নবম শ্রেণির পদার্থবিজ্ঞান ৫ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন : কঠিন, তরল এবং বায়বীয় পদার্থের এই তিনটি অবস্থার সাথে আমরা পরিচিত। এর মাঝে তরল এবং বায়বীয় পদার্থ “প্রবাহিত” হতে পারে। তাই এই দুটোকে প্রবাহীও বলা হয়ে থাকে । এই অধ্যায়ে আমরা পদার্থ তার তিন অবস্থাতে কীভাবে চাপ প্রয়োগ করে সেটি বিশ্লেষণ করে দেখব।
শুধু তাই নয়, পদার্থের একটি বিশেষ ধর্ম হচ্ছে স্থিতিস্থাপকতা। কঠিন, তরল এবং বায়বীয় অবস্থায় স্থিতিস্থাপকতার ধর্ম কীভাবে কাজ করে সেটি নিয়েও আলোচনা করা হবে। পদার্থের চতুর্থ অবস্থা বলা হয়, আমরা সেটিও বোঝার চেষ্টা করব।
নবম শ্রেণির পদার্থবিজ্ঞান ৫ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন
সৃজনশীল প্রশ্ন ১ : স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার ধ্রুবক 0.01 cm উক্ত স্লাইড ক্যালিপার্স দিয়ে একটি গোলকের ব্যাস পরিমাপ করা হল যার মূল স্কেলের পাঠ 12.2 cm ডার্নিয়ার সমপাতন 5. যন্ত্রটির যান্ত্রিক ত্রুটি নেই। উত্ত গোলকের ভর 1 kg.
ক. লঘিষ্ঠ গণন কী?
খ. বল একটি লব্ধ রাশি- ব্যাখ্যা কর।
গ. উত্ত গোলকের ব্যাসার্ধ নির্ণয় কর।
ঘ. উক্ত গোলকটি পানিতে ভাসবে না ডুববে গাণিতিকভাবে ব্যাখ্যা করো।
সৃজনশীল প্রশ্ন ২ : 25cm দৈর্ঘ্য, 15cm প্রদ্ধ এবং 5cm উচ্চতা বিশিষ্ট একটি বস্তুর ভর 2.5kg।
ক. ব্লকের সূত্রটি লেখ।
খ, কোনো স্থানে উচ্চতার সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলীয় চাপের পরিবর্তন ঘটে কেন?
গ. উদ্দীপকের বস্তুটি মেঝের উপর রাখলে মেঝের উপর সর্বোচ্চ এবং সর্বনিম্ন কত চাপ প্রয়োগ করবে? নির্ণয় কর।
ঘ. উদ্দীপকের বস্তুটি 4°C তাপমাত্রার পানিতে ছেড়ে দিলে ডুববে না ভাসবে তা গাণিতিকভাবে দেখাও।
সৃজনশীল প্রশ্ন ৩ : একটি পাত্র পানি দিয়ে এবং অপর একটি পাত্র কেরোসিন দিয়ে পরিপূর্ণ আছে। প্রথম পাত্রটির উচ্চতা 75 cm এবং পানি ও কেরোসিনের ঘনত্ব যথাক্রম 1000 kgm-3 ও800 kgm-3 অপর একটি বন্ধু আছে যার আয়তন 400cm^3.
ক. ব্লকের সূত্রটি লিখ।
খ. বেড়িবাঁধ তৈরি করার সময় বাঁধের উপরের অংশ অপেক্ষা নিচের অংশ চওড়া রাখা হয় কেন?
গ. প্রথম পাত্রের তলদেশে চাপের পরিমাণ নির্ণয় কর।
ঘ. প্রদত্ত বস্তুটিকে ১ম ও ২য় পাত্রের তরলের মধ্যে ছেড়ে দিলে কোন পাত্রে প্লবতার মান বেশি হবে তা গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৪ : তরলে অদ্রবণীয় একটি গোলকের আয়তন 1000cm^3। এটি 1500kgm-3 ঘনত্বের তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসে। গোলকটির উপর 100cm^3 আয়তনের 80gm ভরের মোমের প্রলেপ দেয়া হলো।
ক. কাজের একক
খ. লোহা পানিতে ডুবলেও পারদে ভাসে কেন? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের গোলকের ভর নির্ণয় কর।
ঘ. মোমের প্রলেপ দেয়া গোলকটি উত্ত ভরলে ভাসবে না ডুবে যাবে? গাণিতিক যুক্তিসহকারে মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ৫ : একটি আয়তাকার ব্লকের তলদেশের ক্ষেত্রফল 25 cm^3. একে পানির মধ্যে ডুবানো হল। পানির ঘনত্ব 1000 kgm-3. পানির উপরিতল থেকে ব্লকের উপরের পৃষ্ঠের গভীরতা 5cm. ব্লকের উচ্চতা 2 cm। ব্লকের ভর 200g এবং পানিতে ওজন 1.47N.
ক. ঘনত্ব কী?
খ. কঠিন বস্তুর কোনো তরলে ভাসন ও নিমজ্জনের কারণ ব্যাখ্যা করো।
গ. ব্লকের তলদেশে পানির চাপ নির্ণয় কর।
ঘ. এটি আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে কিনা- বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৬ : মিনা তার ছোট ভাইয়ের সাথে একটি পুকুরের পাড়ে বসেছিল। তাই ভাইয়ের হাতে 200g ভরের এবং 250cm^3 আয়তনের একটি বল ছিল। হঠাৎ বলটি পুকুরের পানিতে পড়ে গেল। পুকুরটির পানির গভীরতা ছিল 3m (পানির ঘনত্ব 1000 kg/m^2 এবং g = 9.8ms-2)
ক. রবার্ট হুকের স্থিতিস্থাপকতার সূত্রটি লিখ।
খ. 250J কাজ বলতে কী বুঝায়?
গ. পুকুরটির তলদেশে পানির চাপ নির্ণয় কর।
ঘ. বলটি পানিতে ডুবে যাবে কি? গাণিতিক যুক্তিসহ মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ৭ : স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার ধ্রুবক 0.01 cm. উত্ত স্নাইড ক্যালিপার্স দিয়ে একটি গোলকের ব্যাস পরিমাপ করা হল, যার মূল স্কেলের পাঠ 12.2 cm।
ভার্নিয়ার সমপাতন 5
যন্ত্রটির যান্ত্রিক ত্রুটি নেই
উক্ত গোলকের ভর 1kg
ক. লঘিষ্ঠ গণন কী?
খ. বল একটি লন্ধ রাশি— ব্যাখ্যা কর।
গ. উক্ত গোলকের ব্যাসার্ধ নির্ণয় কর।
ঘ. উত্ত গোলকটি পানিতে ভাসবে না ডুববে গাণিতিকভাবে ব্যাখ্যা কর।
সৃজনশীল প্রশ্ন ৮ : 900m^3 আয়তনের এবং 300 kg ভরের একটি জলযান পানিতে ভেসে থাকে। তখন উহার উপর 2.94 x 10^6 N প্লবতা কাজ করে। জলযানটির আকার অপরিবর্তনীয় রেখে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় সাবমেরিন হিসাবে চালাতে চেষ্টা করা হলো।
ক. প্লবতা কাকে বলে?
খ. নির্দিষ্ট তরলে নির্দিষ্ট গভীরতায় কোনো বিন্দুতে চাপের তারতম্যের কারণ কী?
গ. ভেসে থাকা অবস্থায় জলযানটির আয়তনের কত অংশ পানিতে ডুবে থাকে?
ঘ. কি ধরনের পরিবর্তনের ফলে উল্লিখিত শেষোক্ত চেষ্টা সফল হবে? গাণিতিক যুক্তিসহ বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৯ : 400cm^3 আয়তনের একটি বস্তুর বাতাসে ওজন 19.6 N. পানিতে নিমজ্জিত করলে বস্তুটির ওজন হয় 15.68 N. পরীক্ষণীয় স্থানে অভিকর্ষজ ত্বরণ g = 9.8 ms-2।
ক. প্লবতা কাকে বলে?
খ. নির্দিষ্ট গভীরতায় চাপ তরলের প্রকৃতির উপর নির্ভরশীল— ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের বস্তুটির ঘনত্ব নির্ণয় কর।
ঘ. উদ্দীপক আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে কী না? গাণিতিকভাবে বিশ্লেষণ করে মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ১০ : 20cm^2 ক্ষেত্রফল ও 10 cm উচ্চতাবিশিষ্ট একটি বস্তু বাতাসে ও পানিতে ওজন যথাক্রমে 9.8 N এবং 7.84 N. এখানে, g = 9.8 ms-2.
ক. আর্কিমিডিসের সূত্রটি বিবৃত কর।
খ. কোনো বস্তুর ভাসা এবং নিমজ্জনের শর্তগুলো উল্লেখ কর।
গ. বস্তুর উপাদানের ঘনত্ব নির্ণয় কর।
ঘ. উদ্দীপকটি আর্কিমিডিসের সূত্র মেনে চলে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
►► অধ্যায় ১ : ভৌত রাশি ও পরিমাপ
►► অধ্যায় ২ : গতি
►► অধ্যায় ৩ : বল
►► অধ্যায় ৪ : কাজ ক্ষমতা ও শক্তি
►► অধ্যায় ৫ : পদার্থের অবস্থা ও চাপ
►► অধ্যায় ৬ : বস্তুর উপর তাপের প্রভাব
►► অধ্যায় ৭ : তরঙ্গ ও শব্দ
►► অধ্যায় ৮ : আলোর প্রতিফলন
►► অধ্যায় ৯ : আলোর প্রতিসরণ
►► অধ্যায় ১০ : স্থির তড়িৎ
SSC শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Facebook Page এ Like দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post