প্রশ্ন ► নৈশ বিদ্যালয় স্থাপনের জন্য আবেদন
গণশিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে তোমার এলাকায় একটি নৈশ বিদ্যালয় স্থাপনের জন্য জেলা প্রশাসকের নিকট একটি পত্র লেখ।
নৈশ বিদ্যালয় স্থাপনের জন্য আবেদন
তারিখ
বরাবর,
জেলা প্রশাসক
ফেনী
বিষয়: নৈশ বিদ্যালয় স্থাপনের জন্য আবেদন।
জনাব,
ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার আওতাধীন বলিয়াদহ একটি জনবহুল গ্রাম। এই গ্রামের লোকসংখ্যা প্রায় ৪ হাজার। এদের অধিকাংশই নিরক্ষর। নিরক্ষরতার অভিশাপে এ গ্রামের লোকজন এখনো মধ্যযুগীয় পরিবেশেই দিন যাপন করছে। শিক্ষার অভাবে গ্রামবাসী আধুনিক কৃষি পদ্ধতি সম্পর্কিত সাধারণ জ্ঞান সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ। শুধু কৃষি ক্ষেত্রেই নয়, স্বাস্থ্য-চিকিৎসা, খাদ্য-পুষ্টি, পরিবার পরিকল্পনা, জন্ম নিয়ন্ত্রণ, হিসাব-নিকাশ ইত্যাদি সম্পর্কেও তারা খুবই অসচেতন। নিরক্ষরতার অভিশাপে গ্রামের জীবনের পদে পদে হোঁচট খাচ্ছে। কিন্তু বয়স্কদের শিক্ষাদানের জন্য এ গ্রামে কোন নৈশ বিদ্যালয় নেই। তাই অনতিবিলম্বে এখানে একটি নৈশ বিদ্যালয় স্থাপন করা প্রয়োজন।
অতএব, অনুগ্রহপূর্বক আমাদের গ্রামে একটি নৈশ বিদ্যালয় স্থাপন করে নিরক্ষরতা দূরীকরণে ব্যবস্থা গ্রহণে আপনার সুমর্জি হয়।
নিবেদক
শহীদুল ইসলাম
বুলিয়াদহ গ্রামবাসীর পক্ষ থেকে।
বিশেষ দ্রষ্টব্য: প্রিয় শিক্ষার্থীরা, করোনাকালীন সময়ে বেতন মওকুফের জন্য আবেদন করা এখন অনেকের জন্যই জরুরী। আমরা সবাই জানি, মহামারী এই করোনাভাইরাসের কারণে অনেকের অভিভাবকই কর্মহীন হয়ে পড়েছে। তাই তোমারও যদি এ ধরনের কোন সমস্যা হয়ে থাকে, তাহলে করোনাকালীন সময়ে বেতন মওকুফের জন্য আবেদন পত্র তৈরি করতে পারো।
সকল শ্রেণির বাংলা ২য় পত্রের আবেদন পত্র, অনুচ্ছেদ রচনা, প্রবন্ধ রচনা, ভাবসম্প্রসারণ ইত্যাদি পেতে ভিজিট করো কোর্সটিকার বাংলা রাইটিং সেকশন পেজ। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post