নেভার স্টপ লার্নিং আয়মান সাদিক pdf download : Never Stop learning – কখনোই শেখা থামিও না। হ্যাঁ, শেখা কখনোই থামিয়ে দেয়া উচিৎ নয়। সে আপনি জীবনের যে স্তরেই থাকুন না কেন। শেখার নির্দিষ্ট কোনো সময়, স্থান কিংবা সীমা-পরিসীমা নেই। আমরা প্রত্যেকেই প্রতিনিয়ত নতুন নতুন বিষয় সম্পর্কে জানছি ও শিখছি। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বাস্তব জীবন ও কর্মমুখী শিক্ষাও সমানভাবে প্রয়োজনীয়।
একবিংশ শতাব্দীর এই প্রতিযোগিতামূলক বিশ্বে পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি একজন ছাত্রের প্রয়োজন বাস্তব জীবনের কিছু কোশল ও হ্যাক সম্পর্কে জানা। আয়মান সাদিকের লেখা নেভার স্টপ লার্নিং আয়মান সাদিক pdf download মূলত সেইসব কৌশল ও হ্যাক নিয়েই লিখা।
আমাদের প্রায় সবাই বই বলতে দুই ধরনের বইকে বুঝি। একটি পাঠ্যবই আর অন্যটি গল্পের বই। বাজারে প্রচলিত বইয়ের ভিড়ে আমরা প্রায় ভুলতেই বসেছি, কোন বইটি আমাদের পড়তে হবে। আমাদের বই পড়ার প্রধান উদ্দ্যেশ্য হচ্ছে, এর মাধ্যমে নিজেদের কল্পনাশক্তি, সৃজনশীলতা ও ইতিবাচক গুণাবলির বিকাশ ঘটানো।
কিন্তু কেমন হয়, যদি একটি বই পড়ে নিজেকে আমূল পরিবর্তন করে ফেলা যায়? শেখা যায় হতাশা থেকে মুক্তি পাওয়ার সকল উপায়? নেভার স্টপ লার্নিং আয়মান সাদিক pdf download বইটিতে অতি সংক্ষেপে সেই সকল বিষয়গুলোই বর্ণনা করা হয়েছে, যেগুলো বর্তমান প্রজন্মের পাঠকদের কল্পনা আর সৃজনীশক্তির বিকাশের পাশাপাশি ব্যক্তিত্বের বিকাশ ও উন্নয়নে সহায়ত করবে।
►► আরো ডাউনলোড করুন: Download Recharge Your Down Battery
►► আরো ডাউনলোড করুন: প্রোগ্রামিং শেখার বই PDF Download
►► আরো ডাউনলোড করুন: প্রোগ্রামিং এর চৌদ্দগুষ্ঠি PDF Book Free
►► আরো ডাউনলোড করুন: এসআই নিয়োগ প্রস্তুতি : সাব-ইন্সপেক্টর হতে চাইলে যা করবেন
►► আরো ডাউনলোড করুন: প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার বই পিডিএফ ডাউনলোড
►► আরো ডাউনলোড করুন: বিসিএস প্রস্তুতি : যে বইগুলো পড়তেই হবে (ডাউনলোড লিংকসহ)
►► আরো ডাউনলোড করুন: BBC জানালা ইংরেজি শেখার বই PDF Download
বইয়ের ভেতরের কিছু কথা
নেভার স্টপ লার্নিং বইটিতে আছে একজন সামাদ চাচার গল্প। যিনি দরিদ্র হওয়া সত্তেও জীবনের শেষ দিন পর্যন্ত একটি করে গাছ লাগিয়ে গেছেন। আপনি ভোকাবুলারি জয় করতে চান? চমৎকার বইকে আছে তারও ৫ টি উপায়।
শিক্ষাজীবনে অর্থ উপার্জনের উপায় থেকে সুন্দর মানসিকতা তৈরীর কৌশলসহ নেভার স্টপ লার্নিং বইটির ৪৭ টি অধ্যায়ের প্রতিটিতেই লুকিয়ে রয়েছে কিছু আইডিয়া ও মেসেজ, যা আমাদের সমাজ জীবনের প্রতিটি ক্ষেত্রে এগিয়ে থাকতে আমাদের সাহায্য করতে পারে। এ বইতে আরো যা আছে:
- চাকরিতে আবেদনের জন্য লেখা সিভিতি কিভাবে নিজেকে সবোত্তমভাবে উপস্থাপন করবেন।
- ইন্টারভিউতে সকল জড়তা কাটিয়ে কিভাবে নিজেকে প্রশ্নকর্তার সামনে উপস্থাপন করবেন।
- যারা মনে করে নিজেকে দিয়ে কিছু হবে না, তাদের নিজেকে নতুন করে আবিষ্কারের হ্যাকস।
- অপরিচিতদের থেকে সাহায্য নেয়ায় টিপস।
- কেউ পাত্তা না দিলে কিভাবে পাত্তা আদায় করে নিতে হয়, তার দুর্দান্ত টিপস।
সবশেষে আমরা কিভাবে আমাদের সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের ভালো ব্যবহারের মধ্য দিয়ে নিজের সুন্দর ব্যক্তিত্বের প্রমাণ দিতে পারি, তার সকল দিকনির্দেশনা পাওয়া যাবে এই বইতে।
নেভার স্টপ লার্নিং আয়মান সাদিক pdf download কেন পড়বেন?
বর্তমানে আমাদের দেশের ছাত্রসমাজের অন্যতম প্রধন সমস্যা হতাশা। কিন্তু দুঃখের বিষয় এই হতাশাকে কাটিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য এক বিন্দু আশার আলো দেখানোর মত কেউ নেই। সংকটপূর্ণ এ অবস্থায় হতাশা কাটিয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে সমানভাবে সফলতা অর্জনের দিকনির্দেশকের ভূমিকা পালন করতে পারে এই বইটি।
এ বইয়ে এমন কিছু ছোট ছোট আইডিয়া ও কৌশল গুরুত্বের সাথে আলোচনা করা হয়েছে যা বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা লেখাপড়াকে প্রাধান্য দিতে শেখাবে। পাশাপাশি পাশাপাশি নিজেদেরকে দক্ষ, অভিজ্ঞ, যোগ্য, কুশলী এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাটাকেও প্রাধান্য দিতে শেখাবে।
অত্যন্ত সততা এবং সরলতার সাথে রচনা করা নেভার স্টপ লার্নিং বইটি দৃঢ় ও আত্মপ্রত্যয়ী তরুণদের উৎসর্গ করে লেখা হলেও বইটি পড়ে সমাজের সব শ্রেণীর ও সব বয়সের মানুষই উপকৃত হবে বলে আশা করছি।
►► আরো ডাউনলোড করুন: Download Recharge Your Down Battery
►► আরো ডাউনলোড করুন: প্রোগ্রামিং শেখার বই PDF Download
►► আরো ডাউনলোড করুন: প্রোগ্রামিং এর চৌদ্দগুষ্ঠি PDF Book Free
►► আরো ডাউনলোড করুন: এসআই নিয়োগ প্রস্তুতি : সাব-ইন্সপেক্টর হতে চাইলে যা করবেন
►► আরো ডাউনলোড করুন: প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার বই পিডিএফ ডাউনলোড
►► আরো ডাউনলোড করুন: বিসিএস প্রস্তুতি : যে বইগুলো পড়তেই হবে (ডাউনলোড লিংকসহ)
►► আরো ডাউনলোড করুন: BBC জানালা ইংরেজি শেখার বই PDF Download
আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করে নিয়মিত আমাদের টিপস সম্পর্কে আপডেট থাকুন। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post