নিরুদ্দেশ গল্পের প্রশ্নের উত্তর : প্রেমেন্দ্র মিত্রের ‘নিরুদ্দেশ’ গল্পে কথকের বন্ধু সৌমেশ যে নিরুদ্দেশ-বিষয়ক উপকাহিনিটি বলেছে তারই প্রধান চরিত্র শােভন। শােভন ছিল এক প্রাচীন জমিদার বংশের একমাত্র উত্তরাধিকারী এবং সে জমিদারি ক্ষয়িষ্ণু নয়। অনেক দুর্দিনের ভিতরেও তা নিজেকে রক্ষা করতে সমর্থ হয়েছে। শােভন ছিল ষােলাে-সতেরাে বছর বয়সের একটি ছেলে, দোহারা গড়ন।
নিরুদ্দেশ গল্পের প্রশ্নের উত্তর
অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
১. “দিনাটা ভারী বিশ্রী” দিনটা ‘বিশ্রী’ কেন?
উত্তর: শীতের দিন হলেও বাদলার কারণে আকাশ মেঘাচ্ছন্ন এবং পৃথিবী হয়ে উঠেছে। তাই দিনটা এত ‘বিশ্রী।
২. “একটা আশ্চর্য ব্যাপার দেখেছ?”- “আশ্চির্য ব্যাপার-টি কী ছিল?
উত্তর: ‘আশ্চর্য ব্যাপারটি ছিল খবরের কাগজে একসঙ্গে সাত- সাতটা নিরুদ্দেশের বিজ্ঞাপন বেরােনাে।
৩. সােমেশ হঠাৎ এসে পড়ায় কথকের কী সুবিধা হয়েছিল?
উত্তর: সােমেশ হঠাৎ এসে পড়ায় কথকের শীতের মেঘলা দুপুর কাটানাের সুবিধা হয়েছিল ।
৪. কাগজে সাতটি বিজ্ঞাপনের কথা শুনে সােমেশের প্রতিক্রিয়া কী ছিল?
উত্তর: বিজ্ঞাপনের কথা শুনে সােমেশ কোনাে কৌতূহল না দেখিয়ে উদাসীনভাবে সিগারেটের ধোঁয়া ছাড়তে থাকেন।
৫. আমার হাসি পায়।” —কীসে বক্তা হাসি পাওয়ার কথা বলেছেন?
উত্তর: কথক বলেছেন যে কাগজে ‘নিরুদ্দেশ’-এর বিজ্ঞাপনগুলাে দেখলে তার হাসি পায়।
৬. নিরুদ্দেশ’ গল্পে ছেলের পীড়াপীড়িতে মা কী করেছিলেন?
উত্তর: ‘নিরুদ্দেশ’ গল্পে ছেলের পীড়াপীড়িতে মা লুকোনাে পুঁজি থেকে টাকা বের করে তাকে দিয়েছিলেন।
৭. ‘নিরুদ্দেশ’ গল্পে বাবা তার থিয়েটার-দেখতে যাওয়া ছেলে ফিরলে কী করবেন বলেছেন?
উত্তর: ‘নিরুদ্দেশ’ গল্পে বাবা তার থিয়েটার দেখে ফেরা ছেলেকে বাড়ি থেকে বের করে দেবেন বলেছেন।
৮. ছেলে নিরুদ্দেশে চলে যাওয়ার পরে মার কী অবস্থা হয়?
উত্তর: ছেলে নিরুদ্দেশে চলে যাওয়ার পরে মা খাওয়া বন্ধ করে দেন এবং বিছানা ছেড়ে ওঠেন না
৯. এতটা আশঙ্কা করেনি।”—কী আশঙ্কা না করার কথা বলা হয়েছে?
উত্তর: দুবছর নিরুদ্দেশে থাকার ফলে তার কিছু পরিবর্তন হলেও জমিদারির কর্মচারীরা তাকে চিনতে পারবে না এটা শােভন আশঙ্কা করেনি
১০. বাবা ছেলের খোঁজ পাওয়ার জন্য কী করতে গিয়েছিলেন?
উত্তর: বাবা ছেলের খোঁজ পাওয়ার জন্য খবরের কাগজে বিজ্ঞাপন দিতে গিয়েছিলেন
১১. বিজ্ঞাপন দেওয়ার জন্য নিরুদ্দিষ্ট ছেলেটির বাবার কাছে কী কী জানতে চাওয়া হয়েছিল?
উত্তর: বিজ্ঞাপন দেওয়ার জন্য নিরুদ্দিষ্ট ছেলেটির বাবার কাছে স্পেসের পরিমাপ ও বিজ্ঞাপনের কপি এনেছেন কিনা জানতে চাওয়া হয়েছিল।
১২. নিরুদ্দেশের বিজ্ঞাপনে বাবা কী লিখতে চেয়েছিলেন ?
উত্তর: নিরুদ্দেশের বিজ্ঞাপনে বাবা ছেলেকে ফিরে আসার আবেদন জানাতে চেয়েছিলেন |
১৩. ছেলের নিরুদ্দেশের বিজ্ঞাপন দেওয়ার সময়ে বাবা সবথেকে বেশি কী নিয়ে চিন্তিত ছিলেন?
উত্তর: বিজ্ঞাপন দেওয়ার সময়ে নিরুদ্দিষ্ট ছেলেটির মায়ের জলগ্রহণ না করার বিষয়টি নিয়েই তার বাবা সবথেকে বেশি চিন্তিত ছিলেন।
১৪. খবরের কাগজে বিজ্ঞাপন প্রকাশের আগেই কী ঘটনা ঘটল?
উত্তর: খবরের কাগজে বিজ্ঞাপন প্রকাশের আগেই নিরুদ্দিষ্ট ছেলেটি বাড়িতে ফিরে এসেছিল।
১৫. ছেলেটি বাড়িতে ফিরে এসেছিল কেন?
উত্তর: ছেলেটি তার গােটাকতক বই নিয়ে যাওয়ার জন্য বাড়িতে ফিরে এসেছিল।
১৬. “অত আদর ভালাে নয়!– কে কাকে বলেছেন?
উত্তর: প্রেমেন্দ্র মিত্র রচিত ‘ নিরুদ্দেশ’ গল্পে বাড়ি ছেড়ে চলে যাওয়া ও শ্রাবার ফিরে আসা ছেলের মা তার বাবাকে আলােচ্য কথাটি বলেছেন।
১৭. “পুরানাে খবরের কাগজের ফাইল যদি উলটে দেখাে…” —কী দেখা যাবে?
উত্তর: পুরােনাে খবরের কাগজের ফাইল ওলটালে দেখা যাবে দিনের পর দিন একটি বিশেষ নিরুদ্দেশের বিজ্ঞাপন ধারাবাহিকভাবে বেরিয়েছে।
১৮. “মনে হয় ছাপার লেখায় সত্যি যেন কান পাতলে কাতর আর্তনাদ শোনা যাবে।”– এই আর্তনাদ কীসের জন্য ছিল?
উত্তর: এই আর্তনাদ ছিল নিরুদ্দিষ্ট ছেলের ফিরে আসার জন্য মায়ের কাতর আবেদন।
১৯. নিরুদ্দিষ্ট ছেলেটির পরিচয়ের কী বিশেষ চিহ্ন ছিল?
উত্তর: নিরুদ্দিষ্ট ছেলেটির পরিচয়ের বিশেষ চিহ্ন হিসেবে তার ঘাড়ের দিকে ডান কানের কাছে ছিল একটি বড়াে জডুল।
২০. “…তা মনে কোরাে না |””—কী মনে না করার কথা বলা হয়েছে?
উত্তর: শােভন নামের ছেলেটি বাড়ি ছেড়েছিল কোনাে অভিমানের বশে, মনটা মনে না করার কথা বলা হয়েছে |
সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
১. “আমরা কি এতদিন রামযাত্রা বার করেছি!”-কে কেন মন্তব্যটি করেছে?
উত্তর: প্রেমেন্দ্র মিত্রের ‘নিরুদ্দেশ’ গল্পে কোনাে-একটি ছেলে বাড়ি থেকে বেরিয়ে গেলে তার মা খাওয়া-দাওয়া ত্যাগ করেন এবং বিছানা নেন! বিব্রত বাবা খবরের কাগজের অফিসে গিয়ে হাজির হন এবং সেখানে এক কর্মী ভদ্রলােককে জানান যে তিনি তাদের কাগজে একটা খবর বের করতে চান। তাতে সেই নিরীহ চেহারার ভদ্রলােকটি ব্যঙ্গের সুরে বলেন যে তাদের খবরগুলাে বুঝি ছেলেটির বাবার পছন্দ হচ্ছে না। একইসঙ্গে প্রশ্নোপ্ত মন্তব্যটিও করেন তিনি।
২. বিজ্ঞাপনের পেছনে অনেক সত্যকার ট্র্যাজিডি থাকে।”—মন্তব্যটি ব্যা করাে।
উত্তর: প্রেমেন্দ্র মিত্রের ‘নিরুদ্দেশ’ গল্পে কথক খবরের কাগজের নিরুদ্দেশের বিজ্ঞাপনের প্রসঙ্গে বলেন যে এই নিরুদ্দিষ্টরা অনেক সময়ই রাগের মাথায় বা অভিমান করে বাড়ি ছাড়ে, তারপরে কিছুদিন বাদে রাগ আর অভিমান কমলে বাড়ি ফিরেও আসে | কিন্তু বন্ধু সােমেশের মনে হয় বিষয়টি এত সহজনয়। বহু নিরুদ্দেশের ঘটনার পিছনেই থাকে জীবন থেকে চিরকালের মতাে হারিয়ে যাওয়ার ঘটনা | সেসব ক্ষেত্রে হয় ফিরে আসা সম্ভব হয় না, বা ফিরে আসার পথ বন্ধ হয়ে যায়।
৩. হঠাৎ করে বিজ্ঞাপন বন্ধ হওয়ার কারণ কী ছিল?
উত্তর: ছেলের ফিরে না-আসার চূড়ান্ত হতাশা থেকেই বিজ্ঞাপন বন্ধ হয়েছিল, কারণ নিরুদ্দিষ্টের মায়ের শরীর এতটাই খারাপ হয়েছিল যে বিজ্ঞাপন অর্থহীন হয়ে গিয়েছিল।
৪. ”যেন কান পাতলে কাতর আর্তনাদ শােনা যাবে।”- মন্তব্যটি ব্যাখ্যা করাে।
উত্তর: প্রেমেন্দ্র মিত্রের ‘নিরুদ্দেশ’ গল্পে পুরােনাে খবরের কাগজে বহুদিন ধরে প্রকাশিত একটি বিজ্ঞাপনের কথা রয়েছে। বিজ্ঞাপনটি নিরুদ্দেশের। একজন মা কাতরভারের ছেলেকে ফিরে আসার জন্য অনুরােধ করেছেন।
সেখানে অস্পষ্ট আড়ষ্ট ভাষায় প্রকাশিত হয়েছে মায়ের মনের আকুলতা। একসময়ে সেই আকুলতা মিলিয়ে যায়। এরপর সংবাদপত্রের পৃষ্ঠায় ভেসে ওঠে পিতার কম্পিত, ধীর এবং শান্ত স্বর—যেখানে মার অসুস্থতার কথা জানিয়ে ছেলেকে ফিরে আসতে বলা হয়। এইসব অনুরােধ, আবেদনই আর্তনাদের মতাে শােনায়।
৫. “শােভন এই অবস্থাতে না হেসে পারলে না।”—শােভনের হাসির কারণ কী ছিল?
উত্তর: শােভন মা বাবার কাছে যেতে চাইলে নায়েবমশাই তাকে নিবৃত্ত করার জন্য বলেন যে, তাদের কাছে খবর আছে শােভন সাত দিন আগেই মারা গিয়েছে। উদ্ভ্রান্ত শােভন এই কথা শুনেই হেসে ফেলে। সে নিজে সশরীরে উপস্থিত, আর তাকেই কিনা তার মৃত্যুসংবাদ শােনানাে হচ্ছে—এই ঘটনা শােভনকে হাসতে বাধ্য করে। কণ্ঠস্বরে বিদ্রুপ মিশিয়ে তাই সে জানতে চায় শােভন কীভাবে মারা গেল।
৬. সে মুখের বেদনাময় বিমূঢ়তা শােভনের বুকে ছুরির মতাে বিধল ।”—কোন্ মুখের কথা বলা হয়েছে? প্রসঙ্গটি উল্লেখ করাে।
উত্তর: ‘নিরুদ্দেশ’ গল্পের উল্লিখিত অংশে শােভনের বৃদ্ধ বাবার মুখের বেদনাময় বিমূঢ়তার কথা বলা হয়েছে।
বৃদ্ধ নায়েবমশাই যখন নিরুদ্দিষ্ট শােভনকে তারই মৃত্যুসংবাদ শােনাচ্ছিলেন সেইসময় সে তার বাবাকে বাড়ি থেকে বেরােতে দেখে। বাবাকে দেখে তার ঝড়ে ভাঙা গাছের মতােই বিধবস্ত মনে হয়। সকলে কিছু বােঝার আগেই শােভন দৌড়ে ঘর থেকে বের হয়ে যায়৷ ‘বাবা’ বলে বৃদ্ধকে ডাকে। আর সেই গলার আওয়াজ শুনে বৃদ্ধ থমকে দাঁড়ান। তখন তার প্রতিক্রিয়া উল্লেখ করতে গিয়েই মন্তব্যটি করা হয়েছে।
৭. “শােভনকে একটা কাজ করতে হবে।”—কোন্ কাজের কথা বলা হয়েছে?
উত্তর: নায়েবমশাই গলার আওয়াজে মিনতি আর হাতে অনেকগুলােটাকার নােট নিয়ে শােভনকে বলেছিলেন এই ‘কাজ’-এর কথা | তা হল বাড়ির কী মৃতপ্রায়। ছেলের মৃত্যুসংবাদ তিনি শােনেননি। তাই ছেলেকে দেখারnআশা নিয়ে তিনি আজও বেঁচে আছেন। শােভনকে তার হারানাে ছেলে হয়ে একবার দেখা দিতে হবে, কারণ তার সঙ্গে হারানাে ছেলেটির প্রকৃতই মিল আছে।
নিরুদ্দেশ গল্পের বড় প্রশ্নের উত্তর
১. নিরুদ্দেশ’ গল্প অবলম্বনে শােভন চরিত্রটি বিশ্লেষণ করাে।
২. মিছিমিছিই আমি একলা বকে মরছি। গল্পকথকেৱ এই বিরক্তির কারণ কী? গল্পকারের এই উক্তিতে সােমেশের কী প্রতিক্রিয়া আলােচনা করাে।
৩. ‘এই বিজ্ঞাপনের পেছনে অনেক সত্যকার ট্র্যাজিডি থাকে।—সােমেশের উক্তি যে যথাযথ সােমেশের বলা কাহিনি অনুসরণে আলােচনা করাে।
৪. ‘ফিৱে আসাৱই ভয়ানক একটা ট্র্যাজিডির কথা আমি জানি।”—সােমেশের জানা কাহিনি অনুসরণে নিরুদ্দিষ্ট ছেলে শােভনের বাড়ি ফিরে আসাৱ ভয়ানক ট্র্যাজিক পরিণাম আলােচনা করাে।
৫. প্রেমেন্দ্র মিত্র ৱচিত ‘নিরুদ্দেশ’ গল্পে ঘকে অস্বস্তিকর স্তব্ধতা ভাঙার জন্য গল্পকথক নিরুদ্দেশের বিজ্ঞাপনকেন্দ্রিক যে কাহিনির সূচনা করেন, সেই কাহিনিটি সংক্ষেপে লেখাে।
৬. গল্পকাৱ প্রেমেন্দ্র মিত্র ৱচিত ‘নিরুদ্দেশ’ গল্পে চিত্রিত প্রাকৃতিক পরিবেশ গল্পকে কতখানি প্রভাবিত করেছে আলােচনা করাে।
৭. গল্পকাৱ প্রেমেন্দ্র মিত্রের ‘নিরুদ্দেশ’ গল্প অবলম্বনে নায়েব চরিত্রটি আলােচনা করাে।
আরো দেখো: নবম শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর ও সাজেশন
মাধ্যমিকের শিক্ষার্থীরা, উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে নদীর বিদ্রোহ প্রশ্ন উত্তর pdf ডাউনলোড করে নাও। এছাড়াও মাধ্যমিক অন্যান্য বিষয়ের পূর্ণাঙ্গ সাজেশন রয়েছে কোর্সটিকায়। যা তোমরা বিনামূল্যে পিডিএফ ফাইলে ডাউনলোড করতে পারবে। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post