ssc পদার্থবিজ্ঞান ৫ম অধ্যায় mcq পদার্থের অবস্থা ও চাপ
১. ব্যারোমিটারে পারদ স্তম্ভের উচ্চতা ধীরে ধীরে বাড়তে থাকলে আবহাওয়া কেমন হবে?
ক. ঝড়-বৃষ্টি
খ. বজ্রপাত
গ. ঘূর্ণিঝড়
ঘ. শুষ্ক ও পরিষ্কার
২. 400 g ভরের একটি 400 cm3 আয়তনের বস্তুকে পানিতে ছেড়ে দিলে কী হবে?
ক. ডুবে যাবে
খ. ভেসে থাকবে
গ. সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে
ঘ. আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে
৩. বায়ুচাপ পরিমাপের যন্ত্রের নাম কী?
ক. থার্মোমিটার
খ. ব্যারোমিটার
গ. ম্যানোমিটার
ঘ. সিসমোমিটার
৪. 100 N বল 1 m2 ক্ষেত্রের উপর ক্রিয়া করলে, চাপ কত?
ক. 100 Pa
খ. 10 Pa
গ. 1000 Pa
ঘ. 200 Pa
৫. 5 m2 ক্ষেত্রফলের বস্তুর উপর 10 Pa চাপ সৃষ্টি করতে কী পরিমাণ বল প্রয়োগ করতে হবে?
ক. 50 N
খ. 2 N
গ. 500 N
ঘ. 20 N
৬. বল 100 N এবং চাপ 5 Pa হলে ক্ষেত্রফল কত?
ক. 2 m2
খ. 20 m2
গ. 500 m2
ঘ. 10 m2
৭. প্রযুক্ত বল স্থির থাকলে ক্ষেত্রফল যত কম হয় চাপ তত কি হয়?
ক. কম হয়
খ. বেশি হয়
গ. পরিবর্তন হয় না
ঘ. পরিবর্তিত হয়
৮. প্লবতার মান নির্ভর করে-
ক. বস্তুর আয়তন
খ. তরলের ঘনত্ব
গ. অভিকর্ষজ ত্বরণ
ঘ. সবগুলো
৯. একটি হাইড্রলিক প্রেসের ছোট ও বড় পিস্টনের ক্ষেত্রফল যথাক্রমে 5 cm2 ও 25 cm2। ছোট পিস্টনে100 N বল প্রয়োগ করলে বড় পিস্টনে কত বল পাওয়া যাবে?
ক. 500 N
খ. 25 N
গ. 2500 N
ঘ. 125 N
১০. আমাদের দেশে নৌ-পথে দুর্ঘটনার কারণ কী?
ক. অতিরিক্ত যাত্রী
খ. নৌযানের ত্রুটিপূর্ণ নকশা
গ. প্রতিকূল আবাহাওয়া
ঘ. সবগুলো
১১. ঘনত্ব কীসের উপর নির্ভরশীল?
ক. বস্তুর উপাদান
খ. বস্তুর তাপমাত্রা
গ. বস্তুর উপাদান ও তাপমাত্রা
ঘ. বস্তুর উচ্চতা
১২. নিচের কোনটির ঘনত্ব কম?
ক. কর্ক
খ. বায়ু
গ. পানি
ঘ. বরফ
১৩. নিচের কোনটি পানিতে ভাসবে?
ক. এক টুকরা লোহা
খ. পচা ডিম
গ. ভালো ডিম
ঘ. রুপা
১৪. টরিসেলির পরীক্ষার সাহায্যে কী পরিমাপ করা হয়?
ক. চাপ
খ. ঘনত্ব
গ. ওজন
ঘ. বায়ুমণ্ডলীয় চাপ
১৫. স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে 1 m লম্বা কাচনল দিয়ে টরিসেলির পরীক্ষা করা হলে টরিসেলির শূন্যস্থানের উচ্চতা কত হবে?
ক. 100 cm
খ. 76 cm
গ. 30 cm
ঘ. 24 cm
১৬. এভারেস্ট পর্বতশৃঙ্গের উপরে বায়ুণ্ডলীয় চাপ সমুদ্র সমতলের চাপের শতকরা কত ভাগ?
ক. ৪০%
খ. ৩৫%
গ. ৩০%
ঘ. ৪৫%
১৭. ব্যারোমিটারে পারদস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে কমা কিসের পূর্বাভাস?
ক. স্বাভাবিক আবহাওয়া
খ. বৃষ্টিপাত
গ. ঝড়
ঘ. জলোচ্ছ্বাস
১৮. পস্লাজমার তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস?
ক. কয়েক শত
খ. কয়েক হাজার
গ. কয়েক লক্ষ
ঘ. কয়েক কোটি
শিক্ষার্থীরা উপরের বাটনে ক্লিক করে উত্তরসহ MCQ গুলো ডাউনলোড করে নাও। নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Facebook Page এ Like দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post