শিক্ষার্থীরা তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য কোর্সটিকার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা। কোর্সটিকায় আমরা এসএসসি ২০২৫ পরীক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞান ১৩শ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর শেয়ার করব। এখানে প্রশ্নের সাথে উত্তরগুলোও থাকবে। এর ফলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি নিতে অনেক সুবিধা হবে।
এই অতি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তরগুলো চর্চা করলে তোমরা নিশ্চিতভাবে পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী। তাই আমরা আশা করব, কোর্সটিকায় প্রকাশিত পদার্থবিজ্ঞান প্রতিটি অধ্যায়ের সাজেশন তোমরা খুব মনোযোগ সহকারে অনুশীলন করবে। তোমাদের জন্য অনেক শুভকমানা।
পদার্থবিজ্ঞান ১৩শ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. তেজস্ক্রিয়তা কী?
উত্তর: ভারী মৌলিক পদার্থের নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে অবিরত তেজস্ক্রিয় আলফা, বিটা ও গামা রশ্মি নির্গমনের প্রক্রিয়াকে তেজস্ক্রিয়তা বলে।
২. আলফা কণা কী?
উত্তর: তেজস্ক্রিয় বিকিরণের ফলে নির্গত হিলিয়াম নিউক্লিয়াসই আলফা কণা ৷
৩. আইসি (IC) বা সমন্বিত বর্তনী কী?
উত্তর: আইসি (IC) বা সমন্বিত বর্তনী হলো সিলিকনের মতো অর্ধপরিবাহী ব্যবহার করে তৈরি এমন একটি নির্মান যাতে আমাদের আঙুলের নখের সমান জায়গায় লক্ষ লক্ষ আনুবীক্ষণিক তড়িৎবর্তনী সংযুক্ত বা অঙ্গীভূত থাকে।
৪. আ্যানালগ সংকেত কাকে বলে?
উত্তর: যেসব সংকেতের মান নিরবচ্ছিন্নভাবে পরিবর্তিত হয় তাদের এনালগ সংকেত বলা হয়। যেমন- বাসাবাড়িতে সরবরাহকৃত বিদ্যুতের ভোল্টেজ।
৫. p—n জংশন ডায়োড কাকে বলে?
উত্তর: একটি P-টাইপ অর্ধপরিবাহক ও একটি n-টাইপ অর্ধপরিবাহকের সমন্বয়ে সৃষ্ট জাংশনকে p—n জাংশন ডায়োড বলে।
৬. বিটা কণা কী?
উত্তর: বিটা কণা হলো এক ধরনের ধনাত্নক আধানযুক্ত কণা, এটির ভর ইলেকট্রনের ভরের সমান।
৭. অর্ধপরিবাহী কাকে বলে?
উত্তর: যেসব পদার্থের তড়িৎ পরিবহন ক্ষমতা সাধারণ তাপমাত্রায় পরিবাহী ও অপরিবাহী পদার্থের মাঝামাঝি তাদেরকে অর্ধ-পরিবাহী বলে।
৮. ডোপায়ন কী?
উত্তর: অর্ধপরিবাহী পদার্থের পরিবাহকত্ব বৃদ্ধির জন্য নিয়ন্ত্রিতভাবে অতি সামান্য খাদ যোগ করাই হলো ডোপিং।
৯. অর্ধায়ু কাকে বলে?
উত্তর: কোনো তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস সংখ্যা প্রারম্ভিক অবস্থার অর্ধেক হতে প্রয়োজনীয় সময়কে ঐ মৌলের অর্ধায়ু বলে।
শিক্ষার্থীরা, ওপরে পদার্থবিজ্ঞান ১৩শ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই প্রশ্নগুলো বিগত বছরের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে বাছাই করা হয়েছে। এই প্রশ্নগুলো অনুশীলনের মাধ্যমে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে বলে আশা রাখছি।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post