এসএসসি ২০২৫ নিমগাছ গল্পের mcq : আজ কোর্সটিকায় আমরা এসএসসি-২০২৫ পরীক্ষার্থীদের জন্য বই নিমগাছ mcq আলোচনা করতে চলেছি। তোমরা যারা এসএসসি ও সমমানের পরীক্ষা দিতে যাচ্ছো, তাদের জন্য এই বহুনির্বাচনী প্রশ্নগুলোে খুবই গুরুত্বপূর্ণ। আর বরাবরের মতই তোমরা এ প্রশ্নগুলো উত্তরসহ পেয়ে যাবে।
সর্বশেষ NCTB পূর্ণাঙ্গ সিলেবাস, বিগত বছরের বোর্ড প্রশ্ন এবং টপ স্কুলগুলোতে অনুষ্ঠিত নির্বাচনি পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করে আমরা তোমাদের জন্য এ সাজেশনটি প্রস্তুত করেছি। এ প্রশ্নগুলো অনুশীলন করলেই তোমরা নিশ্চিতভাবে ১০০% কমন পেয়ে যাবে। তোমাদের এসএসসি ২০২৫ পরীক্ষার সকল সাবজেক্টের সাজেশনই পর্যায়ক্রমে উত্তরসহ প্রকাশ করা হবে।
এসএসসি ২০২৫ নিমগাছ গল্পের mcq
১. নিমের পাতা কোনটির অব্যর্থ মহৌষধ?
ক. পেটের পীড়ার
খ. মাথা ব্যথার
গ. চর্মরোগের
ঘ. কোষ্ঠকাঠিন্যের
২. নিমের কচি ডাল চিবোলে কী উপকার পাওয়া যায়?
ক. যকৃত ভালো থাকে
খ. চোখ ভালো থাকে
গ. দাঁত ভালো থাকে
ঘ. মাথাব্যথা ভালো হয়
৩. যকৃতের জন্য উপকারী কোনটি?
ক. নিমের ডাল
খ. নিমের ছাল
গ. নিমের ফল
ঘ. নিমের পাতা
৪. নিমের কোন অংশটি অনেকে চিবিয়ে থাকে?
ক. কচি ডাল
খ. বয়স্ক পাতা
গ. ছাল
ঘ. শেকড়
৫. কবিরাজরা কিসের প্রশংসায় পঞ্চমুখ?
ক. নিমের ফুলের
খ. নিমের ফলের
গ. নিমের ডালের
ঘ. নিমের পাতার
৬. কোনটি ঘটলে বিজ্ঞরা খুশি হন?
ক. নিমগাছ কেটে ফেললে
খ. নিমগাছের জন্য শান বাঁধিয়ে দিলে
গ. বাড়ির পাশে নিমগাছ গজালে
ঘ. নিমের পাতা ভেজে দিলে
৭. “একটা নতুন ধরনের লোক এলো” – কে এলো?
ক. কবিরাজ
খ. কবি
গ. লক্ষ্মীবউ
ঘ. বাউল
৮. কোন যুক্তিতে বিজ্ঞরা নিমগাছ কাটতে নিষেধ করেন?
ক. নিমের ফল সুস্বাদু
খ. নিমের পাতা উপকারী
গ. নিমের হাওয়া ভালো
ঘ. নিমের কাঠ টেকসই
৯. “সে আর এক আবর্জনা” – কী?
ক. নিমের ছাল
খ. বাঁধানো শান
গ. নিমের ডাল
ঘ. ভাজা বেগুন
১০. বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কী?
ক. বীরবল
খ. ভানুসিংহ
গ. বনফুল
ঘ. মতিহার
১১. বলাইচাঁদ মুখোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৮৫৯ সালে
খ. ১৮৭৯ সালে
গ. ১৮৯৯ সালে
ঘ. ১৯১৯ সালে
১২. বনফুল কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
ক. মৌড়া
খ. নিমতা
গ. সাগরদাঁড়ি
ঘ. মণিহার
১৩. বনফুলের পিতার নাম কী?
ক. শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
খ. শ্রীজিত চট্টোপাধ্যায়
গ. সত্যনারায়ণ মুখোপাধ্যায়
ঘ. অরবিন্দ গঙ্গোপাধ্যায়
১৪. কী হিসেবে চাকরির মাধ্যমে বনফুলের কর্মজীবনের সূচনা ঘটে?
ক. সাংবাদিক
খ. ম্যাজিস্ট্রেট
গ. মেডিক্যাল অফিসার
ঘ. জেলা প্রশাসক
১৫. কত সালে বনফুলের লেখা প্রথম প্রকাশিত হয়?
ক. ১৯০৮ সালে
খ. ১৯১৮ সালে
গ. ১৯২০ সালে
ঘ. ১৯২৮ সালে
১৬. নিচের কোনটির মাধ্যমে বনফুলের সাহিত্য অঙ্গনে আত্মপ্রকাশ ঘটে?
ক. সবুজপত্র
খ. শনিবারের চিঠি
গ. যুগবাণী
ঘ. আষাঢ়ে গপ্পো
১৭. কী ধরনের লেখালেখির ভেতর দিয়ে বনফুলের সাহিত্য অঙ্গনে প্রবেশ ঘটে?
ক. গল্প ও অনুকবিতা
খ. নাটক ও উপন্যাস
গ. গল্প ও ব্যঙ্গ-কবিতা
ঘ. ব্যঙ্গ-কবিতা ও প্যারডি
১৮. কোনটি বলাইচাঁদ মুখোপাধ্যায়ের রচিত গ্রন্থ?
ক. বনফুলের গল্প
খ. কল্পনা
গ. কুহেলিকা
ঘ. পঞ্চাশৎ
১৯. নিচের কোনটি বনফুলের লেখা গল্পগ্রন্থ?
ক. দামিনী
খ. বাহুল্য
গ. শ্রীকান্ত
ঘ. মৌরীফুল
২০. কোনটি বনফুলের লেখা জীবনী নাটক?
ক. রবিঠাকুর
খ. ভারতচন্দ্র
গ. বিদ্রোহী নজরুল
ঘ. শ্রীমধুসূদন
২১. বলাইচাঁদ মুখোপাধ্যায় কোন উপাধি লাভ করেন?
ক. ভারতরত্ন
খ. পদ্মভূষণ
গ. বনফুল
ঘ. নাইট
২২. বনফুল কত সালে মৃত্যুবরণ করেন?
ক. ১৯৪৯ সালে
খ. ১৯৫৯ সালে
গ. ১৯৬৯ সালে
ঘ. ১৯৭৯ সালে
২৩. বনফুলের মৃত্যুস্থান কোনটি?
ক. ঢাকা
খ. কলকাতা
গ. মিউনিখ
ঘ. সিডনি
২৪. ‘নিমগাছ’ গল্পে কী সিদ্ধ করার কথা উল্লেখ আছে?
ক. নিমের ডাল
খ. নিমের পাতা
গ. নিমের ছাল
ঘ. নিমের শেকড়
২৫. নিমের কোন অংশ শিলে পেষার কথা বলা হয়েছে নিমগাছ গল্পে?
ক. ছাল
খ. পাতা
গ. ডাল
ঘ. ফল
২৬. উপকার পাওয়ার জন্য নিমের কোন অংশটি অনেকে কাঁচা খায়?
ক. ডাল
খ. ফল
গ. পাতা
ঘ. ছাল
২৭. নিমের পাতা ভেজে কিসের সাথে খাওয়া হয়?
ক. পানির সাথে
খ. বেগুনের সাথে
গ. রুটির সাথে
ঘ. ভাতের সাথে
২৮. কবিরাজরা প্রশংসায় পঞ্চস্থ কিসের কারণে?
ক. নিমের উপকারিতা
খ. নিমের সৌন্দর্য
গ. নিমের অপকারিতা
ঘ. নিমের শ্রীহীন দশা
২৯. বিজ্ঞরা কোনটি করতে নিষেধ করেন?
ক. নিমগাছ লাগাতে
খ. নিমগাছ কাটতে
গ. নিমের ডাল ভাঙতে
ঘ. নিমের পাতা ছিঁড়তে
৩০. নিমের চারধারে আবর্জনা জমার কারণ কী?
ক. অতি যত্ন
খ. বাঁশের বেড়া
গ. ছোট ছেলেমেয়ে
ঘ. অযত্ন
৩১. যকৃত ভালো রাখার জন্য তুমি কোনটি খাবে?
ক. নিমের ডাল
খ. নিমের ছাল
গ. নিমের পাতা
ঘ. নিমের ফল
৩২. ‘নিমগাছ’ গল্পে অযত্নের কারণে নিমগাছের চারধারে কী তৈরি হয়?
ক. ঘনজঙ্গল
খ. আবর্জনার স্তূপ
গ. ছোট ডোবা
ঘ. দোকানপাট
৩৩. নিমগাছের দিকে চেয়ে থাকার সময় কবির চোখে কী ছিল?
ক. বিষণ্ণতা
খ. বিরক্তি
গ. অস্বস্তি
ঘ. মুগ্ধতা
৩৪. কবি নিমগাছের কিসে মুগ্ধ হয়েছিল?
ক. পাতার ঔষধি গুণে
খ. পাতা ও ফুলের সৌন্দর্যে
গ. ছালের ঔষধি গুণে
ঘ. গাছের শীতল ছায়ায়
৩৫. নিমগাছের দিকে খানিকক্ষণ চেয়ে থেকে কবি কী করল?
ক. নিমের ডাল ভাঙল
খ. নিমের পাতা ছিঁড়ল
গ. গাছের ওপর চড়ে বসল
ঘ. চলে গেল
৩৬. নতুন ধরনের লোকটা চলে যাওয়ার সময় নিমগাছের কী ইচ্ছে হলো?
ক. তাকে দুটি ফুল দেবে
খ. ডাল ভেঙে তার মাথায় ফেলবে
গ. তার সাথে চলে যাবে
ঘ. তাকে আরও কিছুক্ষণ বসতে বলবে
৩৭. ‘নিমগাছ’ গল্পে নিমগাছের জীবনের সাথে কার জীবনের তুলনা করা হয়েছে?
ক. একজন ছাপোষা কেরানির
খ. একজন দরিদ্র শিক্ষকের
গ. এক দুঃখিনী গৃহবধূর
ঘ. একটি বঞ্চিত শিশুর
৩৮. নিমপাতা তেলে ভাজা হয় কেন?
ক. ঔষধি গুণ বাড়ানোর জন্য
খ. রস বের করার জন্য
গ. জীবাণুক্ত করার জন্য
ঘ. খানিকটা উপাদেয় করার জন্য
৩৯. কোনটি খেলে মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে?
ক. বয়ষ্ক নিমপাতা
খ. ভাজা নিমপাতা
গ. কচি নিমফুল
ঘ. কচি নিমপাতা
৪০. ‘নিমগাছ’ গল্পে নিমগাছের চারপাশে কী দিয়ে বাঁধিয়ে দেওয়া হয়েছিল?
ক. ইট ও সিমেন্ট
খ. রড ও সিমেন্ট
গ. ইট ও বালি
ঘ. রড ও বালি
৪১. গাছগাছালি পরিশোধন করে যিনি মনুষ্যরোগের চিকিৎসা করেন তাঁকে কী বলা হয়?
ক. বেহারা
খ. কবিরাজ
গ. বয়াতি
ঘ. কার্টুনি
৪২. ‘নিমগাছ’ গল্পে কে সৌন্দর্যের পূজারি?
ক. কবিরাজ
খ. নতুন ধরনের লোকটা
গ. গৃহবধূ
ঘ. শান বাঁধিয়ে দেওয়া লোকটা
৪৩. ‘নিমগাছ’ গল্পে সংসারের জালের সাথে কোনটি তুলনীয়?
ক. নিমের পাতা
খ. নিমের ছাল
গ. নিমের ডাল
ঘ. নিমের শেকড়
৪৪. ‘নিমগাছ’ গল্পটি কোন ধরনের?
ক. কহিনিনির্ভর
খ. প্রতীকধর্মী
গ. কাব্যধর্মী
ঘ. ঐতিহাসিক
৪৫. নতুন ধরনের লোকটা-
i. নিমগাছ দেখে মুগ্ধ হলো
ii. নিমগাছের প্রশংসা করল
iii. নিমগাছের উপকার গ্রহণ করল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪৬. ‘নিমগাছ’ গল্পে কবিরাজ এবং কবির মধ্যে পার্থক্য-
i. স্বার্থ মগ্নতায়
ii. সৌন্দর্যপ্রীতিতে
iii. নিমগাছের প্রশংসায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর পাও।
একটি বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করে রানি। বাড়ির সবার ভালোমন্দ দেখভালের ভার তার ওপরেই। কিন্তু বিনিময়ে পায় অত্যন্ত কম পারিশ্রমিক। তার সুখ-দুঃখের প্রতি খেয়াল রাখে না কেউ।
৪৭. উদ্দীপকের রানির সাথে ‘নিমগাছ’ গল্পের কোন চরিত্রের মিল লক্ষ করা যায়?
ক. বিজ্ঞ
খ. নিমগাছ
গ. কবিরাজ
ঘ. কবি
৪৮. উক্ত মিল-
i. উপকারী ভূমিকা রাখায়
ii. অবহেলার শিকার হওয়ায়
iii. ভর্ৎসনার শিকার হওয়ায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
এসএসসি-২০২৫ বাংলা সকল অধ্যায়ের সাজেশন উত্তরসহ সংগ্রহ করো
শিক্ষার্থীরা, উপরে এতক্ষণ এসএসসি ২০২৫ নিমগাছ গল্পের mcq নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে উত্তরমালা দেখানো হয়নি। তবে তোমরা তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য উপরে “MCQ উত্তরমালা” অপশনে ক্লিক করে এই গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের উত্তরগুলো সংগ্রহ করতে পারবে।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post