শিক্ষার্থীরা তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য কোর্সটিকার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা। কোর্সটিকায় আমরা এসএসসি ২০২৫ পরীক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞান ১ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর শেয়ার করব। এখানে প্রশ্নের সাথে উত্তরগুলোও থাকবে। এর ফলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি নিতে অনেক সুবিধা হবে।
এই অতি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তরগুলো চর্চা করলে তোমরা নিশ্চিতভাবে পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী। তাই আমরা আশা করব, কোর্সটিকায় প্রকাশিত পদার্থবিজ্ঞান প্রতিটি অধ্যায়ের সাজেশন তোমরা খুব মনোযোগ সহকারে অনুশীলন করবে। তোমাদের জন্য অনেক শুভকমানা।
পদার্থবিজ্ঞান ১ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. এক অ্যাম্পিয়ার কাকে বলে?
উত্তর: শূন্যস্থানের 1 মিটার দূরত্বে অবস্থিত অসীম দৈর্ঘ্যের এবং উপেক্ষণীয় বৃত্তাকার প্রস্থচ্ছেদের দুটি সমান্তরাল সরল পরিবাহকের প্রত্যেকটিতে যে পরিমাণ তড়িৎ প্রবাহ চললে পরস্পরের মধ্যে প্রতি মিটার দৈর্ঘ্যে 2 x 10⁻⁷N বল উৎপন্ন হয় তাকে এক অ্যাম্পিয়ার বলে।
২. পরিমাপের একক কাকে বলে?
উত্তর: পরিমাপের জন্য কোনো রাশির যে অংশকে আদর্শ ধরে রাশিটি পরিমাপ করা হয় তাকে ঐ রাশির পরিমাপের একক বলে |
৩. মাত্রা কী?
উত্তর: একটি রাশিতে বিভিন্ন মৌলিক রাশি কোন সূচকে বা কোন পাওয়ারে আছে, সেটাকে তার মাত্রা বলে।
৪. বৈজ্ঞানিক প্রতীক কাকে বলে?
উত্তর: বিজ্ঞানের সমীকরণগুলোতে ব্যবহৃত রাশিগুলোকে যে সকল চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয় তারাই বৈজ্ঞানিক প্রতীক |
৫. পিচ কী?
উত্তর: স্ক্রুগজের টুপি একবার ঘোরালে এর যতটুকু সরণ ঘটে এবং রৈখিক স্কেল বরাবর যে দৈর্ঘ্য এটি অতিক্রম করে তাকে স্ত্রুটির পিচ বলে ।
৬. স্ক্রুগজের ন্যুনাঙ্ক কাকে বলে?
উত্তর: স্ক্রুগজের বৃত্তাকার স্কেলের এক ভাগ ঘুরালে এর প্রান্ত বা বৃত্তাকার স্কেলটি যতটুকু সরে আসে তাকে যন্ত্রের স্ক্রুগজের ন্যুনাঙ্ক বলে |
৭. এক মোল কাকে বলে?
উত্তর: যে পরিমাণ পদার্থে 0.012 কিলোগ্রাম কার্বন-12 এ অবস্থিত পরমাণুর সমান সংখ্যক প্রাথমিক ইউনিট (যেমন পরমাণু, অণু, আয়ন, ইলেকট্রন ইত্যাদি) থাকে তাকে এক মোল বলে |
৮. ব্যক্তিগত ক্রুটি কী?
উত্তর: পর্যবেক্ষকের নিজের কারণে পাঠে যে ক্রুটি হয় তাকে ব্যক্তিগত ত্রুটি বলে।
৯. চূড়ান্ত ত্রুটি কী?
উত্তর: কোনো রাশি পরিমাপ করার সময় সম্ভাব্য সর্বোচ্চ ক্রুটিকে চূড়ান্ত ক্রুটি বলে|
১০. তুলা যন্ত্র কী?
উত্তর: পদার্থবিজ্ঞান ল্যাবরেটরির যে যন্ত্রে ক্ষুদ্র ও বৃহৎ বাটখারা এবং পিভটে দাড় করানো দাড়িপালা দিয়ে যেকোনো আকারের বস্তু ও পদার্থের ভর মাপা সম্ভব হয় তাকে তুলা যন্ত্র বা ব্যালেন্স বলে।
১১. পদার্থবিজ্ঞানের মূল লক্ষ্য কী?
উত্তর: পদার্থবিজ্ঞানের মূল লক্ষ্য হচ্ছে পর্যবেক্ষণ, পরীক্ষণ বিশেষণের আলোকে বন্ধু ও শক্তির রূপান্তর ও সম্পর্ক উদঘাটন এবং পরিমাণগতভাবে তা প্রকাশ করা।
১২. নিউটনের স্থান কালের ধারণায় মহাবিশ্ব কী নিয়ে গঠিত?
উত্তর: নিউটনের স্থান কালের ধারণায় মহাবিশ্ব ত্রিমাত্রিক স্থান ও একমাত্রিক সময় নিয়ে গঠিত।
১৩. পদার্থবিজ্ঞান কাকে বলে?
উত্তর: বিজ্ঞানের যে শাখায় স্থান, কাল, পদার্থ ও শক্তি নিয়ে আলোচনা করা হয়, সেই শাখাকে বলা হয় পদার্থ বিজ্ঞান ৷
শিক্ষার্থীরা, ওপরে পদার্থবিজ্ঞান ১ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই প্রশ্নগুলো বিগত বছরের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে বাছাই করা হয়েছে। এই প্রশ্নগুলো অনুশীলনের মাধ্যমে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে বলে আশা রাখছি।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post