শিক্ষার্থীরা তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য কোর্সটিকার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা। কোর্সটিকায় আমরা এসএসসি ২০২৫ পরীক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞান ১৪শ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর শেয়ার করব। এখানে প্রশ্নের সাথে উত্তরগুলোও থাকবে। এর ফলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি নিতে অনেক সুবিধা হবে।
এই অতি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তরগুলো চর্চা করলে তোমরা নিশ্চিতভাবে পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী। তাই আমরা আশা করব, কোর্সটিকায় প্রকাশিত পদার্থবিজ্ঞান প্রতিটি অধ্যায়ের সাজেশন তোমরা খুব মনোযোগ সহকারে অনুশীলন করবে। তোমাদের জন্য অনেক শুভকমানা।
পদার্থবিজ্ঞান ১৪শ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. জীবপদার্থবিজ্ঞান কাকে বলে?
উত্তর: পদার্থবিজ্ঞানের সাথে জীববিজ্ঞানের সম্পর্ক স্থাপনে করে যে নতুন বিষয় সৃষ্টি হয়েছে তাকে জীবপদার্থবিজ্ঞান বলে।
২. ডাই কাকে বলে?
উত্তর: এনজিওগ্রাম করার সময় রক্তনালিকায় বিশেষ সরু ও নমনীয় নলের মাধ্যমে যে তরল পদার্থ প্রবেশ করান হয় তাই ডাই।
৩. এনজিওগ্রাফি কী?
উত্তর: এনজিওগ্রাফি হলো এমন একটি প্রতিবিম্ব তৈরির পরীক্ষা যেখানে শরীরের রক্তনালীসমূহ দেখার জন্য এক্সরে ব্যবহার করা হয়।
৪. MRI কি?
উত্তর: শক্তিশালী চৌম্বকক্ষেত্র এবং রেডিও তরঙ্গ ব্যবহার করে শরীরের কোনো স্থানের বা অঙ্গের বিস্তৃত প্রতিবিম্ব গঠন করে ব্যথাহীন এবং নিরাপদ রোগ নির্ণয় পদ্ধতি হলো MRI.
৫. এমআরআই এর পূর্ণরূপ কী?
উত্তর: এমআরআই এর পূর্ণরূপ হলো ম্যাগনেটিক রিজোন্যান্স ইমেজিং।
৬. ETT এর পূর্ণরূপ লিখ?
উত্তর: ETT এর পূর্ণ রূপ হলো Exercise Tolerence Test।
৭. ECG কী?
উত্তর: ইসিজি এর পূর্ণরূপ হলো ইলেকট্রোকার্ডিওগ্রাম। যে রোগনির্ণয় পদ্ধতির সাহায্যে নিয়মিতভাবে কোনো ব্যক্তির হৃৎপিণ্ডের বৈদ্যুতিক এবং পেশিজনিত কার্যকলাপ পর্যবেক্ষণ করা যায়, তাই হলো ইসিজি ৷
৮. CT স্ক্যান কী?
উত্তর: CT Scan (Computed Tomography Scan) হলো ত্রিমাত্রিক প্রতিবিম্ব তৈরীর একটি প্রক্রিয়া যা চিকিৎসাবিজ্ঞানে ব্যবহার করা হয়।
৯. রেডিওথেরাপি কী?
উত্তর: রেডিওথেরাপি হলো কোনো রোগের চিকিৎসায় আয়ন সৃষ্টিকারী বিকরণের ব্যবহার।
শিক্ষার্থীরা, ওপরে পদার্থবিজ্ঞান ১৪শ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই প্রশ্নগুলো বিগত বছরের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে বাছাই করা হয়েছে। এই প্রশ্নগুলো অনুশীলনের মাধ্যমে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে বলে আশা রাখছি।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post