ্রন্থের অন্তর্গত।
১৫. ‘নিমগাছ’ গল্পের শেষ বাক্যটিতে লেখক কী পুরে দিয়েছেন?
উত্তর : ‘নিমগাছ’ গল্পের শেষ বাক্যটিতে লেখক সীমাহীন কথার আখ্যান পুরে দিয়েছেন।
১৬. চর্মরোগের অব্যর্থ মহৌষধ কোনটি?
উত্তর : চর্মরোগের অব্যর্থ মহৌষধ নিমগাছের পাতা।
১৭. বাড়ির পাশে নিমগাছ গজালে কারা খুশি হয়?
উত্তর : বাড়ির পাশে নিমগাছ গজালে বিজ্ঞরা খুশি হন।
১৮. কে নিমগাছের রূপ ও গুণের প্রশংসা করেন?
উত্তর : কবি নিমগাছের রূপ ও গুণের প্রশংসা করেন।
১৯. বাড়ির পাশে নিমগাছ গজালে কারা খুশি হন?
উত্তর : বাড়ির পাশে নিমগাছ গজালে বিজ্ঞরা খুশি হন?
২০. নিমগাছের চারিদিকে কী এসে জমে?
উত্তর : নিমগাছের চারিদিকে আবর্জনা এসে জমে।
►► আরো দেখো: এসএসসি বাংলা সৃজনশীল প্রশ্নের উত্তর
শিক্ষার্থীরা, উপরের এই প্রশ্নগুলো আমরা তোমাদের একটি পিডিএফ ফাইলে প্রস্তুত করেছি। তোমরা চাইলে কোর্সটিকা থেকে নিমগাছ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর পিডিএফ সংগ্রহ করতে পারবে। উপরে দেওয়া Answer Sheet বাটনে ক্লিক করে এ প্রশ্নের উত্তরগুলো ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post