টপিক: অনার্স সমাজকর্ম ২য় বর্ষ নৃবিজ্ঞান পরিচিতি
অনার্স সমাজকর্ম ২য় বর্ষ নৃবিজ্ঞান পরিচিতি
বিষয় কোড: ২২২১০৭
ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
১. Anthropology শব্দটি কখন প্রথম ব্যবহৃত হয়?
উত্তর: Anthropology শব্দটি সর্বপ্রথম ১৭৮৯ সালে ব্যবহৃত হয়।
২. কোন গ্রিক শব্দ থেকে Anthropology শব্দটি এসেছে?
উত্তর: নৃবিজ্ঞানের ইংরেজি শব্দের উৎপত্তিগত শব্দ হলো দুটি গ্রিক ‘Anthropos’ শব্দ এবং ‘Logos’।
৩. প্রত্নতত্ত্ব কি?
উত্তর: প্রত্নতত্ত্ব বলতে লিখিত দলিলাদির পরিবর্তে রয়ে যাওয়া নির্মাণ কাঠামো কে বোঝায়।
৪. ফলিত নৃবিজ্ঞানের উদ্ভাবক কে?
উত্তর: ফলিত নৃবিজ্ঞানের উদ্ভাবক হলেন নৃবিজ্ঞানী ম্যালিনস্কি।
৫: নৃ গোষ্ঠী কি?
উত্তর: নৃ গোষ্ঠী হল জনসংখ্যার এমন অংশ যারা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত কতকগুলো সাধারণ দৈহিক বৈশিষ্ট্য অধিকারী।
৬. মঙ্গোলীয়দের গায়ের রং কেমন?
উত্তর: মঙ্গোলীয়দের গায়ের রং বাদামি।
৭. নৃবিজ্ঞানের পদ্ধতিসমূহ কি?
উত্তর: নৃবিজ্ঞানের উল্লেখযোগ্য পদ্ধতিসমূহ হলো: এথনোমেথডোলজি, এথনোগ্রাফি , অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ এবং তা নিরূপণ জীবনবৃত্তান্ত প্রণয়ন ইত্যাদি।
৮. সাংস্কৃতিক কি?
উত্তর: মানুষের জীবনযাপন, ধ্যান-ধারণা, শিল্পকলা, আচার-আচরণ, আদর্শ মূল্যবোধ, ধর্ম প্রভৃতির সমষ্টি হল সংস্কৃতি।
৯. ‘Culture is that we are ‘ উক্তিটি কার?
উত্তর: Culture is that we are ‘ উক্তিটি- সমাজবিজ্ঞানী এর।
১০. সাংস্কৃতিক আপেক্ষিকতাবাদের প্রবক্তা কে?
উত্তর: সাংস্কৃতিক আপেক্ষিকতাবাদের প্রবক্তা হলেন Franz Boas.
১১. Globalization শব্দটি প্রথম কখন ব্যবহার করা হয়?
উত্তর: ১৯৭৬ সালে Globalization শব্দটি প্রথম ব্যবহার করা হয়।
১২. “Civilization is what we use” – উক্তিটি কার?
উত্তর: “Civilization is what we use” – উক্তিটি সমাজবিজ্ঞানী Maclver এর।
১৩. এ দেশের কয়েকটি এথনিক গোষ্ঠী বা উপজাতি নাম লেখ।
উত্তর: এদেশের উল্লেখযোগ্য কয়েকটি এথনিক গোষ্ঠী বা উপজাতি নাম হল- চাকমা, রাখাইন, মনিপুরী, খাসিয়া, মারমা, হাজং, গারো প্রভৃতি।
১৪. চাকমাদের উৎসব গুলো কি কি ?
উত্তর: চাকমাদের উৎসব গুলো হলো- বিঝু, বৈসাবি,বুমুলার, জারগেট প্রভৃতি।
১৫. বাংলাদেশ মণিপুরীরা কোথায় বাস করে এবং তাদের ভাষার নাম কি?
উত্তর: মনিপুরীরা সিলেট জেলায় বাস করে এবং তাদের দুটি ভাষা রয়েছে – ১. মৈ তৈ ভাষা ও ২. বিষ্ণুপ্রিয়া ভাষা।
১৬. বাংলাদেশের একটি মাতৃপ্রধান ক্ষুদ্র নৃ গোষ্ঠীর নাম লেখ ।
উত্তর: বাংলাদেশের একটি মাতৃপ্রধান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নাম হল : গারো ।
১৭. অন্তবিবাহ কি?
উত্তর: নিজস্ব গোত্র ও জাতি বর্ণের পাত্র-পাত্রীর মধ্যে বিবাহ সংঘটিত হলে তাকে অন্তবিবাহ বলে।
১৮. বংশধারা কী?
উত্তর: বংশের ঐতিহ্য ধারাকে বংশানুক্রমিকভাবে বিস্তার করার প্রক্রিয়াকে বংশধারা বলে।
১৯. জুম চাষ কী?
উত্তর: অনুন্নত কৃষিকাজের এক বিশেষ পদ্ধতির নাম হলো জুম চাষ
অর্থাৎ পাহাড়ি অঞ্চলে বছর মেয়াদী যে চাষ করা হয় তাকে জুম চাষ বলে।
২০. ব্যান্ড বলতে কী বোঝো?
উত্তর: ব্যান্ড হচ্ছে একটি স্বাশিত ক্ষুদ্র সামাজিক গোষ্ঠী যারা একই ধরনের সংস্কৃতি ও আচার আচরণের অধিকারী এবং তারা পশু শিকার করে জীবিকানির্বাহ করত। তারা নির্দিষ্ট অঞ্চলে বাস করত এবং একে অপরকে আত্মীয় বলে জানতো।
২১. চিফডম কী?
উত্তর: চিফডম হচ্ছে একটি নির্দিষ্ট সমাজ যেখানে প্রত্যেকেই কর্তৃত্ব এবং স্বতন্ত্র মর্যাদা রয়েছে। এটি আদিম সমাজের রাষ্ট্র বিহীন ব্যবস্থার একটি স্তর।
২২. টোটেম বলতে কী বোঝো?
উত্তর: টোটেম বলতে আদিম মানুষের ধর্মীয় বিশ্বাসকে বোঝায় যার মাধ্যমে সদস্যরা কোন একটি বিশেষ প্রাণী বা বস্তুর উপর বিশ্বাস স্থাপন করবে
২৩. রূপকথা বলতে কী বোঝো?
উত্তর: রূপকথা সংস্কৃতির একটি অংশ এবং এটিতে ধর্মীয় কাহিনী
ও বিশ্ব জগত নিয়ে বর্ণনা করা হয়।
২৪. অভিভাসণ কি?
উত্তর: সাধারণত কোনো ব্যক্তি বা দলের নিজ গৃহ বাসভূমি থেকে দূরে স্থায়ীভাবে অবস্থান করাকে অভিবাসন বলে।
২৫.শিশু পাচার কি?
উত্তর: শিশুকে বেআইনি ও নীতি বহির্ভূতভাবে অনৈতিক কাজের উদ্দেশ্যে, ব্যবসার স্বার্থে দেশে কিং বিদেশে রপ্তানি করাকে শিশু পাচার বলে।
২৬. ‘Ancient Society’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: গ্রন্থের রচয়িতা লুইস হেনরি মর্গান।
২৭. ‘ A Handbook of Sociology’ গ্রন্থের লেখক কে?
উত্তর: ‘A Handbook of Sociology’ গ্রন্থের লেখক অগনগ নিমকফ
২৮. ‘Horticulture’ অর্থ কি
উত্তর: ‘Horticulture’ অর্থ উদ্যান পালন বিদ্যা।
২৯. AIDS এর পূর্ণরূপ কী?
উত্তর: এর পূর্ণরূপ হল: Acquired Immune Deficiency Syndrome.
৩০. ‘The Origin of Species’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: চার্লস ডারউইন
খ বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. নৃবিজ্ঞানের সংজ্ঞা দাও।
২. নৃবিজ্ঞানের প্রকৃতি লেখ।
৩. সাংস্কৃতিক নৃবিজ্ঞানের পরিধি লেখ।
৪. অংশগ্রহণমূলক পর্যবেক্ষণের সংজ্ঞা লেখ।
৫. অভিক্ষেপণ পদ্ধতি বলতে কী বোঝ?
৬. সংস্কৃতির উপাদানগুলো উল্লেখ কর।
৭. বস্তুগত ও অবস্তুগত সংস্কৃতির মধ্যে পার্থক্য লেখ।
৮. সংস্কৃতিয়ানের সংজ্ঞা দাও।
৯. এনথিক গোষ্ঠীর সংজ্ঞা দাও।
১০. এনথিক গোষ্ঠীর বৈশিষ্ট্য লেখ।
১১. জাতি ও উপজাতির মধ্যে পার্থক্য লেখ।
১২. জ্ঞাতি সম্পর্কের প্রকারভেদ লেখ।
১৩. বিবাহের প্রকারভেদ লেখ।
১৪. সমাজ জীবনে লিঙ্গ বৈষম্যের প্রভাব লেখ।
১৫. আদিম যুগে পশুপালন পর্যায় উল্লেখ কর।
১৬. রাষ্ট্র ও সরকারের পার্থক্য লেখ।
১৭. সর্বপ্রাণবাদ ও মহাপ্রাণবাদের পার্থক্য দেখাও।
১৮. ট্যাবুর শ্রেণিবিভাগ দেখাও।
১৯. মনা কী? বর্ণনা দাও।
২০. পরিবেশ দূষণের প্রভাব উল্লেখ কর।
গ বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. নৃবিজ্ঞানের সংজ্ঞা দাও। নৃবিজ্ঞানের পরিধি ও বিষয়বস্তু আলোচনা কর।
২. বাংলাদেশে নৃবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা আলোচনা কর।
৩. অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ কী? অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতির সুবিধা-অসুবিধা আলোচনা কর।
৪. নৃতাত্ত্বিক পদ্ধতিগুলো উল্লেখ কর। যেকোন একটি নৃতাত্ত্বি পদ্ধতি সম্পর্কে আলোচনা কর।
৫. বস্তুগত ও অবস্তুগত সংস্কৃতি কাকে বলে? বস্তুগত ও অবস্তুগত সংস্কৃতির মধ্যে বৈশাদৃশ্য আলোচনা কর।
৬. সাংস্কৃতিক পরিবর্তনে সমাজকর্মের ভূমিকা লেখ।
৭. তৃতীয় বিশে^র দেশসমূহের ওপর বিশ^ায়নের প্রভাব বর্ণনা কর।
৮. উপজাতি বলতে কী বোঝ? উপজাতি সমাজের ওপর প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ আলোচনা কর।
৯. রাখাইনদের জীবনধারা বর্ণনা কর।
১০. পরিবারের ভূমিকা ও কার্যাবলী আলোচনা কর।
১১. সামাজিক পরিবর্তনের ফলে পরিবার কাঠামো ও কার্যাবলির পরিবর্তন লেখঅ
১২. বাংলাদেশের সমাজজীবনে জ্ঞাতি সম্পর্কের গুরুত্ব আলোচনা কর।
১৩. বাংলাদেশে বিবাহের সমসাময়িক ধারা আলোচনা কর।
১৪. জুমচাষের কৌশলগুলো বর্ণনা কর।
১৫. এথনোগ্রাফিক উদাহরণসহ মানবসমাজের বিভিন্ন বিনিময় সম্পর্কে আলোচনা কর।
১৬. ব্যান্ড কী? ব্যান্ড সমাজ সম্পর্কে আলোচনা কর।
১৭. টিফডম কাকে বলে? চিফডমের বৈশিষ্ট্র বর্ণনা কর।
১৮. ডাকিনীবিদ্যা ও মায়াবিদ্যার সাদৃশ্য ও বৈসাদৃশ্য বর্ণনা কর।
১৯. পরিবেশ দূষণ বলতে কী বোঝ? পরিবেশ দূষণের প্রভাব আলোচনা কর।
এখানে ক্লিক করে অনার্স অনার্স ২য় বর্ষ মানবীয় জীববিজ্ঞান বুদ্ধি ও বিকাশ (PDF) ডাউনলোড করে নাও। অনার্স সমাজকর্ম ২য় বর্ষের অন্যান্য সাজেশন ডাউনলোড করতে এখানে ক্লিক করো। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post