নীলনদ আর পিরামিডের দেশ বহুনির্বাচনি প্রশ্ন উত্তর : সৈয়দ মুজতবা আলীর জন্ম আসামের করিমগঞ্জে ১৯০৪ সালে। রবীন্দ্রনাথের স্নেহসান্নিধ্যে পাঁচ বছর লেখাপড়ার পর তিনি শান্তিনিকেতন থেকে স্নাতক হন। এছাড়া তিনি আলীগড় কলেজ, বার্লিন বিশ্ববিদ্যালয় ও কায়রোর আল-আজহার বিশ্ববিদ্যালয়েও অধ্যয়ন করেছেন। মূলত রম্যরচয়িতা হিসেবে বাংলা সাহিত্যে খ্যাত এই লেখকের উল্লেখযোগ্য গ্রন্থগুলো হচ্ছে ‘শবনম’, ‘দেশে বিদেশে’, ‘পঞ্চতন্ত্র’, ‘চাচা কাহিনী’, ‘জলে ডাঙ্গায়’।তিনি ১৯৭৪ সালে মৃত্যুবরণ করেন।
নীলনদ আর পিরামিডের দেশ বহুনির্বাচনি প্রশ্ন উত্তর
১. ভূমধ্যসাগর হতে কত মাইল পেরিয়ে আসছে ঠান্ডা হাওয়া?
ক. একশ
খ. দুইশ
গ. তিনশ
ঘ. চারশ
২. মরুভূমির যে বালিতে সূর্যরশ্মি প্রতিফলিত হয়েছিল তার রং কী ছিল?
ক. সোনালী
খ. রূপালী
গ. সবুজ
ঘ. বর্ণহীন
৩. মৃত্যু থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য বেদুইন কী করে?
ক. খাল খনন করে
খ. প্রিয়তম উটের গলা কাটে
গ. পানির সন্ধান করে
ঘ. দেশ ত্যাগ করে
৪. কোন বিষয়টি লেখকের কাছে ভূতুড়ে বলে মনে হলো?
ক. সমুদ্র বন্দর
খ. মরুভূমি
গ. মরুভূমির উপর চন্দ্রালোক
ঘ. মরুভূমির গাছপালা
৫. ‘জ্বল জ্বল দুটি ছোট সবুজ আলো’। সবুজ আলো দুটি কী ছিল?
ক. মোটর গাড়ির হেডলাইট
খ. ভূতের চোখ
গ. উটের চোখ
ঘ. মানুষের চোখ
৬. শহরতলিতে ঢুকতেই লেখক সারি সারি কী দেখতে পেলেন?
ক. উট
খ. গাছপালা
গ. মোটরগাড়ি
ঘ. আলো
৭. লেখক যখন শহরতলিতে পৌঁছালেন তখন সময় ছিল?
ক. সকাল দশটা
খ. রাত দশটা
গ. সকাল এগারটা
ঘ. রাত এগারটা
৮. লেখকের মতে কায়রো কেমন শহর?
ক. নিশাচর
খ. ছোট শহর
গ. পরিচ্ছন্ন শহর
ঘ. আধুনিক শহর
৯. কায়রোর রেস্তোঁরাগুলোর অবস্থা কেমন ছিল?
ক. নয়নাভিরাম
খ. পরিষ্কার
গ. নোংরা
ঘ. চাকচিক্যময়
১০. কয়টি টেবিল একখানে করে লেখক ও তার সহযাত্রীদের জন্য বসার ব্যবস্থা করা হল?
ক. একটি
খ. দুইটি
গ. তিনটি
ঘ. চারটি
১১. লেখকদের দেখে রান্নাঘর থেকে কে এসে সেলাম দিয়েছিল?
ক. রেঁস্তোরা মালিক
খ. বাবুর্চি
গ. লেখকের পরিচিত ব্যক্তি
ঘ. ম্যানেজার
১২. মিশরীয় রান্না কোন দেশীয় রান্নার মামাত বোন?
ক. বাংলাদেশি
খ. ভারতীয়
গ. সিংহলী
ঘ. পাকিস্তানি
১৩. লেখকের মন কাঁদছিল কোন খাবারের জন্য?
ক. মিশরীয়
খ. ভারতীয়
গ. বাংলাদেশি
ঘ. পাঞ্জাবি
১৪. কায়রোতে বৃষ্টিপাতের প্রকৃতি?
ক. নিয়মিত
খ. দৈবাৎ
গ. কখনই হয় না
ঘ. দিনে দুই বার হয়
১৫. নীলনদ কোন দেশে অবস্থিত?
ক. পাকিস্তানে
খ. সৌদি আরবে
গ. ভারতে
ঘ. মিশরে
১৬. মিশরের চাষাবাদের জলের উৎস?
ক. গঙ্গানদী
খ. আমাজান
গ. নীলনদ
ঘ. কপোতাক্ষ নদ
১৭. লেখকের চোখের সামনে কয়টি পিরামিড দাঁড়িয়ে ছিল?
ক. দুইটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
১৮. পৃথিবীর সপ্তাশ্চর্যের কোনটি মিশরে রয়েছে?
ক. ঝুলন্ত উদ্যান
খ. পিরামিড
গ. তাজমহল
ঘ. চীনের মহাপ্রাচীর
১৯. পিরামিডের উচ্চতা কত?
ক. ৫০০ ফুট
খ. ৩০০ ফুট
গ. ৮০০ ফুট
ঘ. ১০০০ ফুট
২০. পিরামিড তৈরিতে পাথরের সংখ্যা ছিল?
ক. তেইশ লক্ষ
খ. চব্বিশ লাক্ষ
গ. পঁচিশ লক্ষ
ঘ. ছাব্বিশ লক্ষ
২১. সবচেয়ে বড় পিরামিড তৈরিতে কতজন লোকের শ্রম ছিল?
ক. এক লক্ষ
খ. দুই লক্ষ
গ. তিন লক্ষ
ঘ. চার লক্ষ
২২. সবচেয়ে বড় পিরামিড তৈরিতে কত সময় লেগেছিল?
ক. সতের বছর
খ. আঠার বছর
গ. উনিশ বছর
ঘ. বিশ বছর
২৩. মিশরের সম্রাটদের কী নামে ডাকা হত?
ক. রাজা
খ. বাদশা
গ. ফারাও
ঘ. ভূপতি
২৪. ফারাওদের মতে মৃত্যুর পর নিচের কোনটি ঘটলে তারা অনন্ত জীবন পাবেন না?
ক. তাদের কবর দিলে
খ. তাদের পুড়িয়ে দিলে
গ. তাদের শরীরে পচন ঘটলে
ঘ. তাদের জীবিতদের সাথে রাখলে
২৫. ‘নিষ্প্রভ’ শব্দটির অর্থ—
i. প্রবাহহীন
ii. দীপ্তিহীন
iii. খুব সুন্দর
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. i ও ii
ঘ. ii ও iii
২৬. লেখকের প্রাণ কাঁদছিল কেন?
ক. মোগলাইয়ের জন্য
খ. ঝোল ভাতের জন্য
গ. মুরগি মুসল্লমের জন্য
ঘ. কাবাবের জন্য
২৭. মিশরের মসজিদগুলো ভুবন বিখ্যাত কেন?
ক. স্থাপত্যশৈলীর কারণে
খ. পর্যটকদের কারণে
গ. মিশরের আবহাওয়ার কারণে
ঘ. ফারাওদের নির্মাণ বলে
২৮. মিশরীয় সভ্যতার অনেক নিদর্শন কালের আবহে হারিয়ে যায়নি কেন?
ক. আবহাওয়া শুষ্ক বলে
খ. আবহাওয়া আর্দ্র বলে
গ. আবহাওয়া শীতল বলে
ঘ. শীতপ্রধান দেশ বলে
২৯. পিরামিডের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?
ক. প্রাচীন কীর্তিস্তম্ভ
খ. সভ্যতার ব্যহক
গ. কল্পনার উৎস
ঘ. আধুনিক স্থাপনা
৩০. মিশরীয় মসজিদগুলোকে ভুবনবিখ্যাত বলার ভাৎপর্য কী?
ক. মিনার বেশি বেশি
খ. কারুকার্য অনেক বেশি
গ. সৌন্দর্যে অতুলনীয়
ঘ. মরুভূমি ঘেরা
আরও দেখো—ষষ্ঠ শ্রেণির বাংলা গল্প-কবিতার সমাধান
ষষ্ঠ শ্রেণির প্রিয় শিক্ষার্থীরা, উপরে তোমাদের চারুপাঠ বাংলা বই থেকে নীলনদ আর পিরামিডের দেশ বহুনির্বাচনি প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। Answer Sheet অপশনে ক্লিক করে উত্তরগুলো সংগ্রহ করে নাও। এছাড়াও অধ্যায়ভিত্তিক জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং সৃজনশীল প্রশ্নের সমাধান পেতে উপরে দেওয়া লিংকে ভিজিট করো।
Discussion about this post