এই বিষয়টি চর্চা করলে লেখার ভঙ্গি ও আবেগ প্রকাশে দক্ষতা বাড়ে। তাই কোর্সটিকায় আমরা সাজিয়ে দিয়েছি এই বিষয়ক একটি পরিপূর্ণ প্রশ্ন-উত্তর, যা শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতিকে সহজ ও ফলপ্রসূ করবে। এখনই প্র্যাকটিস শুরু করো—সাফল্যের গল্প লেখো কোর্সটিকায়।
নির্বাচনি পরীক্ষায় প্রথম হওয়ার দিনের দিনলিপি লিখন
প্রশ্ন: নির্বাচনি পরীক্ষায় প্রথম হওয়ার দিনের দিনলিপি
০৭ জানুয়ারি, ২০২৫
দনিয়া, ঢাকা।
নির্বাচনি পরীক্ষার আগে আমার জ্বর হয়েছিল। স্বভাবতই আমার শরীর ছিল দুর্বল। মা-বাবার উৎসাহেই আমি নির্বাচনি পরীক্ষায় অংশ নিয়েছিলাম। প্রতিটি পরীক্ষার দিনেই আমার মনে হয়েছে আমি বোধহয় কিছু লিখতে পারবো না। কিন্তু প্রশ্ন হাতে পেয়ে লিখতে শুরু করলে আর তা মনে হয় নি। প্রথম থেকে প্রতিটি পরীক্ষা আমার ভালোই হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার পর আমার মনে হয়েছে আমি জিপিএ-৫ পাবো। কিন্তু ফল প্রকাশের আগের দিন থেকে আমার বুকের ভেতর দুরু দুরু করতে থাকে। কেমন একটা ভয়! আমি জিপিএ-৫ পাব তো! আশা নিরাশার দোলায় রাতটা কেটে যায়। সকাল বেলায় আমাকে ডাকতে এসে আমাকে ভরসা দেন, তুই যেমন আশা করেছিস তোর রেজাল্ট তেমনই হবে। এখন উঠে তৈরি হয়ে নে। ন’টা বেজে গেছে। তাড়াতাড়ি তৈরি হলাম। নাশতা খেলাম। তারপর বেড়িয়ে পরলাম।
কলেজ গেটে আসতেই রাজিব ফোন করে খবরটা দিল। আমি বিশ্বাস করতে পারছিলাম না। ভেতরে ঢুকতেই আশরাফ, শামসু, মহির, সুভাষ, নাজির আমাকে জড়য়ে ধরে অভিনন্দন জানাল। আমি এগিয়ে গেলাম রেজাল্ট বোর্ডের দিকে। দেখে আমার চোখ ছানাবড়া। সত্যিই দেখছি তো! রসায়সেন স্যার এসে বললেন, হ্যাঁ, সত্যিই তুমি তিন গ্রুপ মিলিয়ে প্রথম হয়েছ। এক অনাস্বাদিত আনন্দ নিয়ে স্যারদের সালাম করে বাড়ি চলে এলাম। স্রষ্টার কাছে কৃতজ্ঞতা জানালাম অনেকবার। মা আমাকে জড়িয়ে ধরে কপাল্ব চুমু খেলেন। আর বাবা মাথায় হাত বুলিয়ে এ রেজাল্ট ধরে রাখার জন্য আশীর্বাদ করলেন। মনে মনে আমিও প্রতিজ্ঞা করলাম আমাকে আরও ভালো করতে হবে।
আরও দেখো—এইচএসসি বাংলা ২য় পত্রের উত্তরসহ সাজেশন
নির্বাচনি পরীক্ষায় প্রথম হওয়া কোনো সাধারণ ঘটনা নয়—এটি পরিশ্রম, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের ফসল। এই দিনটির অনুভূতি ও অভিজ্ঞতা দিনলিপির মাধ্যমে তুলে ধরলে লেখার গভীরতা ও স্বতঃস্ফূর্ততা প্রকাশ পায়। “নির্বাচনি পরীক্ষায় প্রথম হওয়ার দিনের দিনলিপি” লেখার মাধ্যমে শিক্ষার্থীরা যেমন সফলতার গল্প শেয়ার করতে পারে, তেমনি আত্মউন্নয়নের বার্তাও দিতে পারে।
কোর্সটিকার এই প্রয়াস শিক্ষার্থীদের সৃজনশীল দক্ষতা বাড়ানোর পাশাপাশি আত্মবিশ্বাসী করে তুলবে। লেখায় সত্য, আবেগ ও শৃঙ্খলা বজায় রাখো—আর প্রস্তুতি নাও আগামীর জন্য কোর্সটিকাতে।
এইচএসসি পরীক্ষার্থীরা, উপরে তোমাদের জন্য চূড়ান্ত সাজেশন হিসেবে নির্বাচনি পরীক্ষায় প্রথম হওয়ার দিনের দিনলিপি লিখন আলোচনা করা হয়েছে। শতভাগ কমন পাওয়ার জন্য এ প্রশ্নগুলো খুব ভালোভাবে অনুশীলন করার পরামর্শ থাকবে। পিডিএফ ফরমেটে উত্তরমালা সংগ্রহের জন্য ‘Answer Sheet’ অপশনে ক্লিক করো।
Discussion about this post