নিয়তি গল্পের বহুনির্বাচনী প্রশ্ন
৭৮৫. হুমায়ূন আহমেদ কখন জন্মগ্রহণ করেন?
ক. ১৯৩৮ সালের ১৩ই নভেম্বর
✔ ১৯৪৮ সালের ১৩ই নভেম্বর
গ. ১৯৫০ সালের ৭ই নভেম্বর
ঘ. ১৯৫২ সালের ১৩ই নভেম্বর
৭৮৬. হুমায়ূন আহমেদ কোথায় জন্মগ্রহণ করেন?
✔ নেত্রকোনা
খ. বরিশাল
গ. কুমিল্লা
ঘ. নোয়াখালী
৭৮৭. হুমায়ূন আহমেদ নেত্রকোনার কোথায় জন্মগ্রহণ করেন?
ক. লালপুর
✔ মোহনগঞ্জ
গ. সিদ্ধিরগঞ্জ
ঘ. কোনোটিই নয়
৭৮৮. হুমায়ূন আহমেদের বাবার নাম কী?
✔ ফয়জার রহমান আহমেদ
খ. আজিজুর রহমান
গ. জিয়াউর রহমান
ঘ. মতিউর রহমান
৭৮৯. হুমায়ূন আহমেদের মায়ের নাম কী?
ক. আমিনা ফয়েজ
খ. ফতেমা ফয়েজ
✔ আয়শা ফয়েজ
ঘ. সেলিনা ফয়েজ
৭৯০. হুমায়ূন আহমেদ কত সালে মাধ্যমিক পাস করেন?
✔ ১৯৬৫
খ. ১৯৬৬
গ. ১৯৬৭
ঘ. ১৯৬৮
৭৯১. কত সালে হুমায়ূন আহমেদ উচ্চ মাধ্যমিক পাস করেন?
ক. ১৯৬৬
✔ ১৯৬৭
গ. ১৯৬৮
ঘ. ১৯৬৯
৭৯২. হুমায়ূন আহমেদ উচ্চ মাধ্যমিক পাস করেন কোন কলেজ থেকে?
✔ ঢাকা কলেজ
খ. বরিশাল কলেজ
গ. খুলনা কলেজ
ঘ. পাবনা কলেজ
৭৯৩. হুমায়ূন আহমদ কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন?
ক. রাজশাহী বিশ্ববিদ্যালয়
খ. খুলনা বিশ্ববিদ্যালয়
✔ ঢাকা বিশ্ববিদ্যালয়
ঘ. কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়
৭৯৪. কিসের জন্য হুমায়ূন আহমদ স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন?
✔ সাহিত্যচর্চা
খ. শারীরিক অসুস্থতা
গ. পাবিরারিক কারণে
ঘ. সামাজিক কারণে
৭৯৫. হুমায়ূন আহমেদ কতগুলো গ্রন্থ রচনা করেন?
ক. পঞ্চাশ
খ. একশ
গ. দেড়শ
✔ দুইশ
৭৯৬. হুমায়ূন আহমেদের রচিত উল্লেখযোগ্য উপন্যাস কোনটি?
ক. শ্যামল ছায়া
খ. চন্দ্রকথা
✔ শঙ্খনীল কারাগার
ঘ. কৃষ্ণপক্ষ
৭৯৭. হুমায়ূন আহমেদের নির্মিত উল্লেখযোগ্য চলচ্চিত্র কোনটি?
ক. নন্দিত নরকে
✔ আগুনের পরশমণি
গ. প্রিয়তমেষু
ঘ. অয়োময়
৭৯৮. হুমায়ূন আহমেদ কীভাবে মৃত্যুবরণ করেন?
ক. সড়ক দুর্ঘটনায়
✔ ক্লোন ক্যান্সারে
গ. ব্লাড ক্যান্সারে
ঘ. হৃদরোগে
৭৯৯. হুমায়ূন আহমেদ কত সালে মৃত্যুবরণ করেন?
ক. ২০১০ সালের ১৯শে জুলাই
খ. ২০১০ সালের ২০শে জুলাই
গ. ২০১২ সালের ১৯শে জুলাই
✔ ২০১২ সালের ১৯শে জুলাই
৮০০. লেখকের কখন অদ্ভুত স্বপ্নময় দিন কেটেছে?
✔ শৈশবে
খ. কৈশোরে
গ. যৌবনে
ঘ. বৃদ্ধ বয়সে
৮০১. লেখকের শৈশবের স্বপ্নময় কিছুদিন কোথায় কেটেছে?
ক. মোহনগঞ্জে
খ. নেত্রকোনায়
গ. ঢাকা
✔ জগদলে
৮০২. কেন জগদলের দিনগুলো লেখকের কাছে আনন্দময় মনে হয়েছে?
✔ সেখানে স্কুল নেই
খ. সেখানে ঝরনা আছে
গ. খেলার বড় মাঠ আছে
ঘ. অনেক বন্ধু আছে
৮০৩. জগদলের বাড়ির মালিক দেশ ছেড়ে কোথায় গেছেন?
ক. আমেরিকা
খ. ফ্রান্স
গ. ইতালি
✔ ইন্ডিয়া
৮০৪. মহারাজার বিশাল বাড়িতে লেখকদের একতলায় থাকার ব্যবস্থা হয়েছিল কেন?
✔ দোতলা তালাবদ্ধ ছিল
খ. দোতলায় অন্য লোকজন ছিল
গ. দোতলার ঘরগুলো ভাড়া ছিল
ঘ. দোতলার ওঠার সিঁড়ি ভেঙ্গে গিয়েছিল
৮০৫. মহারাজার বেশিভাগ ঘর তালাবদ্ধ কেন?
✔ তাঁর জিনিসপত্র রাখা
খ. কাউকে থাকতে দেবে না
গ. কেউ যাতে ঢুকতে না পারে
ঘ. লোকজন না থাকায়
৮০৬. লেখক কাকে মহারাজার নাম জিজ্ঞাসা করেছিলেন?
✔ মাকে
খ. বাবাকে
গ. ছোট চাচাকে
ঘ. ছোট মামাকে
৮০৭. মহারাজা কেমন লোক ছিলেন?
ক. ভীরু
খ. সাহসী
গ. দয়ালু
✔ ক্ষমতাশালী
৮০৮. মহারাজার বাড়িটি কোথায় ছিল?
ক. শহরে
খ. গ্রামে
গ. রাস্তার পাশে
✔ জঙ্গলে
৮০৯. বিদ্যুৎ উৎপাদনের জন্য মহারাজার বাড়িতে কী ছিল?
✔ জেনারেটর
খ. হাতি
গ. ওয়াশিং মেশিন
ঘ. সুইমিং পুল
৮১০. মহারাজার রুচির পরিচয় পাওয়া যায় কী দেখে?
✔ বিচিত্র ধরনের বই
খ. বাড়ির নকশা
গ. ছাপাখানা
ঘ. জেনারেটর
৮১১. বিকেলগুলো লেখকের কাছে রোমাঞ্চকর ছিল কেন?
✔ বনে বেড়াতে যাওয়ার জন্য
খ. লেখতে যাওয়ার জন্য
গ. প্রাকৃতিক সৌন্দর্য
ঘ. ফুটবল খেলার জন্য
৮১২. লেখকের বাবার কাঁধে বন্দুক নেওয়ার কারণ কী?
ক. প্রায়ই সাপ বের হয়
খ. প্রায়ই সিংহ বের হয়
গ. প্রায়ই হরিণ বের হয়
✔ প্রায়ই বাঘ বের হয়
৮১৩. মহারাজার বৈশিষ্ট্য হিসেবে কী পাওয়া যায়?
✔ ক্ষমতাশালী
খ. কৃপণ
গ. ভীরু
ঘ. দয়ালু
৮১৪. লেখক বাবার সঙ্গে কোন সময় পর্যন্ত জঙ্গলে থাকতেন?
ক. সারাটি বিকেল
✔ সন্ধ্যা
গ. রাত
ঘ. দুপুর
৮১৫. লেখক ক্লান্ত হয়ে বাড়ি ফিরতেন কেন?
✔ জঙ্গলে ঘোরাঘুরি করে
খ. বাঘের পেছনে দৌড়ে
গ. না খেয়ে ঘোরার কারণে
ঘ. কোনোটিই নয়
৮১৬. জগদলে বন থেকে কী আসত?
ক. বিচিত্র পাখি
খ. বিচিত্র পশু
✔ বিচিত্র শব্দ
ঘ. বিচিত্র সাপ
৮১৭. হঠাৎ একদিন লেখকের কী হয়েছিল?
ক. অজ্ঞান হয়ে গিয়েছিল
খ. পেট ব্যথা হয়েছিল
গ. পায়ে ব্যথা হয়েছিল
✔ জ্বর হয়েছিল
৮১৮. জ্বর দেখে কার মুখ শুকিয়ে গেল?
ক. বাবার
খ. মায়ের
✔ বাবা-মায়ের
ঘ. ছোট ভাইবোনের
৮১৯. নিচের কোনটি জগদলে কুখ্যাত ছিল?
✔ ম্যালেরিয়া
খ. ফাইলেরিয়া
গ. ডেঙ্গু
ঘ. ডায়রিয়া
৮২০. ম্যালেরিয়া একবার কাউকে ধরলে কী করত?
ক. সতেজ করত
খ. আনন্দিত করত
গ. পঙ্গু করে দিত
✔ জীবনীশক্তি পুরোপুরি নিঃশেষ করে দিত
৮২১. কিসের প্রতিষেধক হিসেবে লেখকেরা কুইনাইন খেয়েছেন?
✔ ম্যালেরিয়া
খ. কলেরা
গ. ফাইলেরিয়া
ঘ. জ্বর
৮২২. লেখকেরা কবে কুইনাইন খেয়েছেন?
ক. শনিবারে
✔ রবিবারে
গ. সোমবারে
ঘ. মঙ্গলবারে
৮২৩. রবিবার লেখকেরা কত গ্রেন করে কুইনাইন খেতেন?
ক. তিন
খ. চার
✔ পাঁচ
ঘ. ছয়
৮২৪. লেখকের কোন অসুখটা বেশ পছন্দ হলো?
ক. জ্বর
✔ ম্যালেরিয়া
গ. জন্ডিস
ঘ. কলেরা
৮২৫. যখন জ্বর আসে তখন কী হয়?
ক. গান করতে ইচ্ছা করে
খ. গরম লাগে
গ. গোসল করতে ইচ্ছা করে
✔ প্রচণ্ড শীত করে
৮২৬. লেখকের দৃষ্টিতে জ্বর যখন বাড়তে থাকে তখন কী হয়?
✔ সামনের প্রতিটি জিনিস আকৃতিতে ছোট হতে থাকে
খ. সামনের প্রতিটি জিনিস আকৃতিতে বড় হতে থাকে
গ. সামনের জিনিসগুলো ঝাপসা লাগে
ঘ. শুয়ে থাকতে ইচ্ছা করে
৮২৭. জ্বরের সময় লেখকের কাছে নিজেকে কিসের মতো মনে হয়?
ক. বাঘ
খ. সিংহ
গ. রাক্ষস
✔ দৈত্য
৮২৮. ‘লেখকের কাছে জ্বরের অনুভূতি আশ্চর্য মনে হয়’ বলতে কী বোঝ?
✔ সাধারণের থেকে লেখকের দৃষ্টিভঙ্গিগত পার্থক্য
খ. জ্বর এর আগে কখনো হয়নি
গ. জ্বরকে ভালোবাসে বলে
ঘ. শুয়ে থাকতে হয় বলে
৮২৯. লেখকসহ তাঁর ভাই-বোনদের জ্বর আসে কীভাবে?
✔ নিয়মিত
খ. সন্ধ্যায়
গ. মোটামুটি
ঘ. সকালে
৮৩০. জ্বর কখন আসবে এটা জানা থাকার ফলে লেখকেরা কী করত?
✔ লেপ-কাঁথা মুড়ি দিয়ে বিছানায় শুয়ে পড়ত
খ. ওষুধ আগেই খেয়ে নিত
গ. মাথায় পানি দিত
ঘ. জেগে থাকত
৮৩১. প্রতিদিন ভোরে তিন ভাইবোন রাজবাড়ির মন্দিরের কোথায় বসে থাকে?
ক. বারান্দায়
খ. বাইরে
✔ চাতালে
ঘ. গাছে
৮৩২. তিন ভাই-বোন কোথায় বসে গায়ে রোদ মাখে? [অনু ১]
ক. উঠোনের ঘাসে
খ. ঘরের বারান্দায়
✔ মন্দিরের চাতালে
ঘ. বৈঠকখানায়
৮৩৩. এই সময় লেখকদের সঙ্গ দেয় কে?
ক. ময়না পাখি
খ. বিড়াল
✔ বেঙ্গল টাইগার
ঘ. সাপ
৮৩৪. বেঙ্গল টাইগার নামের কুকুরটি কাদের?
ক. পাশের বাড়ির
খ. মাস্টারের
গ. লেখকের
✔ মহারাজার
৮৩৫. মহারাজার কতগুলো কুকুর ছিল?
ক. পাঁচটা
খ. ছয়টা
গ. সাতটা
✔ অনেক
৮৩৬. মহারাজা সব কুকুরকে নিতে পারলেও এই কুকুরকে নিতে পারেননি কেন?
✔ কুকুরটি রাজবাড়ি ছেড়ে যেতে রাজি হয়নি
খ. কুকুরটি খোঁড়া ছিল
গ. জায়গার অভাবে
ঘ. অসুস্থ ছিল
৮৩৭. বেঙ্গল টাইগারকে খানদানি বলা হয়েছিল কেন? [অনু ২]
✔ আদব-কায়দার জন্য
খ. স্বতন্ত্র বৈশিষ্ট্যের জন্য
গ. সুন্দর চেহারার জন্য
ঘ. বয়স হওয়ার জন্য
৮৩৮. কুকুরটি ঝিমুতে ঝিমুতে কিসের জন্য অপেক্ষা করে?
✔ মৃত্যুর জন্য
খ. খাওয়ার জন্য
গ. বেড়াতে যাওয়ার জন্য
ঘ. কোনোটিই নয়
৮৩৯. লেখকের সঙ্গে কে ছিল?
✔ শেফু ও ইকবাল
খ. শেফা ও ফারুক
গ. ইকবাল ও ফারুক
ঘ. শেফু ও শেফা
৮৪০. লেখকের মা তাদের মাঝখানে কাকে বসিয়ে দিলেন?
ক. নিষাদ
খ. নুহাশ
✔ শাহীন
ঘ. শিলা
৮৪১. লেখক মন্দিরের বন্ধ দরজার ফাঁক দিয়ে কী বের হতে দেখলেন?
ক. অজগর সাপ
✔ কেউটে সাপ
গ. গুঁইসাপ
ঘ. কোনোটিই নয়
৮৪২. কেউটে সাপটির উপর ঝাঁপিয়ে পড়ল কে?
ক. লেখক
খ. শেফু
গ. ইকবাল
✔ বেঙ্গল টাইগার
৮৪৩. দ্বিতীয় দিন কুকুরের অবস্থা কেমন হলো?
✔ চামড়া খসে পড়ল
খ. মরে গেল
গ. জ্বর আসল
ঘ. হারিয়ে গেল
৮৪৪. লেখকের বাবা কুকুরটিকে কীভাবে মারলেন?
✔ গুলি করে
খ. পিটিয়ে
গ. বিষ দিয়ে
ঘ. আগুনে পুড়িয়ে
৮৪৫. লেখকের বাবা কয়টি গুলি করে কুকুরটিকে মারলেন?
ক. একটি
✔ দুইটি
গ. তিনটি
ঘ. চারটি
৮৪৬. লেখকের বাবা কুকুরটিকে মেরেছিলেন কেন?
ক. গলিত মাংসের দুর্গন্ধ আসছে বলে
খ. কুকুরটি সব খাবার খেয়ে ফেলত বলে
✔ কুকুরের কষ্ট সহ্য করতে না পেরে
ঘ. মানুষকে কামড়াত বলে
৮৪৭. ছেলের জীবন রক্ষা করেছে। তারপরেও কুকুরটিকে লেখকের বাবা মেরে কী বললেন?
✔ একে বলি নিয়তি
খ. পাপের শাস্তি
গ. উপকারের পুরস্কার
ঘ. দুর্ঘটনা
৮৪৮. চারদিকে ঘন অন্ধকারের মধ্যে কী ডাকছে?
✔ তক্ষক
খ. পেঁচা
গ. কাক
ঘ. ব্যাঙ
৮৪৯. বাড়ির চারপাশে কিসের বনে হাওয়া লেগে বিচিত্র শব্দ উঠছে?
ক. বাঁশ বনে
✔ আম বনে
গ. কাঁঠাল বনে
ঘ. লিচু বনে
৮৫০. অদ্ভুত শব্দের অর্থ কী?
✔ চমৎকার
খ. কুশ্রী
গ. ভয়ংকর
ঘ. বীভৎস
৮৫১. আবেশ বলতে কী বোঝ?
✔ ভাবাবেগ
খ. ভালোবাসা
গ. এক ধরনের প্রতিক্রিয়া
ঘ. ছদ্মবেশ
৮৫২. তক্ষক শব্দের অর্থ কী?
✔ এক ধরনের বিষধর সাপ
খ. কুকুর
গ. টিকটিকি
ঘ. পাখি
৮৫৩. হুমায়ূন আহমেদের কোন গ্রন্থ থেকে ‘নিয়তি’ নামক গল্পটি সংকলিত হয়েছে?
ক. আমার শৈশব
✔ আমার ছেলেবেলা
গ. জগদলের সেই দিনগুলি
ঘ. সেই কুকুরটি
শিক্ষার্থীরা, ওপরের বাটনে ক্লিক করে নিয়তি গল্পের বহুনির্বাচনী প্রশ্ন ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post