নোরিক্স পিল খাওয়ার কতদিন পর মাসিক হয় মহিলাদের কাছে প্রায়শই এই প্রশ্নটি পাওয়া যায়। যারা নোরিক্স পিল ব্যবহার করেন এবং তাদের মাসিক এর তারিখ পিছিয়ে যায়। তারা মনে করেন, এই পিল ব্যবহার করার কারণেই তাদের সাথে এমনটি হয়েছে। যদিও মাসিক না হওয়ার অনেক কারণ আছে, তার মধ্যে পিল একটি। আগে আমাদের জেনে নেওয়া উচিত নোরিক্স পিল কি?
নোরিক্স হচ্ছে ইমার্জেন্সি পিল। মাসিক হওয়ার জন্য কখনোই নোরিক্স পিল খাওয়া হয় না। অরক্ষিত সহবাসের পরে গর্ভধারণ রোধে মহিলারা এই পিল ব্যবহার করে। নোরিক্স পিল খাওয়ার পরে সেই মাসে মহিলাদের মাসিকের ডেট পিছিয়ে গেলে মহিলারা মনে করে হয়তো নোরিক্স পিল খাওয়ার কারণেই তাদের এমনটি হয়েছে। তবে, আপনাদের বলি বিষয়টি সম্পূর্ণ এমন নয়। চলুন, বিষয়টি জেনে নেওয়া যাক।
নোরিক্স পিল খাওয়ার কতদিন পর মাসিক হয়
নোরিক্স পিল খাওয়ার নির্দিষ্ট সময় নেই। বরং, অনাকাঙ্খিত গর্ভধারণ রোধে নোরিক্স পিল খাওয়া হয়। এখন মনে করুন, মাসিকের ১০ দিন আগে আপনি নোরিক্স পিল ব্যবহার করেছেন। যদি নোরিক্স পিল খাওয়ার একটি নির্দিষ্ট সময় পরে মাসিক হতো তবে আপনার মাসিক ১০ দিন পরে না হয়ে অন্য একটি সময়ে হতো। সেটা কখনোই ভালো হতো না।
নোরিক্স খেলে মাসিকের সময় পরিবর্তন হবে এমনটা ভাবলে আপনি ভুল ভাবছেন। যদি আপনি মাসিকের ৫ দিন আগে নোরিক্স পিল ব্যবহার করেন তাহলে আপনার মাসিক ৫ দিন পরেই হবে। যদি আপনার মাসিক হতে ৫ দিনের বেশী সময় লেগে যায় তাহলে তার কয়েকটি কারণ আছে তার যেমন- হরমোনাল পরিবর্তন, বিভিন্ন ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া এবং কি পিলেরও পার্শ্বপ্রতিক্রিয়া থাকতে পারে।
স্বাভাবিকভাবেই সবসময় একই সময় মাসিক হয় না। মাঝে মধ্যে ৫/৭ দিন দেরিতে হয়। যদি দেখেন মাসিক হওয়ার ডেট ১০ দিন পেরিয়ে গেছে তাহলে প্রেগন্যান্সি টেস্ট করুন। যদি দেখেন মাসিক হওয়ার ডেটের ২০ দিন পেরিয়ে গেছে তাহলে অতিসত্বর ডাক্তারের সাথে যোগাযোগ করুন।
তবে, অধিকাংশ মহিলারা নোরিক্স পিল ব্যবহার করার সাথে সাথে অন্যান্য পিলও ব্যবহার করেন। নোরিক্স পিল ব্যবহার করলে ৭২ ঘন্টা পর্যন্ত অন্যান্য যেকোন পিল ব্যবহার করা থেকে বিরত থাকুন। নারীস্বাস্থ্য বিষয়ক আরও আর্টিকেল পড়তে ঘুরে আসুন স্বাস্থ্যপাতা।
শেষ কথা
উপরের কনটেন্ট পড়ে আমরা বুঝতে পারলাম নোরিক্স পিল খাওয়ার কতদিন পর মাসিক হয় এমন প্রশ্ন আসলে তারাই করে থাকেন যারা জানেন না যে, নোরিক্স পিল খেলে মাসিক হয় সময় পরিবর্তন হয় না। আশা করি মহিলারা আর্টিকেলটি পড়ে উপকৃত হয়েছেন।
আমরা আছি ফেসবুকেও। ফেসবুকে আমাদের পেজে ফলো করতে ক্লিক করুন কোর্সটিকা।
Discussion about this post