নিরীহ বাঙালি mcq প্রশ্ন উত্তর : বাঙালি পুরুষগণের অলসপ্রিয়তা, শারীরিক পরিশ্রমে অনীহা, বাগাড়ম্বর আচরণ সম্পর্কে আলোচনা যেমন রয়েছে, তেমনি নারীদের অহেতুক রূপচর্চা, পরচর্চা এবং নিজেদের অবলা প্রমাণ করার সর্বাত্মক প্রচেষ্টার প্রতি আলোচনাও রয়েছে। প্রকৃতপক্ষে ব্যঙ্গাত্মক এ প্রবন্ধের মাধ্যমে রোকেয়া সাখাওয়াত হোসেন বাঙালি পুরুষ ও নারীকে সত্যিকার সামাজিক, পারিবারিক ও জাতীয় কাজে প্রণোদিত করতে চেয়েছেন। প্রবন্ধটি আমাদের ইতিবাচক ও গুরুত্বপূর্ণ কাজের প্রতি মনোযোগী হবার শিক্ষা দেয়।
নিরীহ বাঙালি mcq প্রশ্ন উত্তর
১. আমরা অন্নোৎপাদনে সচেষ্ট না হয়ে কিসে সচেষ্ট হয়েছি?
ক. মানুষ মারতে
খ. সমাজের উন্নতি করতে
● অর্থ অর্জনে
ঘ. মেদ বর্ধনে
২. ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে পাওয়া যায়—
র. দুর্বল
রর. অবলা
ররর. নিরীহ
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. রর ও ররর
● র ও ররর
ঘ. র, রর ও ররর
৩. বাঙালি বাণিজ্যকে সহজ ও স্বল্পায়াস সাধ্য করে নিয়েছে যে কারণে তা হলো—
র. ভালোবেসে
রর. পরিশ্রমে অনীহা
ররর. নিজেদের সুবিধায়
নিচের কোনটি সঠিক?
ক. র
● রর
গ. ররর
ঘ. রর ও ররর
৪. আমাদের দেশের প্রধান ফলগুলো কেমন?
● রসালো
খ. তিতা
গ. পানসে
ঘ. টক
৫. ‘ভাঙ্গাকুলা’ বলতে লেখিকা কোনটি
ব্যবহার করেছেন?
ক. জীর্ণ কাঁথা
খ. কালিডোর
গ. কুন্তলীন
● ভগ্ন শূর্প
৬. ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে লেখিকা বাঙালি নারীর প্রতি যে মনোভাব ব্যক্ত করেছেন তা হলো—
ক. ইতিবাচক
● নেতিবাচক
গ. হাস্যরসাত্মক
ঘ. প্রশংসাবাচক
৭. ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে বাঙালির
পশ্চাৎপদতার স্বরূপ হিসেবে চিহ্নিত করা হয়েছে—
র. অলসপ্রিয়তা
রর. পরিশ্রমে অনীহা
ররর. বাগাড়ম্বর আচরণ
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. রর ও ররর
গ. র ও ররর
● র, রর ও ররর
৮. মুসলমান মেয়েদেরকে শিক্ষা গ্রহণে উৎসাহিত করতে লেখিকা—
র. সাহিত্য রচনা করেছেন
রর. বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন
ররর. উপবৃত্তি প্রদান করেছেন
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ. রর ও ররর
গ. র ও ররর
ঘ. র, রর ও ররর
৯. ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে কারা সবই সহ্য করতে পারে?
● পুরুষরা
খ. নারীরা
গ. ধনীরা
ঘ. দরিদ্ররা
১০. ৯ ডিসেম্বরের সাথে রোকেয়া সাখাওয়াত হোসেনের সম্পর্ক—
র. জন্মে
রর. মৃত্যুতে
ররর. বিবাহে
● র ও রর
খ. রর ও ররর
গ. র ও ররর
ঘ. র, রর ও ররর
১১. আবীর সাহেব একজন বড় ব্যবসায়ী। তিনি শ্বশুরের টাকায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এখানে ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধের যে দিকটি প্রতিফলিত—
র. শ্বশুরের সম্পত্তি ভোগের লালসা
রর. পাস বিক্রয়
ররর. ভিক্ষা গ্রহণ
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ. রর ও ররর
গ. র ও ররর
ঘ. র, রর ও ররর
১২. ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধ পড়ে শিক্ষার্থীরা ধারণা পাবে—
র. বাঙালি নারী-পুরুষের মনস্তাত্ত্বিক দিক সম্পর্কে
রর. সমাজে নারী-পুরুসের বৈষম্য সম্পর্কে
ররর. নারীর মানসিক দাসত্ব সম্পর্কে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. রর ও ররর
গ. র ও ররর
● র, রর ও ররর
১৩. ‘বাঙালির গুণের কথা লিখতে হেইলে অনন্ত মসী, কাগজ, অক্লান্ত লেখকের আবশ্যক’—এখানে ‘গুণ’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. বৈচির্ত্য
খ. মর্যাদা
গ. বৈশিষ্ট্য
● দোষ
১৪. দেশের দুর্ভিক্ষ নিবারণের জন্য তুমি কী করবে?
ক. আমেরিকায় ভিক্ষা করব
● পরিশ্রম করব
গ. বিশৃঙ্খলার সৃষ্টি করব
ঘ. সেনাবাহিনীতে যোগ দেব
১৫. স্বাস্থ্যের উন্নতির দ্বারা সম্ভব হয়—
র. মুখম্রীর প্রফুল্লতা
রর. মনুষ্যত্ববোধ জাগ্রত করা
ররর. সৌন্দর্য বর্ধন করা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. রর ও ররর
● র ও ররর
ঘ. র, রর ও ররর
১৬. সৌকমুার্য শব্দের অর্থ কী?
● সৌন্দর্য
খ. আনন্দ
গ. আকাশ
ঘ. বন
নিরীহ বাঙালি বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
১৭. বাঙালির খাদ্যসামগ্রীর গুণ হলো—
র. সরস
রর. সুস্বাদু
ররর. মধুর
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. রর ও ররর
গ. র ও ররর
● র, রর ও ররর
১৮. আমাদের খাদ্যদ্রব্যগুলো আসলে কী?
● পুঁইশাকের ডাঁটা, সজিনা
খ. ফ্রাইড রাইস, নুডুলস
গ. স্যুপ, চিকেন ফ্রাই
ঘ. রুটি, ডাল
১৯. নারীরা নিজেদের সর্বদা কী প্রমাণ করার জন্য চেষ্টা চালায়?
ক. স্নেহময়ী রূপ
খ. কঠোর রূপ
● অবলা
ঘ. বন্ধুত্বের রূপ
২০. বেগম রোকেয়ার সাহিত্য রচনার মূল সুর কী?
ক. সমাজসংস্কার
● নারী জাগরণ
গ. নারী জাতির মূল্যায়ন
ঘ. ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে সোচ্চার
২১. কোন ভাইয়ের তত্ত্বাবধানে রোকেয়া ইংরেজি শেখেন?
● বড় ভাই
খ. মেজ ভাই
গ. সেজ ভাই
ঘ. ছোট ভাই
২২. ‘নিরীহ বাঙালি’ কী জাতীয় রচনা?
ক. বিজ্ঞান বিষয়ক
● হাস্যরসাত্মক
গ. তথ্য প্রযুক্তি বিষয়ক
ঘ. নারীর উন্নতি বিষয়ক
২৩. দুর্ভিক্ষ নিবারণ অপেক্ষা ভিক্ষা চাওয়া সহজ কেন?
ক. না চাইতেই পাওয়া যায় বলে
খ. সহজেই পাওয়া যায় বলে
গ. চাইলেই পাওয়া যায় বলে
● বিনা পরিশ্রমে পাওয়া যায় বলে
২৪. বাঙালির গুণের কথা লিখতে আবশ্যক—
র. অনন্ত মসী
রর. কাগজ
ররর. অক্লান্ত লেখক
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. রর ও ররর
গ. র ও ররর
● র, রর ও ররর
২৫. লেখকার মতে বাঙালিদের ধনবৃদ্ধির উপায় কী?
● কৃষি
খ. মৃৎশিল্প
গ. তাঁতশিল্প
ঘ. বস্ত্রশিল্প
২৬. বাঙালির খাদ্যসামগ্রী হলো—
র. ত্রিগুণাত্মক
রর. সুস্বাদু
ররর. মধুর
● র
খ. রর
গ. ররর
ঘ. রর ও ররর
২৭. ‘আজি কালি কোন জিনিষটার নকল না হয়?’ লেখিকা এই উক্তিটি করেছেন কেন?
ক. ভেজালের চাহিদা বেশি বলে
● ভেজাল সহজলভ্য বলে
গ. ভেজালের অল্পতা বোঝাতে
ঘ. ভেজাল দ্রব্য সস্তা বলে
২৮. ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে আরব্য উপন্যাসের কোন চরিত্রের উল্লেখ রয়েছে?
ক. আলিবাবা
খ. আলাদিন
● সিন্ধবাদ
ঘ. হারুন-অর-রশিদ
২৯. সমকালীন মুসলমান সমাজের কীসের বিরুদ্ধে তিনি লেখনী ধারণ করেন?
● কুসংস্কার
খ. দারির্দ্য
গ. শিক্ষা
ঘ. অর্থনীতি
৩০. ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে লেখিকা ‘পাস বিক্রয়’ বলতে কী বুঝিয়েছেন?
● শিক্ষাকে
খ. ব্যক্তিকে
গ. ব্যক্তিত্বকে
ঘ. মূল্যবোধকে
৩১. তুহিন শিহাবকে বলল, ‘আমরা সাহসী বীর বাঙালি’। তুহিনের এ বক্তব্যের সঙ্গে রোকেয়া সাখাওয়াত হোসেনর বক্তব্যের বিরোধিতা হলো, তিনি বাঙালিকে বলেছেন—
ক. ভীতু, কাপুরুষ
● দুর্বল, নিরীহ
গ. অলস, কুঁড়ে
ঘ. অসভ্য, বর্বর
৩২. ‘মস্তিষ্ক উর্বর’—এর ইংরেজী কী?
● Brain culture
খ. Brein culture
গ. Culture of Breain
ঘ. Brain of culture
৩৩. ছোটবেলায় বড় বোন করিমুন্নেসা রোকেয়াকে কী শিক্ষায় সাহায্য করেন?
ক. উর্দু
খ. ইংরেজি
● বাংলা
ঘ. ফারসি
৩৪. বেগম রোকেয়া মুসলমান নারীদের অগ্রসর হতে সাহায্য করেছিলেন—
র. কুসংস্কারের পথে
রর. শিক্ষার পথে
ররর. সংস্কৃতির পথে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
● রর ও ররর
গ. র ও ররর
ঘ. র, রর ও ররর
৩৫. রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম—
ক. ১৮৭০ সালের ৫ জুন
খ. ১৮৭৬ সালের ৯ জুলাই
● ১৮৮০ সালের ৯ ডিসেম্বর
ঘ. ১৮৮০ সালের ১১ ডিসেম্বর
৩৬. বাঙালি নারীরা কি পরিধান করে?
ক. পাটের শাড়ি
খ. তাঁতের শাড়ি
গ. জামদানি শাড়ি
● হাওয়ার শাড়ি
৩৭. পাস বিক্রয়ের মাধ্যমে লাভ করা যায়—
র. বিদেশি ভাষা
রর. অর্ধেক রাজত্ব
ররর. এক রাজকুমারী
ক. র ও রর
● রর ও ররর
গ. র ও ররর
ঘ. র, রর ও ররর
৩৮. রোকেয়ার মতে, বাঙালির গুণের কথা লিখতে গেলে কয়টি উপাদান আবশ্যক?
● তিনটি
খ. চারটি
গ. পাঁচটি
ঘ. ছয়টি
৩৯. আমাদের দোকানে যে সমস্ত বিলাস দ্রব্য বিক্রয়ার্থ মজুদ থাকে—
র. কেশতেল, রোগবর্ধক ঔষধ, বোতাম
রর. পিতলের অলঙ্কার, নকল হীরার আংটি, বোতাম
ররর. কেশতেল, নকল হীরার আংটি, বোতাম
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. রর ও ররর
গ. র ও ররর
● র, রর ও ররর
৪০. বাঙালীর গুণ লিখতে কী প্রয়োজন?
ক. কাগজ ও কলম
খ. অন্ত সময়
গ. অনেক লেখক
● অনন্ত মসী কাগজ ও অনন্ত লেখক
আরও দেখো—SSC শ্রেণির বাংলা গল্প-কবিতার সমাধান
নবম-দশম শ্রেণির প্রিয় শিক্ষার্থীরা, উপরে তোমাদের বাংলা সাহিত্য বই থেকে নিরীহ বাঙালি mcq প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। Answer Sheet অপশনে ক্লিক করে উত্তরগুলো সংগ্রহ করে নাও। এছাড়াও অধ্যায়ভিত্তিক সৃজনশীল, অনুধাবনমূলক এবং জ্ঞানমূলক প্রশ্নের সমাধান পেতে উপরে দেওয়া লিংকে ভিজিট করো।
Discussion about this post