নবম শ্রেণির পদার্থবিজ্ঞান ৩য় অধ্যায় : আগের অধ্যায়ে আমরা বস্তুর গতি নিয়ে আলোচনা করেছি কিন্তু কেন বস্তু গতিশীল হয় সেটি নিয়ে কিছু বলা হয়নি। এই অধ্যায়ে আমরা দেখব বস্তু গতিশীল হয় বলের কারণে এবং বল নিয়ে আইজাক নিউটনের তিনটি যুগান্তকারী সূত্র নিয়ে আলোচনা করব। বল কীভাবে বস্তুর উপর কাজ করে সেটি নিয়ে আলোচনা করার সময় খুব স্বাভাবিকভাবেই বিভিন্ন ধরনের বল, বস্তুর জড়তা, বলের প্রকৃতি, ঘর্ষণ বল এই বিষয়গুলোও আলোচনায় উঠে আসবে।
নবম শ্রেণির পদার্থবিজ্ঞান ৩য় অধ্যায়
সৃজনশীল প্রশ্ন ১ : A এবং B বসুর ভর 20 kg 30 kg B সামনে থেকে 10ms সমবেগে গতিশীল। A দ্বির অবস্থান থেকে 3ms 1 সমত্বরণে গতিশীল 10s পর সংঘর্ষে লিপ্ত হয়ে এর মিলিত অবস্থায় চলতে থাকে।
ক. সুষম বেগ কাকে বলে?
খ. s = ut + 1/2at^2 সমীকরণটির যথার্থতা মাত্রা বিশ্লেষণের সাহায্যে ব্যাখ্যা করো।
গ. উপরের বন্ধুম্বয়ের মিলিত বেগ নির্ণয় করো।
ঘ. উপরের ঘটনাটি কোন সূত্র সমর্থন করে, গাণিতিক যুক্তিসহকারে বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ২ : ফারুক 4kg ভরের একটি বাক্স একটি মেঝের উপর দিয়ে সমবলে টেনে নিল। বাক্স ও মেঝের মধ্যকার ঘর্ষণ বলের মান 1.5N বাক্সটিকে টেনে নেওয়ায় এর ত্বরণ হল 0.8ms^2। এরপর বাক্সটিকে ঘর্ষণবিহীন মেঝেতে একই বল প্রয়োগ করে টানা হলো।
ক. সাম্য বল কাকে বলে?
খ. ভর হচ্ছে পদার্থের জড়তার পরিমাণ ব্যাখ্যা করো।
গ. প্রথম ক্ষেত্রে বাক্সটির উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করো।
ঘ. ঘর্ষণযুক্ত ও ঘর্ষণবিহীন মেঝেতে ত্বরণের কীরূপ পরিবর্তন হবে? গাণিতিকভাবে ব্যাখ্যা করো।
সৃজনশীল প্রশ্ন ৩ : 1000kg ও 1200kg ভরের A ও B বাস দুটি যথাক্রমে 30ms-1 এবং 25ms-1 বেগে একই দিকে গতিশীল কুয়াশার জন্য তাদের সংঘর্ষ ঘটে। সংঘর্ষের পর B বাসের বেগ 5ms-1.
ক. ভরবেগ কাকে বলে?
খ. ঘর্ষণের সুবিধাগুলো লিখো।
গ. সংঘর্ষের পর A বাসের বেগ কত নির্ণয় করো।
ঘ. সংঘর্ষের সময় যত কম হবে বলের মান ততো বেশি হবে উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
সৃজনশীল প্রশ্ন ৪ : P ও Q দুইটি বস্তুর ভর যথাক্রমে 20kg এবং 30 kg। বস্তু দুটি একই সরলরেখা বরাবর একই দিকে চলছে। Q এ অবস্থান P এর সামনে এবং Q বস্তুটি 10ms-1 সমবেগে ও P বস্তুটি স্থির অবস্থান থেকে 3ms-2 সমত্বরণে চলছে। 10 sec পরে P ও Q সংঘর্ষে লিপ্ত হয়ে একটি বস্তুতে পরিণত হয় এবং 18 ms-1 সমবেগে একই দিকে চলতে থাকে।
ক. বলের ঘাত কি?
খ. বন্দুক থেকে গুলি ছুঁড়ার সময় বন্দুকটি পিছনের দিকে সরে আসে কেন? কারণ ব্যাখ্যা করো।
গ. বসুদ্বয় মিলিত হওয়ার ঠিক পূর্ব মুহূর্তে P বস্তুর বেগ নির্ণয় করো।
ঘ. উপরোর ঘটনা ভরবেগের সংরক্ষণ সূত্রকে সমর্থন করে কি? গাণিতিক বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৫ : 10g ভরের একটি বুলেট বন্দুক থেকে 1kms”বেগে গুলি করা হল। বুলেটটি কাঠের ভিতর 3cm প্রবেশ করার পর থেমে গেল।
ক. অর্ধায়ু কী?
খ. স্নেলের সূত্রটি লিখ এবং ব্যাখ্যা করো।
গ. বন্দুকটির ভর 50 kg হলে, বন্দুকটির পশ্চাৎবেগ নির্ণয় করো।
ঘ. উপাত্তের তথ্যের আলোকে বুলেটের উপর কার্যরত বাধাদানকারী বলের মান গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৬ : একটি বন্দুক থেকে 10g ভরের একটি গুলি 600ms-1 বেগে নির্গত হওয়ার সময় 2ms-1 বেগে পিছনে ধাক্কা দেয়।
ক. লঘিষ্ঠ গণন কী?
খ. স্ক্রু গজের লঘিষ্ঠ গণন 0.01mm বলতে কী বুঝায়?
গ. বন্দুকটির ভর নির্ণয় কর।
ঘ. কী কী ব্যবস্থা অবলম্বন করে বন্দুকটির পশ্চাৎবেগের মান আরও কমানো যায়? গাণিতিক যুক্তিসহ আলোচনা কর।
সৃজনশীল প্রশ্ন ৭ : স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 600kg ভরের একটি ট্রাক 0.2ms সুষম ত্বরণে 60s চলার পর 400 kg ভরের একটি স্থির পিকআপ ভ্যানের সাথে ধাক্কা খেয়ে আটকে একত্রে 7.2ms বেগে চলতে থাকে।
ক. পিছলানো ঘর্ষণ কী?
খ. সাম্য ও অসাম্য বলের মধ্যে দুটি পার্থক্য লিখ।
গ. উদ্দীপকের ট্রাকটি পিকআপ ভ্যানের সাথে ধাক্কা যাওয়ার আগে কত দূরত্ব অতিক্রম করবে নির্ণয় কর।
ঘ. উপরোক্ত ঘটনা ভরবেগের সংরক্ষণ সূত্রকে সম করে কী? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ৮ : তানজুম 50g ভরের একটি পাথরকে 60ms-1 বেগে ভূমির সমান্তরালে নিক্ষেপ করে।
ক. মাত্রা কাকে বলে?
খ. 10N বল বলতে কী বোঝায়?
গ. পাথরটি যদি সমবেগে গতিশীল থাকে তবে 4s এ এটি কত দূরত্ব অতিক্রম করে, তা নির্ণয় কর।
ঘ. 9N বাধাদানকারী বল প্রয়োগ করে পাথরটিকে 10m দূরত্বে থামানো সম্ভব হবে কি? গাণিতিক বিশ্লেষণের মতামত পাও।
সৃজনশীল প্রশ্ন ৯ : 700kg ভরের একটি গতিশীল ট্রাক 20ms গে 1300kg ভরের একটি স্থিতিশীল ট্রাককে ধাক্কা দেয় এবং ট্রাক দুইটি মিলিত হয়ে সামনের দিকে চলতে থাকে।
ক. জড়তা কী?
খ. গতির উপর ঘর্ষণের প্রভাব ব্যাখ্যা কর।
গ. ট্রাক দুইটির মিলিত বেগ নির্ণয় কর।
ঘ. ভরবেগের সংরক্ষণ সূত্র কীভাবে নিউটনের তৃতীয় সূত্রকে সমর্থন করে, গাণিতিক যুক্তিসহ মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ১০ : 3.92N ওজনের একটি খেলনা গাড়ীর উপর বল প্রয়োগ করায় এটি ঘর্ষণযুক্ত মেঝেতে 0.5ms তুরণে চলতে শুরু করে। ঘর্ষণ বল 0.5N.
ক. অভিকর্ষজ ত্বরণ কাকে বলে?
ঘ. পৃথিবীর কেন্দ্রে বসুর ওজন শূন্য কেন?
গ. গাড়ীর উপর প্রযুক্ত বলের মান কত?
ঘ. ঘর্ষণযুক্ত ও ঘর্ষণবিহীন অবস্থায় মেঝেতে ত্বরণের কী পরিবর্তন হবে? গাণিতিকভাবে মূল্যায়ণ কর।
►► অধ্যায় ১ : ভৌত রাশি ও পরিমাপ
►► অধ্যায় ২ : গতি
►► অধ্যায় ৩ : বল
►► অধ্যায় ৪ : কাজ ক্ষমতা ও শক্তি
►► অধ্যায় ৫ : পদার্থের অবস্থা ও চাপ
►► অধ্যায় ৬ : বস্তুর উপর তাপের প্রভাব
►► অধ্যায় ৭ : তরঙ্গ ও শব্দ
►► অধ্যায় ৮ : আলোর প্রতিফলন
►► অধ্যায় ৯ : আলোর প্রতিসরণ
►► অধ্যায় ১০ : স্থির তড়িৎ
SSC শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Facebook Page এ Like দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post